নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে ব্যায়বহুল রেল ভ্রমন, এক ট্রিপ সাড়ে আঠারো লাখ টাকা!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৫

ট্রেন ভ্রমন কতটা ব্যায়বহুল হতে পারে! আসুন দেখি:





উপরের ছবিটা হলো ভারতের পৃথিবীখ্যাত 'মহারাজা এক্সপ্রেস' নামের বিলাসবহুল ট্রেন।

ভারতের উত্তর পশ্চিম থেকে মধ্য ভারতে চলে। সাত রাত আট দিনে এটা দিল্লী থেকে আগ্রা- রাথামবোর-জয়পুর-উদয়পুর- বালাসিনর হয়ে মুম্বাই পর্যন্ত যাতায়াত করে।

অবশ্য বিভিন্ন ভ্রমনসুচি আছে, ৬ দিন সাত রাতের ভ্রমন।

এবার ভাড়াটা শুনুন।

ভাড়া হলো মাথাপিছু সর্বোচ্চ ২৩৭০০ ডলার! প্রেনিডেনসিয়াল স্যুটের ভাড়া। সর্বোচ্চ ভাড়া।

আজ্ঞে ট্রেন ভাড়া সাড়ে আঠারো লাখ টাকা!

এটাতে ২৩ খানা বগী আছে এগুলোতে মোট ৮৮ জন যাত্রী ভ্রমন করতে পারে।

এতে একটা প্রেসিডেন্সিয়াল স্যুট (সাড়ে আঠারো লাখ টাকার) , ১৮ টা জুনিয়র স্যুট, ২০ খানা ডিলাক্স কেবিন আর ৪ টা স্যুট।

প্রেসিডেনশিয়াল স্যুটে একটা লিভিং কাম ডাইনিং রুম, এটাচড বাথ সহ দুটো বেডরুম, মিনি বার, টিভি, নিজস্ব রান্নাঘর লাইন্জ ইত্যাদি সহ আরো অত্যাধুনিক সব ব্যাবস্হা।

মহারাজা এক্সপ্রেসের আরো ক'টা ছবি দেখুন:







উপরেরটা 'গোল্ডেন ঈগল ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস ' রাশ্যান ট্রেন, মস্কো থেকে ভ্লাদিভোস্টক যাতায়াত করে।

প্রতি ট্রিপ ১৫ দিন ১৪ রাতের ভ্রমন। প্রতিজনের ভাড়া প্রতি রাতে ২১৪২ ডলার! এটাতে ইম্পিরিয়াল স্যুট, গোল্ড ক্লাশ আর সিলভার ক্লাশ এই তিনটা শ্রেনী আছে।

স্যুট গুলোতে বিশাল বেড, বসার জায়গা, অত্যাধুনিক বাথরুম, বার, নিজস্ব ক্রু সবই আছে।





উপরে দেখছেন 'রয়েল স্কটসম্যান ', ভাড়া প্রতি জনে প্রতি রাতে ২১২৬ ডলার।

এটা ৮ দিন ৭ রাতে বৃটেন দেখাবে।

এটা ৩৬ জন যাত্রি বহন করে।

এতে ৫ টা স্টেটরুম কার ২ টা ডাইনিং কার, একটা অবজার্ভেশন কার, এবং একটা ক্রু কার।

কেবিনগুলোতে আরামদায়ক বিছানা বাথরুম বসার ঘর মিনি বার সব আছে।





এটা 'রোভোস রয়েল প্রাইড অফ আফ্রিকা' ট্রেনটা দ.আফ্রিকার কেপটাউন থেকে প্রিটোরিয়া যায়।

মাথা পিছু ভাড়া প্রতি রাতে ২০৭৫ ডলার!

