নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

রুপকথার রাজবাড়ী কেমন দেখতে?

২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

১৯৪৪ সালের ৬ ই জুন ফ্রান্সের যে উপকুল দিয়ে মিত্রবাহিনী জার্মানীর উপর ঐতিহাসিক আক্রমন করে সেই নরমান্ডির কাছেই এই সুন্দর প্রাসাদ 'মন্ট সেইন্ট মিশেল'। এটা প্রথমে মিলিটারী বেস পরে জেলখানা আর এখন বছরে লক্ষ লক্ষ পর্যটকের ভীড়ে মুখরিত একটা চমৎকার পর্যটন কেন্দ্র।







নিউকোয়ানস্টেন ক্যাসল, জার্মানী। উনিশ শতকে রাজা লুডউইগ এটা তৈরী করান।







নীচেরটা বেলজিয়ামের।







কনওয়ি ক্যাসল, ওয়েলস ইংল্যান্ড। ত্রয়োদশ শতাব্দীতে রাজা প্রথম এডওয়ার্ড এটা তৈরী করেন।





আয়ারল্যান্ড।





সার্বিয়া।





হোহেনসাল্জবার্গ ক্যাসল, অস্ট্রিয়া।





উইন্ডসর ক্যাসল, যুক্তরাজ্য। ত্রয়োদশ শতাব্দীতে হেনরী-৩ এটা বানান।





প্রাগ ক্যাসল, চেক রিপাবলিক।





মন্তব্য ৪৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:২৩

হাসান মাহবুব বলেছেন: ভালোই। তবে আপনি যেমন মুখ হা করা পোস্ট দেন সেরকম না।

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:১২

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে সত্যি কথাটিই বলে ফেলেছেন ভাই। আসলে বেড়াতে দেশের বাইরে ছিলুম। এটা পোস্ট করার সময় ভাবছিলুম দেব কি দেব না! মনে করিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, আর এরকম সমালোচক ভালো লাগে। আবারো ধন্যবাদ হাসান মাহবুব। ভাল থাকবেন।

২| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:৪৫

ভারসাম্য বলেছেন: প্লাস এবং প্রিয়তে। :)

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:১৪

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, স্বাগতম আমার ব্লগে। পাঠ আর সুন্দর মন্তব্য ও প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, ভারসাম্য। ভাল থাকুন।

৩| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! বাস্তবতার কি নিদারুন স্বাক্ষ্য!

যারা বানিয়েছে তারা কেউ নেই... অথচ সৃষ্টিটা দাড়িয়ে আছে শত শত বছর!


কত স্বপ্ন, কত কান্না, কত অত্যাচার, কত সূখ-বিষন্নতার স্মৃতি জড়িয়ে..

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:১৬

ঢাকাবাসী বলেছেন: সব সুন্দর সৃস্টির পেছনে কিছু কান্না বেদনা তো থাকতেই হবে, তাইনা? আর সেগুলোর স্রস্টা কখনোই চিরকাল থাকেনা। পড়া আর সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু। ভাল থাকবেন।

৪| ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:১০

ইলি বিডি বলেছেন: খুব সুন্দর, ভাল লাগসে আমার।

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:১৭

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:১৭

শরীফুল আলম বলেছেন: ফটো কিভাবে এড করতে হয় একটু বলবেন কি ?

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:২৫

ঢাকাবাসী বলেছেন: নতুন ব্লগ লেখার জন্য ক্লিক করার পর স্ক্রিনের ডান দিকে কালো আয়তাকার বক্স দেখবেন, সেখানে লেখা আছে ;ছবি দিবার জন্য এখানে ক্লিক করুন'। সেখানে ক্লিক করলে আপনার ছবির জায়গা যেমন 'ডেস্কটপ' বা 'পিকচার' এ যাবেন। সেখান থেকে ছবিতে ক্লিক করবেন তারপর ওপেন এ ক্লিক করবেন। ছবিটা আপনার কালো জায়গাতে আসবে। ওটার নীচে 'আপলোড' লেখাটাতে ক্লিক করুন, ছবিটা ঐ জায়গাতে দেখা যাবে। ছবিতে ক্লিক করুন বলবে কিছু লেখা আসবে। কারসারটা স্ক্রিনের যেখানে ছবি দিবেন সেখানে রেখে আপনি ইনসার্ট এ ক্লিক করুন। ছবিটা স্ক্রীনে চলে আসবে। ছবিটা দেখা যাবেনা শুধু ফাইল নম্বরটা আসবে। পোষ্ট দিলে পরে ছবি দেখা যাবে। আশা করি বোঝাতে পেরেছি। লিখে বোঝানো সহজ নয়! ধন্যবাদ।থন্যবাদ।

