নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর দামী কয়েকটা পেইন্টিংস দেখুন

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০





আচ্ছা কেউ যদি বলে উপরের ঐ মার্কিন যুক্তরাস্ট্রের পতাকা আঁকা পেইন্টিংটার দাম প্রায় ৮৭০০০০০০০০.০০ টাকা (আটশ সত্তর কোটি টাকা) তাহলে কেমন লাগবে! আমি তো খুব কষ্ট পাই, এই ভেবে যে ঐ টাকায় এদেশের সবচাইতে বড় সমস্যার মধ্যে দুটো একটা যেমন জনসংখ্যা অশিক্ষা এগুলোর জন্য কিছু করা যেত! যাকগে!

আজ্ঞে হ্যাঁ এটা জেসপার জনস সাহেবের আঁকা ১৯৫৮ সালের একটা পেইনটিং, সর্বশেষ নিলামে এটা ১১০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।



আসুন আরো কিছু দামী পেইন্টিংস দেখি!



পাবলো পিকাসোর আঁকা 'ন্যুড গ্রীন লিভস এন্ড বাস্ট' ১৯৩২ সালের পেইন্টিং, ২০১০ সালে এক অজ্ঞাতনামা ব্যাক্তি কেনে এই টাকায়। তবে ১৯৬১ সালের পর থেকে এটাকে কেউ দেখেনি!







এর পরেরটা হলো এডভারড মুনচ এর আঁকা 'দি স্ক্রিম' ১১৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়।







ফ্রান্সিস বেকনের 'থ্রী স্টাডিস অব লুসিয়ান ফ্রয়েড ' ১৯৬৯। দাম ১৪২ মিলিয়ন ডলার!





উইলিয়াম ডি কুনিং এর উওম্যান-থ্রী' ১৯৫২ এর পেইন্টিং, ১৩৭.৫ মিলিয়ন ডলার!





নীচের এটা পাবলো পিকাসোর আঁকা 'দি ড্রীম' ১৯৩২ সালে আঁকা, দাম হয় ১৫৫ মিলিয়ন ডলার!





নীচের এটার নাম 'ভাস উইথ ফিফটিন সানফ্লাওয়ারস' এঁকেছেন ভ্যান গঘ ১৮৮৮ সালে, দাম ৭৪ মিলিয়ন ডলার।







এর পরেরটার নাম সেলফ পোর্ট্রেট অব পিকাসো ১৯০১ সালে পাবলো পিকাসো এটা আঁকেন, বর্তমান দাম ৮২.৩ মিলিয়ন ডলার।







এটা বেশ সুন্দর, নাম 'উওম্যান সিটিং ইন দ্যা গার্ডেন' দাম ৬৩.৫ মিলিয়ন ডলার, ১৯৩৮ সালে পাবলো পিকাসো আঁকেন।





এবারেরটার দামটা ! ১৮৯২ সালে পল সেজানে'র আঁকা নীচের এই তাসখেলায় রত কয়েকজন খেলোয়ারের ছবিটা নিলামে বিক্রি হয় ২৫০ মিলিয়ন ডলারে! কেনেন কে জানেন? কাতারের রাজ পরিবার এটা কেনে ২০১১ সালে। একটা হাতে আঁকা ছবির দাম ১৯৭০ কোটি টাকা!! ছবি দেখুন। ছবিটার নাম 'কার্ড প্লেয়ারস।







সবশেষ যেই ছবিটা এটাকে দেখামাত্রই সবাই চিনবেন, দুনিয়াতে সবচাইতে আলোচিত সবচাইতে দামী পেইন্টিং ইটালিয়ান চিত্রকর লিওনার্দো দা ভিন্চির আঁকা 'মোনালিসা'।

১৫০২-১৭ সালের মধ্যে আঁকা এই ছবিটার বর্তমান মূল্য ৭৬০ মিলিয়ন ডলার!

