নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

উত্তর গোলার্ধের সর্বোচ্চ ভবন, নতুন নির্মিত '১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার' কিছুদিনের মধ্যেই খুলছে

০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২





১৩ বছর আগে ধ্বংশ হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটো অতিকায় ভবন। তারপর সেসব ভুলে গিয়ে আমেরিকানরা ওখানে আবার একটা ভবন বানাবার পরিকল্পনা করে।

সেই মোতাবেক ২৭ শে এপ্রিল ২০০৬ তারিখে বানাতে শুরু করে উত্তর গোলার্ধের সবচাইতে উঁচু ভবন '১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার'।



এখানে অপান্তে বলে রাখি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মানে কিন্তু শুধুমাত্র ঐ হারিয়ে যাওয়া টুইন টাওয়ার নয়, মোট ১২ খানা ভবন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। টুইন টাওয়ার ছিল ১ আর ২ নং ভবন। ৩,৪,৫ ৬ আর ৭ সহ আরো চার খানা এখনো আছে।



বানাবার কালে প্রথমে এটার নাম ছিল ফ্রীডম টাওয়ার এখন '১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার'।







ঠিকানা: ২৮৫, ফুলটন স্ট্রীট, ম্যানহাটান, নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক।



ভবনটা ১৭৭৬ ফুট উঁচু, আমেরিকার স্বাধীনতার বছর আর কি! তবে বেসমেন্টে ৫ টা ফ্লোর আছে।



ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর পুরো কমপ্লেক্সটা ১৬ একর জায়গার উপর অবস্হিত।







ভবনটাতে ১০৪ তলা আছে। মোট ফ্লোর এরিয়া- ৩৫,০১,২৭৪ বর্গ ফুট। এই ভবনে ৭১ টা লিফট এলিভেটর আছে।







এটার ডেভেলপার 'পোর্ট অথরিটি অব নিউইয়র্ক আর নিউ জার্সী'।



এটা বানাতে মোট প্রায় ৩.৯ বিলিয়ন ডলার খরচ হয়।



না খরচ বাড়েনি, আট বছরেও তেমন একটা বাড়েনি। ওরা আমেরিকান। নিজের দেশটাকে এরা বড্ড ভালবাসে।



অবশ্য ওরাই বলে ভবনটা বানাতে বড় বেশী সময় লাগল। ৮ বছর অনেক সময়, যুক্তরাস্ট্রের জন্য।



ভাড়াটেরা আসা শুরু করেছে তবে এখনো ৩০ টার বেশী ফ্লোর ভাড়া হতে বাকী আছে। এবছর ২৭ শে অক্টোবর চালু হবার কথা আছে, তবে নিশ্চিত না।



ভাড়া নিবেন?



সুত্র: Click This Link





মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

মামুন রশিদ বলেছেন: বুকিং দিমু নাকি ;)

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

ঢাকাবাসী বলেছেন: পোর্ট অথরিটিকে আপনার জন্য হাজার বিশেক বর্গফুটের বুকিং দিতে বলতে পারি। শেষ খবর হলো অল রেন্টেড আউট! পয়ত্রিশ লাখ স্কোয়ার ফুট! পাঠ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা , একটা তথ্যগত ভুল ধরিয়ে দেই । ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকাটা ১৬ একর জায়গায় প্রতিষ্ঠিত , এই ভবন্ টি নয় , কিন্তু এই ভবনটির এক একটা ফ্লোর স্পেস ৩৩,৬০০ স্কয়ার ফিটের মতো :)

ঈদের শুভেচ্ছা :)

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭

ঢাকাবাসী বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। সেই সাথে ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: ভাবছি, বাকীতে একটা বুকিং দিয়েই ফেলব কিনা৷ শেষ হয়ে গেলে তো পাব না৷ আর বাকীতে যদি যদি বুকিং না ই নেয়, তাহলে বলব দরকার নাই৷ কারণ ঐটা দিয়ে আমি করবটাই বা কী!

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৩

ঢাকাবাসী বলেছেন: বুকিং দিলে লাভ নেই শুনেছি, খালি নেই, আর ব্ল্যাকে আগুন দাম। সুতরাং সান্ত্বনা-- ওইসব ঘোড়ার ডিম দিয়ে করবোডা কি? পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

ইমরান আশফাক বলেছেন: একবার ঘুরে আসা যায়, কি বলেন? B-)

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৫

ঢাকাবাসী বলেছেন: দেখে এলুম তো। ছবিতে যা বোঝা যায় বাস্তবে বোঝা যায়না। তবে দেখলে ভাল লাগবে আবার নিজেকে ক্ষুদ্র মনে হতে পারে! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

ফা হিম বলেছেন: বিশাল ব্যাপার-স্যাপার। না ভাই, আমার ওখানে ভাড়া নেয়ার ইচ্ছা নাই, আমি আবার ভার্টিগো'র রোগী কি না!!!

