নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে সবচাইতে দামী বস্তু; ১৫০ বিলিয়ন ডলার দাম এটার!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯


দুনিয়াতে সবচাইতে দামী বস্তুটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাশুন্যে একটা স্পেস স্টেশন International Space Station,

এই স্টেশনটি ১৯৯৮ সালে আমেরিকা লন্চ করে।



এটা বানিয়েছিল বোয়িং কোম্পানী আর এটা বানাতে খরচ হয় প্রায় ১৫০ বিলিয়ন ডলার।
টাকায় ওটা কনভার্ট করা যাবেনা কারন অতোগুলো শুন্য দিতে পারবনা, আরি কটা শুন্য লাগবে তাইতো ব্রেনটাকে রিসিভ করাতে পারছিনা!
হ্যাঁ ওটার চাইতে দামী বস্তু দুনিয়াতে বিশ্ব ব্রম্মান্ডে নেই আপাতত!



এবার ওটার আরো কিছু তথ্য দেখি!
এটাতে ক্রু আছে এবং প্রায়ই থাকে ৬ জন। মাঝে মাঝে ৩ জনও থাকে। ওদের মাইনে ম্যালা টাকা!
এই স্পেস স্টেশনটার ভর ৪৫০ টন।

এটা মাটি থেকে প্রায় ৩৩০ কিলোমিটার উপরে দুনিয়ার চারদিকে ঘুর্ণায়মান।

লম্বা- ৭২.৮ মিটার, চওড়া- ১০৮.৫ মিটার আর উচ্চতা -২০ মিটার।

এর ভলিউম মানে ভেতরের জায়গা সাড়ে উনত্রিশ হাজার কিউবিক ফিট।

এর গতি সেকেন্ডে ৭.৬৬ কি.মিটার বা ২৭৬০০ কি.মি প্রতি ঘন্টায়। কি সাংঘাতিক! ট্রাফিক পুলিশ নেই?



এর সাথে কথা বলার কল সাইন 'আলফা স্টেশন'।

টাকা দিলে এটাতে বেড়ানো যায় বলে শুনেছি। চেষ্টা করতে পারেন, আমার ইচ্ছে নেই সাধ্য নেই!
সুত্র: Click This Link

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ডি মুন বলেছেন: বাহ, দারুণ পোস্ট। ++++++

ছবিগুলো খুব সুন্দর। মহাকাশে যাইতে মন চাচ্ছে :-B :-B :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ঢাকাবাসী বলেছেন: আরি এটা কোনু ব্যাপারই না। নাসার সাথে যোগাযোগ করুন, চলে যান। পাঠ ও প্রথম মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মামুন রশিদ বলেছেন: দারুণ জিনিস দেখলাম ভাই ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪

ঢাকাবাসী বলেছেন: দেখাতে পেরে খুশী হলুম আর পাঠ করার জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: নতুন কিছু জানতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে ধন্য হলুম। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেক টাকার ব্যপার ঢাকাবাসী ভাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১

ঢাকাবাসী বলেছেন: অনেক বললে কম মনে হবে, ভয়ানক রকমের বেশী অনেক। আপনাকে ধন্যবাদ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

আমি তুমি আমরা বলেছেন: সাধ্য নেই- নাহয় বুঝলাম, ইচ্ছা নাই কেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২

ঢাকাবাসী বলেছেন: ওটা একধরণের সান্ত্বনা আর কি। 'সাধ্য নেই'টাকে ঢাকা দেয়ার জন্য! হা হা হা ! আপনাকে ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

খাটাস বলেছেন: চটকদার অদ্ভুত। ডি মুন ভাই এর মত আমার ও যাইতে মন চায়। :(
পোস্টে ++++ ঢাকাবাসী ভাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

ঢাকাবাসী বলেছেন: আপনাদের যাবার আগ্রহ দেখে নাসাতে কথা বলব কিনা ভাবছি! ওখানে কটা বাংগালী বিজ্ঞানী আছেন, খুব ভাল ওরা। আর পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

