নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

চুটকি আর কয়েকটা সুন্দর জলপ্রপাত

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

চুটকিটা পরে শুনবেন, আগে কয়েকটা সুন্দর জলপ্রপাতের ছবি দেখে মনটা একটু ভাল করে নিন, ভাল হওয়ার অবশ্য কোন গ্যারান্টী নেই।

প্রথমে বাংলাদেশের রাঙামাটির শুভলঙের সুন্দর একটা জলপ্রপাত:





ইন্দোনেশিয়ার বালি'র একটা জলপ্রপাত:





কেয়ার্ণস, অস্ট্রেলিয়া





চিলি:





কানাডা:





কেরালা, ভারত:





মেঘালয়, ভারত:





অরেগন:





পেনিসিলভানিয়া:





পেনিসিলভানিয়া:





হাওয়াই:





কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া:







টাড সী ফলস, লাওস:





ইতালী:





পশ্চিম ভার্জিনিয়া:





এবার জলপ্রপাত না কিছু মজার আর দুর্লভ দৃশ্য।

হ্যানোভার এয়ারপোর্টে একবারে অনেকগুলো প্লেন টেক অফ এর দৃশ্য, এক্কেবারে খাটি:





বিশ্বের সবচাইতে বেশি কায়াক আর ক্যান্যু একসাথে থাকার ছবি, এটাও অরিজিনাল, নির্ভেজাল:





আর আসুন এবার চুটকি!



একলোক মৃত্যুর পর নরকে পৌছে শয়তানকে বলল 'এই যে হ্যালো তোমার সেলফোনটা দাওতো একটু গিন্নির সাথে দুমিনিট কথা বলি, আমার স্যামসাং এস ৫ ফোনটা তো মরার পর আমার শালাবাবুই পকেটে রেখে দিল দেখলাম',

শয়তান ফোনটা দেয়ার পর লোকটা দু মিনিট তার গিন্নির সাথে কথা বলে ফোনটা ফেরৎ দেয়ার সময় শয়তানকে জিজ্ঞেস করল ' তা কত টাকা দিতে হবে এই ফোন করা বাবদ?'

শয়তান উত্তর দিল 'নাহ্, পয়সা লাগবেনা, নরক টু নরক ফ্রি'!



আরেকটা শুনুন:



জো তার স্ত্রীসহ গাড়ী চালিয়ে বাড়ী ফিরছে, পথে পুলিশ তাকে থামাল। পুলিশ অফিসারটি কাছে এসে বিনয়ের সাথে বলল 'তোমার ব্যাকলাইট জ্বলছেনা দেখে তোমাকে থামালুম'

জো বলল 'ইস আমি একদম দেখিনি, খেয়ালই করিনি, আমার জানাই ছিলনা আজই এটা লাগিয়ে নিচ্ছি', পেছন থেকে তার স্ত্রী ফোড়ন কাটল 'তোমাকে গত সপ্তাহেই বলেছিলুম ব্যাকলাইটটা খারাপ লাগিয়ে নাও, শুনলেইনা আমার কথা', বেচারা জো ভিষন লজ্জা পেল। পুলিশটি তখন বলল 'কিন্তু তোমার লাইসেন্সওতো এক্সপায়ার করেছে', জো আবার হাত কচলে বলর, ওহ হ্যা এটাতো আমার নজরেই আসেনি, খেয়ালই ছিলনা, কালই এটা রিনিউ করিয়ে নিচ্ছি'

পেছন থেকে তার স্ত্রী বলে উঠল ' লাইসেন্স এক্সপায়ার করেছে কথাটা আমি তোমাকে গত মাসেই বলেছিলুম, আমার কথা তো শুনলেনা', এবার জো একটু রেগে স্ত্রীকে বলল 'ইউ শাট আপ'।

পুলিশটি তখন জো'র গিন্নিকে জিজ্ঞেস করল 'আপনার স্বামীকি আপনার সাথে এভাবেই কথা বলে?'

স্ত্রীটি জবাব দিল ' না শুধু যখন মাতাল থাকে!'

পুলিশের সামনে বেচারা 'জো'র অবস্থাটা একবার কল্পনা করুন!



