নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর রক্ত হীম করা রাস্তা, সেখানে হাঁটতে বা গাড়ী চালাতে বুকের পাটা লাগে, তবু সুন্দর !

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

চীন বলিভিয়া সহ দুনিয়াতে বিভিন্ন দেশে কতগুলো রাস্তা আছে যেগুলো দেখলেই আত্মারাম খাঁচাছাড়া হবার যোগার হয়, আবার সুন্দরও লাগে!! আসুন ছবি দেখি সেইসব রাস্তার আর যদি সময় সুযোগ হয়, না হয় ঘুরেই আসলেন। ডোন্ট ট্রাই ইট এট হোম!



ডেথ রোড, বলিভিয়া।





হুয়াশান পাথ, চীন।















































ক্যাপ্রি আইল্যান্ড পাথ, ইটালী।





তিয়ানমান মাউন্টেন, চীন। ৪৬০০ ফুট উচু, ৫২৫০ ফুট লম্বা, জায়গা জায়গাতে কাচের মেঝে আছে যেখান থেকে ভীতিকর নীচটা দেখা যায়।









পাথ ডে গাজরুগেটাৎজগে, স্পেন।





স্কিলিং মাইকেল পাথ, আয়ারল্যান্ড।





ডাংকী পাথ, সানটোরিনী, গ্রীস। ১৮শ শতাব্দীতে গাধারা নীচে বন্দর থেকে এই পথে মাল নিয়ে পাহাড়ের চুড়ায় শহরে যেত। এখন পর্যটকরা বেড়াতে যায়।





আজ এ পর্যন্তই!



সুত্র: Click This Link







মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ জিনিস দেখালেন ভাই !! :)

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ঢাকাবাসী বলেছেন: আপনি আনন্দ পেলেন তাতেই তো খাটাখাটনি সার্থক হয়ে গেল। প্রথম মন্তব্যকারীকে অনেক অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:০০

সমকালের গান বলেছেন: ফাটাফাটি। যাইবার মুন চায়।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:০৫

ঢাকাবাসী বলেছেন: বেশ কঠিন তবে যেতে পারবেন। প্রসংসার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ সব অজেয়কে জয় করতে চায়!

কি দুর্ধষ পথ কয়েকটা! বাপরে দখলেই পিলে কেপে উঠে!!! ওখানে গেলেতো খবরই আছে!!!!

বাকী গুলো খুব আকর্ষনীয় এবং মজার।

ফটো ভ্রমন করানোয় ধন্যবাদ।:)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৩৪

ঢাকাবাসী বলেছেন: ব্লগে আসার জন্য আর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:০১

মামুন রশিদ বলেছেন: ভয়ংকর সুন্দর!

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:০১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খাইসে আমারে ! B:-) এতো মৃত্যুকে, আয় আয় বলে ডাক!

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: একেবারে যা বলেছেন! পড়া মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:০২

পংবাড়ী বলেছেন: ১৯৭০ সালের দিকে, করেরহাট টু রামগড় রোড ছিল এ রকম ভয়ংকর চ্যালেন্জিং।

সুন্দর।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। পাঠ আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:২৩

একজন ঘূণপোকা বলেছেন:


আমার যাইতে মুঞ্চায়, কিন্তু সাথে কার্ডিয়াক স্পেশালিস্ট নিয়ে যাইতে হবে।


২য় ভালোলাগা :)

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:১৭

ঢাকাবাসী বলেছেন: কার্ডিয়াক স্পেশালিষ্টে কুরোবে বলে মনে হয়না। নীচের দিকে তাকালেই এটাক আর দুর্বল হার্ট হলে ফিনিশ! মজার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে!

৮| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৩

পাজল্‌ড ডক বলেছেন: চায়না এগুলা কি বানাইছে!! পাগল নাকি! পা শির শির করে!!

