নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে সবচাইতে বেশি টাকা মাইনে পাওয়া মহিলা সিইওগন

১৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৯

ওমেন লিব মহিলাদের সমান অধিকার নিয়ে আমরা ম্যালা চেচামেচি করি কাজের বেলায় কি তা সবাই জানি। অন্যদিকে যতই সমালোচনা করি কেউকেউ, আমেরিকার মহিলা সিইওগন কিরকম অবিশ্বাস্য অংকের মাইনে পান তা এবার দেখুন:



ইনি আইরিন রোজফিল্ড, মনডিলেজ ইন্টারন্যাশনাল এর সিইও। এরা আমার প্রিয় ক্যাডবেরি চকলেট বানায়। তা ইনি মাইনে পান বছরে ১৫.৯ মিলিয়ন ডলার, মাসে দশ কোটি ছেচল্লিশ লাখ টাকা!



প‌্যাট্রিসিয়া ওয়েরতয, আরচার ডেনিয়েল নামের একটা তেল কোম্পানীর সিইও, বছরে ১৬.৩ মিলিয়ন ডলার বেতন নেন, মাসে কত হলো? আজ্ঞে ইনি দৈনিক সাড়ে চুয়াল্লিশ লাখ টাকা কামাই করেন!



মেরিলিন হিউসন, যুদ্ধবিমান নির্মাতা কোম্পানী লকহীড মার্টিন এর সিইও, বছরে ১৭.৯ মিলিয়ন ডলার মাইনে নেন।



ভার্জিনিয়া রোমেট্রি, 'আইবিএম' এর সিইও, মাইনে ১৭.৯ মিলিয়ন ডলার বছরে!



উপরের ইনি হলেন ফিবে নোভাকোভিচ, জেনারেল ডাইনামিকস এর সিইও। ভাল কথা জেনারেল ডাইনামিকস দুনিয়ার সেরা
'এম১এ১ আব্রামস' ট্যাংক বানায়। তা ইনি মাইনে পান বছরে ১৯ মিলিয়ন ডলার!



উপরের ভদ্রমহিলা ভারতীয়, পেপসীকোলার সিইও, নাম ইন্দ্রা নূয়ী, বছরে ১৯.১ মিলিয়ন ডলার মানে বছরে প্রায় দেড়শ কোটি টাকা বেতন পান!



এনার নাম মার্গারেট হুইটম্যান, হিউলের্ড প‌্যাকার্ড বা এইচপি এর সিইও। আপনার প্রিন্টারটা বা ল্যাপটপটা কি এইচপি? হ্যাঁ ইনি বছরে মাইনে পান ১৯.৬ মিলিয়ন ডলার!


ইয়াহু এর সিইও মিরিস্যা মায়ার বছরে ৪২.১ মিলিয়ন ডলার মাইনে পান!

সুত্র:
http://www.cbsnews.com/media/the-top-10-highest-paid-female-ceos/4/

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: সেরেচে।

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫০

ঢাকাবাসী বলেছেন: সারছে তো বটেই এক্কেবারে শেষ, মহিলা হয়ে পরের বার জন্মাবো কিনা ভাবচি। ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১:২২

বোকামানুষ বলেছেন: দারুন পোস্ট
তা ওদের টাকা থেকে আমাদের কিছু ধার দিক

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫১

ঢাকাবাসী বলেছেন: চেস্টা কি আর করি নাই! তবে আমার চাহিদার পরিমানটা শুনে দৌড় দিল, মানে এত্তো কম! ধন্যবাদ।

৩| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: বাংলাদেশের কেউ নাই !!!

