নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে সবচাইতে দামী এপার্টমেন্ট, প্রায় ৩১২০ কোটি টাকা দাম!!

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

আচ্ছা একটা এপার্টমেন্টের দাম আর মত হতে পারে? ঢাকাতে গুলশানে ৫০০০ স্কোয়ার ফুটের একটা এপার্টমেন্টের দাম বড় জোর ১৫ কোটি টাকা।

মোনাকোতে একটা এপার্টমেন্ট আছে তার দাম প্রায় ৩১২০ কোটি টাকা!

হ্যাঁ মোনাকোতে ১৭০ মিটার ফুট উঁচু 'অডিয়ন টাওয়ার ' নামে একটা ভবনে ৩৮০০০ বর্গফুট সাইজের 'স্কাই পেন্ট হাউজ' নামে একটা এপার্টমেন্ট আছে যার দাম ৪০০ মিলিয়ন ডলার, প্রায় ৩১২০ কোটি টাকা!















এই এপার্টমেন্টটাতে ৫ টা লেভেল আছে, প্রত্যেকটাতে রান্নাঘর. ওয়াটার স্লাইড, সুইমিং পুল আরো হাবিজাবি অনেক কিছু আছে যা অজানা।



এটার ডেভেলপার এপার্টমেন্টটার যে ব্রোশার বানিয়েছে তার দাম পচাত্তর হাজার টাকা! এর ডেভেলপার জনাব নিকোলো মারযাক্কো বলেন এধরনের সম্পদ বিক্রী হয় না

এগুলো শুধুই কেনা হয়!



এপার্টমেন্টটার প্রতি বর্গফুট দাম কত ? আজ্ঞে আট লাখ টাকা প্রতি বর্গফুট!!!

পাড়ার মাস্তানদের কত দিতে হবে তা তিনি বলেন নি!

ছবি দেখুন।































সুত্র: Click This Link

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: কেউ দেখে শান্তি পায় আমরা সেই দলে, অন্তত এই পোষ্টে আলোকে।



শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

ঢাকাবাসী বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে স্বাগতম। আসলে দেখার ক্ষমতা আছে কিনা সেটাও ভাববার বিষয়। মোনাকোতে যাবো কেমনে? ছবিই ভরসা। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

মামুন রশিদ বলেছেন: এত টাকা গুনতে পারুম না, তয় এপার্টমেন্ট পছন্দ হইছে ;)

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ঢাকাবাসী বলেছেন: তাইলেই চলবে। অনেকের তো পছন্দই অয়না! ম্যালা ধন্যবাদ আপনাকে,পছন্দ করার জন্য।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

আর্টিফিসিয়াল বলেছেন: বেল পাকলে কাকের কি?????? সুন্দর পোস্ট.।

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, ঠিক বলেছেন। আমরা দেখি তাও ছবিতে। অনেক অনেক ধন্যবাদ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: বাক্রুদ্ধ !!


ভালো থাকবেন ভ্রাতা :)

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

ঢাকাবাসী বলেছেন: খামোখা জিহ্বাটাকে কস্ট দেবেন কেন। প‌্যাচাল পাড়েন। ব্লগে আসবার জন্য আন্তরিক ধন্যবাদ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

অহন_৮০ বলেছেন: ভালো পোষ্ট দিয়েছেন......... ধন্যবাদ

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

ঢাকাবাসী বলেছেন: হ্যালো আমার ব্লগে স্বাগতম অহন_৮০, আর আন্তরিক ধন্যবাদ, সেজন্য।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দেখে দেখে দিন পার করে দিতে হবে ভ্রাতা। এইগুলা আমাদের কপালে নাই।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: আরি কি বলছেন! কয় হালি কিনবো সেটাই ভাবছিলুম বসে বসে ! তবে ওদের কাছে নাকি একটাই আছে সেজন্য মনের দুঃখে কেনার প্ল্যানটা বাদ দিলুম। আন্তরিক ধন্যবাদ আপনাকে, ব্লগে এসে মন্তব্য করবার জন্য।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মনিরা সুলতানা বলেছেন: ধুর ড্রয়িং রুম আর বাথা রুমের মাঝে যদি পার্থক্য ই না থাকে , তাইলে কিছু হইল ;) :P :P :P :P :P