আবু শাকিল বলেছেন: মজার পোষ্ট আরো বেশি মজা পেয়েছি এটাতে

"টাকা দিলে এটাতে বেড়ানো যায় বলে শুনেছি। চেষ্টা করতে পারেন, আমার ইচ্ছে নেই সাধ্য নেই! =p~ =p~ =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০৩

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, আপনি মজা পেলেন তাই মনটা খুশী হয়ে উঠল। আপনাকে ধন্যবাদ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: ডি মুন বলেছেন: বাহ, দারুণ পোস্ট। ++++++

ছবিগুলো খুব সুন্দর। মহাকাশে যাইতে মন চাচ্ছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০৪

ঢাকাবাসী বলেছেন: তাহলে আর কি যোগাযোগ শুরু করেন নাসার সাথে। প্লাস আর প্রসংসার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১

সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশ ব্যাংকে যে ডলার রিজার্ভ আছে তার ৭ গুণ পরিমাণ দাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০৫

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস! হিসেব করে ফেলেছেন! খুব ভাল লাগল আপনার পড়া আর মন্তব্যে। অনেক অনেক ধন্যবাদ।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০৯

বিডি আইডল বলেছেন: আপনার ইতিহাসে ভুল আছে। এই প্রজেক্টের সুত্রপাত রাশিয়ানদের হাত দিয়ে।

http://en.wikipedia.org/wiki/Assembly_of_the_International_Space_Station

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১০

ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন, এটা পাঠানোর পেছনে অনেক কিছু আছে যেখানে আমি যাইনি। সঠিক তথ্য ধরিয়ে দেয়ার জন্য আর পাঠ করার জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

ঢাকাবাসী বলেছেন: অত্তোগুলো প্লাসের জন্য আর পাঠ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুন পোস্ট++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১২

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। ভাল থাকুন।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

যমুনার চোরাবালি বলেছেন: চমৎকার পোষ্ট। শুভেচ্ছা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, স্বাগতম আমার ব্লগে। পড়া আর শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

মাটি আমার মা বলেছেন: ভাল পোষ্ট। পৃথিবীর কামড়া কামড়ী থেকে ঐ ৬ জন অন্তত বাঁচবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

ঢাকাবাসী বলেছেন: আমার মনের কথাটিই বলেছেন। ৮০০ কোটি মানুষ নিয়ে মা ধরিত্রী বড়ই ট্রাবলে আছেন। ঐ ৬ জন আসলেই সুখে থাকেন। আমার ব্লগে পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার ইচ্ছে নেই সাধ্য নেই! তাইলে পুষ্টাইছেন ক্যান? ;)

এই অপরাধে আপনার জরিমানা ১৫০ বিলিয়ন মাইনাছ.... :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০

ঢাকাবাসী বলেছেন: পুরোনো কথা , পান না তো খান না! তো 'সাধ্য নেই সো বলতে হয় ইচ্ছে নেই' এই আর কি। দেখুন অতোগুলো মাইনাস গোনাই অসম্ভব! তাড়াতাড়ি প্রত্যাহার করেন, নাইলে গোনতে গোনতে পাগলা হয়ে যাব। ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

বাংলাদেশী দালাল বলেছেন: যাইতে চাইলে কিভাবে কোথায় আবেদন করতে হবে কিছু জানেন। :!>
না মানে দরিদ্র দর্শনার্থী হিসেবে ফুল ফ্রী দর্শনের একটা চেস্টা করে দেখতাম আরকি। :P


চমৎকার পোস্ট +++++++++++++++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