চমৎকার শেয়ার।

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৩

ঢাকাবাসী বলেছেন: আরি বাংলাদেশ, মায় ভারত সিঙ্গাপুরেরও তো কেউ নাই! মনে হয় এইসব দেশে মহিলারা বেশী পাত্তা পায়না! আন্তরিক ধন্যবাদ।

৪| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৩

চলন বিল বলেছেন: একটারও চেহারা সুন্দর না। এগুলারে বিবাহ কত্তাম না।

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৪

ঢাকাবাসী বলেছেন: এদের দুর্ভাগ্য! অবশ্য এরা সবাই বিবাহিতা আর জীবনে আপাতত সুখী। তবু আপনার প্রস্তাবটা পেশ করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারে কেউ এমন একটা চাকুরী দেয় না ক্যান রে ভাই? ৫০% কমিশন দিমু, প্রতি মাসে ;) :P

১৯ শে জুন, ২০১৫ রাত ১১:১১

ঢাকাবাসী বলেছেন: মিরিস্যা মায়ার ইয়াহু ডট কমের চার্জ নেয়ার কযেক মাস পরেই এটার শেয়ারের দাম বহু বেড়ে যায়, শুধু মাত্র ঐ সিইওর বুদ্ধিমত্তার কারণে। কি বুঝলেন? আপনি এপ্লাই করেন, দেখি কি করা যায়!

৬| ২০ শে জুন, ২০১৫ সকাল ৮:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: এরা কি সরাসরি টাকা খায়? নাকি টাকা দিয়ে কিনে খায়? এত্ত টাকা খরচ করে কোথায়?

২০ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৬

ঢাকাবাসী বলেছেন: ইয়াহু ডট কমের সিইও মিরিস্যা মায়ারের একাউন্টে দৈনিক এক কোটি সাড়ে পনেরো লাখ টাকা জমা হচ্ছে! বছরে উনি পাচ্ছেন বাংলাদেশী টাকায় তিনশো বত্রিশ কোটি টাকা!!! আর খরচ? এরা উইক এন্ডে বড় ইয়টে একটা পার্টিতে এক রাতে দুকোটি টাকা খরচ করে, একবার শীতকালীন ভ্রমনে গেলে কয়েক কোটি টাকা খরচ করে। নিয়মিত জমানো তো আছেই। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৭| ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৯

ডি মুন বলেছেন: লেখক বলেছেনঃ এরা উইক এন্ডে বড় ইয়টে একটা পার্টিতে এক রাতে দুকোটি টাকা খরচ করে, একবার শীতকালীন ভ্রমনে গেলে কয়েক কোটি টাকা খরচ করে। নিয়মিত জমানো তো আছেই।

হায় হায় ....... !!!!

আমি তো তাহলে দারিদ্র্যসীমার হিমাংকের নিচে অবস্থান করতেছি। এইরকম কোটি কোটি টাকা কবে যে কামাই করতে পারব !!!!!!!

বরাবরের মতোই ব্যতিক্রমী পোস্ট।
যাহোক, কেমন আছেন প্রিয় ঢাকাবাসী ভাই?

২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৪

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, অনেকদিন পর! আম্মো আজকাল আর নিয়মিত না। খেয়ে পড়ে আছি ভাল, তবে অবশ্যই উপরের কোন মহিলার ড্রাইভারের সমানও হবেনা! আমরা অবশ্যই এদের তূলনায় অনেক অনেক নীচে, খুঁজেই পাওযা যাবেনা! ভাল থাকবেন, ধন্যবাদ।

৮| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৬

অন্তর মাশঊদ বলেছেন: খাইছে এত্তটাকা ইনকাম করে

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:০০

ঢাকাবাসী বলেছেন: আরি এইগুলো হল প্রকাশ্যে, অলিখিত আরো অনেক আছে। আপনাকে ধন্যবাদ।

৯| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:

এ হাইপ ভাংগতে হবে।

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:০৬

ঢাকাবাসী বলেছেন: আর সেটা কি সম্ভব? ওরা অনেক শক্তিশালী। ঢাকার অনেক কর্পোরেট হেডরা প্রাইভেট ব্যাংক ম্যানেজাররা অবিশ্বাস্য অংকের মাসিক মাইনে পায় যা আমাদের মাথা পিছু আয়ের সাথে একেবারেই বিসদৃশ। ধন্যবাদ ভাই।

১০| ২১ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!!! এত টাকা দিয়ে কি করবে!!