মোট ৭২ জন ভ্রমন করতে পারেন।

প্রতিটা কেবিন বিলাসবহুল সাজসজ্জা দিয়ে সজ্জিত।

এতে রয়েল স্যুট, ডিলাক্স স্যুট এবং পুলম্যান স্যুট রয়েছে। প্রতিটা কেবিনে এসি, বাথরুম বার সবই আছে।





ভেনিস সিম্পলন ওরিয়েন্ট এক্সপ্রেস।

ট্রেনটি প্যারিস-- ইস্টানবুল বা ইস্টানবুল-- ভেনিসে চলাচল করে।

মাথা পিছু ভাড়া সর্বোচ্চ প্রতি রাতে ১৯০০ ডলার।

এতে ১৭ টা প্রথম শ্রেনী বগী আছে যাতে ১৮৮ জন যাত্রী ভ্রমন করতে পারে।

প্রতিটা বিলাসবহুল কেবিনে সিঙ্গল বেড, লাউন্জ, ট্রেনের নিজস্ব আলাদা বার রেস্টুরেন্ট রয়েছে।





উপরেরটা হল ইস্টার্ণ ওরিয়েন্টাল এক্সপ্রেস।

ট্রেনটা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ও লাওসের মধ্যে চলে। ভ্রমনটি ৭ দিন ৬ রাতের, ভাড়া মাথা পিছু প্রতি রাতে ১৫৮৩ ডলার।

এতে দুটো রেস্তোরা আছে যা প্রত্যেক যাত্রীকে লান্চ ও ডিনার দিবে আর সকালের নাস্তা ফল চা কফি রুমেই দেয়া হবে।

রয়েল কানাডিয়ান প্যাসিফিক,

মাথা পিছু ভাড়া প্রতি রাতে ১৪৪২ ডলার। কানাডিয়ান প‌্যাসিফিক রেলওয়ে পরিচালিত পাচ রাত ছয়দিনের বিলাসবহুল ভ্রমন দুনিয়া অন্যতম ব্যায়বহুল ভ্রমন।



ব্লু ট্রেন।

এটা প্রিটোরিয়া- কেপটাউন বা প্রিটোরিয়া--ভিক্টোরিয়া জলপ্রপাত, পোর্ট এলিজাবেথ- কেপটাউন এবং প্রিটোরিয়া - নেলসপ্রুট পথে চলাচল করে।

দু রাতের ভ্রমন।

ভাড়া মাথা পিছু সর্বোচ্চ প্রতি রাতে ১২১৭ ডলার।





ইনডিয়ান প্যাসিফিক।

ভাড়া মাথা পিছু সর্বোচ্চ প্রতি রাতে ১১৯৮ ডলার।

চার দিন তিন রাতের পথ।

এটা গ্রেট সাউদার্ণ রেল অফ অস্ট্রেলিয়া পরিচালনা করে।

ট্রেনটি সিডনী- এডিলেইড- পার্থ পথে চলাচল করে।

মোটামুটি ৪৩৫২ কিলোমিটার পথ, সিডনী থেকে পার্থ।

এটাতে তিনটি শ্রেনি আছে প্লাটিনাম সার্ভিস, গোল্ড সার্ভিস এবং রেড সার্ভিস।

এটাতে ৮৮ জন প্রথম শ্রেনী আর ৬৪ জন ইকনমি শ্রেনীতে ভ্রমন করেন। কেবিসনে নিজস্ব বাথরুম ডবল বেড সহ প্রচুর জায়গা আছে।



তা কি ঠিক করলেন, কোনটা দিয়ে যাত্রা শুরু করবেন?

সুত্র: Click This Link

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

দীঘল গঁাােয়র েছেল বলেছেন: মহারাজা এক্সপ্রেস এর ভাড়ার কতা হুইনা এক্কেরে তব্দ হইয়া গেলাম। কারা চড়ে ঐহানে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: তব্দ হওয়ারই কথা। নাম শুনেই বোঝা যায় মহারাজারাই চড়ে, মানে বিল গেটস টাইপের লোকেরাই চড়ে আর কি! আমি দেখেছিলুম দিল্লীতে। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

 বলেছেন: :||

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

মামুন রশিদ বলেছেন: ছোটবেলা ট্রান্স সাইবেরিয়ানে চড়ার স্বপ্ন দেখতাম । এখন কোন স্বপ্নটপ্ন দেখিনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

