নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর দামী কিছু নিত্যকার আটপৌরে জিনিস !

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

দুনিয়াতে ভয়ংকর বড়লোকদের জন্য ব্যাবসায়ীরা কিছু সাংঘাতিক দামি জিনিস বানিয়েছে। আসুন কিছু নমুনা দেখি:



এক বোতল শ্যাম্পেইন, হেনরি ৪ কনিয়াক, দাম কুড়ি লাখ ডলার!! সাড়ে পনেরো কোটি টাকা!!





নীচের মহিলার পরনে জীনসের প‌্যান্টটার দাম তেরো লাখ ডলার, দশ কোটি টাকা!!!









১১০ পাউন্ড ওজনের একটা টুল, দাম তের লাখ ডলার মানে দশ কোটি টাকা! অবশ্য টুলটা পুরোটাই সোনার।





অরোরা ডায়ামেনটিক পেন, দাম চৌদ্দ লাখ সত্তুর হাজার ডলার! প্রায় সাড়ে এগার কোটি টাকা!





উপরের ছবির এক বোতল বিয়ারের দাম ৮০০ ডলার থেকে ১৮১৫ ডলার, তেষট্টি হাজার টাকা!! খাবে কোন..।





বাইক ট্রেক বাটারফ্লাই মেডোনে, একটা বাইসাইকেল, দাম পাঁচ লাখ ডলার, প্রায় পৌনে চার কোটি টাকা!! চালাবে কে?





দাবার বোর্ড, হীরা টিরা আছে, দাম আটানব্বই লাখ ডলার! আজ্ঞে হ্যাঁ পচাত্তর কোটি টাকা!





একখান চকোলেট, দাম ২৬০০ ডলার, দু লাখ টাকা! দেখেই আমার শান্তি, আমি চকলেট খুব ভালবাসি।





শোপার্ড সানগ্লাস, দাম চার লাখ ডলারের বেশী, বাংলাদেশী টাকায় তিন কোটি বারো লাখ টাকা!!





কফি, এক পাউন্ডের দাম ৬০০ ডলার! এক কাপ গরম কফি ৫০ ডলার, এক কাপ গরম কফি চার হাজার টাকা!





এই হট ডগের দাম ২৩০০ ডলার, পৌনে দুলাখ টাকা!





লেডিস ঘড়ি, দাম ৪,৬৫,০০০ ডলার, প্রায় তিন কোটি তেষট্টি লাখ টাকা!







একটা লাইটার, দাম ৭৯,০০০ ডলার! লাইটারের দাম বাষট্টি লাখ টাকা!! সিগারেটই খাইনা!





একটা পারফিউম, ক্লাইভ ক্রিশ্চিয়ান নম্বর ১, দাম ২৩৫০ ডলার, প্রায় এক লাখ চুরাশি হাজার টাকা! শিশির গায়ে আঙুল লাগালে কত লাগবে?







পপ কর্ণ, ২৫০ ডলার প্রতি গ্যালন, কুড়ি হাজার টাকায় এক গ্যালন পপ কর্ণ! চিনা বাদাম খাব।







এক জোড়া মোজা, দাম ৩৩০০ ডলার! মোজার দাম দু লাখ ষাট হাজার টাকা!





টয়লেট পেপার, তেরোলাখ ডলার দাম এটার! দশ কোটি টাকা!!





সোনার শার্ট, আড়াই লাখ ডলার শার্টটার দাম! দু কোটি টাকার হাওয়াই শার্ট গায়ে দিয়ে ঘুরছেন!





একটা টুথপেষ্ট, এটার দাম ২৩০০০ টাকা! দাঁত মাজার একখান টুথপেষ্টের দাম ২৩০০০ টাকা! আরে দুর, কয়লা দিয়া দাঁত মাজব!





এক বোতল হুইস্কি, আধা লিটার হবে, দাম চার লাখ ষাট হাজার ডলার। কয়েক পেগ হুইস্কির দাম তিন কোটি আটান্ন হাজার টাকা!! খাইসে তো!