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:১১

ঢাকাবাসী বলেছেন: উপরে ৬ নং এ বলেছি ওরা এতো টাকা দিয়ে কি করে। তবে ওরা অধিকাংশই অনেক দাতব্য প্রতিষ্ঠান চালায় স্কুল কলেজে টাকা দেয় তা শুনেছি আর জানি, যা আমাদের দেশের বিলিয়নেয়াররা কখনোই করেনা। এদেশে দুর্ণীতবাজ বড়লোকেরা বড়জোর নিজের বা বাপের নামে একটা মেডিকেল কলেজ খুলে আরো টাকা বানাবার ব্যাবস্হা করে! ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:০৮

কাজী মাসুক বলেছেন: হতাশ

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:১২

ঢাকাবাসী বলেছেন: কিসসু করার নেই! ধন্যবাদ আপনাকে।

১২| ২২ শে জুন, ২০১৫ রাত ৯:২৯

জুন বলেছেন: এত টাকা থাকা ভালো না ঢাকাবাসী। তারা যদি ঢাকায় থাকতো, এতদিনে চান্দাবাজ , গুন্ডারাজ , অজ্ঞান পার্টি ছিনতাইকারী অপহরনকারী ইত্যাদির কবলে পরে সর্বস্ব হারাতো আমি শিউর ।
ভালোলাগা রেখে গেলাম :(
+

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৬

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! পুরোণো কথা মনে পড়ল, কত টাকা মানে 'এত টাকা'! আপনার সাথে একমত, তবে ওদের কাছাকাছি যাওয়া বেশ কঠিন বলেই জানি। ঢাকার মাস্তানরা মুসা বিন শমসেরের সাথে কিংবা সাবেক ..ন্ত্রী আবুল হোসেনের সাথে বা অধুনা দরবেশদের সাথে চাঁদাবাজী করে না বলে জানি (কয়েকজনের সাথে জানাশুনা আছে)। ধন্যবাদ অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য।

১৩| ২২ শে জুন, ২০১৫ রাত ৯:৩৩

দীপংকর চন্দ বলেছেন: অবিশ্বাস্য!!!

নিশ্চয়ই যোগ্যতাও অবিশ্বাস্য তাদের!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৩

ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে সম্পুর্ণ একমত। তাদের যোগ্যতা দক্ষতা দুরদৃস্টি ইত্যাদি আরো অনেক অনেক গুন আছে ওদের, মামুর জোরে লকহীড বা জেনারেল ডায়নামিকস এর সিইও হওয়া যায়না। এই দুটো কোম্পানী আমেরিকা সহ সারা দুনিয়া ট্যাংক অস্ত্র ইত্যাদি সাপ্লাই দেয়। চাট্টিখানি কতা নয়! আন্তরিক ধন্যবাদ পাশে আসার জন্য। আপনিও ভাল থাকুন, সবসময়, সবজায়গাতে।

১৪| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

রাবার বলেছেন: মানুষের কত টাকা :(

২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:৩৯

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ এদেশেও কিছু মানুষের কিছু না করেই কত টাকা! স্বাগতম আমার ব্লগে আর ধন্যবাদ আপনাকে।

১৫| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৫

কলমের কালি শেষ বলেছেন: :-/ :-/ এতো টেহা দিয়া হেরা কী করে !!! টেক্স টুক্স ঠিকমতন দেয় তো ? :P

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:১৪

ঢাকাবাসী বলেছেন: কি কি করে তার একটা ঘটনা লিখেছি উপরে। ট্যাক্স? আমেরিকাতে ট্যাক্স ফাঁকি দেয়া কঠিন, বেতন দেয়ার আগেই ওটা কেটে রেখে দেয়। আর এসব বড় বেতনের লোকেরা ইনকাম ট্যাক্সের নজরদারীতে সব সময় থাকে। আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৬| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৭

মশিকুর বলেছেন:

একটাকে কিডন্যাপ করতে পারলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হইয়া যাইতো :)

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৫

ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন! তবে ২২ কোটি লোকের দেশ একটা কর্মচারীর বেতনে মধ্যম আয়ের দেশ হওয়া বেশ কঠিন। তবে কিছু লোক তো ফুলে যেত ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ্ ।

১৭| ২৭ শে জুন, ২০১৫ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:

পশ্চিমে ইনজিনিয়ারিং পড়া বন্ধ হচ্ছে, সবাই এমবিএ করছে; বিশ্ব এ শতকে কম টেকনোলোজী পাবে, এসব সিইও'দের হাইপের ফলে।

