নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব সুন্দর গাড়ী! কালের গর্ভে প্রায় হারিয়ে যাওয়া কতগুলো গাড়ী!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

১৯২১ মডেলের ফারম্যান এ৬বি স্পোর্ট টর্পেডো







১৯২২ সালের মারমন ৩৪ বি স্পীডস্টার





১৯২৫ সালের রোলস রয়েস ফ্যান্টম-১ এরোডাইনামিক কুপে পিছনের অংশ:







১৯২৫ সালের রোলস রয়েস ফ্যান্টম-১ এরোডাইনামিক কুপে সামনের অংশ:







১৯২৯- ড্যুপন্ট মডেল জিএস স্পীডস্টার







১৯৩০ সালের ঈসোট্টা ফ্রাসীনী ৮৭এ টর্পেডো স্পোর্ট







১৯৩০ এর রাক্সটন মডেল সি রন্চ এন্ড ল্যাং রোডস্টার









১৯৩১ ড্যু পন্ট মডেল এইচ ম্যারিম্যাক স্পোর্টফিটন









১৯৩২ সালের রিও রোয়েল কনভার্টিবল ক্যুপে









১৯৩৪ ভোয়াসিন সি ১৫ সেলয়েট রোডস্টার





১৯৩৬ ডেলাহায়ে ১৩৫ কম্পিটিশনকোর্ট ফিগোনি এ ফালাচি কুপে









১৯৩৬ ডেলাহায়ে ১৩৫ ফিগনি ফালাচি টর্পেডো শেব্রিওলেট









১৯৩৭ ডেলাহায়ে ১৩৫ ফিগনি ফালাচি টর্পেডো শেব্রিওলেট







১৯৩৭ ডেলাহায়ে ১৩৫ এমএস







১৯৩৮ হর্চ ৮৩৫ এ এর্ডম্যান রসি স্পোর্ট শেব্রিওলেট







১৯৩৮ ফ্যান্টম করসেয়ার







১৯৩৯ ডিলেজ ডি৮ ১২০ এস লিট্যারনার মারচ্যান্ড এরোস্পোর্ট কুপে







১৯৩৯ ডেলাহায়ে ১৬৫ ফিগনি ফালাচি শেব্রিওলেট







১৯৪৭ মরগান এফ সুপার ৩ হুইল রোডস্টার







১৯৪৮ ডেলাহায়ে ১৩৫ এম ফিগনি ফালাচি শেব্রিওলেট







১৯৪৯ ডেলাহায়ে ১৭৫ সওচিক রোডস্টার







১৯৪৯ লান্সিয়া আপ্রিলিয়া পিনিন ফারিনা শেব্রিওলেট







১৯৫১ বুগাতি টাইপ ১০১ ঘিয়া রোডস্টার







১৯৫৩ আলফা রোমিও







১৯৫৩ আলার্ড কে ৩ রোডস্টার







১৯৫৩ ক্রাইসলার ঘিয়া কুপে







১৯৫৩ সিয়াটা ২০৮এস বার্টোনি স্পাইডার









১৯৫৪ বুইক ওয়াইল্ড ক্যাট:







১৯৬৪ বিযারিনি ৫৩০০ কোরসা





১৯৬৬ ফিন্চ ফিনিক্স





পুনশ্চ: নামগুলোর উচ্চারণে ভিন্নতা থাকতে পারে, ধন্যবাদ।



সুত্র:

Click This Link

মন্তব্য ৭১ টি রেটিং +২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

পথহারা নাবিক বলেছেন: ফ্যান্টম করসেয়ার গাড়িটা ভালো লাগছে!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

ঢাকাবাসী বলেছেন: গুড তবে কেনা মনে হয় যাবেনা, এন্টিক হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

শিপু ভাই বলেছেন:
সুন্দর সুন্দর!!!! +++++++++++

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: অত্তোগুলো প্লাস! ধন্যবাদ শিপু ভাই।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: 御嶽山!素敵ですね♪ヽ(´▽`)/

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: অইগুলান কি? যাই হোক ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: রোলস রয়েসটা জুস।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

ঢাকাবাসী বলেছেন: আসলেই সুন্দর। লন্ডনে একবার দাম জিজ্ঞেস করেছিলুম তারপর দাম শুনে দৌড় মেরেছিলুম! এক ট্রাক টাকা লাগবে, চলে যান দুবাই বা শারজাহ বা লন্ডন, পাবেন। আর হ্যাঁ ধন্যবাদ সাথে থাকার জন্য।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

সাইফুল আজীম বলেছেন: আমার মিনিয়েচার কালেকশনে আছে কয়েকটা। বড়ই সৌন্দর্য।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

তারছেড়া লিমন বলেছেন: বড়ই সৈন্দর্য বর্ধক ...........টাকা নাই তায় কিনবার পারবো না.....

