নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

স্ট্যাচু অফ লিবার্টী-এক অপুর্ব সৃস্টি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬





স্ট্যাচু অফ লিবার্টিী যুক্তরাস্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানের লিবার্টী আইল্যান্ডে দন্ডায়মান ৩০৫ ফুট উঁচু (মাটি থেকে মশাল) রোমান স্বাধীনতার দেবীর মুর্তি। ১৮৮৬ সালে ফ্রান্সের জনগন যুক্তরাস্ট্রের স্বাধীনতার শতবর্ষ পুর্তি উপলক্ষ্যে যুক্তরাস্ট্রের জনগনকে উপহার দেন। ১১০ বছর হয়ে গেছে ততদিনে!

ফরাসি ভাষায় এটার নাম

La Liberté éclairant le monde যার অর্থ স্বাধীনতা জগৎকে আলোকিত করছে।



এটার বিভিন্ন অংশ ১৮৮৩ সালে প্যারিসে বানানো শুরু হয়।

এটার ডিজাইন করেন ফরাসী ভাস্কর ফ্রেডারিক অগুসতে বার্তহোলডি, ছবি দেখুন:





মুর্তিটির স্ট্রাকচারাল ডিজাইন করেন আইফেল টাওয়ারের বিখ্যাত ইন্জিনিয়ার গুস্তাভ আইফেল:





এটার পেডেস্টাল বা ভিতের ডিজাইন করেন মরিস হান্ট:





মুর্তিটির হাতে একটা হাতল্ওয়ালা বই (tabula ansata) আছে যাতে যুক্তরাস্ট্রের স্বাধীনতার তারিখ লেখা আছে। ৪ঠা জুলাই ১৭৭৬।





মুর্তিটি যুক্তরাস্ট্রে আগত সকল অভিবাসীদের স্বাগত জানাবার একটা প্রতীকও বটে!

প্যারিসে এটা টুকরা টুকরা করে বানিয়ে জাহাজে করে নিউইয়র্কে পাঠানো হংয়। কথা ছিল এর ভিতটা (পেডেস্টাল) তৈরী করবে যুক্তরাস্ট্র, কিন্তু টাকার অভাবে বিশ্বের অন্যতম ধনী রাস্ট্রের ঘাম ছুটে গেছিল। পরে যুক্তরাস্ট্রের কয়েক হাজার লোক ১০ সেন্ট থেকে ১ ডলার পর্যন্ত চাঁদা দিয়ে ভিতটা তৈরী করে!



মাথাটা বানিয়ে প্যারিসের একটা পার্কে রাখা হয়।১৮৮৩ সালে।





পুরোটাই তামার তৈরী, আর ভিতরে ইস্পাত।









মুর্তিটির মুখের আদল ভাস্কর বার্তহোলডির মায়ের চেহারার মত।





হাতের মশালে ২৪ ক্যারেট সোনার প্রলেপ দেয়া আছে।





২০১২ সালের হারিকেন স্যান্ডির কারনে এটার বেশ ক্ষতি হয় আর এটা ২০১৩ সালের শেষ ভাগ পর্যন্ত বন্ধ রাখা হয়।



ঝড়ের সময় বেচারী স্ট্যাচু অফ লিবার্টীর অবস্থা!



















এটা তামার তৈরী হওয়াতে প্রাকৃতিক কারনে এটার চেহারা কিছুটা কাল হয়ে যায়। সেজন্য পরে এটার পুরো শরীর সবুজ রং করে দেয়া হয়।

যারা যাননি তাদের জন্য বলছি, এখানে ঢুকতে ম্যালা নিরাপত্তা ব্যাবস্থার মুখোমুখি হতে হয়,



মায় বেল্ট জুতো পর্যন্ত খুলতে হয়।



টিকিটের দাম ? বেশ টাকা লাগে, মনে হয় ২৮ ডলার!

অনলাইনে করাই ভাল কারন লাইনটা বেশ লম্বা হয়, তবে মজাই লাগে!