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। ওদের রুচি বলে কিছু আছে নাকি? যাক, পড়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইসব দেইখা শূইনা মাঝে মাঝে আল্লা'র কাছে জানতে মুঞ্চায়- তোমার বিধা বিধান, আইন কানুন কি খালি গরিবগো লাইগা!!!!!!
সব খালি গরিবের পরীক্ষা!!!! :-/ :( X( X(( :( :((

আর হেতেরা দুনিয়াডারে বেস্ত বানানোর ধান্ধায় আছে!!!

হায় খোদা.... তুমি কুতায়????????????????????????????

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

ঢাকাবাসী বলেছেন: তিনি আমার মতই রিটায়ার করেছেন বলে শুনি, সেজন্যই তো এত ভেজাল চারদিকে! চমৎকার সিরিয়াস মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ভাল থা্কবেন।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

জাফরুল মবীন বলেছেন: ভাই ওখানে ফ্রী থাকতে দিলেও যাব না!এত সুখ সহ্য করতে পারব না =p~

হাঃ হাঃ হাঃ.... জাস্ট একটু ফান করলাম।

অজানা একটি তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: বাস্তবে ঐ এপার্টমেন্টের আজদাহা বেডরুমে ঘুম আসবে বলে মনে হচ্ছেনা। কষ্ট করে ব্লগে এসে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

কলমের কালি শেষ বলেছেন: কিনতে হবে তবে আলাদিনের দৈত্যের সাহায্য লাগবে । ;) ;)

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২

ঢাকাবাসী বলেছেন: আরি আমি সেই চেস্টা করিনি ভাবছেন? শুনলাম তিনি অবসর গ্রহন করেছেন কারন তার দেয়ার যা ক্ষমতা তার চাইতে অনেক বেশী দিতে পারে আজকালকার পলিটিশিয়ান ইসপিশালী স্টুডেন্ট লিডাররা! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৮

প্রবাসী পাঠক বলেছেন: এত টাকা দিয়া কিনমু না। দাম ২ - ৪ লাখ কমাইলে কিনতে পারি।

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ভারি মজা পেলুম। যাই মোনাকো, আপনার অফারটা ট্রাই দিয়া দেখতে ক্ষতি কি? তয় আসা যাওয়া আর থাকার খরচটা শুনবেন, কারণ দুনিয়াতে অন্যতম ব্যায়বহুল জায়গা হলো মোনাকো। অনেক অনেক ধন্যবাদ, মোনাকো থেকে আসবার পরে দেখা হপে।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: এই পোস্টে কেউ প্লাস দেয় নাই কেনো! প্রথম প্লাস।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬

ঢাকাবাসী বলেছেন: আরি তাইতো! তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইমতিয়াজ ১৩ বলেছেন: কেউ দেখে শান্তি পায় আমরা সেই দলে, অন্তত এই পোষ্টে আলোকে।

পাগলের সুখ মনে মনে ;) :P
=p~ =p~ =p~

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! ভাই যে যেভাবে আনন্দ পায় সেটাই ভালো। আনন্দ পাওয়াটাই বড় কথা। ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: এত সাজানো গুছানো এত দামী ফ্ল্যাট ভালোলাগে না ঢাকাবাসী /:)
:)
+

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: আমি নিশ্চিত আপনি নিজে আপনার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করেন। হয়ত সবসময় মনের ইচ্ছামত রাখা হয়না । কোনদিন না দেখেই বললুম। ধন্যবাদ। প্লাসের জন্য আবার ধন্যবাদ। ভাল থাকুন।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

তুষার কাব্য বলেছেন: জাফরুল মবীন বলেছেন: ভাই ওখানে ফ্রী থাকতে দিলেও যাব না!এত সুখ সহ্য করতে পারব না =p~