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭

ঢাকাবাসী বলেছেন: এক্কাবারে ঠিক, ভারটিগো'র রোগীর তো এসব ফালতু জায়গাতে যাবার প্রশ্নই আসেনা! আকুপ্রেশার ট্রাই করেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

কলমের কালি শেষ বলেছেন: কিনে ফেলা যায় কিনা ভাবছি !!! :P :P =p~

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯

ঢাকাবাসী বলেছেন: তা ক'টা ফ্লোর কেনার প্ল্যান? চলেন ১০৪ টা ফ্লোরই কিনে ফেলি। যাহ শা-, একটাও নেই। স--ব সোল্ড! ঠিক আছে আরেকটা বানাবার সময় এডভান্স বুকিং দেবেন, কেমন। ধন্যবাদ।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৭

আবু শাকিল বলেছেন: কারা এইখানে বুকিং দিছে তাদের লিস্ট চাই =p~ =p~ =p~

পোষ্টে ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২১

ঢাকাবাসী বলেছেন: কি ভাই আপনে কি ইনকাম ট্যাক্সের লোক? ডর দেখান ক্যা? আপনে তথ্য কমিশনে এপ্লাই করেন, দেখা যাবে শ'খানেক বছর পর। ধন্যবাদ আপনাকে।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪১

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক।

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

ঢাকাবাসী বলেছেন: গোমাংশ নখাওয়া নিষেধ তা'ও এদিক ওদিক তাকিয়ে ঝেড়েছি দু'টুকরো। সুতরাং ঈদ মোবারক ঠিক আছে! সেজন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৫

জাফরুল মবীন বলেছেন: তথ্যমূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

“ঈদ মোবারক”

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকে ধন্যবাদ আর ঈদ মুবাররক।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৬

কলাবাগান১ বলেছেন: সবাই চটুল কমেন্ট করতে ব্যস্ত কিন্তু এই ভবনের পিছনে যে ইতিহাস and the establishment of the legendary resiliency of the American system..... এই সব নিয়ে কাউকে কিছু বলতে দেখলাম না আর তাই আমি ও কিছু বললাম না......... দেখি পোস্ট দাতা কিছু বলে কিনা

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮

ঢাকাবাসী বলেছেন: আমাদের বাঙালী জীবনে রস আর হাসির বড়ই অভাব। সকালে প্রানায়াম করার সময় একটু হাসি, জোর করেই। আজকাল সিরিয়াসনেস টা এড়িয়ে চলি। আপনার পর্যবেক্ষন সঠিক, সবাই চটুল মন্তব্য করছে, আমিও। আর আপনি যেদিকে যেতে বললেন সেটা নিয়ে বিশাল বই লেখা যায়, পারলে ভালই হতো। এই মুহুর্তে সেটা পারছিনা। ভবিষ্যতে চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩

আমি তুমি আমরা বলেছেন: তথ্যমূলক পোস্ট

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "রিহ্যাব ফেয়ার"এ বুকিং দেয়া যাবে? ;) :P

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯

ঢাকাবাসী বলেছেন: রিহাব সম্পর্কে পোর্ট অথরিটি অফ নিউইয়রক আর নিউজার্সীর মতামত হলো এটা একটা চোট্টা প্রতারকদের সংস্হা। আমার মনে হয়না রিহাবে ওরা আসবে! সো বুকিং দেয়া যাবেনা মনে হয়। পড়া আর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গুরুত্বপূর্ণ তথ্য। ধ্বংসের ওপর দ্বিগুণ আকারের আরও কিছু ভবন নির্মাণ করে আমেরিকানরা বুঝিয়ে দিলো, তারা দুঃখবিলাসী না।

বোকা মানুষের দাবি মতো রিহ্যাব ফেয়ারে যোগ দিলে বুকিং দেবো কি না ভেবে দেখার সিদ্ধান্ত নিতাম :(


সুন্দর পোস্টটির জন্য অশেষ ধন্যবাদ, ঢাকাবাসীকে :)

০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

ঢাকাবাসী বলেছেন: হ্যালো ম্যালা দিন পর! হ্যা আমেরিকানরা আমেরিকান, তূলনা নেই! রিহাবের কুখ্যাতি আছে, এদেশের ডেভেলপারদের কুখ্যাতি আছে, সো ওরা তুলসী পাতা না হলেও এসবে আসবে বলে মনে হয় না। সুতরাং বুকিং দেয়া হবে কিনা বুঝতে পারছিনা। তবে ধন্যবাদ আপনাকে।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬

সুমন কর বলেছেন: মামুন ভাই বুকিং দিচ্ছেন B-) সো নো চিন্তা !!! আমরা যামু ।।।।

না খরচ বাড়েনি, আট বছরেও তেমন একটা বাড়েনি। ওরা আমেরিকান। নিজের দেশটাকে এরা বড্ড ভালবাসে।

লাইনটি ভাল লাগল।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৬

ঢাকাবাসী বলেছেন: যাবেন শুনে ভাল লাগল। হ্যাঁ দেখুনতো মনে করে এদেশের কোনো একটা বড় জিনিস বানাবার খরচ প্রথমে ছিল ১০০০০ কোটি টাকা তিন বছরেই ওটার সম্ভাব্য খরচ দাড়ালো ২৪০০০ কোটি টাকা!! নিশ্চিত করে বলা যায় ঐ কাজ শুরু হতে হতে চল্লিশ হাজার কোটিতে দাড়াবে! ধন্যবাদ।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট। আপনি অন্য পোস্টগুলোতেও যদি এমন বর্ণনা দিতেন তাহলে ভালো লাগতো।

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ঢাকাবাসী বলেছেন: কুড়ের বাদশা আর কি। তবে আপনার উপদেশ গ্রহন করলুম আর এর পর থেকে দেব। ধন্যবাদ আপনাকে।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ইজাজআহমেদ বলেছেন: নাহ! ওটা ভাড়া নেওয়া যাবে না। ওর ভিতরে লাদেনের ভুত থাকতে পারে

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: রাইট ইউ আর! তার উপর ভাড়া নিলে অনেক হ্যাঙ্গাম আছে শুনেছি। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.