নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে সবচাইতে পরিশ্রমী দশটি জাতি- বছরে সবচেয়ে বেশি কাজ করে যেসব দেশ

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

আসুন, দেখি দুনিয়াতে সবচাইতে বেশি কাজ করে কোন কোন দেশের মানুষ।







উপরের ছবির লোকগুলো স্লোভাক রিপাবলিক এর ।

এরা বছরে গড়ে ১৭৯৪ ঘন্টা কাজ করে।

এরা বছরে গড়ে ১৯০৬৮ মার্কিন ডলার বেতন পায়।

এরা কোন পার্ট টাইম কাজ করেনা।







এটা দক্ষিন আমেরিকার চিকন রাস্ট্র চিলি।

এখানকার শ্রমিকরা বছরে গড়ে ২১০২ ঘন্টা কাজ করে। প্রায় সবাই সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে তবে

১৬% মানুষ সপ্তাহে ৫০ ঘন্টার বেশী কাজ করে।

গড়ে বছরে মাথাপিছু বেতন ১৫,৮২০ মার্কিন ডলার।







এবার দক্ষিন কোরিয়া।

এখানে ৭৫% পুরুষের পাশে ৫৩% মহিলা কাজ করে।

পুরুষরা দৈনিক ৪৫ মিনিট ঘরের কাজ মানে হাড়ি পাতিল সাফাই ঘর দুয়ার সাফ করা এসব করে। অন্যদিকে মহিলারা গড়ে দৈনিক ২২৭ মিনিট ঘর গৃহস্হালীর কাজ করে।

এরা বছরে গড়ে ২০২৯ ঘন্টা কাজ করে।

এরা বছরে গড়ে ৩৫,৪০৬ আমেরিকান ডলার বেতন পায়।

পরিবার পিছু এদের বাচ্চা কম ফলে এরা বেশ আরামে বিলাসী জীবন যাপন করে।







ছবিটা এস্তোনিয়ার।

এদের বেতন কম, বেকার বেশী।

বছরে গড়ে ২০১২ ঘন্টা কাজ করে।

বছরে গড় বেতন ১৭,৩২৩ মার্কিন ডলার।









এবার রাশিয়া।

বছরে ২৮ দিন সবেতন ছুটি, সরকারী ছুটিতো আছেই।

পার্ট টাইম জব নেই।

বছরে গড়ে কাজ করে ২০০২ ঘন্টা।

বছরে গড় বেতন ১৫,২৮৬ মার্কিন ডলার।







পুর্ব ইউরোপের দেশ পোল্যান্ড।

বছরে কাজ করে ১৮৯৩ ঘন্টা।

গড় মাইনে ২০,০৬৯ মার্কিন ডলার।







উপরের এরা আমেরিকান।

এদের ছুটির কোন গ্যারান্টী নেই।

বেতন সহ মেটারনিটি লিভ নেই।



বেতন ছাড়া ১২ সপ্তাহের মেটারনিটি লিভ আছে।

সবেতন সিক লিভ নেই।

বছরে গড়ে এরা ১৭৯৮ ঘন্টা কাজ করে।

বছরে গড়ে এরা ৫৪,৪৫০ মার্কিন ডলার বেতন পায়!

জঙ্গলে কাজ করে যারা আর যারা খনিতে কাজ করে তারা সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করে।







এবার হাঙ্গেরী।

গড়ে বছরে ১৭৯৭ ঘন্টা কাজ করে।

গড়ে প্রত্যেকে মাইনে পায় ১৯,৪৩৭ মার্কিন ডলার।





এবার এল এশিয়ার অর্থনৈতিক দৈত্য জাপান।

বছরে গড়ে কাজ করে ১৭৬৫ ঘন্টা।

বছরে গড়ে মাইনে পায় ৩৫,১৪৩ মার্কিন ডলার।

এদের কাজ করার সময় কমছে।





এবার সবচাইতে বেশী পরিশ্রম করা জাতি





দুনিয়াতে সব চাইতে বেশী কাজ করে মেক্সিকানরা।

বছরে গড়ে ২৩১৭ ঘন্টা কাজ করে।

বছরে মাইনে পায় ৯৮৮৫ মাকিন ডলার।







খবরের উৎস: Click This Link

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

ইউরো-বাংলা বলেছেন: বাংলাদেশীরা ?