ঢাকাবাসী বলেছেন: স্বপ্ন দেখার মত ঘুম হয় টয় না আমার! আর অর্ধেক মাস ট্রেনে থাকব, প্রতি রাতে সোয়া দুহাজার ডলার! ভাবতেই ভয় লাগে! পাঠ আর মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

খেলাঘর বলেছেন:

মহারাজাদের জন্য।

আমি প্রতিদিন ট্রেনে কাজে যাই, যাত্রী তেমন থাকে না ভোরে; রাজার হালে যাই!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: এটিচ্যুডের ব্যাপার আর কি। পড়ার জন্য ধন্যবাদ 'খেলাঘর'।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: যেমন সুবিধা তেমনিই টাকার অংক । তা ছাড়া সাদাদের একটা অংশ এতো টাকার মালিক যে সবচে দামি ও বিলাসবহুল ব্যাবস্থায় ভ্রমন ও হোটেল চাইই চাই। ঝাক্কক্কক্কাস !!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০

ঢাকাবাসী বলেছেন: আজকাল আমাদের মত শ্যামলারাও কিন্তু ভয়ংকর রকমের টাকার মালিক, বিশেষ করে রাজনৈতিক নেতা মন্ত্রী...! ধন্যবাদ আপনাকে।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ ভাই আপনার লেখাটার জন্য ।
অনেক কিছু জানলাম ।
ছবিগুলি বেশ সুন্দর ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

ঢাকাবাসী বলেছেন: আরি আপনি! অনেক দিন পর আপনাকে পেলুম। ধন্যবাদ ব্লগে এসে পড়ার জন্য।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: নতুন নতুন অবাক করা তথ্য অামাদেরকে শেয়ার করার জন্য অাপনাকে অশেষ ধন্যবাদ।

অামি ট্রেনে চড়ুম না |-) এত টাকা নাইক্কা !!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। আরি আমাদের সুবর্ণ এক্সপ্রেস বা চট্টলা খারাপ কিসে? খালি প্রায়ই তিনচার ঘন্টা লেট, বদনা পাইনা, পানি নাই, বাতি নাই, সিট নাই....। আর টাকা? চড়ে বসব তারপর চেকার ধরলে দেখা যাবে! ধন্যবাদ আপনাকে।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: +++++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আন্তরিক ধন্যবাদ অত্তোগুলো পিলাসের জন্য।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩

আহসানের ব্লগ বলেছেন: ++++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঢাকাবাসী বলেছেন: থ্যাংকু, থ্যাংকু।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: আফ্রিকার আর সাইবেরিয়ার ট্রেন দুইটায় বেড়াইতে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করলাম :(

++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ঢাকাবাসী বলেছেন: পনের দিন ট্রেনে! মাপ করেন আমারে। আপনেই যান। আপনার স্বপ্ন সফল হোক। ধন্যবাদ।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আহারে.... এতটাকা পামু কই?
পরের পোস্টটির শিরোনাম হোক- ‘বিশ্বের সবচেয়ে স্বস্তা (রেল/বিমান/নৌ) ভ্রমণ’ ;)


ঢাকাবাসীকে অনেক শুভেচ্ছা!

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

ঢাকাবাসী বলেছেন: আরি রেল আর নৌভ্রমনের জন্য এদেশে সবচাইতে সস্তা করা যায়! টিকিটই কাটুমনা! রেলের টিটিই বা লন্চের সুপারভাইজারকে ম্যানেজ করলেই হলো! তবে বিমানে বিনা টিকিটে যাওয়া কঠিন। খোজ নিচ্ছি সবচাইতে সস্তা কোথায় পাওয়া যায়! ধন্যবাদ আপনাকে।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯

কাঙাল বলেছেন: সবচে কমদামী ট্রেনের উপর একটা লেখা দেন ভাই।

এক্ষেত্রে বাংলাদেশের ট্রেন সম্ভবত প্রথম হতে পারে।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ঢাকাবাসী বলেছেন: জবাবটা আপনিই দিয়ে দিলেন তো! তবু ১১ নং এ উত্তরটা দেখতে পারেন। আন্তরিক ধন্যবাদ।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: বাপরে বাপ! এইগুলা কিছুই জানতাম না। যে দেশের ৪০% লোক এক বেলা খেয়ে দিন কাটায় সেইদেশের ট্রেন ভাড়া ১৮ লাখ!

