নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব দামী কিছু অপ্রয়োজনীয় জিনিস!

১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

কিছু আজাইরা জিনিস যেগুলো আপনারকখনোই লাগবেনা সেগুলোর কি অসম্ভব দাম!



উপরের ছবিটা একটা মহিলা অন্তর্বাসের। এটা বানানো হয় ১৮ ক্যারেট সােনা দিয়ে, মোট সোনা আছে ৭৫০ গ্রাম আর আর এটাতে লাগানো আছে পাঁচশো ক্যারেট হাতে কাটা হীরা। দাম দশ লাখ ডলার!





এটা অর্থের অপচয়ের একটা প্রতীক।







এই যেমন ধরেন উপরে যে গ্যারেজের ছবিটা দেখছেন এটা লন্ডনের রয়াল আলবার্ট হলের কাছেই একটা প্রাইভেট গ্যারেজ বা পার্কিং এরিয়া। বড় শহরে পার্কিং একটা সমস্যা বটে তবে এই পার্কিং এরিয়াটার দাম ৬,৬৯,৬৮০.০০ ডলার!

একটু তূলনামুলক ব্যাখ্যা করার দরকার।

বৃটেনের একটা সাধারণ বাড়ীর চাইতে এটা আড়াই গুন দাম, ইংল্যান্ডের লোকদের গড় বেতনের ১৫ গুন (গড় বেতন প্রায় ২৬৫০০ পাউন্ড), আর এই টাকায় আপনি এখান থেকে ৮৮০ গজ দুরে এনসিপি কার পার্কে আপনার রোলস রয়েসটা ৩১ বছর রাখতে পারবেন!







আমাদের পিৎজা হাটের একটা ভাল পিৎজার দাম কত? দেড় দু হাজার টাকা, ব্যাস!

উপরের পিৎজাটা বানিয়েছে নিউইয়র্কের রেস্তোরা নিনো এন্ড রাসকো, নাম বেলিসীমা পিৎজা আর এটার দাম প্রায় আশি হাজার টাকা! এটার উপরে চার রকমের ক্যাভিয়ার আর লবস্টারের লেজ আছে, দু তিন দিন আগে অর্ডার করতে হয়! তা অর্ডারটা দিন।







উপরের ছবিটা একটা টি ব্যাগের। মানে চা খাওয়ার জন্যই তৈরী তবে এটার দাম ১৪০০০ ডলার। লন্ডনের বডলস জুয়েলার্স এটা বানিয়েছিল পিজি টিপস এর পচাত্তরতম জন্মদিনে। এটাতে ২৮০ টি হীরা আছে।









২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় ক্রিকেট দলের বেস্ট ব্যাটসম্যান বোলার ইত্যাদিদের দেয়ার জন্য ভারতের গীতান্জলী জেমস লিমিটেড কিছু ক্রিকেট বল বানায়। বলগুলোতে ৫৭২৮ খানা হীরা আছে আর বলটা পুরোটাই সোনা, দাম প্রায় সত্তর হাজার ডলার। আর আপনি ভাবছেন ভারতে দারিদ্র একটা সমস্যা!







রাশ্যান কোম্পানী একটা স্মার্ট ফোন বানিয়েছে, ছবি উপরে, পুরোটাই সোনা আর তাতে আশিখানা হীরার টুকরো বসানো।

দাম তিন লাখ ডলার।







ডেমিয়েন হার্স্ট আর লীভাই'স মিলে উপরের ছবির প‌্যান্ট বানিয়েছে, নাম স্পিন জিনস, মাত্র আটখানা বানিয়েছে! একেকটার দাম ২৭০০০ ডলার!

ঐ টাকায় আমার পরিবারের সারা জীবনের জন্য কাপড় চোপড় কেনা যাবে।



সুত্র:

Click This Link

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলি পুথিবীতে দারিদ্রতার কারণ বুঝি এইসবই ;)


ভাবা যায়! কি অদ্ভুত সব শখের নামে অপব্যায় আর বিলাসিতা!!!

সবেশেষে সেইতো সাদে তিনহাত!

