নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে দামী গাড়ীর নিলামে ওঠা দামগুলো শোনেন আর গাড়ীগুলোর ছবি দেখুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪


উপরের গাড়ীটি একটা রোলস রয়েস ১৯০৪ সালের মডেল। নিলামে গাড়ীটি ৭২৫০০০০ ডলারে (বাহাত্তর লাখ পন্চাশ হাজার ডলার) অর্থাৎ প্রায় ছাপ্পান্ন কোটি পন্চান্ন লাখ টাকায় কিনেন জনৈক ক্রেতা!
ঘাবড়াবেননা সবে শুরু!


উপরের ১৯৩৭ মডেলের বুগাট্টি, দাম ৭৯২০০০০
সেলেব্রিটি স্টাররা অতো কাচা নয়। তারা এসব দাম কখনোই বলবেনা, বিরিয়ানী খেয়ে পান্তা ঢেকুর দিবে।


১৯৩১ মডেলের বুগাট্টি, দাম আটানব্বুই লাখ ডলার প্রায় সাড়ে ছিয়াত্তর কোটি টাকা

[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/HELLOPOP_1423931906_1-1937_mercedes_9680000.jpg
মার্সিডিস ১৯৩৭ মডেল, দাম ৯৬,৮০,০০০ ডলার!


১৯৫৮ এর ফেরারী,নীলামে দাম উঠে দাম ৮২৫০,০০০ ডলার!


২০১১ মার্সিডিজ, দাম এক কোটি ডলার!


১৯৫৭ সালের ফেরারী দাম এক কোটি সাতান্ন লাখ ডলার।




১৯৩৬ এর মার্সিডিজ, দাম ১,১৭,৭০,০০০ ডলার!



উপরের ১৯৬৪ মডেলের এই মার্সিডিজ কারটা নীলামে ২,৯৬,০০,০০০ ডলারে বিক্রী হয়!

সবশেষে ২০১৪ সালে আগস্টে নীচের গাড়ীটা ,৩,৮১,১৫০০০ ডলারে বিত্রী হয়!
আজ্ঞে সংখ্যাটি তিন কোটি একাশী লাখ পনের হাজার মার্কিন ডলারের! ছবি দেখুন।

গাড়ীটি একটি ফেরারী ২৫০ জিটিও ১৯৬২ সালের মডেল।

সুত্র: Click This Link

মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


মানুষের সুযোগ ও সম্পদ কেড়ে নিয়ে লোহালক্কড়ের বাড়াচ্ছে দুস্টরা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

ঢাকাবাসী বলেছেন: পুঁজিবাদী সমাজে এটা অনির্বায্য, আবার এড়িয়ে যাবার উপায়ও নেই। পাঠ ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার!

প্রথম প্লাস দিলাম ঢাকাবাসী!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

ঢাকাবাসী বলেছেন: খুব খুশী হলুম, অনেক দিন পরে পেলুম আপনাকে! আর সেজন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আবাব বলেছেন: কোনো অ্যাসটন মার্টিন নাই ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

ঢাকাবাসী বলেছেন: না ভাই তালিকাতে কোনো এসটন মার্টিন নেই। যাক, পাঠ করার জন্য অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার মাথা ঘুরছেরে ভাই! পুঁজিবাদের এই আগ্রাসন বন্ধ হবার নয়। তাই আমার মাথা ঘুরলেও তাদের কিছু আসবে যাবে না। তাদের কাছে অনাহারী মানুষের হাহাকারের চাইতে বিলাসিতার দাম যে অনেক বেশী। আফসোস!
শেয়ার করার জন্য ধন্যবাদ ঢাকাবাসী। পোস্ট দেখে পুরনো যন্ত্রণা আরও বেশী মাথা চাঁড়া দিয়ে উঠলো যেন। :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, মন্তব্যটা পড়ে পুরোনো দুঃখটা এলো। কিছু করার নেই যে! দেখে যেতে হবে। ধন্যবাদ অনেক ধন্যবাদ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: ++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হা.মা. আপনাকে। ভাল থাকুন।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনারটার ছবি দিলেন না কেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

ঢাকাবাসী বলেছেন: এগুলার যে কোন একটার চাক্কা কেনার ক্ষমতা নেই আমার সেজন্য! স্বাগতম আর ধন্যবাদ আপনাকে।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

