নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাকিম৩

হাকিম৩ › বিস্তারিত পোস্টঃ

ইসাবেল এর্বার্হাডথ তিনিও একজন নারী

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৬


ইসাবেল এর্বার্হাডথ ছিলেন একজন জ্ঞানান্বেষী নারী এবং লেখক। তিনি আফ্রিকার উত্তরাঞ্চলে বসবাস ও ব্যাপক ভ্রমণ করেছেন। তার সমসাময়িক কালে তিনি ছিলেন একজন স্বাধীনচেৎা ব্যক্তিত্ব যিনি তার নিজ মাতাদর্শের জন্য ইউরোপের প্রচলিত আচারধর্মকে ত্যাগ করেছিলেন আর তার আদর্শটি ছিল ইসলাম।তিনি মাত্র 27 বছর বয়সে মরুভূমিতে একটি জ্বলোচ্ছাসে মারা যান।যেটুকু তথ্য প্রমাণ পাওয়া যায় তাতে বলা হয় তিনিই ছিলেন পশ্চিমা বংশদ্ভূত প্রথম সুফি অনুসারী।

ইসাবেল এর্বার্হাডথ জন্ম গ্রহণ করেন সুইজারল্যান্ডের জেনেভায়। তার মা ছিলেন রুশ বংশদ্ভূত জার্মান ন্যাথাইলি ময়েডার এবং বাবা আলেকজান্ডার ট্রপমস্কি ছিলেন একজন আমেরিকান। তার জার্মান মায়ের বিয়ে হয়েছিল বিপত্নিক জেনারেল পাভেল ডি মোয়ের্ডের সাথে যিনি হার্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর যাওয়ার খবর তিনি সুইজারল্যান্ডেই থেকে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানেই চার বছর পর ইসাবেল এর্বার্হাডথ জন্ম নেন। অসচেতন জীবনযাপনের কারনে সৃষ্ট পারিবারিক জটিলতার জন্য দায়ী বাবাকে তিনি অপছন্দ করতেন।
এসকল বৈরীতায় চাপা জেদে তিনি হয়ে উঠেছিলেন উচ্চশিক্ষিত। তিনি ফরাসি ভাষায় ছিলেন দক্ষ তাছাড়াও রুশ, জার্মান এবং ইটালিয়ান ভাষায় কথা বলতে পারতেন। তিনি ল্যাতিন ও গ্রিক ভাষায় বিদ্যার্জন করেন। তার বাবার সহযোগিতায় তিনি শাস্ত্রীয় আরবি ভাষা এবং কোরআন পড়তে শিখেন। পরবর্তীতে তিনি আরবী ভাষাও পারদর্শী হয়ে উঠেন।ছোটবেলা হতেই তিনি ছেলেদের পোশাক পরতে অভ্যস্ত ছিলেন যা তাকে যখন তখন যত্রতত্র ঘুরে বেড়ানোয় বাড়তি স্বাধীনতা যোগাতো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: লেখাটি অারো বিস্তারিত হলে কেমন হতো?

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৯

হাকিম৩ বলেছেন: বেশি বড় হলে পাঠক পড়তে অলস্য অনূভব করে। ধন্যবাদ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন:
লেখক বলেছেন: বেশি বড় হলে পাঠক পড়তে অলস্য অনূভব করে।
প্রচন্ড বড় মিথ্যা কথা।

আপনি সংক্ষেপে লেখার কারণেই লেখায় কোন পাঠক নেই। বড় করে লিখলে ঠিকই মানুষগুলো পড়তো।

পোস্টের বড়-ছোট নির্ভর পোস্টের বিষয়বস্তুর উপর, লেখনীর উপর। ভাল লেখনী বিশাল বড় হলেও মানুষ পড়েই।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

হাকিম৩ বলেছেন: হৃদয় জুড়িয়ে দেয়ার মত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৯

গেম চেঞ্জার বলেছেন: ভাল করে উনাকে নিয়ে একটা পোস্ট লিখুন!

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৯

হাকিম৩ বলেছেন: লেখবো ভাইয়া খুব শিগ্রই লেখবো ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪১

লেখা পাগলা বলেছেন: আশা করি আরো বিস্তারিত আলোচনা রাখবেন।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২

হাকিম৩ বলেছেন: আশা করি অল্প কয়েক দিনের ভিতরেই একটা পোস্ট দিবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.