নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

পরিবার পিছু সপ্তাহে খরচ-- দেশে দেশে

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৭

সাপ্তাহিক খরচ ব্যাপারটা আমাদের দেশে হিসাব করা হয়না। তবু আসুন দেখি দুনিয়ার বিভিন্ন দেশে ৪ থেকে ৭ জনের পরিবারে সপ্তাহে কত খরচ হয়!

তালিকাটা রেনডম ভিত্তিতে করা হয়েছে, কোন ক্রমিক রাখা হয়নি, বড্ড ঝামেলা। আর হ্যাঁ এটা সর্বনিম্ন বা সর্বোচ্চ খরচ নয়, মোটামুটি মধ্যবিত্ত পরিবারকেই ধরা হয়েছে।

প্রথমে পরাশক্তি জার্মানী: ৪ জনের পরিবারে সপ্তাহে ৫০০.৭ ডলার লাগে।





লুক্সেমবার্গ, ৪ জনের সপ্তাহে ৪৬৫ ডলার।





ফ্রান্স; সপ্তাহে ৪১৯.৯৫ ডলার, ৪ জনের পরিবারে।





এবার অস্ট্রেলিয়া; পরিবার পিছু সপ্তাহে ৩৭৬.৪৫ ডলার লাগে।





কানাডা, সপ্তাহে ৩৪৫ ডলার।





নর্থ ক্যারোলিনা, যুক্তরাস্ট্র, সপ্তাহে ৪ জনের লাগে ৩৪১.৯৮ ডলার!





কডিরাহ, জাপান, সপ্তাহে ৩১৭.২৫ ডলার।





গ্রীনল্যান্ডে পরিবার পিচু সপ্তাহে খরচ ২৭৭ ডলার।





ইতালী ২৬০ ডলার, পরিবার পিছু সপ্তাহের খরচ।





এরপর কুয়েত সিটি, কুয়েত ৮ জনের পরিবারের সপ্তাহিক খরচ ২২১.৪৫ ডলার। তূলনামুলকভাবে বেশ সস্তাতো!





মেক্সিকো, ৫ জনের পরিবারে সপ্তাহে খরচ ১৮৯.০৯ ডলার।





পোল্যান্ড, ৪ জনের জন্য সপ্তাহে ১৫১.২৭ ডলার।



তুরস্ক, পরিবার পিছু সপ্তাহে ১৪৫ ডলার।





মিসরের কায়রোতে সপ্তাহে পরিবার পিছু লাগে ৬৮.৩ ডলার।





১৩ জনের পরিবারে ভুটানে সপ্তাহে লাগে ৫.০৩ ডলার!





চাদ, ৬ জনের পরিবারে সপ্তাহে লাগে ১.২৩ ডলার । মনে হয় এটুকু খরচ তাদের করতেই হয়!





সৃস্টিকর্তার অশেষ মেহেরবানী আপনি ভাল আছেন।



সুত্র: Click This Link



মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩

হতাশ নািবক বলেছেন: সত্যিই তাই , আমরা অনেক ভাল আছি।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩০

ঢাকাবাসী বলেছেন: আমরা আসলেই ভাল আছি হতশ নাবিক। পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩

মামুন রশিদ বলেছেন: চাদে চলে যেতে হবে দেখছি! :P

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩১

ঢাকাবাসী বলেছেন: ওরা যা খায় তা মনে হয় খেতে পারবনা, অনভ্যাসের কারনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।

৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আলহামদুলিল্লাহ!!! আমরা তো বাইচা গেসি। তা আমাদের দেশে কত লাগে??

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৪

ঢাকাবাসী বলেছেন: বাইচাই গেসি। আমাদের দেশ দুনিয়াতে বিচিত্র এক দেশ, সারাদিন সবাই খালি পলিটিকস করে, এসব তথ্য তৈরী করার লোক বা সময় কিছুই নেই। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০

নীলাবেশ বলেছেন: ভাই হিসাবে ভুল আছে , জার্মানি তে ৫০০ ডলার মানে ৩৬০ ইউরো দিয়া ১ মাস রাজার হালে চলে যাবে।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৭

ঢাকাবাসী বলেছেন: পরিবার ভেদে ভিন্ন হতে পারে, জরিপকারী সংস্থা সেটাই বলতে চেয়েছে মনে হয়! হিসাবটা আমার নয়। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:০২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৭

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:০২

ভোরের সূর্য বলেছেন: সবই ঠিক আছে কিন্তু ভুটান এবং চাঁদের পরিসংখ্যানটা ঠিক নয় বলেই মনে হয় আমার কমনসেন্স থেকে।