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ঢাকাবাসী বলেছেন: এখানেই তো ঘাপলা! এভাবেই চলছে দুনিয়া! কি আর করা? অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

আবু শাকিল বলেছেন: এইডা পাশের দেশ ভারতে !!!

শুইনা তব্দা খাইলাম। =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

ঢাকাবাসী বলেছেন: আরো দেশের কথা আছে তবে ভারত চ্যাম্পিয়ন! হ্যাঁ তব্দা খাওনের মতই খবর। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।+++++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম ভাই আর সাথে আপনাকে অন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা, প্রসংসা আর প্লাসের জন্য। ।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সবচে কমদামী বাংলাদেশের ডেমো ট্রেন। কোন ভাড়াই লাগেনা। বিলিভ মি।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

ঢাকাবাসী বলেছেন: জানা মতে এদেশের অর্ধেক প‌্যাসেন্জার ট্রেনে টিকিট কাটেনা। সো এভারেজে চিপেস্ট। পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

এনামুল রেজা বলেছেন: পুরাই মাথানষ্ট ব্যাপার স্যাপার রে ভাই..

মজাও লাগলো পড়ে। :)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

ঢাকাবাসী বলেছেন: আপাতত মাথা নস্ট না হলেই বাঁচি। আপনি মজা পেলেন তাতেই আর শ্রম সার্থক। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| :|| :| :|

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

ঢাকাবাসী বলেছেন: বুঝলুম। ব্লগে এসে পড়বার জন্য অনেক ধন্যবাদ।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

আমি ইহতিব বলেছেন: একটাও পছন্দ হলনা :( (ইয়ে মানে ভাড়ার পরিমাণ জেনে )।

সুন্দর সুন্দর কিছু ট্রেন দেখলাম আপনার সৌজন্যে। ধন্যবাদ আপনাকে।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও সুন্দর প্রসংসার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২

নতুন বলেছেন: ভাড়া হলো মাথাপিছু সর্বোচ্চ ২৩৭০০ ডলার! প্রেনিডেনসিয়াল স্যুটের ভাড়া। সর্বোচ্চ ভাড়া।

The Maharajas' Express, which travels across North-West and Central India costs an average of $3,385 a night per passenger travelling in its Presidential Suite.

২৬০০০০ টাকা>>

ভাই ২৩৭০০ ডলারে = 1838527.50 ..

আপনি ৯ গুন বেশি হিসাব করছেন ভাই...

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

ঢাকাবাসী বলেছেন: আমার ভুল হয়নি ভাই। আপনি খেয়াল করেন নি তাই একরাতের ভাড়াকেই ভাড়া ধরেছেন... যাতে আপনার হিসেবে ভাড়া ২৬০০০০ টাকা আসছে! বাস্তবে একজনের ভাড়াটা হলো ৩৩৮৫ ডলার * ৭ রাত= ২৩৬৯৫.০০ ডলার = সাড়ে আঠারো লাখ টাকা।
ভারতীয় রেলের ওয়েবসাইটে গেলেই সব পাবেন।
যাইহোক একজন সিরিয়াস পাঠককে আমার ব্লগে স্বাগতম আর সুচিন্তিত মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

রোহান খান বলেছেন: অনেক সুন্দর পোস্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

ঢাকাবাসী বলেছেন: হ্যালো অনেকদিন পর পেলুম আপনাকে। প্রসংসার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমার ভুল হয়নি ভাই। আপনি খেয়াল করেন নি তাই একরাতের ভাড়াকেই ভাড়া ধরেছেন... যাতে আপনার হিসেবে ভাড়া ২৬০০০০ টাকা আসছে! বাস্তবে একজনের ভাড়াটা হলো ৩৩৮৫ ডলার * ৭ রাত= ২৩৬৯৫.০০ ডলার = সাড়ে আঠারো লাখ টাকা।
ভারতীয় রেলের ওয়েবসাইটে গেলেই সব পাবেন।
যাইহোক একজন সিরিয়াস পাঠককে আমার ব্লগে স্বাগতম আর সুচিন্তিত মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভাল থাকবেন।