আমি ও জামুনা :P

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

ঢাকাবাসী বলেছেন: আহা বেচারা 'স্কাই পেন্ট হাউজ' এর দুর্ভাগ্য। আর আসলে এত সুখ পেতে আমরা অভ্যস্ত নই, তাই না যাওয়াই ভাল মনে হয়। ব্লগে এসে মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: হাহা কম দামি ভালা কিছু দেহান ;) পাত্তি কম :P :P :P

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: আচ্ছা, কম দাম আবার ভাল জিনিস, সেটা পেতে হলে আমাকে তেমন কাউকে খুঁজে পেতে হবে মনে হয়। দেখি পাই কিনা। আর দেখতে তো পাত্তি লাগেনা, নাকি? আপাতত এগুলানই দেখুন। কষ্ট করে পড়া আর সুন্দর মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

খেলাঘর বলেছেন:


ফালু, মেজর মান্নান, সালমান, শেখ সেলিম, কর্ণেল ফারুক, তারেকেরা কিনবে।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বেশি দামী কিছুর সামনে নিজেরে অসহায় লাগে। আর পাড়ার মাস্তান? তাদের চোখ ততটা ওপরে উঠবে না।

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: অসহায় ভাবার কুনু দরকার নেই মনে হয়। আর নাইলে তাকাবইনা, কি বলেন? এগুলো ঠিক দামী বললে ভুল হতে পারে, এগুলো অমূল্য-- অবাস্তব, দামটা আমাদের কল্পনার বাইরে, তাইনা? এটার দশ পনের বর্গফুটের দাম দিয়ে রাজধানীতেই একখান ফাসকেলাস এপার্টমেন্ট পাওয়া যায়! যাক, পাঠ আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

ডি মুন বলেছেন:

দ্বিতীয় ভালোলাগা +++

ফ্রি সপ্তাখানেক থাকতে দিলে খুব ভালো হত। দাম শুনেই তো মাথা ঘোরে।

ভালো আছেন তো প্রিয় ঢাকাবাসী ভাই ?


২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

ঢাকাবাসী বলেছেন: কয়েক ঘন্টা দেখার অনুমতি দেয় শুনেছি। দাম? ওতে আমার মাথা ঘোরেনি নাই হয়ে গেছিল, মাথাটি পরে খুঁজে পেলুম। ভাল থাকা বেশ কঠিন এ বয়সে, আপনার ভাল থাকাতে আমার আনন্দ। ধন্যবাদ আপনাকে।

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও ! কি সুন্দর !

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

ঢাকাবাসী বলেছেন: আজ্ঞে ৩১২০ কোটি টাকার ব্যাপার তো! পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

পুরাতন আামি বলেছেন: রেপলিকা আছে??.... B:-/ :||

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

ঢাকাবাসী বলেছেন: হা হা হা এপার্টমেন্টের রেপ্লিকা! জীবনে প্রথম শুনলুম, আর ভারি মজা পেলুম। ব্লগে আগমনের জন্য আন্তরিক ধন্যবাদ, ভাল থাকবেন।

২২| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২৬

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভাই আমিও জামুনা, আমার অনেক প্রিয় ব্লগার ভাই যাইতে চাচ্ছে না, আমিও তাদের দলে। তবে খুব আকাশ ছোঁয়া দাম। আমার মনে হয় একটাও বিক্রি হয়নি, ঢাকাবাসী ভাই একটু খোজ নেবেন।

২২ শে মে, ২০১৬ সকাল ১০:১২

ঢাকাবাসী বলেছেন: যতদুর জানতে পারলুম ওটা বিক্রী হয়ে গেছে, মধ্যাপ্রাচ্যের কোন এক অজানা লোক কিনেছে অনেক কম দামে। নামটা গোপন রাখতে বলেছেন। সুতরাং আপনি না গিয়ে ভালই হয়েছে, আসা যাওয়ার প্লেন ভাড়াটা লস হতো! চলেন অন্যখানে ওরকম আরেকটা আছে কিনা খুঁজি, কি বলেন? ভাই অনেক ধন্যবাদ আমার ব্লগে এসে মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.