নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

শতাধিক বছরের পুরোনো চমৎকার দেখতে সব গাড়ী!

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৫

কি সুন্দর আর বিলাসবহুল ছিল ১০০ বছরেরও বেশী আগের ঐসব গাড়ী, কল্পনাই করা যায়না! আসুন তাদের কিছু ছবি দেখি: সবচাইতে পুরোনো দিয়েই শুরু করি।



১৮৮৮ সালের বেনয, জার্মানী।





১৯০০ সালে তৈরী নেপিয়ার। ইংল্যান্ড।







নীচেরটা একটা কলাম্বিয়া, ১৯০১ সালে আমেরিকায় বানানো।





এটার নাম দ্য ডিয়ন বুটন ১৯০১ মডেল। ফরাসী।





১৯০২ সালের দ্যা দিয়েত্রিচ





প‌্যানহার্ড এ লেভাসঁন, ১৯০২ সালে তৈরী:





হ্যাঁ আমাদের অতি পরিচিত মার্সিডিয তবে ১৯০৩ সালের! জার্মানী।









ল্যানচেস্টার ১৯০৪। ইংল্যান্ড।







এটাও ১৯০৪ মডেলের সানবীম। , ইংল্যান্ড।







১৯০৪ এর গার্ডনার সারপোলার স্টীম কার।







ভক্সহল, ১৯০৫ এ তৈরী। ইংল্যান্ড।







এটা ১৯০৬ সালে তৈরী রেনল্ট। [/sb, ফরাসী গাড়ী।







গ্রা প্রী ইটালা, ১৯০৭ এ তৈরী। ইটালী।







ইউনিক ট্যাক্সি ১৯০৮ এ ইংল্যান্ডে বানানো।







ডিলাউনি বেলেভিয়ে- ১৯১০ এ ফ্রান্সে বানানো।





১৯১১ মডেলের 'অস্টিন', ইংল্যান্ড।







আলফোনসো হিসপানো সুইজ, ১৯১২ সালের: স্পেনে তৈরী।







১৯১৫ মডেলের ফোর্ড মডেল টি। মার্কিন যুক্তরাস্ট্র।



ষ্টক শেষ:



সুত্র:



Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

দালাল০০৭০০৭ বলেছেন: সুন্দর কালেকশন হে ঢাকাবাসৗ। সাথে নিয়ে গেলাম দিয়ে গেলাম । :) ++++++++++++++

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: পড়া নিয়ে যাওয়া আর চমৎকার প্লাসের জন্য অনেকগুলো ধন্যবাদ।

২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: প্রসংসার জন্য আন্তরিক ধন্যবাদ কবি।

৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৪

চুক্কা বাঙ্গী বলেছেন: গাড়ি দেখে মুগ্ধ হয়ে গেলামরে ভাই। দুর্দান্ত আর রাজকীয় চেহারা, তবে ১৮৮৮ সালের বেনযের নির্মাতা ঢাকায় এসে ঢাকার রিকশা দেখে যে গাড়ির ডিজাইনটা চুরি করছে এই ব্যপারে আমি ১০০% নিশ্চিত!

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

ঢাকাবাসী বলেছেন: হাহাহা, দারুন বলেছেন, কথাটা বেনয সাহেবতে বলতে হবে স্বর্গে গিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ এবং চুক্কা বাঙ্গীর সাথে সহমত।

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রফেসর শঙ্কু।

৫| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ইন্টারেস্টিং!!

চুক্কা বাঙ্গী বলেছেন: গাড়ি দেখে মুগ্ধ হয়ে গেলামরে ভাই। দুর্দান্ত আর রাজকীয় চেহারা, তবে ১৮৮৮ সালের বেনযের নির্মাতা ঢাকায় এসে ঢাকার রিকশা দেখে যে গাড়ির ডিজাইনটা চুরি করছে এই ব্যপারে আমি ১০০% নিশ্চিত!
- হাহাহাহ! সহমত!!

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগলেই আমি ধন্য। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৫

মদন বলেছেন: +++++++++++++++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

ঢাকাবাসী বলেছেন: অ--ত্তো গুলো প্লাস! অনেক অনেক ধন্যবাদ ভাই।

৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

শায়লা িসিদ্দক বলেছেন: গাড়ি দেখ তো মুগ্ধ হয়ে গেলাম :) চমৎকার পোস্ট :)

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

ঢাকাবাসী বলেছেন: আসলেই সুন্দর গাড়ীগুলো। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৮| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:১১

দি সুফি বলেছেন: মার্সিডিজ এর সাথে আতাত করার আগে বেনজ্‌ রিকশা বানাইত! B-)) B-))

১৮৮৮ সালের বেনজ্‌ হল এই মডেলের তৃতীয় গাড়ি। ১৮৮৫ সালে প্রথম মডেলটি আবিষ্কৃত হয়, এবং এটাকেই বলা হয় প্রথম মটর চালিত গাড়ি!
পোষ্টে +++++

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

ঢাকাবাসী বলেছেন: দোলাই খালের জুন্মন মিস্ত্রীকে বিষয়টা জানাব। বেনয নাকি রিক্শা বানানো শিখছে জুন্মনের কাছ থিকা। পড়ে প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ দি সুফি।

৯| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবার জন্য।

১০| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আলফোনসো হিসপানো সুইজ খুবই পছন্দ হয়েছে । টাকা পয়সা হলে বানিয়ে নিতে হবে এইরকম একটা ! পোস্টে প্লাস !

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ঢাকাবাসী বলেছেন: স্প‌্যানিশ দুষ্প্রাপ‌্য গাড়ী! দারুণ আইডিয়া আপনার! পড়া আর প্লাসের জন্য ধন্যবাদ।

১১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৮

আছিফুর রহমান বলেছেন: আমার নিজের একটা হইলে খারাপ হতো না

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন! ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮

এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি।

পোস্টে ভালোলাগা।

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.