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: আরে দুর এগুলো কেনে কে? পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

এবি মিনহাজ বলেছেন: ১৯৫৩ ক্রাইসলারটা সিরাম পছন্দ হয়েছে । ইস, কি সৌন্দর্য্য!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

ঢাকাবাসী বলেছেন: তাই! কেনা ঠিক হবেনা কারন ঢাকায় চালাতেই পারবেননা। পড়ার জন্য আর সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

মশিকুর বলেছেন:
দেখেই মন জুড়িয়ে গেল ++++++

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: আম্মো সার্থক। প্লাসের জন্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

মামুন রশিদ বলেছেন: দারুণ! দারুণ!

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: প্রসংসার জন্য ধন্যবাদ ভাই, ভাল থাকুন।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর!! দারুণ!! +++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: চমৎকার সব গাড়ি!! গুড পোস্ট।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

দি সুফি বলেছেন: রোল্‌স রয়েসটা পছন্দ হইছে। কিছু টাকা ধার দেন, কিনে ফেলি B-)) B-))

+++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: শুনেছি রোলস রয়েস এগুলো আর বানায়না, সো কেনাই হলোনা! পড়া আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কাউন্সিলরের এসব গাড়ি আছে। গাড়ি তার শখ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস! এখানে কয়েকশ কোটি টাকার গাড়ী! তাঁকে আমার শ্রদ্ধা আর আন্তরিক অভিনন্দন। আপনাকে ধন্যবাদ, পড়া আর কথাগুলো শেয়ার করার জন্য।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: ১৯৩৭ ডেলাহায়ে ১৩৫ ফিগনি ফালাচি টর্পেডো শেব্রিওলে।

পছন্দ হয়ে গেল।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

ঢাকাবাসী বলেছেন: যতদুর জানি স্টকে খুব বেশী নেই, সো গো ফাস্ট! পড়া আর পছন্দ করার জন্য গাড়ী কোম্পানীর তরফ থেকে ধন্যবাদ।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

ইমরান হক সজীব বলেছেন: রোলস রয়েস ফাটাফাটি । সেই আমলে এত সুন্দর ডিজাইন!

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

ঢাকাবাসী বলেছেন: আপনার পছন্দ চমৎকার! সেই আমলে অনেক কাজই হাতে হতো ফলে ব্যাক্তিগত একটা টাচ থাকতো, সৌন্দর্যটাও বাড়ত! ধন্যবাদ আপনাকে।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

বেকার সব ০০৭ বলেছেন: ভাল লাগার মত পোস্ট, অসাধারন সব গুলো গাড়ী , পোস্টে++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

ঢাকাবাসী বলেছেন: পড়া আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

গৃহ বন্দিনী বলেছেন: সব গুলোই সুন্দর ফ্যান্টম করসেয়ার মডেলটা বেশি সুন্দর ।


ফ্যান্টম করসেয়ার মত না হোক আমার একটা টয়োটা করল্লা হইলেই চলবে । :((

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

ঢাকাবাসী বলেছেন: আশা করি ... দোয়া করি শিগগিরই একটা টোয়োটা প্রিমিও এফ কিনবেন। পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রায় সবকটি গাড়ি লাইক হইছে

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, লাইকের জন্য প্রসংসা করছি আর পড়ার জন্য ধন্যবাদ ভাই।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩

ভিয়েনাস বলেছেন: পুরাতন আমলের মেলা ধরনের গাড়ির ছবি দেখা হলো :)

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে? পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব গাড়ি । বলা যায় জাকজমক পূর্ণ পোস্ট ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি, পোস্টে আসার জন্য ধন্যবাদ।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর, খুবই সুন্দর

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম আর পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