অবশ্য সেখানেও তারা কফিন লাগাবে নিগ্গাত কয়েক লাখ ডলারেরর ... :P =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫

ঢাকাবাসী বলেছেন: দারিদ্র পৃথিবীর জন্যই সমস্যা। তবে ভোগবাদী পুঁজিবাদী সমাজে এটা থাকবেই। এটা ছাড়া বাঁচার কথা ভাবাটাই ভুল মনে হয়। ধন্যবাদ আপনাকে ব্লগে এসে মন্তব্য করার জন্য।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

অন্ধবিন্দু বলেছেন:
দারিদ্রতা কোনও সমস্যা না। অর্থে যতো সমস্যা ;)

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭

ঢাকাবাসী বলেছেন: অর্থের অভাবটাই দারিদ্র আনে, ক্রয় ক্ষমতাটা কমাই দারিদ্র। আর ধনী দরিদ্রের তফাৎ বোঝাবার জন্যই উপরের আইটেম গুলো! ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

এহসান সাবির বলেছেন: আমি কিচ্ছু কিনব না......!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯

ঢাকাবাসী বলেছেন: রা্ইট, তবে এগুলো কেউনা কেউ তো কেনে আর সেজন্যই এগুলো কোম্পানী বানায়। মিরপুরের মত এলাকা যা নিম্ন মধ্যবিত্তের এলাকা বলে সবাই জানে সেখানে লোট্টো ব্রান্ডে জুতার শো-রুম আছে।এক জোড়া জুতোর দাম কয়েক হাজার টাকা। ধন্যবাদ আপনাকে।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: পুরা মাথা নষ্ট কারবার। এরাইতো আবার তৃতীয় বিশ্বের লোকদের গরীব বলে। দরিদ্রতাও মনে হয় এরা উপভোগ করে।
মূল লিংকে দেখলাম ১৫ টা ছবি আছে। বাকী ৭ টা আর বাদ রাখলেন কেন?
ভিন্নধর্মী পোস্ট। ভালো লাগলো ঢাকাবাসী।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন, দারিদ্র এরা উপভোগ করে বলেই এদের জীবন যাত্রায় হাজার হাজার টাকার পিৎজা খাওয়া কোনো ব্যাপারই না! ওখানে সবগুলো আইটেম পাঠকের ভালো লাগবেনা, সময় নস্ট হবে তাই কিছু বাদ দিলুম। আপনার ভালো লাগায় আমার আনন্দ। ভালো থাকুন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: সখের তোলা ৮০ আনা :)

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

ঢাকাবাসী বলেছেন: আরে ক'দিন পর আশি টাকায় কিসসু পাবেন না। অর্থ মন্ত্রী এক টাকা আর দুটাকার নোট উঠিয়ে দেবেন! মন্ত্রী বটে! ধন্যবাদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪১

ডি মুন বলেছেন:
বাহ বাহ, দারুণ সব অদরকারী জিনিস দেখা হলো :)

বরাবরের মতোই বৈচিত্র্যময় পোস্টের জন্যে অনেক ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী ভাই

শুভেচ্ছা
++++

কেমন আছেন আপনি?

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পাশে আসার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্রস্টার কৃপায় ভাল আছি। ভাল থাকবেন।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৩

প্রবাসী পাঠক বলেছেন: নাহ! জিনিসগুলো কম দামি মনে হল! ;) আরও ভালো ব্র্যান্ড এর দামি কিছু আছে নাকি তা দেখে কিনব। :)


বরাবরের মতোই বৈচিত্র্যময় পোস্ট। পোস্টে ভালো লাগা রইল ঢাকাবাসী ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

ঢাকাবাসী বলেছেন: দেখি পাই কিনা। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩

যোগী বলেছেন:
এই পোষ্ট আমাদের জন্য না শুধুই মুসা ভাই এর জন্য।

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন, মুসা ভাইরাই এসব কেনে আর ব্যাবহার করে। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





অর্থই অনর্থের মূল, আবারও প্রমাণিত হলো!

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

ঢাকাবাসী বলেছেন: আবার অর্থ ছাড়া জীবনটাই অর্থহীন হয়ে যায় না? এবসলিউট কিছু নেই। আপনার কথার পরে অনেক 'যদি' 'তবে' 'তাহলে' আছে মনে হয়। কি বলেন? ভাল থাকবেন, ধন্যবাদ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট।
অামিও কিছু কিনুম না |-)

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: বিক্রেতার লাল বাতি জ্বলবে আর কি। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুমন কর।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: খাড়ান, কী কী কেনা যায় দেখি :-B

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

ঢাকাবাসী বলেছেন: আছি আপনার সাথে, ধইরাও সুখ । ধন্যবাদ আপনাকে।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: দেখি দেশের সকল বেকারদের এক করে এর কোন তিনটি ছিনিয়ে আনা যায় কিনা, অন্তত তাতে বেকারদের চা-পানির বিল হয়ে যাবে। আবার নাও হতে পারে, কারণ আমাদেরতো আবার ১ ও ২ টাকা বিলুপ্ত করে হবে।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

ঢাকাবাসী বলেছেন: বলেন কি, এক কোটি লোকের চা পানি!! সবগুলান ছিনতাই করতে পারলে এক বেলার হতে পারে! আর (সম্ভবত) মস্তিষ্ক বিকৃত লোকটি তার কথা উইথড্র করেছেন! ১-২ টাকার নোট সব থাকছে। ধন্যবাদ আপনাকে।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক মজার তথ্য জানলাম । B-)

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে ভালো লাগল। পাঠ করার জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: অনেকগুলা দামী অপ্রয়োজনীয় জিনিস সম্পর্কে জানলাম।
আচ্ছা ভাই, প্যান্টটার এত দাম হওয়ার পিছনে কারণ কি?