ঢাকাবাসী বলেছেন: স্পেস ট্যুরিজম কোম্পানীগলো এসব ব্যাবস্হা করে। স্যুয়ুজ নামক রাশ্যান স্পেসক্রাফটে বেড়াতে ২০- ৪০ মিলিয়ন ডলার লাগত। সেটা আপাতত বন্ধ, ২০১৫ সালে আবার চালু হবে। আইএসএস এ বেড়াতে ওরকম টাকাই মানে ২০ থেকে ৪০ মিলিয়ন ডলার লাগবে। তবে লাইন বেশ লম্বা। ফ্রী বেড়ানো পাবেন কিনা বুঝে নিন। ধন্যবাদ আপনাকে।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| |-) যাইতে মন চাচ্ছে তবে সামথিং নাই । সুন্দর পোষ্ট । :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

জাফরুল মবীন বলেছেন: দারুণ তথ্যচিত্র!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

ঢাকাবাসী বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট।

আমারও মহাকাশে যাইতে মুঞ্চায়। চলেন সবাই মিলে চান্দা তুলি। তবে চান্দার টাকায় পরথম বার কিন্তু আমি যামু।


পোস্টে প্লাস।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০

ঢাকাবাসী বলেছেন: হা হা হা! চান্দা তুলে ৪০ মিলিয়ন ডলার যোগার! ঠিক আছে প্রথম আপনিই যাবেন। একবারে ৩ জনের বেশী যাওয়া যায় না, ২০১৫ পর্যন্ত যাত্রা বন্ধ।

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: তথ্যগুলো জেনে ভালো লাগলো ভ্রাতা ।
শেয়ার করায় ধন্যবাদ ।

ভালো থাকবেন সবসময় :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

দুখাই রাজ বলেছেন: আমি তো ভাবতাম - সুন্দর একটা মন পৃথিবীর সবচেয়ে দামী কিছু !

যাই হোক , মজা করলাম ।
শুভ সকাল ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

ঢাকাবাসী বলেছেন: মন টনের যুগ চলে গেছে অনেক আগে, এখন মালের যুগ! হয়তো মজাই করলুম। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: আপনার অন্যান্য পোস্তগুলোর মত তথ্যবহুল এবং মজার। অপেক্ষায় থাকি আপনার মজার পোষ্ট পড়ার জন্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

ঢাকাবাসী বলেছেন: মাঝখানে অনেক দিন ছবি দিতে পাছিলুমনা বলে পোস্ট দেয়াই বন্ধ করেছিলুম। আপনার কথাগুলো বড়ই খুশীর আর উৎসাহদাতা, খুব ভাল লাগল। সবকিছুর জন্য আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা। ভাল থাকবেন।

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

ইমিনা বলেছেন: পোস্ট পড়ে ওইখানে যেতে মন চায়। কিন্তু সাধ্য না থাকায় এই পোস্টের কথাগুলোর মধ্যেই মনকে আটকে রাখলাম :(

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

ঢাকাবাসী বলেছেন: আরি দুউর এখানে গেলে আর হাতি ঘোড়া মারা হপে? আপনার সাধ পুরণ হউক। নেপাল বা রাজস্হান বা ... চলে যান, ভাল লাগবে। বাই দ্যা ওয়ে আমি ঘুরতে ভালবাসি তাই সবাইকে ঐ কাজটাই করতে বলি! আপনাকে আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

জুন বলেছেন: আমার ইচ্ছে নেই ...সাধ্য নেই!
প্লেনে চড়ার ভয় কাটাতেই আমার অনেক বছর লেগেছে , আর রকেট :-/
সুন্দর পোষ্ট

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

ঢাকাবাসী বলেছেন: আরি আপনি! ম্যালা দিন পর! হ্যাঁ সেই রকেটে করে মাটি তেকে সাড়ে তিনশ কি.মি. উপরে! তাও আবার রকেটটা চলবে সেকেন্ডে ৬-৭ কিলোমিটার বা ঘন্টায় ২৬- ২৭ হাজার কিলোমিটার, খাইসে! মিন মিন করে যে রক্তটুকু শরীরে বইছে তাও ফ্রীজ হয়ে যাবে। ব্লগে এসে পড়া আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.