নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে বড় যানবাহন

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

স্হলে চলে আর কাজ কাম করে এমন সব দৈত্যাকার যানবাহনের কথা শুনুন, ছবি দেখুন:
উপরে এটা হল 'ক্যাটারপিলার ৭৯৭-এফ' আমেরিকান জিনিস,
২৪ ফুট উঁচু, ৩১ ফুট চওড়া আর ৫০ ফুট লম্বা।
২০০৯ সালে শেষ সংস্করণ,
দাম ২০ কোটি ডলার- প্রায় ১৫৬০ কোটি টাকা!


নাসা ক্রলার ট্রানসপোর্টার।এটাও আমেরিকান।
২০ ফুট উঁচু, ১১৪ ফুট চওড়া আর ১৩১ ফুট লম্বা।
১৯৬৫ সনে বানানো,দাম ১০ কোটি ডলার।


শোয়েরার গুস্তাভ, আজদাহা কামান। জার্মান জিনিস, এখন নেই।
৩৮ফুট উঁচু১৫৫ ফুট চওড়া আর ওজন ১৩৫০ টন, ১৯৪২ সনে বানানো, তখনকার দাম ৭০ লাখ মার্ক।


হারানকনেশট ইপিবি শিলড এস - ৩০০
এটা একটা মেগা টানেল বোরিং মেশিন
৩৭০ ফুট লম্বা, ৫০ ফুট ডায়া আর ওজন ৪৩৬৪ টন।
দাম ১৬০ মিলিয়ন ডলার।


বিগ মুশকি আর্থ মুভিং মেশিন। ২
২২২ ফুট উঁচু ১৫১ ফুট চওড়া আর ৪৮৭ ফুট লম্বা
ওজন ১৩৫০০ টন, না ভুল হয়নি ১৩৫০০ টন এটার ওজন!
দাম ২৫ মিলিয়ন ডলার।


বেগার ২৯৩ বাকেট হুইল এক্সকেভেটর
৩১৫ ফুট উঁচু, ৭৩৮ ফুট লম্বা
ওজন ১৪২০০ টন
দাম ১০০ মিলিয়ন ডলার।



ওভারবারডেন কনভেয়ার ব্রিজ।
২৬২ ফুট উঁচু, ৭৮৭ ফুট চওড়া ১৪৬৭ ফুট লম্বা
ওজন ১৩৫০০ টন
দাম ১০০ মিলিয়ন ডলার।

এরকম আজদাহা পানির আর আকাশের যানবাহনের কথা আরেকদিন।

সুত্র:
http://digg.com/2014/the-worlds-biggest-land-sea-and-air-vehicles

মন্তব্য ৫১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

যোগী বলেছেন:
আজদাহা কামান চালাইতে মন চায়

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

ঢাকাবাসী বলেছেন: চলেন ওইটা নিয়া শাখারীবাজার যাই তারপর ফায়ার করি, কি বলেন? তবে মুস্কিল হলো গোলার যা রেন্জ তাতে ওপার বাংলায় পড়তে পারে আর তাতে একটা ইন্টারন্যাশনাল ক্রইসিস তৈরী হবে। তাই আপাতত ওই প্ল্যান বাদ। ওহ হ্যাঁ, আমার ব্লগে স্বাগতম যোগী আর সেজন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপরে!!সেইরকম একেকটা!!!!

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০

ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন। ধন্যবাদ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

 বলেছেন: ++++

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

ঢাকাবাসী বলেছেন: আপনার নাম বোঝার উপায় নেই এমনকি লিখতেও পারছিনা, তাই জনাব ড্যাশ ড্যাশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকা হউক। ওহ ভুল হলো প্লাসের জন্য আবার ধন্যবাদ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

সুমন কর বলেছেন: মনে হয়, এবারের পোস্টটিতে কম সময় দিয়েছেন। ;)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, তাড়া ছিল। তা বুঝলেন কিভাবে সময় কম দিসি? যাইহোক আন্তরিক ধন্যবাদ সুমন কর আপনাকে, ভাল থাকবেন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ক্যাটারপিলার ৭৯৭ আইডিয়া ছিল কিন্তু বাকিগুলা সব প্রথম দেখলাম।

ধন্যবাদ ঢাকাবাসী ভাই। +++++

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

ঢাকাবাসী বলেছেন: হ্যালো আমার প্রিয় পাঠকদের একজন, আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

ঢাকাবাসী বলেছেন: খুশি হলুম, ধন্যবাদ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ভবিষ্যতে বাংলাদেশের জন্য এরকম কিছু বড় যানবাহনের প্রয়োজন হতে পারে। মানুষের বসবাসের জন্য আরকি! ;)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

ঢাকাবাসী বলেছেন: এদেশে এসে ওগুলো দাঁড়িয়েই থাকবে। আর এত্তো মানুষ, যাবে কোথায় থাকবে কোথায় খাবে কি? বিলিয়ন ডলার প্রশ্ন। আন্তরিক ধন্যবাদ।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

সুফিয়া বলেছেন: বাপ রে বাপ ! এগুলো দিয়ে কি বহন করা হয় সেটা জানতে ইচ্ছে করছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: এক নম্বর আর দুনম্বরটা বহনের কাজে তিন নম্বরটা কামান গোলা ছোড়ার জন্য কাজে লাগত। বাকীগুলো মাটি খোড়ার কাজে লাগে। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