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: লিভাই'সকে জিজ্ঞেস করতে হবে। আসলে মেটেরিয়ালিসটিক কোন কারন নেই, ব্র্যান্ড আর ডিক্লারেশনই কারণ। 'মাত্র আট খান বানিয়েছে', এটা শুনেই বিগ বায়াররা কিনতে ছোটে! যে শাড়িখানা মুম্বাইর মার্কেটে ৫ হাজার টাকা সেটাই লন্ডনের হ্যারর্ডসে হয়ে যাবে ১২০০ পাউন্ড! সরি, আপনাকে কোন জ্ঞান দিচ্ছিনা, কারনটা ব্যাখ্যা করার চেস্টা আর কি। আমারই পুরোনো আরেকটা পোস্ট আছে একই রকম, পড়লে আরো অবাক হতে পারেন। পাঠ ও মন্ত্যব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: অসম্ভব দামী কিন্তু অপ্রয়োজনীয় । সুন্দর +

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি। পড়ে প্লাস দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ নিন।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

তাশমিন নূর বলেছেন: চোখে পানি আইসা যাইতাছে। একটা পিতজা খাওনের পয়সা নাই, আর...


যাউক গা, ভালো পোস্ট করছেন। শুভকামনা।

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

ঢাকাবাসী বলেছেন: ..নাই, কার? ভালো একটা পিৎজার দাম পাঁচশো টাকা, কুনু ব্যাপারই না! প্রসংসার জন্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

অপু তানভীর বলেছেন: এতু টেকা নাই । কিনতাম না !

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

ঢাকাবাসী বলেছেন: এগুলো মানুষের জন্য নয় মনে হয়। আট কোটি টাকার ব্রা! হা হা হা । আম্মো কিনবোনা। ধন্যবাদ অপু তানভীর।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

মামুন হতভাগা বলেছেন: কি আর করা

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

ঢাকাবাসী বলেছেন: .........শুধু দেখা ছাড়া! পাঠ ও মন্তব্য করার অনেক অনেক ধন্যবাদ।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

প্রবাসী ভাবুক বলেছেন: কেউ না খেয়ে মরে কেউ শখের বেসাতি খুলে বসে৷

অনেক অপ্রয়োজনীয় দামী জিনিসের তথ্য পেলাম৷

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

ঢাকাবাসী বলেছেন: ওটাই দুনিয়ার নিয়ম। আপনাকে জানাতে পেরে খুশি হলুম। ধন্যবাদ আপনাকে।

২০| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কিছু মানুষ দুবেলা খাবার পায় না আর এযে দেখছি পুরাই সম্রাটের মত ভাব

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

ঢাকাবাসী বলেছেন: এটাই মনে হয় যুগের নিয়ম। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

আবু শাকিল বলেছেন: মজার পোষ্ট।
পোষ্টে আরাম পাইলাম :)

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

ঢাকাবাসী বলেছেন: মজার মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৪

জুন বলেছেন: প্রতিটি আইটেমই আসলেই অপ্রয়োজনীয় ঢাকাবাসী । আগে পৃথিবীর সব দেশেই ধনীরা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, স্কুল কলেজ ,হাসপাতাল তৈরী করতো । সেই সংস্কৃতি এখন আর আমাদের দেশে দেখি না বলতে গেলে। বিলাসী দ্রব্যের পেছনে অকাতরে টাকা ঢালতে সব দেশের ধনীদেরই একটুও দ্বিধা হয়না। এখনো পৃথিবীতে কত মানুষ অন্ন বস্ত্র মাথা গোজার ঠাইএর অভাবে দিন গুজরান করছে আর কেউ ডলারের টয়লেট পেপার, সোনার বাথরুম ফিটিংস আর কিম কার্দিয়াশেন্র সাথে এক রাত কাটানোর জন্য কত বিলিয়ন ডলার খরচ করতে চায় তার ঘোষনা। দুঃখই লাগে।
+