সুত্র:

Click This Link



মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: :( :( :(

দেখলে কি অাবার পয়সা দিতে হবে নাকি !!!! :((



সব গুলাে টাকায় কনভার্ট করে দিলে ভাল হতো।

১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১৮

ঢাকাবাসী বলেছেন: দেখলে টাকা লাগার কথা না। ঠিক বলেছেন, দিব। পাঠে ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

লেখোয়াড় বলেছেন:
এত দামের কারণ কি?
উদ্ভট।

১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২০

ঢাকাবাসী বলেছেন: আদতেই উদ্ভট! কারনটা বড়লোকদের ঠকানো, আর কিছুনা। আর যারা মাসে কয়েক কোটি আয় করে তাদের জন্য এই টাকাটাও কিছুনা। ফলে ..। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

ডি মুন বলেছেন: মাথা ঘুরতেছে।

এর আগে শুধু সোনার শার্টধারী লোকটার কথা শুনেছিলাম একদিন। সম্ভবত লোকটা ইন্ডিয়ান।

যা হোক একটা মাথা নষ্ট পোস্ট ++++

শুভকামনা।

১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২২

ঢাকাবাসী বলেছেন: যাক আমার খাটা খাটনি সার্থক! পাঠ ও প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৭

ইলি বিডি বলেছেন: শিশির গায়ে আঙুল লাগালে কত লাগবে, পয়সা দিতে হবে নাকি !!!! :((

১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২২

ঢাকাবাসী বলেছেন: বলা যায়না লাগতেও পারে! পাঠের জন্য ধন্যবাদ আর শুভকামনা।

৫| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড বলেছেন: এইগুলা পাওয়া যা কোথায়।!ডাকাতি করবো

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

ঢাকাবাসী বলেছেন: কিছু পাবেন ক্যালিফোর্ণিয়াতে, বাকি গুলো ইউরোপের বড় বড় শহরে। ডাকাতি করা! নাহ অনেকেই আছেন লাইনে। পারফিউম আর হুইস্কী ডাকাতির কথা শুনিনি কখনো! ট্রাই!
হ্যাঁ আমার ব্লগে স্বাগতম আর পাঠে ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।

৬| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


খাইছে টয়লেট পেপারের এই অবস্থা B:-) B:-) B:-)

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

ঢাকাবাসী বলেছেন: সোনার টয়লেট পেপার (?) দিয়ে টয়লেটের কাজ হবে কি? মনে তো হয়না! ধন্যবাদ আপনাকে।

৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭

বশর সিদ্দিকী বলেছেন: মহিলার প্যান্টটার বিশেষত্ব কি। খালি পশ্চতদেশটাই দেখাইতেছে। ওইটা নিয়াই আমি বেশি আগ্রহি

১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৪

ঢাকাবাসী বলেছেন: আরি মুসিবত! এত জিনিস রেখে আপনি ঐ মহিলার জীন্স এর পিছনে! যাক আমার পরিশ্রম সার্থক। ব্লগে এসে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: এত টাকা কোথায় পাই বলেন তো ।ওগুলো দেখতে টাকা লাগে না তো ।তাহলে আমি কিন্তু দেখিনি । !:#P

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

ঢাকাবাসী বলেছেন: কিছুই বলা যায় না, দেখতে টাকা লাগতেও পারে । টাকা তো আমারও নেই তাহলে আম্মো দেখিনি! পাঠ ও মজার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ কবি।

৯| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২২

রাজিব বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ। আমার মনে হয় সবচেয়ে দামী জিনিস হল সুখকর স্মৃতি।

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৫

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ। অবশ্যই আপনার তা মনে হতে পারে। যার যার ব্যাক্তিগত অভিরুচী।

১০| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩০

জাফরুল মবীন বলেছেন: সত্যিই ভাই ঢাকাবাসী!কী বিচিত্র এই পৃথিবী!!জীবিকা নির্বাহের জন্য কেউ সারা বছরে পৌণে ২লাখ টাকা আয় করতে পারে না,আর কেউ সে টাকায় শুধু ১টা বার্গার কিনে খায়!!! :( :( :(

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৮

ঢাকাবাসী বলেছেন: সামাজিক আর অর্থনৈতিক ভাগ ও ধাপ যুগ যুগ ধরেই ছিল আছে আর থাকবে। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

মামুন রশিদ বলেছেন: চক্ষু কপালে উইঠা গেছে!