এটা বর্তমানে স্হায়ীভাবে ফ্রান্সের লুভর মিউজিয়ামে রাখা আছে।





সুত্র: http://www.theartwolf.com/10_expensive.htm

মন্তব্য ৬৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

গারো হিল বলেছেন: কি আছে এইগুলায় :P এতো দাম ক্যারে

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

ঢাকাবাসী বলেছেন: খাড়ান পিকাসো আর দা ভিন্চি সাবগো জিগায়া আহি। পড়ে সুন্দর মন্তব্য দানকারী গারো হিল কে আন্তরিক ধন্যবাদ।

২| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই কি শোনা্ইলেন! কি দেখঅইলেন! কি জানাইলেন!!!!!!!!!!!!!!!!!!

ট্যাকান কুন দাম নাইক্যা! তাগোর কাছে! নইলে কত্ত টেকা তাগোর আছে ..ভাবতে গেলেও টাসকি!;)

বাপরে...........................................

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৭

ঢাকাবাসী বলেছেন: যদি বলেন আঁকিয়েদের কথা তাহলে বলতে হয় বেঠিক। শতকোটি টাকার শিল্পকর্মের শিল্পিদের অনেকেই না খেয়ে অর্থাভাবেই মারা গেছেন। ধন্যবাদ আপনাকে।

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯

মামুন রশিদ বলেছেন: ভ্যান গঁগের ফ্লাওয়ার ভাস'টা কিনতে চাই । দাম বেশি দিতারুম না, এলিফ্যান্ট রোডের প্লাস্টিকের ফুল সহ ফুলদানির দাম দিতে পারুম 8-|

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

ঢাকাবাসী বলেছেন: ভ্যান গঘ মারা যাওয়ার সময় সেই পয়সাটুকুও ছিল না বলে শোনা যায়! ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ঢাকাবাসী ভাই কিছু টাকা ধার দেওয়া যাবে আমি মোনালিসার ছবিটা কিনতে চাই। চিন্তা করবেন না ছবি কিনার পর আমি আমার মোবাইল ফোন বন্ধ করে দিবো বাসাও পরিবর্তন করবো। :D

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

ঢাকাবাসী বলেছেন: খাসা বলেছেন ! ভারি মজা পেলুম। চমৎকার কথা বলার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই।

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আরো কালেকশন চাই।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

ঢাকাবাসী বলেছেন: যা দাম এগুলোর! দেখি কি করা যায়! আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

দি সুফি বলেছেন: কেন যে আমার দাদার বাপ-দাদারা কুনু ছবি আইকা রাইখা গেলো না! :(( এখন কোটি টাকায় বেচতে পারতাম :(( :((

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪

ঢাকাবাসী বলেছেন: কি বলেন কোটি ? এখানে শতকোটির আলাপ হচ্ছে! চলেন মরহুমদের গিয়া ধরি আর জবাব চাই। আপাতত ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৭| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আফসোস এই ছবি আঁকাটাই জীবনে হলো না ।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: বুয়েটে ভর্তি পরীক্ষার সময় একটা পানি পড়া কল আঁকতে দিছিল। কি যে একেছিলুম মনে পড়লে দামফাটা হাসি আসে! আজো সেই স্টান্ডার্ডই আছে তবে আরো খারাপের দিকে । ধন্যবাদ আপনাকে।

৮| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:




আমার বসই ভালো সে এক পেইণ্টার পেয়েছে যে কিনা সব বিখ্যাত ছবি স্যারকে পেইন্ট করে দেয় ৩০০০ টাকার বিনিময়ে :P

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮

ঢাকাবাসী বলেছেন: তাই নাকি! ভালই তো! ধন্যবাদ আপনাকে আর সেই পেইন্টারকে।

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০

নীল জোসনা বলেছেন: ভয়ংকর দামী পোষ্ট !!