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

ঢাকাবাসী বলেছেন: আপনার কথাগুলো ভাল লাগল। দেখুন এখানে আমাদের দেশ আর পশ্চিমের সাথে কিন্চিত তফাৎ লক্ষ্য করলুম।
ওখানকার প্রায় সব বড়লোকরাই কোনো না কোনো দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা নিয়মিত দাতা। নাম বলে আপনার বিরক্তি বাড়ালুমনা।
আর আমাদের দেশের নামকরা বড়লোকরা প্র.মন্ত্রীর তহবিলে ঢাকঢোল পিটিয়ে টাকা দান করতেই উৎসাহী, কোন ছাত্র বৃত্তি প্রদান বা বিনামুল্যের স্কুল কলেজ বানাতে বা আশ্রম বানাতে হাজার ভাগের একভাগও আগ্রহী নন।
আপনার সাথে একমত। ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাকি গুলি যেমন তেমন , টি ব্যাগটা দেখে ভাবছি ইহা দিয়ে চা খাইতে তো ডর করে। হীরা দেখতেই সুন্দর , পেটে গেলে.........

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

ঢাকাবাসী বলেছেন: ওটা এক জুয়েলার্স কোম্পানী বানিয়েছিল পিজি টিপস এর জন্মদিনের উপহার হিসেবে। ওটা দিয়ে চা খাওয়া যাবেনা মনে হয়। তবে ওটা দিয়ে চা খাওয়া আসলেই বিপজ্জনক, হীরা গলার ভিতরে গেলে মহা সর্বনাশ! পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

মনিরা সুলতানা বলেছেন: দামী পোষ্ট ...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

ঢাকাবাসী বলেছেন: পোস্টে দেয়া জিনিসগুলো আসলেই অবাস্তব রকম দামী! ক'দিন আগে এক পল গগ্যার একটা পেইন্টিং বিক্রী হল তিনশ মিলিয়ন ডলারে! ওগুলো একধরণের বিলাসীতা আর লোক দেখানো ব্যাপার। পড়া আর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

আহসানের ব্লগ বলেছেন: ++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ, পড়া আর প্লাসের জন্য। ভাল থাকবেন।

২৬| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৩

চিতপটাং বলেছেন: নাইচ!! :D

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৯

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৭| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৭

ইমরুল কায়েছ বলেছেন: অসাধারণ

০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৮| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯

লিন্‌কিন পার্ক বলেছেন: অঢেল টাকা থাকলে মানুষ খরচ করার কত যে রাস্তা বের করে ! /:)

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩০

ঢাকাবাসী বলেছেন: হ্যা ভাই টাকা থাকলেই আজাইরা চিন্তা আসে! এরাতো সুপার রিচ। পাশে আসার জন্য অনেক ধন্যবাদ।

২৯| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৮

বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: আসলেই দামি কিন্তু অপ্রয়োজনীয়।

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ঢাকাবাসী বলেছেন: একেবারে ঠিক বলেছেন, আর দামটা ভয়ংকর রকমের বেশি। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ্ ।

৩০| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৯

ভারসাম্য বলেছেন: টয়লেট টিস্যুটা অবশ্য প্রতীকি। ;)

+++

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ওখানেই বলেছি ওটা অপচয়ের প্রতীক। আর ডলারের নোট দিয়ে বানানো টিস্যু টয়লেটে কোন কাজে আসবে বলে মনে হয় না! ট্রাই করছিলুম, বড় শক্ত! ধন্যবাদ আপনাকে।

৩১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা এই সব আজাইরা জিনিস বানায় তাদেরকে দুই হাতে থাপড়ানো দরকার। মানুষ খেতে পায়না। আর উনারা আছেন বিলাসিতা নিয়ে।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৭

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, আবার যারা এইসব জিনিস কেনে তাদের কি বলবেন, ওরা আরো খারাপ। তবে ভোগবাদী পুঁজিবাদী সমাজে এটাকে এড়ানোর উপায় নেই। আপনাকে অনেক ধন্যবাদ।

৩২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৩

ভারসাম্য বলেছেন: সখের বশে, নাকি বিপদে পড়ে ট্রাই করেছিলেন? ;)

শিরিষ কাগজ দিয়ে কেমন হয়, ট্রাই করে দেখতে পারেন। :P

৩৩| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আরে ভাই এটাতো ধনী শিক্ষিত সমাজের আলোকিত মননের পরিচয়...

বিশ্বের কোটি কোটি শিশু না খেতে পাক, রক্ষিতাকে হিরের অন্তর্বাস কিনে দেয়ার মাঝে যে কত বড় eclectic erudition এর দরকার হয় তাতো ধনীরাই জানে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.