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২

ঢাকাবাসী বলেছেন: অনেক খুজে বের করলুম তাই আমার চোখ কপালে যেতে পারেনি! পাঠ ও মন্তব্যে ভাল লাগা আর শুভেচ্ছা!

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: দামাদামি করা যাবে না?

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২০

ঢাকাবাসী বলেছেন: আরি কি যে বলেন না! যারা কেনে ওসব মাল তারা নিজেরা পেমেন্টই করেনা,ওদের কাছে মাল বেচে বিক্রেতা ধন্য হয়! তবে ঢাকার নিউমার্কেটে এলে দামাদামী নিশ্চই করা যাবে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

মুদ্‌দাকির বলেছেন:

চকলেটটা শুধুই দেখলাম!!! :( :( :(

মোজাটার প্রতি আকর্ষন বোধ করলাম।

টলেট পেপার দেখে অবাক হলাম !!! B:-) B:-) B:-) B:-) B:-)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২২

ঢাকাবাসী বলেছেন: আচ্ছা আপনিই বলেন সোনার টয়লেট পেপারের কাজটা কি? আমিতো কোন ইউজ দেখিনা! পড়া আর চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আবু শাকিল বলেছেন: মজার পোস্ট...ভাল লাগা।

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২

ঢাকাবাসী বলেছেন: পাঠে আমি খুশী, আপনার প্রতি কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-)




সুমন কর বলেছেন: :( :( :(

দেখলে কি অাবার পয়সা দিতে হবে নাকি !!!! :((



সব গুলাে টাকায় কনভার্ট করে দিলে ভাল হতো।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

ঢাকাবাসী বলেছেন: অলরেডি কনভার্ট করে দিয়েছি। পাঠ ও মন্তব্যে ভাল লাগা ,কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

প্রবাসী পাঠক বলেছেন: B:-) B:-) B:-)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭

ইমিনা বলেছেন: আমারে কেউ মাগনা দিলেও এই জিনিস আমি নিমু না ;)

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

ঢাকাবাসী বলেছেন: খাইসে, কি বলছেন আপনি! আর আমাকে যদি খালি বলে আপনাকে দেয়া হবে তাহলেই আমি কাত! পাঠ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯

সোহানী বলেছেন: ঠিক আছে বাট এ টয়লেট পেপার ইউজ করবে কেমনে :-B :-B :-B :-B !!!!

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

ঢাকাবাসী বলেছেন: মিলিয়ন ডলার প্রশ্ন! এটা দিয়ে সরিষা ইলিশ বা ভাপা ইলিশ করা যায় কিনা ভাবছি। এলুমিনিয়াম ফয়েলের জয়গাতে ইউজ করব! পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ভাল থাকুন ডর্টমুন্ডে।

১৯| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬

আপেক্ষিক বলেছেন: টয়লেট পেপার ইউজ করতে মন চায় :D

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

ঢাকাবাসী বলেছেন: স্বর্ণের টয়লেট পেপার দিয়ে? আসলে এই আইটেমটাই আমি কিনিনা। পাঠ আর সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২০| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

খাটাস বলেছেন: :-B :-B :-B দুই একটা তে সোনা হীরার কারণে দাম বেশি বুঝলাম। কিন্তু বাকি গুলোর বিশেষত্ব বুঝলাম না।
++++

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

ঢাকাবাসী বলেছেন: অনেক জায়গাতে ফোন টােন করেছিলুম, কেউ জানেননা্। তবে যারা এসব কেনে টেনে তারা নিশ্চই আমার মত গাধা টাইপের না, বুঝে শুনেই কেনে। ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

ঢাকাবাসী বলেছেন: অনেক জায়গাতে ফোন টােন করেছিলুম, কেউ জানেননা্। তবে যারা এসব কেনে টেনে তারা নিশ্চই আমার মত গাধা টাইপের না, বুঝে শুনেই কেনে। ধন্যবাদ।

২১| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩

অদ্ভুত_আমি বলেছেন: B:-) B:-) B:-) B:-)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩

ঢাকাবাসী বলেছেন: আসলেই তাই। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

২২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

অদ্ভুত_আমি বলেছেন: B:-) B:-) B:-) B:-)

২৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাকিগুলো নাহয় সোনা রূপা হীরা ঘরতে মোড়ানো, খাবারগুলোর এই দাম কেন? ওখানে তো এসবের কারবার নেই !!!???