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: তাই বুঝি! অনেক অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

১০| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭

রহস্যময়ী কন্যা বলেছেন: মামুন রশিদ বলেছেন: ভ্যান গঁগের ফ্লাওয়ার ভাস'টা কিনতে চাই । দাম বেশি দিতারুম না, এলিফ্যান্ট রোডের প্লাস্টিকের ফুল সহ ফুলদানির দাম দিতে পারুম 8-|
ঠিক ঠিক B-)

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

ঢাকাবাসী বলেছেন: আম্মো বলি ঠিক ঠিক। প্রেমিকার জন্য ভ্যান গঘ তার কান কেটে ফেলেছিল জানেন রহস্যময়ী কন্যা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১১| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আফসোস বাংলাদেশের কোন চিত্র শিল্পীর আকা ছবি এত বিকোয় না।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

ঢাকাবাসী বলেছেন: এই সেন্চুরীতে বাংলাদেশ কেন বিশ্বের কোন শিল্পির ছবিই আর এরকম বিকোয় না। স্বাগতম আর ধন্যবাদ আপনাকে।

১২| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
:|

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইস! আমার কোন আঁকা ছবি যদি এত বিখ্যাত হইয়া যাইত!! :#> :P

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

ঢাকাবাসী বলেছেন: ইস যদি হতো! তাহলে আমি একজন প্রিয় ব্লগারকে হারাতুম। আপনাকে ধন্যবাদ কাভা!

১৪| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

জুলফিকা৩৩ বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

জানুন, না জানা অনেক কিছু >> Click This Link

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮

মুদ্‌দাকির বলেছেন: কেন এত দাম, আমি উজ্ঞা কিনথাম ছাই

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬

ঢাকাবাসী বলেছেন: আজ্ঞে উগুলান বিককিরির না!। ধন্যবাদ আপনাকে।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

নিসাব বলেছেন: কেন যে পেইন্টার হইলাম না!!!! :-*

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

ঢাকাবাসী বলেছেন: আমি হাস আকতে গিয়া চালকুমড়া এঁকেছিলুম সেদিনই্‌ পেইন্টার হওয়ার চান্স বাদ হয়েছিল আমার! আপনি তো হতেই চাননি তাইনা? ধন্যবাদ।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট !

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

ঢাকাবাসী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: গারো হিল বলেছেন: কি আছে এইগুলায় :P এতো দাম ক্যারে

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

ঢাকাবাসী বলেছেন: এসব ছবি এনালাইসিস করা আমার সাধ্যের বাইরে! তবে পড়ে আগ্রহ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সময়ের কথা বলে.... দি সুফি প্রায় সঠিক আবদারই করেছেন...

কার্ড প্লেয়ারস পেইন্টিংটা কিনতে চাই... :)

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

ঢাকাবাসী বলেছেন: মিউজিয়াম কতৃপক্ষের কাছে যেতে হবে, দেখি কি করা যায়! আপাতত আমার তরফ থেকে ধন্যবাদ।

২০| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পেইন্টিং খুব ভালো লাগে

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১

ঢাকাবাসী বলেছেন: আপনি ভাল মানুষ সন্দেহ নেই। পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২১| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইয়ে মানে, চারুকলায় ভর্তি হমু।
পেইন্টিং শিখমু।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: তারপর পিকাসোর মত হবেন। খুব ভাল ইচ্ছে, আমি অভিনন্দন জানাই আর প্রসংসা করছি। পোষ্টে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

২২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯

প্যারাডাইস বলেছেন:

ক্রেজি মানি। এদের এত টাকা তা দেখানোর জন্য প্রতিযোগিতার
সৃষ্টি করে এবং তার ফলশ্রুতি এমন গজব দাম পেইন্তিংসগুলোর।
পোস্টে অনেক ভাল লাগা।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন। পড়া আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১

ইছামতির তী্রে বলেছেন: ভাইজান অনেক কস্ট করেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর একটু কস্ট করে খোঁজ করেন ত পেইন্টিংস গুলো কেউ বেঁচবে কি না। /:) /:) /:)

