নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র সব জেব্রা ক্রসিং , পথচারী পারাপার, দেশে দেশে!

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

পথচারী পার হবার জন্য রাস্তার মাঝে আড়াআড়ি যে দাগ দেয়িা থাকে তার নাম জেব্রা ক্রসিং কিন্তু আদতে সবগুলোই জেব্রা ক্রসিং না। কিছু নমুনা দেখুন:



কানাডার মন্ট্রীলে মাছের কাঁটা ক্রসিং! সেখানে নাম ফিস বোন ক্রসওয়াক!





ম্যাকফ্রাইড ক্রসওয়াক, জুরিখ, সুইজারল্যান্ড।





ভেলভেট রোপ ক্রসওয়াক, মনট্রীল, কানাডা।





বাচ্চা, সাবধান! ওসাকা, জাপান।





পিয়ানো রীড ক্রসওয়াক, ক্যালিফোর্ণিয়া, যুক্তরাস্ট্র।





রেইনবো ক্রসওয়াক, ভ্যাংকুভার কানাডা।





যিপার ক্রসওয়াক, মেরিল্যান্ড, যুক্তরাস্ট্র।





একটা প‌্যাটার্ণ, চিলি।





ত্রি ডি ক্রসওয়াক, কিরগিস্তান।





ফুটপ্রিন্ট ক্রসওয়াক, মনট্রীল, কানাডা।





ডমিনো ক্রসওয়াক, নর্থ ক্যারোলিনা, যুক্তরাস্ট্র।





জেব্রা ক্রসিং, মুম্বাই, ভারত।



বাংলাদেশে ওসব থাকেনা, লাগেনা কেউ মানেনা







মন্তব্য ৬৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

সুমন কর বলেছেন: সবগুলো সুন্দর। আর শেষের দুইটি অসাধারণ!! B-)

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

ঢাকাবাসী বলেছেন: প্রথম পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

২| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮

বাংলাদেশী দালাল বলেছেন: অসাধারন! খুবই ভাল লেগেছে ঢাকা বাসী ।
ঈদ মোবারক।

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পাঠ ও সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল! তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে বাংলাদেশেটা ! ;)

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে বেশী আইন অমান্যকারী জাতিই আমরা! আইনই নেই তো মানা আর না মানা! মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দারুণ .....!

শেষের দুটাই কিন্তু সেরা আর সবচে বেশি চ্যালেঞ্জিং ;)

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭

ঢাকাবাসী বলেছেন: সবচাইতে বেশী আইন অমান্য করে সরকারী লোকেরাই! পুলিশ লাল বাতি দেখলেই যেতে বলে আর সবুজে আটকায়, এর মধ্যে একটা মনস্তাত্বিক ক্ষমতার দম্ভ কাজ করে। পড়া আর মন্তব্য করবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৫| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭

এক্স রে বলেছেন: ডোমিনো, জীপার, থ্রিডি বেশি ভালো লেগেছে। আর বাংলাদেশের টা লা জওয়াব :-P

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭

ঢাকাবাসী বলেছেন: আসলে শুধু থাকলে তো হবেনা মানতে হয়। তা আমাদের পুলিশরা জেব্রা/ যেব্রা ক্রসিং বানান জানে কিনা সন্দেহ!, কিভাবে মানতে হয় সেটা অনেক দুরের বাত। পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৭| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৬

শান্তির দেবদূত বলেছেন: চমৎকার পোষ্ট।
আর বাংলাদেশের কথা কি আর বলব! সব সেক্টরেই জগাখিচুরি অবস্থা।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন! জগাখিচুরী হালকা হয়ে গেল, জঘন্য অবস্থা! একেবারে জঘন্য অবস্থা। পাঠ আর মন্তব্যে ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৮| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ তো ছবিগুলো!

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু। ভাল থাকুন।

৯| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার। মুগ্ধ হলুম। কানা-ডা বাসীর হিউমারের প্রশংসা করতে হয় :)

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: অনেক দিন পরে দেখলুম মনে হচ্ছে! পড়ে মন্তব্য করেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।

১০| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মামুন রশিদ বলেছেন: ঠিকই বলেছেন, আমাদের দেশে এসবের দরকার নাই ।

সুন্দর পোস্ট ।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: দেখুন কানাডা বা স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশের কোন শহরে মানুষ থাকে কুল্লে কয়েক লাখ , আমাদের গুলিস্তানে ফারমগেটে যে কোন সময়ে ঐ কয়েক লাখ পাবেন। পুলিশের বাবার সাধ্য নেই কিছু করে! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১১| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব জেব্রা ক্রসিং ।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫২