মাহবু১৫৪ বলেছেন: +++++++

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: পাঠ আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

ডি মুন বলেছেন: +++++

আপনার পোস্ট মানেই নতুন কিছু জানতে পারা :)

ধন্যবাদ

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: আরে না ভাই, সবগুলোই বইতে ছিল আমি যোগার করে আপনাদের সামনে হাজির করি এই আর কি। পড়া আর প্লসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

সোহেল মাহমুদ বলেছেন: ব্যাপক পোস্ট+++++++

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে, পোস্টে প্লাসের জন্য আবার ধন্যবাদ।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০

হাসান মাহবুব বলেছেন: এগুলার মধ্যে একটা রেস লাগানো দরকার!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৯

ঢাকাবাসী বলেছেন: সাংঘাতিক প্রস্তাব! মুস্কিল হলো এদের কেউ জার্মানী কেউ আমেরিকাতে বাস করে। দেখি এদের একসাথে নেভাডার মরুতে করে একটা আজদাহা রেসের আয়োজন করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার আইডিয়ার জন্য।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

আবু শাকিল বলেছেন: গাড়ি ভালা পাইলাম :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১০

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম। ধন্যবাদ আপনাকে।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পোষ্ট ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১০

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মনিরা সুলতানা বলেছেন: উরে বাসসস
পোষ্ট এ +++++++++

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস! অত্তোগুলো প্লাস! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

খেলাঘর বলেছেন:

দাম বেশী, কিন্ত ঢাকার রাস্তার জন্য ১মটা ভালোই হতো।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

ঢাকাবাসী বলেছেন: একটা বাজি হতে পারে। এটার মূল দাম ২০০ মিলিয়ন ডলার। এখন আমাদের সড়ক বিভাগকে এটা কিনতে বলুন না। দেখবেন প্রথম বছরে এটার প্ল্যান করবার সময় বাজেট করা হবে ৪০০ মিলিয়ন ডলার। ফাইনালি কেনা হবে ৬০০ মিলিয়নে। আসার পর দেখা যাবে বছর খানেকের মধ্যেই বসে গেছে, কারন পুরোনো একটা নিয়ে এসেছে। আবার আরেকটা কেনার প্রোগ্রাম.৮০০ মিলিয়নে. । থামলুম। ধন্যবাদ আপনাকে।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

তুষার কাব্য বলেছেন: জিনিসগুলাত দেখতে ভালই....দামটা একটু বেশি হয়ে গেল এই আর কি .... ;) :) #:-S

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

ঢাকাবাসী বলেছেন: এগুলো দেখতে যেরকম কাজও করে সেরকম বিশাল আকৃতির। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: এ যে দেখি হেভিওয়েট পোস্ট ভ্রাতা !!

আজদাহা কামান মনে ধরছে ;)

হামা ভ্রাতার রেসের প্রস্তাব ও আকর্ষণীয় ।

শুভেচ্ছা :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: হা হা হা! কামানটা এন্টিক পিস হয়ে গেছে, চলেনা। রেস করানো যেতে পারে। তাহলে ক্যাটারপিলার ৭৯৭ এফ সবসময়ই জিতবে, ওটাই দ্রুতগামী। বাকিগুলোর ওজন দেখেন না, একটা হল ১৪২০০ টন! নড়তেই পারবেনা। হ্যাঁ ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




দাম বেশি দেখতে ভালই। সুন্দর পোস্ট।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

ঢাকাবাসী বলেছেন: স্বাগতম। আরি সখের তোলা আশি টাকা, মন চাইলে কিনে ফেলুন। হাজার দেড়েক কোটি টাকা কুনু ব্যাপারই না। স্বর্ণালী ব্যাংকে চলে যান উপায় বেরোবে। ধন্যবাদ।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

দীপান্বিতা বলেছেন: যন্ত্রশক্তি!...দারুন!

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

ঢাকাবাসী বলেছেন: একেবারে দানবীয়! ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন সবসময়।

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

মদন বলেছেন: :-/

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত্ত বড় বড় যানবাহন! মঞ্চাইতেছে কারো উপ্র চালাইয়া দেই!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

ঢাকাবাসী বলেছেন: তা এদেশের শহরগুলোতে ওসব চালানোই অসম্ভব, কি আর করা! আসলে ওগুলো কত বড় সে সম্পর্কে আমাদের ধারণাই নেই। কারো উপ্রে চালাতে হবেনা, শব্দেই সে অক্কা পেতে পারে! আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬

আহসানের ব্লগ বলেছেন: +++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: বেগার ২৯৩ বাকেট হুইল এক্সকেভেটর
৩১৫ ফুট উঁচু, ৭৩৮ ফুট লম্বা
ওজন ১৪২০০ টন


কি কাজ ওটার?

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

ঢাকাবাসী বলেছেন: পাহাড় বা সমতলের মাটি কেটে রাস্তা সুড়ং বানানো। ডানপাশে দাঁতওয়ালা চক্রটি ঐ কাজ করে। ধন্যবাদ ব্লগে আসার জন্য।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

মিজভী বাপ্পা বলেছেন: সেইরম জিনিস :-/ :-/ :-/ :-/ :-/ :-B :-B :-B :-B :-B +++++++++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩

ঢাকাবাসী বলেছেন: একদম! জেনে ভাল লাগল্। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৬| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:১৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব ভয়াবহ রকমের দাম , কাজ কি রকম করে আল্লাহ্‌ জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.