সুত্র: সংগ্রহ।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

স্বপনচারিণী বলেছেন: পশ্চিম ভার্জিনিয়ার জলপ্রপাত ভাল লেগেছে, আর আমাদেরটা তো অবশ্যই সুন্দর। তবে ভাল লাগার চেয়ে ভয়টা বেশি লাগে। দুটো চুটকিই মজার। ভাল থাকুন।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম। প্রথম মন্তব্যকারিনী হিসেবে সুন্দর বলার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

বেলা শেষে বলেছেন: Very good post , good quallity , good description, good picturing, good Edition.....
Good works can make good peoples....
"Yes we can"
Salam & Respect to you...

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পড়া আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: জলপ্রপাতে আর চুটকিতে অনবদ্য পোস্ট। এককথায় অসাধারণ।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি, সময় করে পড়লেন আর কিচু বললেন তাতেই আমার লেখা সার্থক। আবারো ধন্যবাদ।

৪| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৯

সোহানী বলেছেন: দারুন পোস্টতো ... এক ঢিলে দুই পাখি মারা............++++++++++

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

ঢাকাবাসী বলেছেন: পাখি তো তিনটে তাইনা! মনে হয় বেশ কিছুকাল দেখিনি, পড়ে প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৩

এম এ কাশেম বলেছেন: চমৎকার............।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভাল থাকুন।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর... মজার।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম। প্রসংসার জন্য আর সাথে থাকবার জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। =p~

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

ঢাকাবাসী বলেছেন: খুশি হলুম আর রইলো অনেক অনেক কৃতজ্ঞতা আর দিলুম ধন্যবাদ।

৮| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২২

নীল ভোমরা বলেছেন:

নাফাখুম জলপ্রপাত, বান্দরবান, বাংলাদেশ

এখানে Click This Link

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮

ঢাকাবাসী বলেছেন: আপনারটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ওটা ভাল লেগেছে, চাকরীর সুবাদে ওখানে কয়েকবারই গেছি। আবারো ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মজা পেলাম । জলপ্রপাতের ছবি কেবল আফসোস বাড়ায় । ক্যানুর ছবিটা কেমন অস্বাভাবিক , এইভাবে হিজিবিজি থাকলে চলছে কিভাবে! #:-S

সব মিলিয়ে ভালো লাগা । ভালো থাকবেন । :)

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০

ঢাকাবাসী বলেছেন: কেন ভাই আপসোসের কি আছে! পৃথিবীর সবাই সব কিছু পায়না তাইনা? আমার ওটুকুই প্রাপ‌্য মনে করলেই সব ঠিক। ক্যানুগুলো একজায়গাতে এংকর করা। পাশে থাকার জন্য আবারো ধন্যবাদ।

১০| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: দারুণ !

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০১

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম আর পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৪

মামুন রশিদ বলেছেন: একটা কায়াক হবে ? বহুদিনের শখ একাকী যাব সমুদ্র মন্থনে..


হাহাহ, চমৎকার ছবি । বেশ কয়েকদিন পর এলেন ।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮

ঢাকাবাসী বলেছেন: আমাদের নেতাদের আর মন্ত্রীদের কল্যানে নদী টদী সব তো শুকিয়ে ময়লা হয়ে নর্দমাই হয়ে গেছে কায়াক ক্যান্যু চালাবো কোথা? আপনার শখের জন্য তবু শুভ কামনা। অনেক দুরে ছিলুম ডাগদারের কাছে যেতে হয়ছিল। কেমন আছেন? পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯

এহসান সাবির বলেছেন: চুটকি মজার ছিল.....

ছবি চমৎকার......

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

ঢাকাবাসী বলেছেন: হাই, পড়ার জন্য আর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৩| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নীল আকাশ আর তারা বলেছেন: নরক টু নরক ফ্রি =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: আপনি মজা পেলেন তাতে আমার লেখাটাই সার্থক হলো। আর পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৪| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

সোহানী বলেছেন: হুম কিছুদিন দেশের বাইরে ছিলাম... আর এসেই দৈাড়ের উপর আছি...... আসছি শীঘ্রই আবার কোমড় বেধেঁ..............

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আর সুস্বাগতম, সাথে শুভেচ্ছা। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.