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ তাই। ওখানে লোকেরা ওসব ব্যাবহার করে তাই আছে, আমাদেরটা আর নাই বললুম। ধন্যবাদ কবি।

১২| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

ইমিনা বলেছেন: ওয়াও, সবগুলো অসাধারন
:) :) :)

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: দেখেছেন আর মন্তব্য করলেন সেজন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা, শেষ ছবি দিয়েই তো সব ফায়সালা করে দিলেন :)

বাংলাদেশে রোবট মানব দাঁড় করিয়ে রাখলে, কিছু কাজে আসতে পারে।


"বাচ্চা, সাবধান! ওসাকা, জাপান।" এটি ভালো লেগেছে। কিরগিস্টানেরটিও ভালো।

ঢাকাবাসীকে অনেক শুভেচ্ছা :)

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: শেষ ছবিটা দুটো একটু রেগেই দিয়েছিলুম। ম্যালা দিন দেখছি, উন্নতির কোন লক্ষনই নেই। আজকাল পুলিশগুলো আরো এক ডিগ্রী বাড়া, বাত্তির কোন খবরই রাখেনা ইচ্ছামত হাত তুলছে আর নামাচ্ছে, একধরণের ক্ষমতা দেখানোর মনস্তাত্বিক ব্যাপার! ভালো লেগেছে তাতে আম্মো খুশী। ধন্যবাদ।

১৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাহা রইলো।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে আর পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:০২

পরিবেশ বন্ধু বলেছেন: অন্যরকম +

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১

ঢাকাবাসী বলেছেন: শুনে ভাল লাগল। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ কবি।

১৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


বাংলাদেশে ওসব থাকেনা, লাগেনা কেউ মানেনা

=p~ =p~ =p~

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: তাইনা? খুশী হলুম আর আন্তরিক ধন্যবাদ নিন।

১৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ আর ঈদের শুভেচ্ছা। ভাল থাকুন।

১৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

হাসান মাহবুব বলেছেন: কী অসাধারণ ক্রিয়েটিভিটি! বাংলাদেশে জেব্রা ক্রসিং মেনে পথ পার হতে গেলে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ৯০%।

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: একদম ঠিক। ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

১৯| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

দালাল বলছি বলেছেন: তত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় থাকে তখন মানুষ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয় কিভাবে? আসলে আমরা জাতি হিসাবে অসভ্য। ডান্ডার বাড়ি ছাড়া আমরা সোজা হইনা। এটা রাজনীতিবিদ থেকে শুরু করে সবার ক্ষেত্রে প্রযোজ্য। কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয়না আমাদেরও তেমনি গণতন্ত্র না।

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: কেন জানিনা আপনি আমার মনে কথাটিই বলে ফেলেছেন। কুকুরের পেটে ঘি সয়না! হা হা হা । ধন্যবাদ আপনাকে ।

২০| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ২:২৯

এম এম করিম বলেছেন: চমৎকার।

আর বাংলাদেশ তো অসাধারণ !!

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ আইনহীন এক দেশ বাংলাদেশ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২১| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

মদন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++

০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস! মুগ্ধ হয়ে খুশি হলুম আর আপনি নিন আমার আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

২২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১১

জুন বলেছেন: অতি সাধারন একটি জিনিসকেও কত অসাধারন করা যায় তারই নমুনা দেখলাম ঢাকাবাসি আপনার সৌজন্যে । বিশেষ করে কানাডার মাছের কাটা আর জিপার আর জাপানের বাচ্চাদের জন্য ক্রসিংটা মজা লাগলো :)
+

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫

ঢাকাবাসী বলেছেন: ওমা আপনি! খুব খুশি হলুম আপনি আসাতে। হ্যাঁ ওরা শিক্ষিত রুচিবান তাই সাধারণ জিনিসকেও চমৎকার ভাবে অসাধারণ করেই ব্যাবহার করে! আপনার ভাল লাগাতে আমার আনন্দ। আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা থাকলো।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

প্রবাসী ভাবুক বলেছেন: অসাধারণ! তবে বাংলাদেশের দুইটা তার চেয়েও বেশি কিছু!

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশের দুটো ছবি কিছু জিনিসের প‌্রতিফলন, সেগুলো হল> সবচাইতে অশিক্ষিত, সবচাইতে বেশী বেআইনী ভাবে চলার প্রবনতা, দেশে কোন আইন না থাকার নমুনা, অসভ্য, অধৈর্য এসব মিলিয়ে এক অদ্ভুত জাতি হলাম আমরা! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

প্রবাসী ভাবুক বলেছেন: অসাধারণ! তবে বাংলাদেশের দুইটা তার চেয়েও বেশি কিছু!