সঞ্জয় মুখার্জী বলেছেন: সুন্দর । সুন্দর ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম স. মুখার্জী, পড়ে মন্তব্য করেছেন সেজন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার পোষ্ট
প্লাস এক বস্তা

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: হ্যালো উদাস কিশোর, আপনাকে আমার ব্লগে স্বাগতম আর শুভেচ্ছা। পড়ে প্লাসের জন্য আরো অনেক অনেক ধন্যবাদ।

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

নীল কথন বলেছেন: চোখ ধাঁধানো সব গাড়ি।
- গত বছর মতিঝিল এবং মিরপুরে দুবার একটা লাল টুকটুকে পুরোনো সৌখিন গাড়ি চোখে পড়ছে। ওটাও মাতাল করা সুন্দর।

১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩২

ঢাকাবাসী বলেছেন: ০গাড়ীগুলো আসলেই সুন্দর! পড়ে কিছু বলার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

ওয়্যারউলফ বলেছেন: মন কাড়া সুন্দর। কালের গর্ভে শুধু যে গাড়িগুলো হারিয়ে যাচ্ছে তা নয়,হারিয়ে যাচ্ছে আমাদের সেৌন্দর্য বোধও।

১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৩

ঢাকাবাসী বলেছেন: ভালো বলেছেন, সত্যিই তাই। ধন্যবাদ আপনাকে।

২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: দারুন।
ইস আমার যদি একটা থাকতো।
মাঝে মাঝে রাস্তায় দেখা যায়।
++++++++++++++++্=

১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৪

ঢাকাবাসী বলেছেন: পড়ে প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: গাড়ি গুলো সুন্দর। কিন্তু খুব সুন্দর না :P :P :P


(আঙ্গুরফল খালি টক না একেবারে তিতা ;) )

১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: হে হে হে কি যে বলেন! গাড়ীগুলো একবার ছুঁতে পারলেই পাঁচ টাকা দিব! ধন্যবাদ, অনেক দিন পরে এলেন!

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

পেন্সিল চোর বলেছেন: বাম্পার কালেকশান ভাইয়ে...

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করলেন সেজন্য আন্তরিক ধন্যবাদ।

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

নূর আদনান বলেছেন: ১৯৩৭ ডেলাহায়ে ১৩৫ এমএস

১৯৪৮ ডেলাহায়ে ১৩৫ এম ফিগনি ফালাচি শেব্রিওলেট

৯৬৬ ফিন্চ ফিনিক্স

এই মডেল গুলো বেশি ভাল লাগছে। সবগুলোই সেরাম....

আমি ছুতে পারলে ৬ টেকা দিমু যান...

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

ঢাকাবাসী বলেছেন: আপনার অফারটা রাখা হলো। পড়ার জন্য আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: Chevrolet এর উচ্চারন টা হচ্ছে শেভ্রলে , শেব্রিওলেট নয়।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

ঢাকাবাসী বলেছেন: ভাই, ওটার ইংরেজী নামের বানান ছিল Cabriolet , তখনো শেভ্রোলে ( Chevrolet ) বাজারে আসেনি মানে জেনারেল মটরস ঐ Model চালু করেনি। মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: সংক্ষেপে "শেভি" বলে সবাই

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন শেভ্রোলেট কে শেভি বলত। ঢাকায় একসময় প্রচুর শেভি ছিল।

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

এহসান সাবির বলেছেন: অসম্ভব সুন্দর.......

পোস্টে+++++++

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস! ধন্যবাদ ভাই।

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: নাইস!

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

ঢাকাবাসী বলেছেন: থ্যাঙ্কু। ভাল থাকবেন।

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সেইরাম কালেকশন ! ১৯৫৪ বুইক ওয়াইল্ড ক্যাট কিনবার মুঞ্চায় ! +++

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

ঢাকাবাসী বলেছেন: ব্যাস আর কি কিনে ফেলুন। মাঝে মধ্যে আমরাও চড়ি!

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১

বেলা শেষে বলেছেন: Supar post. good qualitty , good decoration, good colours-thenk you very much .

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

ভাইটামিন বদি বলেছেন: সুন্দর কালেকশান.....
অাপনের তো দেহি অনেক গুলা সিরাম গাড়ি আছে..... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.