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশীরা আছে তবে অনেক নীচের দিকে। খামোখা লিখে নিজেই বেইজ্জতি হব নাকি? পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

মাহবু১৫৪ বলেছেন: ++++

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, স্বাগতম আর আসবার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

অথৈ সাগর বলেছেন: দুনিয়ার অলস জাতির লিস্টে আমাদের দেশ থাকতে পারে। পোস্টে +++।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

ঢাকাবাসী বলেছেন: কুনু সন্দেহ নেই, আলসেমীতে সম্ভবত চ্যাম্পিয়নই হবে ! প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

তামিম ইবনে আমান বলেছেন: দক্ষিণ কোরিয়া যামু। ট্যাকা আর ট্যাকা।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

ঢাকাবাসী বলেছেন: খাটলে এদেশেও টাকা আছে, তবে নৈতিক ভাবে নয়। ধন্যবাদ আপনাকে।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: রেগুলার কাজ হল সপ্তাহে ৪০ ঘন্টা ! বছরে ১৯২০ ঘন্টা । আই থিংক এই হিসাবটা দুনিয়ার অনেক দেশেই!

আমেরিকায় বেতন সহ মেটারনিটি লিভ নেই, সবেতন সিক লিভ নেই। এটা একটা ভুল তথ্য, মেক্সিমাম ফুল টাইম জবে এই সুবিধা আছে! আমি যে কোম্পানীতে কাজ করি সেটাতে তিন মাস বেতন সহ মেটারনিটি লিভ আছে, বেতন সহ সিক লিভ, হলিডে পে এগুলা তে আছেই!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

ঢাকাবাসী বলেছেন: আমি যে লিংক দিয়েছি সেখানে এটাই লেখা আছে আর উইকিপিডিয়াতে গেলেও দেখবেন লেখা ১২ সপ্তাহের মেট লীভ আছে বেতন ছাড়া, গুগলসেএ গেলে তাই পাবেন। আমিও ভুল মনে করেছিলুম পরে অনেক জায়গাতে খোজ নিয়ে কনফার্ম হলুম। দেখে নিন প্লিজ। সক্রিয় অংশ নেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

নীলতিমি বলেছেন: লেখার জন্য ধন্যবাদ! :)

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ নীলতিমি।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই আপনে বলছেন লিংকের কথা আর আমি বলতাছি একদম স্বশরীরে নিজে যেটা দেখতাছি, এবং ভোগ করতাছি। আমি তো নিজেই বাস্তব উদহারন - আমি তো সিক কল করতে পারি, হলি ডে পে পাই, পারসোনাল লিভ নিতে পারি, টপ অফ দ্যাট আমি বছরে ২/৩ সপ্তাহ পেইড ভেকেশন নিতে পারি। আমার সাথে যেসব মেয়েরা কাজ করে তারা ৩ মাস পর্যন্ত পেইড মেটারনিটি লিভ নিতে পারে। এসব সুবিধা মেক্সিমাম ফুল টাইম জবে পাওয়া যায়!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

ঢাকাবাসী বলেছেন: আপনার বক্তব্যই সঠিক হবে। কষ্ট করে অংশ নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: বাংলাদেশের মানুষ বেশিরভাগ আলসে নয় । এখানে বেশিরভাগ কাজ শ্রম ঘন্টার মানে হয় না, তাই প্রকৃত তথ্য পাওয়া কষ্টকর । দিনান্ত পরিশ্রম করা মানুষের সংখ্যাই এদেশে বেশি, কিন্তু তার কোন সঠিক পরিসংখ্যান নেই । লেবার আইনের কোন প্রয়োগ নেই । আমি নিজে দৈনিক ১৪ ঘন্টা কাজ করি । সারা বছরে তিন চার দিনের বেশি ব্যক্তিগত ছুটি নেইনি কখনো, সতের বছর ধরে ।

