নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র কয়েকটি খেলার ভেন্যুর ছবি

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

কয়্যার ডি এলেন গলফ কোর্স, আইডাহো, যুক্তরাস্ট্র



এই অপুর্ব সুন্দর ১৮ হোল গলফ কোর্সটি আইডাহোর একটা লেকের পারে অবস্হিত। এটার পার ৩ - ১৪ নং হোলটি দুনিয়াতে একমাত্র চলন্ত সবুজ ঘাসের দ্বীপ! একটা কম্পিউটারের সাহায়্যে দ্বীপটাকে ২০০ গজ পর্যন্ত সরানো যায়! ছোট জলযানের সাহায্যে এটার কাছে খেলোয়াররা যাতায়াত করেন।













ইডি স্টেডিয়াম, ফারো আইল্যান্ড, ডেনমার্ক।















গ্রান্ড সেন্ট্রাল স্কোয়াশ কোর্ট, নিউইয়র্ক।





রুফটপ মিনি ফুটবল পিচ, জাপান।







এই অদ্ভুত ফুটবল মাঠটি টোকইও টোয়োকো ডিপার্টমেন্টাল স্টোরের ছাদে বানানো হয়েছে, যা টোকিও শহরেই। এখানে খেলতে ঘন্টায় ৫৪ ডলার থেকে ২০৫ ডলার লাগে!



স্কী দুবাই।



স্কী দুবাই একটা ইনডোর স্কী এরিয়া। প্রায় ২২৫০০ বর্গ মিটার জুরে এর এলাকা পুরোটাই ছাদের ভিতরে। অবশ্য এটা দুবাইএর অন্যতম বৃহত্তম একটা শপিং মলের অংশ বিশেষ! স্কী এলাকাটা ৮৫ মিটার উঁচু, ৫ টা বিভিন্ন উচ্চতার স্লোপ, সাথে ৪০০ মিটার রান, দুনিয়াতে এটাই প্রথম ইনডোর রান।



আরব এমিরেটস এর বুর্জ আল আরব এর উপরে টেনিস কোর্ট









দুনিয়াতে অন্যতম দর্শনীয় স্হানে অবস্হিত এই টেনিস কোর্ট! বুর্জ আল আরব, পৃথিবীর অন্যতম উঁচু হোটেলের ছাদে এই টেনিস কোর্ট! হোটেলটা ৩২১ মিটার উঁচু, সুতরাং টেনিস কোর্টের উচ্চতা বুঝে নিন। আবার হোটেলটাই মেইনল্যান্ড থেকে ২৮০ মিটার দুরে!

সুত্র: বিভিন্ন।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: প্রতিনিয়ত বিচিত্র সব পোস্ট দিয়ে আমাদের অবাক করছেন আর জানিয়ে দিচ্ছেন পৃথিবীর অনেক সুন্দর রহস্যকে। সুন্দর !!

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

ঢাকাবাসী বলেছেন: আপনি খুশী হলেই আমি সার্থক। ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য, আবার প্রথম মন্তব্য! আবার ধন্যবাদ।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

বেলা শেষে বলেছেন: ....really super beautiful work, beautiful description, good art, good decoration , good picturing....
thenk you very much up to next time....

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

হাসান মাহবুব বলেছেন: ছবির সাথে এরকম বর্ণনা দিলে পোস্টের পূর্ণাঙ্গ মজা পাওয়া যায়।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

ঢাকাবাসী বলেছেন: সবগুলো দিইনি বড় হয়ে যায় বলে। পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ হাসান মাহবুব।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

মশিকুর বলেছেন:
বিচিত্র বিচিত্র পোস্ট ++++

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

ঢাকাবাসী বলেছেন: প্লাস আর পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

ঢাকাবাসী বলেছেন: প্লাস আর পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস !

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

ঢাকাবাসী বলেছেন: রিয়েলী! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: আপনার ব্লে এলে অসাধারণ সব ছবি দেখা যায় ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

ঢাকাবাসী বলেছেন: কি যে বলেন! ধন্যবাদ সাথে থাকার জন্য।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি এবং বর্ননা মিলিয়ে বেশি জোস!!

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, কা.ভা. সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:

চরম হইছে বস




দুবাইয়ে টেনিস খেলার খুব ইচ্ছা হইতাছে

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

ঢাকাবাসী বলেছেন: সত্যিই! ধন্যবাদ আপনাকে। তো আর কি চলে যান দুবাই, কয়েকটা সেট খেলে আসুন, ভাল লাগবে।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

মোঃ ইসহাক খান বলেছেন: অপূর্ব সব ছবি। ভালোলাগা রেখে গেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী। ধন্যবাদ আপনাকে।

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: মুগ্ধ করার মত পোস্ট। চমৎকার।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: হ্যালো প্রোফেসর শঙ্কু, সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ তো ! ভালো লাগল ! শুভেচ্ছা জানবেন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: আপনিও আমার আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

দি সুফি বলেছেন: সুন্দর পোষ্ট। গলফ্‌ কোর্সটা সেইরকম জটিল! :D

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

ঢাকাবাসী বলেছেন: প্রসংসার জন্য আর পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ দি সুফি। ভাল থাকুন।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

জেরিফ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ছবির সাথে এরকম বর্ণনা দিলে পোস্টের পূর্ণাঙ্গ মজা পাওয়া যায়


সাথে ভালো লাগা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: আপনার ভালো লাগাতেই আমার লেখার সার্থকতা। অনেক ধন্যবাদ আমার ব্লগে এসে মন্তব্য করার জন্য।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

আছিফুর রহমান বলেছেন: জোস হইছে

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০০

ঢাকাবাসী বলেছেন: তাই! পড়ে মন্তব্য করবার জন্য ধন্যবাদ।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

কালোপরী বলেছেন: :)

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ম্যালা দিন দেখিনি মনে হয়! স্বাগতম আর ধন্যবাদ, আসবার জন্য।

১৭| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১৮

কাফী হাসান বলেছেন: অসাধারণ কালেকশন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.