২৫| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

ড. জেকিল বলেছেন: রাস্তার মধ্যেও কতো শিল্প রে !!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ঢাকাবাসী বলেছেন: হ্যালো অনেকদিন পর এলেন! ঠিক ধরেছেন, শিল্প এরকম অনেক জায়গাতেই আছে, খুঁজে নিতে হবে আর কি। আমার ব্লগে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

সোহানী বলেছেন: আরে ভাই বাংলাদেশেরটাই অসাধারন B:-) B:-) B:-) B:-) কারন এই সব ক্রসিং ট্রসিং এর কেউ ধার ধারে না পারলে গাড়ির উপর দিয়ে যায়।

বিদেশে দেখেছি জেব্রা ক্রসিং লাইটে বাটন থাকে আপনি সবুজ লাইট জ্বলা ছাড়াও বাটন প্রেস করে ইজিলি রাস্তা পার হবেন। আসলে ওদের এতো শৃংখলার কারন লোক সংখ্যা কম। আমাদের এতো লোক সংখ্যা যে কোন নিয়মই কাজ এর না। যেখানে ১০০ লোক থাকার কথা সেখানে ১০০০০ লোকের বাস!!!!

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ঢাকাবাসী বলেছেন: জনসংখ্যাটা প্রধান কারন, আর সেটা কমানোর কোন প্রচেষ্টাই নেই । আর সেটাই নিয়ে গেছে আইনের প‌্রতি অশ্রদ্ধা, বিশৃংখলা, লোভ, চরিত্রের অবনতি সব কিছু। অবশ্য এসব আইনের অনুপস্হিতির জন্য দায়ী আমাদের রাজনৈতিক নেতারা আর অশিক্ষা।পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। `

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫১

ইমরান আশফাক বলেছেন: চমতকার পোস্ট, সবচেয়ে ভালো লাগলো ঢাকার ক্রসিংগুলো। :) :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সবগুলোই সুন্দর অভিনব। আমাদের দেশে এইসব নাই কেন? :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে অসভ্য অশিক্ষিত অকর্মন্য অলস দুর্ণীতিবাজ মানুষের জাতি হলাম আমরা। এখানে এসব হতে পারেনা। ধন্যবাদ।

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট ভ্রাতা !


ওসব দেশে জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পারাপার হয় , আর আমাদের দেশে জেব্রা পারাপার হয় , মাঝে মাঝে গাড়িতে ক্রসিং ও হয়ে যায় ।

ভালো থাকবেন :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, জেব্রা পারাপার হয়! মজার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ডি মুন বলেছেন: বাহ, দারুণ পোস্ট +++

আমাদের দেশের অবস্থা দেখে শেষে নির্বাক হয়ে গেলাম :(
আমরা কি কোনোদিনও একটু সুশৃঙ্খল হব না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

ঢাকাবাসী বলেছেন: নাহ এদেশের মানুষের উন্নতির আর কোন চান্স নেই। দিন দিন এরা অসভ্যই হবে। তবে শাসক গোষ্ঠি যখন অন্যায় করে তখন জনগন তো করবেই। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

মহান অতন্দ্র বলেছেন: অসাধারন! খুবই ভাল লেগেছে । তবে বাংলাদেশে ও আছে ! আমাদের মানতে হবে শুধু ।

দোষ আমাদেরই । দেশকে দোষী করে লাভ নেই ।

আপনার প্রত্যেকটি পোস্টই খুব চমৎকার , তথ্য বহুল । ভাল থাকুন ।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, স্বাগতম আমার ব্লগে। হ্যাঁ দেশ নয়, দেশের শাসক শ্রেনী আর নাগরিক সবাই দোষী। আইন থাকলেই হবেনা আইনের প্রয়োগ থাকতে হবে। পুলিশকে ঘুষ কম খেয়ে কিছুটা কাজ করতে হবে। আর এটা এদেশে আর হবেনা! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৩২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
wow !

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

আহলান বলেছেন: এমন দেশটি কোথাও খুজে পাব নাকো তুমি ....

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: তারপর কি বলবেন সকল দেশের সেরা? ভুল । দুনিয়াতে সবচাইতে জঘন্য, অসভ্য, অকর্মন্য, দুর্ণীতিবাজ, অলস, লোভী, পরশ্রীকাতর, অশিক্ষিত জাতি বাস করে এই দেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.