সুন্দর পোস্ট ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: দেশের মানুষের প্রতি ভালবাসার প্রসংসা করছি। খুব সংক্ষেপে বলছি, এদেশে কোন কিছুরই তথ্য পাওয়া যাবেনা, ৫-৬ জনের একটা পরিবারে ১ জন বা ২ জন পরিশ্রম করে, লেবার আইন তো দুরে এদেশে কোন আইনই নেই! আপনার মত পরিশ্রমী মানুষ এদেশে খুব বেশী নেই। অংশ নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

চুক্কা বাঙ্গী বলেছেন: তালিকায় সবচেয়ে পরিশ্রমী জাতির পারিশ্রমিক সবচেয়ে কম!! একেই বলে অবিচার।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: যুগ যুগ ধরে এরকমটাই চলে আসছে! কি আর করা? পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: বেশ ব্যতিক্রম ধর্মী আইডিয়ার ব্যতিক্রম ধর্মী পোস্ট। এবার আইলাসাদের একটা লিস্টি বানান/

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: আইলসাগো লিষ্টি বানাইলে আমরাই বাজি মেরে দেব মনে হয়! 'কত রবি জ্বলেরে, কেবা আখি মেলেরে' তো এদেশেরই গপ্পো! আসবার জন্য আন্তরিক ধন্যবাদ খেয়া ঘাট।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

নিমপাতা১২ বলেছেন: দুনিয়াতে সবচাইতে পরিশ্রমী দশটি জাতি- বছরে সবচেয়ে বেশি কাজ করে যেসব দেশ

বাংলাদেশের গ্রার্মেন্ট শ্রমিক সম্পকে আপনার ধারনাই নাই,. এরা সকাল ৮টা থেকে রাত ১০টা, মাঝে শুধু দুপরে ১ ঘন্টা খাওয়ার টাইম, এদের মধ্যে যারা ফিনিসিং সেকশনে থাকে তাদের কে রাত ৩টা পর্যন্ত কাজ করতে হয়, তবে বেতন খুবই কম

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: গার্মেন্টস শ্রমিকদের সম্পর্কে ধারনাই নেই কথাটি ঠিক নয় ভাই। এরা কতঘন্টা কাজ করে বেতন কি আর কত পায় কিভাবে এরা বেতন ওভারটাইম থেকে বন্চিত হয় সব আমার নখদর্পনে। গার্মেন্টস এর সব শ্রমিকদের ধরলেও সমগ্র দেশের জনসংখ্যার কর্মঘন্টা গড়ে বছরে ২০০০ ঘন্টা হয়না বলেই ঐসব আন্তর্জাতিক ওয়েবসাইটে বাংলাদেশের নাম নেই! আশা করি বুঝতে পারছেন। পড়ে অংশ নেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার পোষ্ট +++

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পড়ে আবার প্লাস দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বদা ভাল থাকবেন।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

সোজা কথা বলেছেন: আমাদের দেশে অনেক পরিশ্রমী মানুষ রয়েছে।তবে সেই সংখ্যাটা অতীব নগণ্য।দেখা যায় বৃদ্ধ পিতা গরুকে মাঠে চড়াচ্ছেন আর সুস্থ সবল ছেলে বেলা করে ঘুম থেকে উঠছে !
কাজের প্রতি দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনা উচিত।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার আপনার দৃস্টি। শহরেও দেখুননা বেকার ছেলে রকবাজি করছে বাপ অবসর নিয়েও বাজারে যাচ্ছেন নাতির দুধ আনছেন!! আপনার সাথে একমত। ধন্যবাদ আপনাকে।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: শীতের দেশের মানুষ কর্মঠ হয় বেশি। তালিকায় মেক্সিকোর নাম দেখে অবাক হৈসি কিছুটা।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

ঢাকাবাসী বলেছেন: আইসল্যান্ড ফিনল্যান্ড নরওয়ের রোকেরা কাজ করার টাইমই পায়না বরফের জন্য! মেক্সিকোর লোকেরা কাজ করলেও মাইনে কম। বেকার আছে অনেক। ফাঁক খোজে বর্ডার ক্রস করে আমেরিকায় আসবে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো পোস্ট

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে । এসে পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট +++

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আর আমরা মনে হয় আরামপ্রিয় জাতিদের লিস্টে এক নাম্বারে আছি ??

