নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

শুন্যে ভাসমান ফোয়ারা!

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

ফোয়ারা তো অনেক রকমই দেখেছেন, কি সুন্দর পানি পড়ে, তবে ঢাকার ফোয়ারা থেকে পানি বেরোয় না! ঢাকা ক্লাবের সামনে কি যেন একটা থেকে পানি বেরোয় অবশ্য!

যাকগে আসুন কিছু ফোয়ারা দেখি যেগুলো শুন্যে ভাসমান মনে হয়!



গ্রান্ড বেন্ড,কানাডা





হাম্পটন কোর্ট প‌্যালেস, ফ্লাওয়ার শো, লন্ডন।





সুইজারল্যান্ড।





অলিভেন্জা, স্পেন।







মেনোর্কা, স্পেন।





উইসকনসিন,যুক্তরাস্ট্র।



বলুন দেখি কিভাবে এগুলো বানিয়েছে? ;) :P

উত্তর : শেষে দেখুন।







































একটা স্বচ্ছ দন্ডের উপর মেইন কলটাকে শক্ত ভাবে বসিয়ে আরেকটা স্বচ্ছ পাইপের সাহায্যে পানি নীচে থেকে উপরে কলের গোড়ায় পাঠিয়ে ঘুরিয়ে আনা হয় যাতে পানি নীচের দিকে প্রবল বেগে পড়ে। স্বচ্ছ হওয়ার কারনে আর পানির প্রবলভাবে পতনের কারনে পাইপ দুটো দেখা যায়না। মনে হবে শুন্য থেকেই পানি বেরোচ্ছে আর পড়ছে। সুন্দর না?









মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

অপ্‌সরা বলেছেন: যদিও কেরামতীটা একটু একটু বুঝা যাচ্ছিলো!!! তবুও খুবই মুগ্ধ হলাম!!!!!!!!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: দারুন বুদ্ধি তো আপনার! প্রসংসা করছি আর পাঠ ও মন্তব্যের জন্য থাকলো অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরিহ! দারুণ জিনিস তো .... :-B

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

ঢাকাবাসী বলেছেন: চোখার সামনেই ছিল বুঝতে পারিনি! পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

ডি মুন বলেছেন: বাহ, ফোয়ারা বানাবার সিস্টেমটা তো দারুন।

:)

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: জানা থাকলে খুব সিম্পল। অবশ্য আমাদের ..তা দের মাথায় হেলিকপ্টার কেনা ছাড়া আর কিছু আসে বলে মনে পড়েনা। অনেক ধন্যবাদ আপনাকে ডি মুন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

সুমন কর বলেছেন: সুন্দর !!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫০

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১১

হাসান মাহবুব বলেছেন: বাব্বাহ!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫১

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আর শুভকামনা। ভাল থাকবেন।

৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ও বাবা ! কি দুর্ধর্ষ !

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

ঢাকাবাসী বলেছেন: সিম্পল কিন্তু সুন্দর। পাঠের জন্য ধন্যবাদ।

৭| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


কি বুদ্ধি !!! জটিল জিনিস !!!!

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২২

ঢাকাবাসী বলেছেন: খুব কম খরচে সুন্দর জিনিস। দরকার ইচ্ছা। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ :-& :-&

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: আসলেই অদ্ভুত আর সুন্দর। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ কবি।

৯| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

হেডস্যার বলেছেন:
প্রথম যখন এই জিনিস দেখছিলাম, হা কইরা ১০ মিনিট তাকাইয়া ছিলাম.....কেরামতি বুঝার পরে মুখ বন্ধ হইছে :D

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: হ্যালো আমার ব্লগে স্বাগতম। পড়ে মন্তব্য করলেন সেজন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

খাটাস বলেছেন: আগেও দেখেছি। তবে এত গুলো এক সাথ প্রথম দেখলাম।
আপনি ছিলেন, কিন্তু আমি আপনাকে অনেকদিন পরে দেখলাম। আশা করি ভাল আছেন, ঢাকাবাসি ভাই। ভাল থাকবেন। :)

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০০

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আমিও কিন্তু আপনাকে বেশ পরে দেখলুম, হয়ত আমার অমনোযোগিতা। ব্লগে আসবার জন্য আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কিছু ফোয়ারা দেখা গেল ।

১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ঢাকাবাসী বলেছেন: দেখাতে পেরে ভাল লাগছে। পড়বার আর মন্তব্য করবার জন্য ধন্যবাদ।

১২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং।


শুভেচ্ছা জানবেন।

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা। ভাল থাকবেন।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: সুন্দর

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৭

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা আর রইলো ধন্যবাদ।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর :)

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

জুন বলেছেন: বাহ দারুনতো । যদিও নেটের কল্যানে কয়েকটা দেখেছি তবে আপনার চোখে অনেকগুলোই দেখা হলো ঢাকাবাসী :)

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ঢাকাবাসী বলেছেন: আপনি আগেই দেখবেন তা আমি জানতুম। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ভ্রমনপিয়াসী আঁকিয়ে লেখিকা।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তথ্যসমৃদ্ধ পোষ্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিটিবিটি.. থুরি দারুন ক্রিয়েটিভিটি...

খুবই মজারু................


+++++++++++++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

আরাফআহনাফ বলেছেন: ছোটবেলায় বং্গান মেলায় "স্বর্গ পানি" নামে প্রজেক্ট জমা দিয়েছিলাম।
অনেক দেরিতে দেখলাম এ পোস্ট/

ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.