নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে সবচাইতে লম্বা কাঠ খোদাই করা ভাস্কর্য

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮



কাঠের কাজটা দারুণ সুন্দর তাইনা!

আসেন জানি আর ছবি দেখি দুনিয়াতে সবচাইতে লম্বা একটুকরা কাঠের মধ্যে খোদাই করে কারুকার্য করা ভাস্কর্য যেটা নাকি গিনেস বুকে বিশ্বরেকর্ড হয়ে গেছে!



রেকর্ডধারী শিল্পিটি একজন চীনা, জেং চুনহুয়ি। তিনি ৪০ ফুটের বেশী লম্বা একটা গাছের গুড়িতে খোদাই করা কাজ করে বিশ্বরেকর্ড করেছেন!

কাজটা করতে তার ৪ বছরের বেশী সময় লেগেছে।

কাঠের গুড়িতে খোদাই করে যে দৃশ্য তিনি বানিয়েছেন সেটা একটা চীনা বিখ্যাত তৈলচিত্র । চিত্রটার নাম ছিল 'কিংমিং উৎসবের সময় নদীর ধারে'।

শিল্পটির মধ্যে ব্রিজ, বাড়ীঘর, ৫৫০ জন মানুষের মুর্ত্তি ইত্যাদি অনেক কিছু আছে!



কাঠের ভাস্কর্যটি ১২.২৮৬ মিটার লম্বা, ৩.০৭৫ মিটার উঁচু আর ২.৪০১ মিটার চওড়া।

মূল চিত্রটিতে প্রাচীন প্রায় ৯০০ বছর আগের ধনী আর গরিব চীনাদের দৈনন্দিন জীবনের ছবি দেখায়। চিত্রটি সঙ সাম্রাজ্যের সময় তৈরী হয়।



ভাস্কর্যটি প‌্যালেস মিউজিয়ামে রাখা আছে। ছবি দেখুন:





























শেষে একটু রস:

এক বিবাহিত লোক রাস্তা দিয়ে হাটছে, কাছেই অফিসে যাবে। হঠাৎ একটা আওয়াজ এলো " থামো, আর এক পা'ও এগোবেনা, সামনে বিপদ' লোকটি থামল আর সাথে সাথে উপর থেকে একটা দশ ইন্চি ইঁট মাটিতে পড়ল। আর একটু হলেই লোকটা গেছিল।

লোকটা আবার হাটতে শুরু করল এমন সময় আবার সেই আওয়াজ 'থামো এগোবেনা সামনে বিপদ' লোকটা থেমে গেল আর তক্ষুনি একটা প্রকান্ড ট্রাক সজোরে এসে সামনের দেয়ালে ধাক্কা দিল। আরেকটু হলেই লোকটার প্রান যেত।

পর পর দুবার লোকটার প্রান বাঁচিয়েছে এবার লোকটা জিজ্ঞেস করল 'কে আপনি দু দুবার আমার প্রান বাঁচালেন?' উত্তর এলো 'আমি তোমার বিপদে রক্ষা করার দেবতা'।

এবার লোকটা রেগে গিয়ে বলল ' আরে মিয়া আমি যেদিন বিয়ে করলুম সেদিন আপনি কোথায় ছিলেন?'





সুত্র:



Click This Link







মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস।
জোকটায় মজা পাইসি, হাহাহ !

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম, ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

নূর আদনান বলেছেন: খুব ভাল লগল। ৪ বছরের বেশী সময় ধরে একটা ভাস্কর্য তৈরী করা সত্যি ব্যপক ধৈর্যের ব্যপার। বিশ্বরেকর্ডে স্হান পাওয়ার মতোই শীল্প বটে

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তাই। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

খেয়া ঘাট বলেছেন: দারুন পোস্ট। মানুষের মেধার শেষ নাই। আর আপনার জন্য এতো সুন্দর জিনিসগুলো দেখার সুযোগ হচ্ছে। বিনীত ধন্যবাদ ভাই।

জোকটাও দারুন।প্রথমবার শুনে একসপ্তাহ হেসেছিলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করেছেন সেজন্য অনেক ধন্যবাদ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: বিশাল গাছের উপর একটা তৈলচিত্র খোদাই করেছে- দারুণ ব্যাপার । ভালো লেগেছে লোকটার দেশাত্ববোধ দেখে ।

কৌতুকটাও মজার হৈছে :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

ঢাকাবাসী বলেছেন: আমারও ভাল লাগল। আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ জোকস...

পোস্ট দারুন....!!

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

ঢাকাবাসী বলেছেন: আপনাকে ধন্যবাদ, ভাল থাকুন।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

মশিকুর বলেছেন:
চমৎকার। পোস্টে +
জোকসে +

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম, আর আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

পেন্সিল চোর বলেছেন: জোকস টা ভালো ছিল...সাথে মুল পোষ্টাও...

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

ঢাকাবাসী বলেছেন: অনেকদিন পরে এলেন! অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



মজা পেলাম পোস্টে +++

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পড়া আর প্লাসের জন্য রইলো আন্তরিক ধন্যবাদ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

আমিই মিসিরআলি বলেছেন: সুন্দর পোষ্ট :) :)
জোকটা , পোষ্টটা'র সাথে ছবিগুলাও

ধন্যবাদ , ভালাই আছেন ?? :) :D

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

ঢাকাবাসী বলেছেন: তা এই বাজারে ভালা আছি বলতে পারেন। পড়ার সাথে প্রসংসা, খুব ভাল লাগল। আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাই , ভাল থাকুন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: উরিব্বাস!

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

ঢাকাবাসী বলেছেন: তাই! অনেকখানি ধন্যবাদ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

জুন বলেছেন: দারুন তো ।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
বেইজিং এর সামার প্যালেসে এমনি একটা কাঠের কারুকাজ দেখেছিলাম। তবে আকারে অনেক ছোট ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

ঢাকাবাসী বলেছেন: আপনার দেয়া ছবিটাও খুব সুন্দর। পিকিং বা অধুনা বেইজিং গেছিলুম প্রায় ৩৫ বছর আগে! আন্তরিক ধন্যবাদ আপনাকে, পড়া আর তারিফ করবার জন্য।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪১

ভিয়েনাস বলেছেন: জানা ছিল না।জেনে ভালো লাগলো।ছবি গুলো দেখেও ভালো লাগলো।শেয়ারে অনেক ধন্যবাদ :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

ঢাকাবাসী বলেছেন: পগে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

জুন বলেছেন: স্যরি কাঠ না , বাঁশ হবে :#>

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

ঢাকাবাসী বলেছেন: কষ্ট করে আবার আসার জন্য ধন্যবাদ।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন জিনিস। আপনি আমার অনুসারিতে ছিলেন না। তাই পোষ্ট মিস হয়ে যায়। আশা করি এখন থেকে আর হবে না। পোষ্টে প্লাস।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

ঢাকাবাসী বলেছেন: আনন্দিত হলুম সাথে কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.