যাই ঘুম পাইছে ... ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

ঢাকাবাসী বলেছেন: মন্ত্রী তো জানবেনই! দুনিয়াতে সবচাইতে অলস, কর্মবিমুখ, অশিক্ষিত পরশ্রীকাতর, হিংসুটে, (সবগুলো খারাপ বিশেষন বসান) জাতি হলুম আমরা! ব্লগে আসবার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:




শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

ঢাকাবাসী বলেছেন: শুভেচ্ছা আপনাকে আর ধন্যবাদ অন্তর থেকে।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

বেকার সব ০০৭ বলেছেন: বাংলাদেশের মুদির দোকানে যারা কাজ করে তাদের কর্মঘন্টা হিসেব করে দেখতে পারেন, বছরে কত ঘন্টা কাজ করে

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভালো পয়েন্ট তুলে ধরলেন তো! অন্য কোথাও বলেছি এদেশে কোন কিছুরই তথ্য পাওয়া যায়না। মুদী দোকানী ক'জন আছে তা এদেশের কেউ বলতে পারবেনা! মুদি দোকানীরা প্রায়ই নিজে মালিক হয় ফলে তাদের পরিশ্রমটা কিভাবে ক্যালকুলেট করা যায় দেখি কেমন। হ্যা একজন মুদী প্রায় ১৮ ঘন্টা রোজ কাজ করে।
আপনার আগ্রহ সহ অংশ গ্রহনের জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

ধূর্ত উঁই বলেছেন: বাহ তথ্য বহুল পোস্ট ্ কিছু সংখ্যক ব্লগার ২৪ ঘন্টাই কাজ করে আমার বিশ্বাস ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: হা হা হা! ভারি মজা পেলুম ভাই। আপনার কষ্ট করে পড়া আর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

ধূর্ত উঁই বলেছেন: কারণ কিছু ব্লগার দেখি রাত দিন নেই সব সময়ইআছে। এরা নিশচ্য় রেকর্ড বুকে তাদের নাম দেখবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১২

ঢাকাবাসী বলেছেন: আসলেই কিছু ব্লগার ২৪ ঘন্টার দীর্ঘ সময় ধরে থাকেন। তাদের আগ্রহ ইচ্ছা আছে, আছে সামর্থ। অবশ্য এদের মত মানুষ ব্লগকে প্রানবন্ত রাখে বলে মনে হয়। সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত কাজ করে, তারপরেও গরীব!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো! হ্যাঁ তাইতো দেখছি। অবশ্য কাদের কথা বলছেন নিশ্চিত নই। গরীব থাকাটা দেশের সার্বিক অর্থনীতি, সরকারী নীতি,সততা, জিডিপি ইত্যাদি অনেক কিছুর উপরই নির্ভর করে বলে মনে হয়। কিছু ফ্যাক্টর বদলালে আমার দেশ অবশ্যই দুনিয়ার অন্যতম সমৃদ্ধ সুখী দেশ হতে পারত। এখন আর সেটা হওয়ার কোন সম্ভাবনা নেই। ২২- ২৫ কোটি মানুষের মুখ ছাই দিয়েও ভরা যায়না! সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। অনেক কিছু জানতে পারলুম।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

ঢাকাবাসী বলেছেন: হ্যালো! জানাতে পেরে যারপরনাই খুশী হলুম। আর আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সুমন কর।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আছিফুর রহমান বলেছেন: দুনিয়ার অলস জাতিদের তালিকায় আমরা আছি তো। নিশ্চিত হইতে পারলে একটু শান্তি পাইতাম। দ্যাশ থিকা তো শান্তির পায়রা উইরা গেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