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৫

ঢাকাবাসী বলেছেন: সে এক আজব ব্যাপার। খাবারে কি করলে এত্তো দাম হয়, আমার মাথায় ঢুকছেনা! তা কিসের কারবার নেই বুঝিনি, ভেজাল খেয়ে বুদ্ধি টুদ্ধি গেছে আর কি! ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

সবুজ স্বপ্ন বলেছেন: ৪ হাজার টাকা দামের কফি তো বাংলাদেশেই পাওয়া যায় বলে গ্লোরিয়া জিনস নামের একটি দোকানে.

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১২

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস তাই নাকি? জানতুম না তো! অবশ্য খাাওয়ার কোনই ইচ্ছে নেই। খবরটা শেয়ার করার জন্য আর ব্লগে পাঠ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১

নীল ভোমরা বলেছেন: নয়ন ভরে দেখিলাম!

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৪

ঢাকাবাসী বলেছেন: তা ভাল লাগলে আমি খুশি আর আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

দীপান্বিতা বলেছেন: সত্যি এ পৃথিবীতে কত অদ্ভূত ঘটনা ঘটে চলেছে...কত দরিদ্রের উপকারে এসব খরচ হতে পারত!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

ঢাকাবাসী বলেছেন: দরিদ্রের সংখ্যাটা বড্ড বেশী, আর তাতে এই ধরণের আবিষ্কার হতোনা, পৃথিবীর বৈচিত্র সৌন্দর্য ইত্যাদি থাকতোনা, বড্ড বোরিং দুনিয়া হত। কি বলেন? পাঠে ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তথ্যসমৃদ্ধ পোষ্ট।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

লিরিকস বলেছেন: ঐ হটডগের দাম কেন এত বেশি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: বিশেষ জায়গার রেসিপি আর পরিবেশনা, তাই। ধন্যবাদ ভাই। আপনার গানের কথা লেখা কেমন হচ্ছে?

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে আল্লাহ্‌ ....

তুৃমি কুতায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এই সবের পররও খালি গরিবেরেই ডর দেখাও...!!!!!

ভাই.. আমি নাই... কমেন্টও লিখি নাই;)... আপনিও কিছূ পড়েন নাই....

মাথা খালি ঘুরতাছে (মাথা ঘুরার ইমো হবে) ...

==========

আগের শ্রেণী বিপ্লব থেকে পুজিপতিরা শিক্ষা নিয়া- বর্তশানে সংষ্কৃতির আফিম আর ভোগের ভায়াগ্রা দিয়া সমাজটারে দাবাইয়া রাখছে। সুশীলতার এন্টবায়োটিকও ভাল কাজ করতেছে.. বামরাও তাই আজ পূজিপতি!!!!
ধর্মরে অচ।ছুত বানানাোর চেষ্টায়.. আর ধর্শের নামে সংঘাতে উস্কে দিয়ে..

নিজেরা বিত্ত, বিলাস আর ভোগে.. একেটা নমরুদ, ফেরাউন, কারুনদের ছাড়ায়া যাচ্ছে!!!

মোহাবিষ্ট বিশ্ববাসী -নেশাগ্রস্থ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

ঢাকাবাসী বলেছেন: সুন্দর উঁচুমার্গের মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

লিরিকস বলেছেন: ভালো চলছে, খালি বানান ভুল হয়, ন ণ সব চেয়ে বেশি ভুল হয় :(

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ঢাকাবাসী বলেছেন: কার? যাকগে পড়া আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২

আমি ময়ূরাক্ষী বলেছেন: এই সব কেউ কিনবেনা তাই বানানো হইসে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন, তবে আজকাল অনেকেই কিনে এসব, বিশ্বাস করেন। পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.