এতো টাক দিয়া কারা ভ্রমন করে...? আমি কেমনে যামু :|

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ঢাকাবাসী বলেছেন: আশা করি আপনার ভুলটা ধরতে পেরেছেন। হ্যাঁ এসবে ভ্রমন করার জন্য ম্যালা লোক আছে। আপনি যেতে চান সোজা দিল্লী চলে যান। সেখান থেকে টিকিট কেটে ৭ রাতের জন্য মহারাজাতে উঠে পড়ুন, ধীরে ধীরে সোজা মুম্বাই। আর হ্যাঁ টিকিট এডভান্স কাটতে হয়, ২৩৭০০ ডলার, আর বেয়ারাদের টিপস আলাদা। ধন্যবাদ।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: পোস্ট পরে দীর্ঘশ্বাস ভ্রাতা !


পোষ্টে ভালোলাগা +

ভালো থাকবেন :)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮

ঢাকাবাসী বলেছেন: আরি এটা কোন ব্যাপার নাকি! কুড়ি লাখ টাকা কুনো ব্যাপারই না, পকেটে নেই এই যা! দেখলুম তাই তো মজা পেলুম, সেটাই কোটি টাকা। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভাল থাকুন।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

ডি মুন বলেছেন:
দেখি ঘুমের মধ্যে মহারাজা এক্সপ্রেস থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা যায় কিনা !!!!

প্রিয়তে নিলাম ++++ :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৪

ঢাকাবাসী বলেছেন: এতক্ষনে হয়ে গেছে মনে হয়! তা কেমন লাগলো? প্রীয়তে নিলেন প্লাস দিলেন, এত কিছুর জন্য রইলো আমার আন্তরিক ধন্যবাদ।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

০৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৪

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: খালি হাতে সময় নাই, না হয় চলে জেতাম :p

০৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৭

ঢাকাবাসী বলেছেন: ঠিক আছে অন্য কোন এক সময়ের জন্য দাওয়াত রইল, আইসেন। সাথে হাজার পন্চাশেক ডলার নিয়ে আসলে ভাল হতো। আপাতত ধন্যবাদ। ভাল থাকুন।

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৫

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*


+++++

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

ইমিনা বলেছেন: এখনো ট্রেন ভ্রমনের সুযোগই হয় নি /:) /:) /:)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: ট্রেন ভ্রমনের সুযোগ হয় নি মানে? ওগুলোতে নাহোক অন্যগুলোতে হয়েছে নিশ্চই! আর তা যদি না হয়ে থাকে তাহলে সামনে মাসেই একটা লম্বা যাত্রার ট্রেনে উঠে পড়ুন, যেখানেই থাকুন। পৃথিবীর সবচাইতে জনপ্রিয় বাহন হলো ট্রেন (বাংলাদেশের ট্রেন নয়)। ধন্যবাদ।

২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন:

ভাড়া কত এখানে?


পোস্টে +

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৭

ঢাকাবাসী বলেছেন: এই দৃশ্যটি আমার খুব প্রিয়। আমাদের নীতিনির্ধারকদের এসব দেখেও হুশ হয়না। কোন নজরই নেই মানুষের কস্টের দিকে! পৃথিবীর সবচাইতে জনপ্রিয় বাহনটি এদেশে চিরকালই অবহেলিত। বাসমালিকরা সব এমপি আর মন্ত্রী যে! ধন্যবাদ আপনাকে্ । ভাল থাকুন।

৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: আপনি সব বিশাল জিনিসের সন্ধান দেন। দশম প্লাস।

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

ঢাকাবাসী বলেছেন: হা হা হা! আমি সৌভাগ্যবান যে আপনার পড়েন আর খানিকটা আনন্দ পান। জিনিসগুলো আছে আমি শুধুৃ খুঁজে খুঁজে দিই এই আর কি। পড়া আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