স্ট্যাচু অফ লিবার্টীর অবস্হান নিউইয়র্ক আর নিউজার্সীর কাছে তবে এটা সম্পুর্ণ নিয়ন্ত্রন করে ফেডারেল সরকার (কেন্দ্রীয় সরকার)।



আর নেচারালি এটার থেকে যা কামাই হয় পুরোটাই নেয় ফেডারেল সরকার!নিউইয়র্ক বা নিউজার্সি কোন পয়সা পায়না!

এবার এর আরো কিছু তথ্য:

এতে তামার ওজন: ৩১ টন।

পুরো ফ্রেমওয়ার্কের উজন: ১২৫ টন।

কনক্রীটের ভিতের ওজন: ৫৪ মিলিয়ন পাউন্ড।

তামার সীটের পুরুত্ব: ৩/৩২ ইন্চি।

বাতাসে মশালটা ৬ ইন্চি সরে যায়।

হাতের টেবলেটে লেখাটা রোমান অক্ষরে JULY IV MDCCLXXVI

পায়ের কাছে ভাঙ্গা শিকল আছে অবশ্য নীচ থেকে দেখা যায়না।



সুত্র: ইন্টারনেট

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

মামুন রশিদ বলেছেন: তথ্যবহুল পোস্ট ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট। অনেক কিছু জানা হল। কামিং সামারে যাব!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

ঢাকাবাসী বলেছেন: অবশ্যই যাবেন, ভাল লাগবে। আমেরিকা কান্ট্রি অফ ইমিগ্রান্টস হলো কিভাবে জানবেন।ধন্যবাদ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু জানা ছিল বাকিটা আপনার কাছ থেকে জানলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

ঢাকাবাসী বলেছেন: খুশি হলুম আর আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

বেলা শেষে বলেছেন: ...good Information, good selection, good picturing, good decoration, a lot of good works...
...up to next time....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাপস অতো প্রসংসা! ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

বেলা শেষে বলেছেন: .....Pictures they were really historical!
salam & respect....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার তথ্যবহুল ও উপভোগ্য পোস্ট +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

ঢাকাবাসী বলেছেন: প্রসংসা আর প্লাস পেয়ে আমি ধন্য। ভাল থাকুন কবি।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনার পোষ্টগুলো অন্যরকম । ভালো লাগে ভাই । ধন্যবাদ , ভালো থাকবেন সবসময় । :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

খেয়া ঘাট বলেছেন: স্ট্যাচু অব লিবার্টির গায়ে খুব সুন্দর একটা কথা লিখা আছে কথা যে কথাটি আমার খুবই প্রিয় " অসাধারণ লাগে কথাটা- Give me your tired" ।
প্রথমবার দেখে অভিভূত হয়েছিলাম।
++++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

মদন বলেছেন: ++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

ঢাকাবাসী বলেছেন: প্লাসে প্লাসময়! ধন্যবাদ সাথে থাকার জন্য।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

গোর্কি বলেছেন:
ছবিসহ তথ্যমূলক পোস্টে +++++
ভালো থাকা হোক সবসময়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ঢাকাবাসী বলেছেন: আপনিও ভাল থাকবেন আর আন্তরিক ধন্যবাদ।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

রাসেলহাসান বলেছেন: অসাধারন পোষ্ট!! অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। ++++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে আম্মো খুশী হলুম আর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫

মশিকুর বলেছেন:
সুন্দর, তথ্যবহুল চমৎকার পোস্ট +

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: পড়া আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার সংগ্রহে রাখার মত একটা পোষ্ট!!

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

ঢাকাবাসী বলেছেন: পড়া আর প্রসংসার জন্য অনেক অনেক ধন্যবাদ কা.ভা. ।

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫

দীপান্বিতা বলেছেন: দারুন লাগলো ...

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

ঢাকাবাসী বলেছেন: আরি আপনি! ধন্যবাদ আপনাকে।

১৬| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪

অগ্নিপাখি বলেছেন: ভালো লাগলো লেখাটা।
পোস্টে ++++++++++
প্রিয় তে নিলাম।
ভালো থাকবেন।

২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

ঢাকাবাসী বলেছেন: খুব খুশী হলুম মন্তব্য করেছেন তাই। প্লাস আর প্রিয়তে নিলেন সেজন্য আরেক দফা খুশি, আর শেষে আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন অগ্নিপাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.