৬| ২৬ শে জুন, ২০১৪ রাত ১০:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন হারিয়ে যায়... পুরাকীর্তি, পুরাতন স্থাপত্য... যা কিছু ইতিহাসকে বহন করে... তা দেখার জন্য আমি আকুল হয়ে থাকি।

সুন্দর একটি পোস্ট :)

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:২৬

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৭| ২৬ শে জুন, ২০১৪ রাত ১১:৩৬

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:২৬

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ২৭ শে জুন, ২০১৪ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: সুন্দর !!

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:২৭

ঢাকাবাসী বলেছেন: হ্যালো অনেকদিন লেখা টেখা দেখিনা! ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।

৯| ২৭ শে জুন, ২০১৪ রাত ১:০৮

মেংগো পিপোল বলেছেন:
এইটা আমার বানানো আরো ছবি দেখতে চাইলে,
View this link

আপনার পোষ্টে +++

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮

ঢাকাবাসী বলেছেন: কষ্ট করে চমৎকার ছবির গুচ্ছ দেয়ার জন্য আর পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ।

১০| ২৭ শে জুন, ২০১৪ রাত ৩:১৪

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার। পোস্টে সপ্তম ভালো লাগা।

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:২৯

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রবাসী পাঠক। ভাল থাকুন।

১১| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৭:০৮

আরজু মুন জারিন বলেছেন: অসাধারণ ছবি সম্বলিত অসাধারণ একটি পোস্ট । মুগ্ধতা পোস্ট এ। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:৩০

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আপনাকে আরজু মুন জারিন। পাঠ আর চমৎকার আন্তরিক মন্তব্যের জন্য অনেক আন্তরিক ধন্যবাদ। আপনি ভাল থাকবেন।

১২| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৩০

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট ++++++

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস! আন্তরিক ধন্যবাদ আপনাকে। অনেক ভাল থাকবেন।

১৩| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার একটি পোস্ট ...

পোস্টে প্লাস (+)

এই পোস্ট শোকেসে না নিলে যে মন ভরছে না .. ;) :)

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:৩২

ঢাকাবাসী বলেছেন: আপনার এই আন্তরিকতা বহুদিন মনে থাকবে। পাঠ আর সুন্দর কথার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৪| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:০৭

আছিফুর রহমান বলেছেন: একটু সংশোধন করেন, ১৯৮৮ না, ১৯৪৪। বেলজিয়ামের প্রসাদ টা ক্রয় করার কোন ব্যবস্থা আছে কি

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৬

ঢাকাবাসী বলেছেন: মারাত্মক ভুলের কারেকশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আর ইয়ে ভাবছি রাজার সাথে কথা বলব কিনা প্রাসাদটা বেচবে কবে। আলাপ করার ফলাফল আপনাকে অবগত করা হবে। আর পাঠ আর মজার মন্তব্যের (আমার কাছে এসব রস খুব ভাল লাগে) জন্য আন্তরিক ধন্যবাদ।

১৫| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা !! দারুন এবং দারুন। অসাধারণ বলতেই হবে ---------

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:২৪

ঢাকাবাসী বলেছেন: পড়া আর প্রসংসার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৬| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:
অফ লাইনেই দেখেছিলাম। সুন্দর। ভালোলাগা

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:২৭

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

১৭| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও ! রূপকথার বই থেকে তুলে আনা সব ছবি। বাস্তবে না হোক , অন্তত অন্তর্জালে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় অসংখ্য ধন্যবাদ।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:২৮

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশি হলুম আপনার চমৎকার মন্তব্যে। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৮| ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: রাজবাড়ি বলে কথা । সুন্দর না হয়ে যাবে কোথায়?