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:২০

ঢাকাবাসী বলেছেন: ব্যাটারা পাগল না ওদের কুত্তায় কামড়াইসে যে এসব বানাতে গেসে! গ্রেট ওয়ালে এরকম দুএকটা জায়গা আছে ভয়ে গা ঠান্ডা হয়ে আসে। আমার বল্গে স্বাগতম আর পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:১৮

শের শায়রী বলেছেন: ভাই অনেক শির শির অনুভুতির জন্য ভয় মিশ্রিত ধন্যবাদ।

আবারো ধন্যবাদ এই জন্য যে ওই সব দেশে যাবার সুযোগ হ লে আগে দেখব এই সব রাস্তা দিয়ে যেতে হবে কিনা। হলে পত্র পাঠ ক্যান্সেল।

ভয়ংকরত্বের যে সৌন্দর্য্য আছে আপনার পোষ্ট টা তার প্রমান দিল।

অভিনন্দন ভাই

০৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ম্যালা দিন পর আমার ব্লগে! না ওসব রাস্তায় শ্রেফ বেড়ানোর আর এডভেন্চারের জন্যই যেতে হবে, সাধারণের চলাচলের পথে পড়েনা এসব রাস্তা। সুতরাং ওরা নিজেরাই ক্যানসেল! পাঠ আর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

১০| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৪

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৩

ঢাকাবাসী বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১১| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৫

ভুল্কিস বলেছেন: চীন দেশের পাবলিক কি পাগলই হইয়া গেলো- এরম রাস্তা দিয়া হাটনের কি দরকার বেদ্দপগুলির!
পোষ্ট দেখে হার্ট ছমছম করে উঠলো :-/
আতংকিত পোষ্টে ৪র্থ প্লাস

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৫

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ভারি মজা পেলুম আপনার রসপুর্ণ মন্তব্যে! স্বাগতম আমার ব্লগে আর পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১২| ০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: ভয়ংকর সুন্দর।

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯

ঢাকাবাসী বলেছেন: তাই। পাঠ আর মন্তব্যের জন্য ধন্যবাদ নিন।

১৩| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৯

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: থাক কি দরকার।বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুজিতে চাই না আর। ( ডর লাগচে)

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

ঢাকাবাসী বলেছেন: ডর লাগতেই পারে। হ্যাঁ বাংলার রুপ দেখে যদি বসেই থাকেন তাহলে ভবিষ্যৎ জীবন ঝরঝরে। পড়ে মন্তব্য করা জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

১৪| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাইসে! ভয় পাইছি!! B:-) :P
বাংলাদেশে নাই দুই একটা এমন??? /:)

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২১

ঢাকাবাসী বলেছেন: তাতেই আমার লেখার সার্থকতা। খাগড়াছড়ি আলুটিলা রেন্জ, বান্দরবনে অল্প স্বল্প আছে, ৩০- ৩৫ বছর আগে ছিল। তবে এগুলোর মত এখন আর নেই। সভ্যতার ছোঁয়া লেগে সহজ হয়ে গেছে। পাঠ আর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: শিহরণ জাগানিয়া পোস্ট।

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৭

ঢাকাবাসী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে দারুণ খুশী হলুম কবি। ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

১৬| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



B:-) B:-) B:-) :-& :-& :-&

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩০

ঢাকাবাসী বলেছেন: চমৎকার মন্তব্য! ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।

১৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা হা ভাই ছবি দেখে ভয় পাইছি ইমো ছাড়া আর কি দেব ভেবে পাচ্ছিলাম না।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, তার মানে আমার লেখাটা সার্থক! পড়েছেন মন্তব্য করলেন সেজন্য ধন্যবাদ আর শুভকামনা ।

১৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:১৮

তুষার মানব বলেছেন: বহুত ভুই পাইছি B:-) B:-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

ঢাকাবাসী বলেছেন: ভয় পাবার মত রাস্তা বটে! ধন্যবাদ আপনাকে।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শিহরণ জাগানিয়া!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে। ধন্যবাদ আপনাকে।

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

মুহিব বলেছেন: আমার মাথা চক্কর দিতেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

ঢাকাবাসী বলেছেন: ঐ পথে ভ্রমন করলে কেমন লাগতে পারে একবার আন্দাজ করেন! ব্লগে আসবার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.