০৫ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫৩

ঢাকাবাসী বলেছেন: এরা প্রায় সবাই সুপার জিনিয়াস! আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে পত্রিকাতে নতুন আবিষ্কারের খবর পড়তুম এখন সেরকম চোখে পড়ে না। আপনার কথা ১০০% সঠিক, টেকনোলোজি কম পড়ছে মানুষ। একটা বড় শিল্প কারখানাতে একটা ইন্জিনিয়ার হলেই চলে (যে কখনো সিইও হবেনা), এমবিএ লাগে কয়েক হালি, ফলে ..। অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: এত ধনী মানুষ!

০৫ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫৬

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা, এরা পৃথিবীর যেকোনো বস্তু যেকোন সময় কেনার ক্ষমতা রাখে! পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ প্রোফেসর।

১৯| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: খাইছে রে--- টাসকি লাগার মত অবস্থা--- আমরা সারা জীবনে যা কল্পনা করি না তারা একদিনে তার চেয়ে অনেক বেশি বেতন পায়।

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ব্যাপারটা ওরকমই, টাকার অংকটা ভয়াবহ রকমের। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩০

শায়মা বলেছেন: ইনি আইরিন রোজফিল্ড, মনডিলেজ ইন্টারন্যাশনাল এর সিইও। এরা আমার প্রিয় ক্যাডবেরি চকলেট বানায়। তা ইনি মাইনে পান বছরে ১৫.৯ মিলিয়ন ডলার, মাসে দশ কোটি ছেচল্লিশ লাখ টাকা!

গুড গুড তার মাইনে পাওয়া একদম ঠিক আছে।:)

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫

ঢাকাবাসী বলেছেন: হা হা হা মাসে সাড়ে দশ কোটি টাকা ঠিক আছে!!! আমাদের আমামুহিত শুনলে না আবার মুসক বসায় আর বলে রাবিশ! যাকগে, ব্লগে এসে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ ।

২১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: তার কানে তুলা দিয়ে রাখো ভাইয়া!!!!!!!

১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৯

ঢাকাবাসী বলেছেন: ও ব্যাটা কানে তুলো দিয়েই আছে কারণ কোনো ভাল কথা ওর কানে যায়না। রিটায়ার্ডদের সন্চয়েপত্রের উপর কর বসিয়েছে, ..রামী!

২২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

দীপান্বিতা বলেছেন: দারুন ব্যাপার!

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: আসলেই! আমারা ধারনাই করতে পারিনা একজন সিইও এত টাকা মাইনে পেতে পারেন! সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

২৩| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যোগ্যতা আছে, তাই পাচ্ছেন। নারী হিসেবে গর্বিত ও অনুপ্রাণিত হলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

ঢাকাবাসী বলেছেন: অবশ্যই, এব্যাপারে আমি ১০০% নিশ্চিত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অ মোর আল্লা!

!
খালি বেস্তের লুভ দেখাইলা! ওরারে কি দিয়া বানাইছো! এই দুনিয়াতেইতো বেস্ত বানাইয়া তারা মৌজ করতাছে!! আমরারে খালি পরে দিম পরে দিম কইয়া কর্পোরেট বসেগো মতো হুদাই ঘুরাও নাতে :P

পূজিবাদের সর্বোচ্চ বিকাশের হর্তকত্তারাতো এমনই হবার কথা নয়!

হায় আমজনতা! হায় জীবন! হায় স্বপ্ন!

সবকিছুই নস্যি ধারনাতীত এই সত্যের পাশে!!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৪

ঢাকাবাসী বলেছেন: পুঁজিবাদ কথাটি এখন আর লোক খায় বলে মনে হয় না। মাও সে তুং (মো জে তাং) ক্যাস্ত্রো হুগো শ্যাভেজ দের পর গোটা বিশ্বই পুঁজিবাদী বিশ্ব হয়ে গেল নাকি? কর্পোরেট দুনিয়াতে এরা সম্রাজ্ঞী সবাই, ধারে কাছে যাবার উপায় নেই! ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.