ভাল লেগেছে পোস্ট।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৩৬

ঢাকাবাসী বলেছেন: আরি কবি আপনি! পড়া আর সুন্দর মন্তব্যে মুগ্ধতা আর কৃতজ্ঞতা। ধন্যবাদটুকু শেষে।

১৯| ২৮ শে জুন, ২০১৪ সকাল ৯:৫২

মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট, তবে কিছুটা অসম্পুর্ণ ।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০৩

ঢাকাবাসী বলেছেন: এহ্ দিলেন তো জল ঢেলে! ইয়ে আমি একটা নীতি মেনে চলি। সেটা হল ব্লগে সময়টা শুধুই আনন্দ আর কিন্চিত লেখাপড়া। আমাদের দেশের হীজড়াদের সামাজিক জীবনে বার্ট্রান্ড রাসেলের জীবনী আর চেপা শুটকি প্রভাব কতখানি সেটা নিয়ে ভাববার জায়গা এটা মানে ব্লগ না বলে আমি ভাবতে ভালবাসি।
এই পোষ্টের ছবির প্রতিটি প্রাসাদ একেকটা ইতিহাস, প্রতিটা নিয়েই ম্যালা লেখা যায় যা নির্ঘাৎ বোরিং হবে বলে আমার ধারনা।
আপনার কথা ১০০% খাটি, আর সেটা অকপটে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন মামুন রশিদ।

২০| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

জুন বলেছেন: অনেকগুলো রাজবাড়ী কেমন যেন ভৌতিক রূপ ।
তবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৪

ঢাকাবাসী বলেছেন: এর কোনো কোনোটা হাজার বছরের পুরোনো। নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রচন্ডভাবে আঁকড়ে ধরে রাখার ইউরোপীয় ধারা অনস্বীকার্য। প্রসাদগুলো শত শত বছর ধরে প্রায় একই রকম আছে। রক্ষনাবেক্ষনের জন্য যেটুকু মেরামত করা হয় তা অত্যন্ত সতর্কতার সাথে। ফলে পুরোনো গন্ধটুকুও সরেনা। ক'দিন আগে দেখলুম আমাদের রংপুর না কোথায় যেন সিঁদুর আর গেড়ুয়া রং দেয়া একটা পুরোনো শিবমন্দীরকে মেরামত করতে
গিয়ে সবুজ আর অন্য একটা রং দিয়ে এক কিম্ভুতিকামার রং করে ফেলেছে আমাদের প্রত্নতত্ব বিভাগের কতগুলো অশিক্ষিত অর্বাচীন দুর্ণীতিবাজ আমলা!
অনেক বকে ফেললুম। পাঠ আর দামী মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৬

জুন বলেছেন: ঢাকাবাসী আমার মন্তব্যের জবাবটি দিয়েছেন অসাধারন সব তথ্য ভান্ডারে পরিপুর্ন করে। অনেক ভালোলাগলো দেখে। ঢাবির ইতিহাসের ছাত্রী হিসেবে এই দুর্গগুলো অত্যন্ত পরিচিত। বিশেষ করে ইউরোপের ইতিহাস , ইংল্যন্ডের ইতিহাস পড়তে গিয়ে এসব দুর্গের ছবির সাথে পরিচিত হই। ঠিকই বলেছেন এই সব দুর্গ নিয়ে বিশাল ইতিহাস লেখা যায়। আমি নিজেও অনেক গুলো স্বচক্ষে দেখেছি কৌতুহলের জন্য । কিন্ত অনেকেই বের হয়ে গেছে কারন এসব ভাঙ্গা চুড়ো জিনিস তাদের আকৃষ্ট করেনি।
মন্দির কেন আমাদের বাগেরহাটের সাতগম্বুজ মসজিদ আর শিলাইদহ কুঠিবাড়ি ই তো অরিজিনাল লালা বেলে পাথরের রঙ ঢেকে চুনকাম করলো। সে নাকি জেলা প্রশাসকের কাজ ছিল বলেই শুনেছি।
আমিও অনেক বকে ফেললাম, ক্ষমা করবেন আশাকরি ।

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল কথাগুলো। ধন্যবাদ।

২২| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২

হালি্ বলেছেন: +++++্

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। পাঠ আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৩| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

চড়ুই বলেছেন: সুন্দর বিলাস বহুল প্রাসাদ।

২৪| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

শেখ আজিজুর রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর প্রাসাদের ছবি দেখিয়ে আমাদের মুগ্দ করার জন্য…

০১ লা জুলাই, ২০১৪ রাত ১১:২০

ঢাকাবাসী বলেছেন: পাঠ আর আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাসসেরা সংকলনে যাচ্ছে সুন্দর পোস্টটা...
অভিনন্দন অগ্রীম ...

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

ঢাকাবাসী বলেছেন: যাহ্ কি যে বলেন না! যাহোক পড়া আর মনোমুগ্ধকর কথার জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.