কলমের কালি শেষ বলেছেন: :| :| :| অসাধারণ । ++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

ঢাকাবাসী বলেছেন: মন্তব্য আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

তুষার কাব্য বলেছেন: আমারে কেউ একটা গিফট করলেই তো পারে ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

ঢাকাবাসী বলেছেন: সবচাইতে কম দামীটার দাম ছাপ্পন্ন কোটি টাকা! ভাবছি কাকে বলা যায় আপনাকে একটা ম্যানেজ করে দেয়ার জন্য। আপাতত ফোকটে ধন্যবাদ নিন।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: মন ভাল হয়ে গেল গাড়ী দেখে । এর রয কোন একটি আমার হলে দারুন ভাল লাগতো ।+ #:-S

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

ঢাকাবাসী বলেছেন: আরি ধুর কবিরা গাড়ীতে চড়ে নাকি! আকাশে উড়তে অন্য কিছু দরকার হবে। ধন্যবাদ আপনাকে।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৩

রাঘব বোয়াল বলেছেন: ফেরারী ২৫০ জিটিও ১৯৬২ সালের মডেলটার দাম শুইনা একটু অবাকি হইলাম।
তয় পোস্টে +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

ঢাকাবাসী বলেছেন: অবাক হবার মতই কথা। কারণ ওটা এখনো এন্টিকসের পর্যায়ে যায়নি মনে হ্য়! পাঠ ও প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৯

শাহরীয়ার সুজন বলেছেন: বাপরে এত্তো দাম!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা, ব্যাটাদের কত বললুম শোনেইনা! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১

জাফরুল মবীন বলেছেন: মনে হচ্ছে ‘শখের দাম সোয়া লাখ’ কথাটা যুগোপযোগী করে বলতে হবে ‘শখের দাম শত কোটি’ :P

ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, আমরা বলতুম সখের তোলা আশি টাকা, সেটা এখন হতে পারে সখের গাড়ি শত কোটি টাকা! ধন্যবাদ আপনাকে।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এত্ত টাকা B:-)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

ঢাকাবাসী বলেছেন: আরি দুর এটা কুনু টেকাই না! হাজার কুটি তো ছোঁয় নি! দেখা যাক সামনে কি হয়। ধন্যবাদ আপনাকে।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: ঢাকাতে গুলশানে মইন সেন্টারে ওদের ১৯৬০ এর দিকে ব্যাবহার করা একটি লাল রোলস রয়েস আছে। গাড়িটি নিচ তলায় রাখা এবং অনুমতি নিয়ে দেখা যায়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

ঢাকাবাসী বলেছেন: অনেক আগে দেখেছিলুম, আবার নবাব আসকারী সাহেবের একটা ছিল। ৫০ এর দশকের। ধন্যবাদ আপনাকে, ব্লগে এসে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

সোহানী বলেছেন: আরে নাহ্ এসব আমি চাই না বা বলতে পারেন পছন্দ নাহ্ । আমাগো তিন চাক্কার গাড়ির সাথে কি কোন তুলনা চলে..... হাহাহাহ্আ...++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ঠিক বলেছেন, দূষন মুক্ত যান বটে! পড়া আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

ভূতের কেচ্ছা বলেছেন: প্ররথম গাড়িখানা পছন্দ......ভাবছি কিনব. =p~ =p~

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

ঢাকাবাসী বলেছেন: চলে যান নিউইয়র্ক, পেতেও পারেন, মানে যিনি কিনেছেন তিনি বেচলে। ধন্যবাদ আপনাকে আর শুভেচ্ছা---- কিনতে পারলে অভিনন্দন!।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

দীপান্বিতা বলেছেন: কত্তো দাম!!! :||

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

ঢাকাবাসী বলেছেন: অসম্ভব সব দাম! ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

জুন বলেছেন: রোলস রয়েস ১৯০৪ সালের মডেলে চড়লে মনে হয় হাওয়া খেতে খেতে যাওয়া যেত। কিন্ত এই দূষিত পরিবেশে আর নাই বা চড়লাম ঢাকাবাসী :(
আমাদের ঢাকা কি সেই ঢাকা আছে /:)
গাড়ীর ডিজাইন গুলো তেমন আকর্ষনীয় লাগলোনা ,
শুধুই বেশী দাম চাচ্ছে :||
বরাবরের মতই অন্য রকম পোষ্ট ।
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

