নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

৩২০০ বছরের পুরোনো দুনিয়ার তৃতীয় বৃহত্তম গাছ 'প্রেসিডেন্ট', সুন্দর!

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

ক্যালিফোর্ণিয়ার ভিসালিয়া শহরের পুবে সিকুইয়া ন্যাশনাল পার্কে একটা জায়ান্ট সিকুইয়া গাছ আছে, দুনিয়ার তৃতীয় বৃহত্তম গাছ, গাছটার নাম প্রেসিডেন্ট।





গাছটার বয়স প্রায় ৩২০০ বছর! ঐ যখন যীষু খ্রীষ্ট দুনিয়াতে এসেছিলেন তার অনেক আগেই ঐ গাছটা মানে জায়ান্ট সিকুইয়া কৈশোর অতিক্রম করেছে!

























গাছটা ২৪৭ ফুট উঁচু, প্রথম শাখাটা ১২২ ফুট উঁচুতে, গোড়ার বের প্রায় ২৭ ফুট ।



একবারে এটার ক্লোজ আপ ছবি নেয়া সম্ভব না হওয়াতে ন্যাশনাল জিউগ্রাফিক এর একটা দল প্রচুর ক্রেন কপিকল রোপ ওয়ে তৈরী করে ১২৬ টা ফ্রেম তৈরী করে পরে ওগুলো জোড়া দিয়ে একখানা আস্ত ছবি তৈরী করে।









হ্যাঁ ঐ বিশাল ১২৬ ফ্রেমের ঐতিহাসিক ছবিখানা দেয়া গেলনা কারন এই পেজের কিছু সীমাবদ্ধতা আছে। ৫০০ কে.বি. এর বেশী নেয় না!



গাছটাতে কান্ড আর শাখা মিলিয়ে ৫৪০০০ কিউবিক ফুট কাঠ আছে! ভাগ্যিস গাছটা আমাদের দেশে জন্মায়নি, তাহলে নেতারা এতদিনে ৫৪০০০ কিবি কাঠের জন্য গাছটাকে কবেই সাবড়ে দিত!



আর ঐ পার্কটা শপিং মল হয়ে যেত!



সুত্র:

http://en.wikipedia.org/wiki/President_(tree)



http://imgur.com/XEk7nGn















মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: শুধু একটাই শব্দ, ওয়াও।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬

ঢাকাবাসী বলেছেন: ওয়াও! এভারেস্ট জয়ীকে ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০

ভুং ভাং বলেছেন: কি বিশাল B:-)

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ভুং ভাং!

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ম্যালা দিন পর! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯

রিফাত ২০১০ বলেছেন: দারুণ পোস্ট।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

ঢাকাবাসী বলেছেন: তাই! অনেক অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল পো্স্ট। নতুন কিছু জানলাম।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য। ভাল থাকুন।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: :) বাহ।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬

ঢাকাবাসী বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩

সোহানী বলেছেন: ভাগ্যিস গাছটা আমাদের দেশে জন্মায়নি, তাহলে নেতারা এতদিনে ৫৪০০০ কিবি কাঠের জন্য গাছটাকে কবেই সাবড়ে দিত! !!!!!!!!!!!!!!!! B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮

ঢাকাবাসী বলেছেন: হ্যালো! ওপরের কথাটার সাথে আপনি একমত না? যাইহোক, পড়ার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঠিকই বলেছেন। এই গাছ আমাদের দেশে জন্মালে লোভী মানুষের হাতে পড়ে অন্ততঃ দু' আড়াই হাজার বছর আগেই গাছটির দফা রফা হয়ে যেত।
ধন্যবাদ, ঢাকাবাসী।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

ঢাকাবাসী বলেছেন: আপনিও ঠিক ধরেছেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ , পড়ার জন্য। ভাল থাকুন।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাগ্যিস গাছটা আমাদের দেশে জন্মায়নি, তাহলে নেতারা এতদিনে ৫৪০০০ কিবি কাঠের জন্য গাছটাকে কবেই সাবড়ে দিত! আর ঐ পার্কটা শপিং মল হয়ে যেত!

সহমত। প্রেসিডেন্ট ট্রি সম্বন্ধে জেনে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ঢাকাবাসী।

পৃথিবীর সব চেয়ে উঁচু গাছটির নাম জেনারেল শেরম্যান। এর উচ্চতা ২৭৪ ফুট ৯ ইঞ্চি।



পৃথিবীর দ্বিতীয় উঁচু গাছটির নাম জেনারেল গ্র্যান্ট। এর উচ্চতা ২৬৮ ফুট ১ ইঞ্চি।




০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৬

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস, সুন্দরতো! আপনাকে আন্তরিক ধন্যবাদ বিদ্রােহী বাঙালী, একেবারে কষ্ট করে ছবিসহ মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

উদাস কিশোর বলেছেন: দারুণ পোষ্ট ।
নতুন কিছু জানতে পারলাম

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৭

ঢাকাবাসী বলেছেন: সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ নিন।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭

বোধহীন স্বপ্ন বলেছেন:
ওরে মাগো!! প্রথম ছবিটা দেইখা বুঝি নাই। কিন্তু পরের ছবিগুলাতে যখন মানুষও দেখলাম, তখন বুঝলাম ঘটনা কোনখানে!!! :-/

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৮

ঢাকাবাসী বলেছেন: সাথে থাকার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

মামুন রশিদ বলেছেন: ভাগ্যিস গাছটা আমাদের দেশে জন্মায়নি !