ভুটানের মাথাপিছু আয় ২১২১ডলার(২০১২সাল) আর বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৪ডলার।
এখানে একটা পরিবারের সাপ্তাহিক খরচ দেয়া আছে। আমি আনুষাংগিক খরচ বাদই দিলাম শুধু ১৩জনের পেছনে খাওয়া খরচ গড়পরতা কোন মতেই ৫.০৩ ডলার বা বাংলাদেশী টাকায় ৩৯০টাকা(ডলার ৭৭-৭৮টাকা)হতে পারেনা।

একই ভাবে চাদের মানুষের মাথাপিছু আয় প্রায় বাংলাদেশের কাছাকাছি৮৯১ডলার(বাংলাদেশ ১৫০তম আর চাদ ১৫১তম) তাদেরও অন্যান্য খরচ যেমন তেল,সাবান ইত্যাদি বাদই দিলাম। শুধু ৬জনের সাপ্তাহিক খাওয়া খরচ কোনমতেই বাংলাদেশি টাকায় ৯৬টাকা বা ১.২৩ ডলার হতে পারেনা। এমনকি যদি তারা সপ্তাহে দুই বেলার মধ্যে একবালাও না খেয়ে থাকে।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪২

ঢাকাবাসী বলেছেন: জরিপকারী মনে হয় অন্য কোন হিসেবে জরিপ করেছে। চাদ এ ওটা একটা রিফিউজী ক্যাম্প, অন্যান্য খরচ হয়ত অন্যভাবে আসে বা সাবসিডাইজড। তবে আপনার কথায় যথেষ্ঠ যুক্তি আছে। পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৮

বেলা শেষে বলেছেন: Thenk you very much for good post.

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪৩

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
একঘেয়ে পোষ্টের ভিড়ে মজাদার ও ব্যতিক্রমধর্মী পোষ্টের জন্য ধন্যবাদ।

প্লাস। :)

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ, প্লাসের জন্য আরো অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫০

এম আর ইকবাল বলেছেন: এত ভেদাভেদ মানি না ।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪৫

ঢাকাবাসী বলেছেন: ভেদাভেদ নিয়েই পৃথিবী, না মেনে উপায় নেই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

এহসান সাবির বলেছেন: আমরা সত্যিই ভালো আছি।

ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪৬

ঢাকাবাসী বলেছেন: সে জন্য সৃস্টিকর্তাকে ধন্যবাদ। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

দালাল০০৭০০৭ বলেছেন: নতুন তথ্য জেনে ভাল লাগল।

১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪৭

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমার আনন্দ। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১২| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



+++++

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৬

ঢাকাবাসী বলেছেন: হ্যালো লেখক, স্বাগতম আর পোস্টে প্লাস দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: ব্যতিক্রমী পোস্ট। ভালো লাগলো।

১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪

ঢাকাবাসী বলেছেন: আপনার ভালো লাগলেই আমি খুশী,আর আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: পোস্ট কৌতূহলউদ্দীপক। ভাল লাগল।

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫

ঢাকাবাসী বলেছেন: হ্যালো প্রোফেসর শঙ্কু, সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাই, বাংলাদেশে পরিবার পিছু কেমন খরচ, জানতে মুঞ্চায় :D কেন যেন মনে হয় বাংলাদেশ ভালই এক্সপেনসিভ হবে, বিশেষ করে ঢাকাতে।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: সরকারীভাবে আমাদের মাথাপিছু আয় নাকি ১০০৪ ডলার মানে সপ্তাহে আয়১৯.৩ ডলার! এর ২৫% খাবারের পিছনে খরচ করলে সেটা দাঁড়ায় প্রায় ৩৭৬ টাকা! আপনি সপ্তাহে ৩৭৬ টাকা খরচ করতে পারেন! মনে হয় এই টাকায় ৪ জনের পরিবারে রোজ বেগুন ভর্তা আর ডালও খেতে পারবেন না! আসলে কি হয় জানা নেই! মুক্তিযুদ্ধ নিয়া গবেষনা করব না এসব নিয়ে করব! সাথে থাকার জন্য ধন্যবাদ।

১৬| ২২ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৯

পংবাড়ী বলেছেন: জানার বিষয়

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

ঢাকাবাসী বলেছেন: নিছক আনন্দ আর কিছু জ্ঞানবৃদ্ধির চেষ্টা! ধন্যবাদ আপনাকে।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০২

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: সুন্দর পোস্ট।

আপনার পোস্ট দেখে একটা প্রশ্ন মাথায় আসল। সেটা হচ্ছে, কিছু দেশ আছে যেখানে বাংলাদেশি'রা ভিসা ছাড়াই চলে যেতে পারে বা ভিসা পাওয়া তুলনামূলক সহজ। সেখানে গিয়ে কি দেশের মত বসবাস করা যাবে যদি খরচ আয়ত্বের ভিতর থাকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.