ডি মুন বলেছেন:
অনেক চেষ্টা করেও তো স্বপ্নে মহারাজা এক্সপ্রেস ট্রেনে ভ্রমন করতে পারলাম না। :(

আফসোস

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮

ঢাকাবাসী বলেছেন: আম্মো পারিনি, স্বপ্নে দেখার আগে বাস্তবে তো একবার দেখতে হয়, মগার সে সৌভাগ্য হয় নি। ভেতরে ঢুকতে দেয়না, কড়া পাহারা।
ধন্যবাদ আপনাকে।

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

নির্বোধ পাঠক বলেছেন: তোমরা যে যা ই বলো ভাই
আমার কিন্তু মহারাজাই চাই
না পেলে কারো রক্ষা নাই।


দারুণ সুন্দর পোস্ট!
লেখককে অনেক অনেক ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

ঢাকাবাসী বলেছেন: ঠিক জিনিসটিই পছন্দ করেছেন। পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোষ্টে প্লাস।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

নীল আতঙ্ক বলেছেন: সাধ আছে কিন্তু সামর্থ্য নেই :(
তবে ব্যাপার টা জেনতাভাল লাগলো।
++++++

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

ঢাকাবাসী বলেছেন: এটার ব্যাপারে বলার নেই কারণ এটাতে উঠা ভারত বাংলাদেশের মানুষের শতকরা ৫ ভাগের আছে কিনা সন্দেহ। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০

অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
প্রেনিডেনসিয়াল স্যুটে আমগো উইঠা কাম কি। আমরা তো আমজনতা ;)

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

ঢাকাবাসী বলেছেন: তা ঠিক আছে তবে এই ট্রেনের সর্বনিম্ন শ্রেনী হল ডিলাক্স ক্লাশ আর তার ভাড়াটা হল ৫১৬০ ডলার এই চার লাখ টাকার মত আর কি! ঘুরে আসবেন নাকি? আমার সাহস হয়নি। ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

আরমিন বলেছেন: আমার তো এখনি সবগুলি ট্রেনে চড়ে ঘুরতে ইচ্ছা করছে ! :( :((

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

ঢাকাবাসী বলেছেন: আপনার ইচ্ছা পুরণ হোক এই কামনা করছি। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কষ্ট!!!!!!!!!!!!!!!!!!!!!

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

ঢাকাবাসী বলেছেন: কস্ট কিসের ঐ ট্রেনে না চড়তে পারার! বারে এটা কুনু ব্যাপারই না! ঢাকা টু দিল্লী বাই এয়ার। এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে রাত আটটার মধ্যে দিল্লীর সাফদার জং রেল স্টেশন, উঠে পড়ুন মহারাজা এক্সপ্রেসে। ৭ দিন পর মুম্বাইর লোকমান্য তীলক স্টেশনে নেমে পড়ুন। হলো তো! ধন্যবাদ।

৩৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ১:৫১

শিশির খান ১৪ বলেছেন: আরে ভাই আমগো দেশে তো এখনো ট্রেনে কইরা কক্সবাজার ,বান্দরবন ,রাঙামাটি ,খাগরাছোরি কথাও যাওয়া যায় না কবে যে এইরকম সুন্দর ট্রেনে কইরা কক্স বাজার যামু সেই অপেক্ষায় আছি

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩০

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর নিকৃস্টতম রাজনীতিবিদ আমলা আর নেতাদের দেশে বাস করি। দুনিয়ার সবচাইতে জনপ্রিয় সস্তা আরামদায়ক যানবাহনটিকে ধ্বংশ করার সব বন্দোবস্তই করে ফেলেছে এরা। লাইন কমাচ্ছে, ইন্জিন গায়েব করছে, ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাচ্ছে, টাকা দেয়না, যা দেয় সব লুটপাট হয়, মন্ত্রীরা এসে নিজের বাড়ির কাছে থামাতে গিয়ে দ্রুতগতির ট্রেন হয় কচ্ছপের গতির ট্রেন.. আরো বলব? তাহলে মহাভারত হবে। আপনার অপেক্ষা সারাজীবনে শেষ হবেনা। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.