নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সেরা মিউযিয়ামগুলো কেমন দেখতে! ছবি দেখুন

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৪



বৃটিশ মিউযিয়াম, লন্ডন।



বোরঘীস গ্যালারী, রোম।



ম্যুযি ডি ল্যুভ, প‌্যারিস।



এক্রোপোলিস মিউযিয়াম, এথেনস, গ্রীস।



ফ্লোরেন্স, ইটালী।



ব্রুমাডিনহো, ব্রাজিল।



রেসিফে, ব্রাজিল।



মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট, নিউইয়র্ক।




ম্যুযি ডি ওরসে, প‌্যারিস।



মিউযিও ডেল প্রাডো, মাদ্রিদ, স্পেন।



ম্যুযিও হাজিয়া সোফিয়া এ ইস্তানবুল।



ম্যুযিয়ম অফ নিউজিল্যান্ড, ওয়েলিংটন।



ন্যাশনাল আর্ট গ্যালারী, ওয়াশিংটন।



ন্যাশনাল মিউযিয়াম অফ এনথ্রোপোলজি, মেক্সিকো সিটি।



ন্যাশনাল গ্যালারী, লন্ডন।


য়াদ ভাসেম হলোকাস্ট মিউযিয়াম, জেরুজালেম, ইসরায়েল।




রিযকস মিউযিয়াম, আমস্টারডাম।

আরো পাবেন যেথায় সেই সুত্র: Click This Link

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টে প্রথম ভালো লাগা ।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোস্ট।++++

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১

মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট । ল্যুভরে যেতে চাই ।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৯

ঢাকাবাসী বলেছেন: কাছেই তো পারী, ৪-৫ লাখেই ঘুরে আসা যায়। ভাল ইচ্ছা বাস্তবায়িত হউক। ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: কোন ছেড়ে কোন বলি, সবই সুন্দর। গুড পোস্ট।

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: পড়েছেন আর মন্তব্য করলেন, ভাল লাগল আর রইলো কৃতজ্ঞতা, ধন্যবাদ।

৫| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জাফরুল মবীন বলেছেন: চমৎকার পোস্ট!সেই সাথে ৩য় লাইক :)

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম। ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

ওয়্যারউলফ বলেছেন: চমৎকার।

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, অনেক অনেক ধন্যবাদ।

৭| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট ভ্রাতা ।

শুভেচ্ছা নিবেন :)

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৮

ঢাকাবাসী বলেছেন: আপনিও নেবেন শুভেচ্ছা আর আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

শুভ্র গাঙচিল বলেছেন: অনেক সুন্দর। ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

এম এম করিম বলেছেন: চতুর্থ লাইক।

সুন্দর পোস্ট।

ভালো থাকবেন।

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০০

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম আমার ব্লগে। আজকাল পাঠকের বড় মন্বন্তর পড়েছে! আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১০| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৮

আবু শাকিল বলেছেন: মজার পোস্ট । অল্পতে অনেক ভাল লাগে।
ধন্যবাদ ঢাকাবাসী :)

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমার লেখার সার্থকতা। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৬

সেয়ানা বলেছেন:
ভাল লাগলো। তবে বিস্তারিত হলে আরও ভালো লাগতো।

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলুম। হ্যাঁ বিস্তারিত দিতে পারলে আম্মো খুশি হতুম, তবে তাতে লেখার সাইজটা বড় হতো, একটু বোরিং লাগতে পারতো মনে হয়। তবে আপনার পর্যবেক্ষন সঠিক। ধন্যবাদ আপনাকে।

১২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লাগলো । :)

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১

ঢাকাবাসী বলেছেন: আমিও খুব খুশী হলুম, আপনার ভাল লাগাতে। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
ছবির সাথে সাথে যদি কথাও থাকতো তবে পোস্টগুলো কিন্তু আরও সুদর্শন হতো। সময়ের অভাব নাকি ইচ্ছের ?

১২ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:০৬

ঢাকাবাসী বলেছেন: ঠিকই বলেছেন লেখা বা বর্ণনা থাকলে ভাল হতো। পরের বার চেস্টা করবো। আসলে বড়ই অলস মানুষ আমি। যাহোক, পড়া আর মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আহা! যদি যেতে পারতাম! লিস্টের দুটা অবশ্য দেখা হয়েছে। ৭ম+

১২ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:০৯

ঢাকাবাসী বলেছেন: হ্যালো। খুশী হলুম আপনি দুটো দেখেছেন, বাকীগুলোও আস্তে আস্তে দেখবেন্‌ আশা করি। আসলে, ইচ্ছা থাকলে দেখা সম্ভব। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক।

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

ঢাকাবাসী বলেছেন: অনেক দিন দেখিনি। ব্লগে আসার জন্য আর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২

সোহানী বলেছেন: হুম.... দেইখাই গেলাম বাট ছবিতে.... ++++

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫০

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ভাল বলেছেন। পড়া আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ছবি দেখে চোখ জুড়ালো........
দশম ভালো লাগা :)

১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

ঢাকাবাসী বলেছেন: আসাতে আমিও খুশী হলুম। ধন্যবাদ আপনাকে।

১৮| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্পেনের মিউজিয়ামটা অন্য এক অতীতকে মনে করিয়ে দেয়! দেয় নাকি? ;)

সারা বিশ্ব ঘুরিয়ে দেখালেন এক পলকে...হোক না শূধু বাহিরের অবয়ব তাইবা কম কিসে????

অনেক অনেক ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস দারুন মন্তব্য! পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪০

রেইন ফরেস্ট বলেছেন: ভালো লাগল।তবে কোনদিন যাইতে পারব বলে মনে হয় না :((

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ঢাকাবাসী বলেছেন: সবাইকে সব কিছু পারতে হবে এমন কোন কথা নেই। ঢাকার যাদুঘরটা একেবারে খারাপ না। দেখে আসুন না যদি না গিয়ে থাকেন। দোয়া করি কোন ওসবও দেখবেন।

২০| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭

ডি মুন বলেছেন: দারুণ। পোস্ট +++++

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

ঢাকাবাসী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আর একরাশ ধন্যবাদ ডি মুন। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.