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৯

ঢাকাবাসী বলেছেন: ঠিক তাই! পড়া আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

আলী খান বলেছেন: আমাদের বন বিভাগের সাথে যোগাযোগ করেন..গাছটার কোন রফাদফা করা যায় কিনা... :-B :-B :-B

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২০

ঢাকাবাসী বলেছেন: হা হা হা! আমাদের ওরা গাছটাকে এত বড় হতে দিত কিনা সন্দেহ। ধন্যবাদ আপনাকে।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অসাধারন । শেষের কথাগুলো খাঁটি সত্য ভাষণ !

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২০

ঢাকাবাসী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য। ভাল থাকুন।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৭

মশিকুর বলেছেন:
ঠিকই বলছেন বাংলাদেশে জন্মালে এতদিনে... :(

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২১

ঢাকাবাসী বলেছেন: তা আর বলতে! ধন্যবাদ আপনাকে।

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:১৪

রাসেলহাসান বলেছেন: :Bদারুন পোষ্ট!

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৩

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য।

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন রশিদ বলেছেন: ভাগ্যিস গাছটা আমাদের দেশে জন্মায়নি !

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫

ঢাকাবাসী বলেছেন: খাটি কথাই বলেছেন বটে! অবশ্য তাহলে গাছটা ২৪৭ ফুট হওয়া লাগতনা, তার অনেক আগে সরকারী আমলা বা রাজনৈতিক নেতার বাড়ীর আলমারী হয়ে যেত!

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: হুম,ভালো পোষ্ট! :)

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২১

শান্তির দেবদূত বলেছেন: ওয়াও! সত্যিই অসাধারন!

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২২

ঢাকাবাসী বলেছেন: সত্যিই! আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++ বিরল লেখা।

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বেঁচে থাকবেন, ভাল থাকবেন (ওই নামের বাঁচা আর ভাল থাকা ডিফিকাল্ট!)।

২২| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চমৎকার লেখা ! পুরাই টাস্কি..!!!

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৮

ঢাকাবাসী বলেছেন: পড়ে চমৎকার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন বন্ধু...।

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দারুণ ! ভালো লাগা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। পড়া আর সুন্দর মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: হে মুরুব্বী বৃক্ষ আমার সালাম নিন। মানবজাতিকে বাঁচিয়ে রাখুন, আরো ছায়া দিন।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: আপনি বাংলাদেশে দাড়িয়ে বললে এদেশের বৃক্ষগুলো আপনার প্রতি রাগ করবে! নিজেরাই বৃক্ষ খুন করে তাদের ছায়া চাইছেন!

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৪

লিরিকস বলেছেন: সুন্দর পোস্ট।

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আমার ব্লগে স্বাগতম আর পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

এহসান সাবির বলেছেন: গাছের পোস্ট!!!!!!!!!!

+++++

১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬

ঢাকাবাসী বলেছেন: প্রকৃতিকে ভালবাসি তাই! ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এহসান সাবির!

২৭| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

জাহিদ ২০১০ বলেছেন: সুন্দর গাছ পুষ্ট

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

ঢাকাবাসী বলেছেন: প্রকৃতিকে সবাইর ভালবাসা উচিৎ তাহলে পৃথিবীটা সুন্দর হতো। গাছ না থাকলে সৃস্টিই নাই! ব্লগে এসে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৮| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৫

পংবাড়ী বলেছেন: অদ্ভুত সুন্দর গাছ।

২৪ শে মে, ২০১৪ রাত ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: আসলেই। দুঃখ এই যে আমাদের নেতারা তাদের চামচারা এসব সৌন্দর্য বোঝেনা। নির্বিকার ভাবে নির্মম ভাবে গাছ কাটে, সরকারের লোকেরা দরকার নাহলেও গাছ কাটাবে। বড়ই দুর্ভাগা এদেশে জন্মানো গাছগুলো!

২৯| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: গাছটি যদি বলতে পারত..............................

কত হাজার লক্ষ কোটি ঘটনার নিরব স্বাক্ষী!!!!!!!!!!!!!!!!!!!!

২৪ শে মে, ২০১৪ রাত ৯:৩৭

ঢাকাবাসী বলেছেন: লজিকালি হয়ত তিনি বলেন কারণ তার প্রান রয়েছে। তবে বাংলাদেশের ঘটনাক্রম দেখে আর শুনে তিনি স্তব্ধ হয়ে মৌনব্রত নিয়েছেন! ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.