ঢাকাবাসী বলেছেন: কোন সুত্র নেই তবু বুকে হাত দিয়েই বলা যায় আমরাই দুনিয়াতে আনডিসপিউটেড অলসতম জাতি। এটা বললাম বহু দিনের অভিজ্ঞতা থেকে।
আপনার দ্বিতীয় মন্তব্যটি ব্যাপারে বলি, আপনি যার সিম্বল লাগিয়েছেন সেই লোকটার আজ এদেশে বড়ই দরকার! শান্তি ফিরে আসতই, অবশ্য কিছু লোকের ঘুম হারাম হত! ধন্যবাদ আপনাকে।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪১

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আমাদের কথা জানিনা কিন্তু দুনিয়ার সবচাইতে অলস জাতির লিস্টে উচু স্থান অধিকার করবে আরব জাতি গুল। একেকটা হল অলসের হাড্ডি। তেলের টাকায় চলে তো।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৫

ঢাকাবাসী বলেছেন: হ্যালো ম্যালা দিন দেখিনি মনে হয়। একেবারে ঠিক বলেছেন। আরবরা তাদের টাকা পয়সার বদৌলতে অলস আয়েশী জীবন যাপন করে, তবে সবাই না। পৃথিবীর অনেকগুলো দেশ শহর ঘোরার সৌভাগ্য হয়েছে সেই অভিজ্ঞতায় এটুকু বলতে পারি কর্ম বিমুখতা.. বাড়ী থেকে ১৫০ মিটার দুরে যেতে রিকশা নেয়া আমাদের জন্মগত স্বভাব। কাজ না করে টাকা কামাতে পারলে কাজ করে কোন ব্যাটা, এটা আমাদের দর্শন! অংশ নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১১

লিন্‌কিন পার্ক বলেছেন: +++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৬

ঢাকাবাসী বলেছেন: সাথে থাকার জন্য আর পড়ে প্লাস দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: জরিপে নিচের ছবির জাতির নাম টপ টেনে নাই ??? দেখেন কত পরিশ্রম কইরা শিশা টানতেছে






তবে বাংলাদেশীরা অলস জাতি এই ব্যাপারে আমার দ্বিমত আছে। বরং আমার মনেহয় বাংলাদেশীরা অত্যন্ত পরিশ্রমী জাতি। আমরা আয়েসী মিডলক্লাসটা বাদে আর কি

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ভালো তো? ছবিটা দারুন দিয়েছেন। আপনাকে ধন্যবাদ! হ্যাঁ এরা আয়েশি অলস। অবশ্র আমার বিশ্লেষনটা উপরে একবার দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মশিকুর বলেছেন:
ভালো পোস্ট। তথ্যবহুল।।

বাংলাদেশের মানুষ পরিশ্রম অনুযায়ী টাকা পায়না। অবশ্য তুলনামূলক ভাবে সবকিছুর দাম+জীবনযাত্রার মান অন্যান্য দেশের তুলনায় কম। তারপরও যেভাবেই দেখেন দুর্নীতি ছাড়া চলা কষ্টকর(বিশেষ করে সরকারী চাকরী করেন যারা)। পোশাক শিল্পের দিকে তাকালেই দেখা যায়, বাংলাদেশের শ্রমিক মূল্য কত কম।

শ্রমিকদের পরিশ্রমের বিনিময়ে অর্থ হিসেবে বাংলাদেশ অনেক নিচে থাকবে। কিন্তু মালিকদের পরিশ্রমের বিনিময়ে অর্থ হিসেবে বাংলাদেশ সবার উপরে থাকবে আমার বিশ্বাস। রাজনীতিবিদ, সচীব, বড় বড় দুর্নীতিবাজদের কথা বাদই দিলাম।

ভালো থাকুন।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

ঢাকাবাসী বলেছেন: চমৎকার বিশ্লেষনধর্মী লেখার জন্য ধন্যবাদ। ব্লগে আসবার জন্য আবার ধন্যবাদ। ভাল থাকবেন।

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং। মাসুম আহমদ ১৪ এর কমেন্টে +।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

ঢাকাবাসী বলেছেন: অংশ নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.