ঢাকাবাসী বলেছেন: যখন এগুলো বানায় (১৯০৪- ১৯৬২) তখন মনে পরিবেশটা ভালই ছিল, ঢাকার পরিবেশ তখন আরো নীরব পরিচ্ছন্ন আন্তরিক ছিল, অবশ্য একেবারে গেঁয়ো অনাধুনিক। ডিজাইনগুলো আকর্ষনীয় না লাগার কারণ শত বছর আগের সময়ে প্রযুক্তির অভাব। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: আমার সবগুলোই পছন্দ!:)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

ঢাকাবাসী বলেছেন: এক পিস করে অর্ডার দেব নাকি ভাবছি! ধন্যবাদ আপনাকে।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬

জেরিফ বলেছেন: চিন্তায় ফেলে দিলেন কোনটা কিনবো :!>

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: সবচাইতে ভাল হয় প্রত্যেকটার একটা করে পিস কেনা। অবশ্য সবগুলো পাওয়া যাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। যাহোক আপনার ইচ্ছা বাস্তবায়ন হউক। ধন্যবাদ।

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শেষের গাড়িটা আসলেও দারুণ! আচ্ছা, বেশি টাকাওয়ালারা কি খানিকটা তারছিঁড়াও হয়? :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

ঢাকাবাসী বলেছেন: তারছিড়া তো হয়ই মনে হয়। তবে আমাদের সাথে ওদের তফাৎটা হলো ওরা ভাল কাজও করে আর আমাদের চশমখোর মহা দুর্ণীতিবাজ বিলিয়নেয়ারগুলো বিশেষ করে মন্ত্রী নেতা আর কর্পোরেট শিল্পপতিরা টাকা বানিয়েই যায় কোন সুন্দর আর ভাল কাজে ওদের কখনো দেখা পাবেননা। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ । ভাল থাকবেন।

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি শেস গাড়ী নিলামে বিক্রয় হওয়ার জন্য অপেক্ষা করছেন?

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: অকশনিয়ার ব্যাটা ঐ কয়েক কোটি ডলার নিয়ে যখন বাড়ি যাবে তখন ছিনতাইয়ের একটা চান্স নেয়া যায় কিনা ভাবছি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

মায়াবী রূপকথা বলেছেন: আমি সবচেয়ে উপরের রোলস রয়েসটা চাই। :(

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:২৭

ঢাকাবাসী বলেছেন: ঐটা অকটেনে চলে আর লিটারে ৩-৪ কিলো যায়, সো ৯৯ টাকা লিটারে তেল কিনে চালাতে হবে, গুলশান থেকে মতিঝিল যেতে এক হাজার টাকার তেল লাগবে! ভেবে দেখেন। আপনার পছন্দ ভাল। সাথে আসার জন্য অনেক ধন্যবাদ।

২৫| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

এম এম করিম বলেছেন: পোস্টে ভালো লাগা।

সামনে এরকম আরো চমকপ্রদ বিষ্যে পোস্টের অপেক্ষায়।

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল্ । আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৬| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:
গাড়িরগুলোর দাম একক দশক শতক হাজার অযুত...পড়তে পড়তে চাপা ব্যথা হয়ে গেল !

ঢাকা ক্লাবে প্রায় বছরখানেক আগে পুরানো দামী গাড়ির প্রদর্শনী দেখার সময় ভাবছিলাম এসব গাড়ির মালিকদের বাড়ি কেমন দেখতে... হাহাহাহা


এই পোস্ট নিজের কাছে নিলাম।

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৬

ঢাকাবাসী বলেছেন: হা হা হা । ঢাকার প্রদর্শনী আম্মো দেখেছি। ওদের প্রসংসা আর সন্মান দুটোই প্রাপ‌্য। হ্যাঁ এটা ঠিক মালিকরা ভয়াবহ রকমের ধনী। দেখতে আমাদের মতই আটপৌরে চেহারা তবে পকেটের বা ব্যাংক ব্যালেন্সের কথাটি অনুমান করা যাবেনা!
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.