আর হ্যা, সামনের মাসে বেতন পেলে দাম পরিশোধ করবো আর কি!!B-) B-)

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: খাইসে লুভর মিউজিয়ামতো বেচবেনা জানি, কাতারের আমীর আর অজানা ক্রেতারা তো কথাই কয়না। শুনেছি যারা কিনে তারা বেচবার নামই নেয়না। দেখি কি করা যায়! আন্তরিক ধন্যবাদ আপনাকে, ওয়েট করেন।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সকাল রয় বলেছেন:

নগ্নতা যে শিল্প তা এই ছবির কয়েকটি দেখলেই অনুধাবন করা যায়!

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫

ঢাকাবাসী বলেছেন: আপনার পর্যবেক্ষন তো দারুণ! ব্লগে স্বাগতম আর আসবার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

ইমিনা বলেছেন: আমাকে এগুলো মাগনা দিলেও আমি নিব না :-B :-B

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল, আর ব্লগে আসবার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর পোস্ট।

১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

ঢাকাবাসী বলেছেন: আপনাকে শুভ নববর্ষ ১৪২১। পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ।

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: পিকাসো মনে লয় এট্টু লুল আছিলো। আর্টস সম্পর্কে খুব বেশী জানিনাতো।

১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪

ঢাকাবাসী বলেছেন: বড় শিল্পি ছিলেন। তাঁকে নিয়ে আজো গবেষনা হয়। একটু আধটু লুল থাকাটা অস্বাভাবিক না মনে হয়। পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগলো... নতুন বছর খুব ভাল কাটুক :)

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনারও নতুন বাংলা বছরটি ভাল কাটুক।

২৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: আসলেই ভয়ংকর।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

ঢাকাবাসী বলেছেন: কি দাম? তা যা বলেছেন, একজন মহিলার আবক্ষ চিত্রের দাম ছিয়াত্তর কোটি ডলার -- প্রায় ছ' হাজার কোটি টাকা !! ইয়ার্কি নাকি? ধন্যবাদ হাসান মাহবুব।

৩০| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: হুদাই ...
বেচারারা মইরা গিয়া দাম বাড়ায় দিছে :||

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন, মইরা গিয়া দাম বাড়ায়া দিছে। এখনকার অনেক আধুনিক আঁকিয়ের ছবি কোটি টাকায় বিকোয় কিনা সন্দেহ। অন্তত গত কুড়ি বছরে এরকম ঘটনা ঘটেনি। ধন্যবাদ আপনাকে।

৩১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০১

অন্ধবিন্দু বলেছেন:
আমি বলি, বীভৎস তম ভয়ংকর !
ধন্যবাদ, ঢাকাবাসী।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪

ঢাকাবাসী বলেছেন: একদম ঠিক। মানে দামগুলো! আমার ব্লগে স্বাগতম আর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

৩২| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩

জাহিদ ২০১০ বলেছেন: আইজ আমিও একটা ছবি বানামু।

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল উদ্যোগ বানান। ওয়ারেন বুফেট বা বিল গেটসের সাথে যোগাযোগ করছি। ইয়ে ছবিটা আঁকবেন না বানাবেন বুঝিনি। তয় ধন্যবাদ আপনাকে।

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

জাহিদ ২০১০ বলেছেন: দুইটাই করমু। কয় টাহা দালালী করছেন হেইডা আগে কন

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪

ঢাকাবাসী বলেছেন: আপনার প্রতিভাকে লাল সালাম, চালিয়ে যান। ধন্যবাদ। ওটা কি আর বলা যায়!

৩৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ৭:৪৮

আপেক্ষিক বলেছেন: কেমনে কি??????

১৯ শে মে, ২০১৪ সকাল ৯:৫০

ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না। তা মোনালিসাকে জিজ্ঞেস করি তারপর বলি! এখনকার মত অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.