নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

কিছু বিচিত্র প্রশ্ন আর ধাঁধা!

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫

কতগুলো বিচিত্র তথ্য দেয়া হল যেগুলোর ব্যাখ্যা হয়তো আছে, তবে আমার জানা নেই! ভাল কথা এগুলো শ্রেফ মজা করার জন্য।

ক। সাতার কাটলে যদি নিজেকে ফিট রাখা যায় তাহলে সব তিমিগুলো সারাজীবন হাজারো মাইল সাঁতরেও হোৎকা মোটা কেন?

খ। সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন?

গ। দাবা খেলার বোর্ডেও বর্ণ বৈষম্য আছ, কেন, দেখুন সাদা আগে মুভ করে।

ঘ। যদি কথা বলার স্বাধীনতা বলা হয় (FREEDOM OF SPEECH) তাহলে টেলিফোনে বিল আসে কেন?

ঙ। টাকা নাকি গাছে হয়না তাহলে ব্যাংকগুলোর গাছের মতই শাখা (BRANCH) থাকে কেন?

চ। সুপার গ্লু কেন বোতলে আটকে থাকেনা?

ছ। আমরা কেন বলি বিল্ডিং (BUILDING) যখন ওটা অলরেডি বানানো হয়ে গেছে (BUILT)?

জ। যদি এটা সত্যি হয় যে 'আমরা সবাই অন্যকে সাহায্য করার জন্য আছি' তাহলে অন্যরা আছে কি করতে?

ঝ। বলা হয় পান করে (মদ পান করে) ড্রাইভ করবেননা (DON'T DRINK AND DRIVE) তাহলে পানশালাগুলোতে (বার) পার্কিং এরিয়া আছে কেন?



ঞ। দুনিয়ার সব দেশ যদি ঋণগ্রস্হ হয় তাহলে সব টাকা গেল কোথায়?



ত। ডগ ফুডের গায়ে লেখা তাকে নতুন আর উন্নত মানের স্বাদ সহ; তা ওটা টেষ্ট করলে কে?

থ। প্লেন ক্রাশ করলেও নাকি প্নেনের ব্ল্যাক বক্স অক্ষত থাকে, তাহলে বাপু পুরো প্লেনটাই ঐ জিনিস দিয়ে বানালে হয়না? ইন্স্যুরেন্স কোম্পানীগুলো লাটে উঠবে! সব শর্ত পুরণ হয় না বলে।

দ। পানির নীচে কাঁদতে পারেন? পারবেননা।

ন। লোকে প্রায়ই বলে য়ু হ্যাভ বিন ওয়ার্কিং লাইক এ ডগ; (YOU HAVE BEEN WORKING LIKE A DOG) অথচ কুকুর মোটেই অত কাজ করেনা ব্যাটা সারাদিন বসে বসেই কাটায় মাঝে মাঝে মাছি টাছি মারে, কেন?




আসেন এবার কিছু ধাধার উত্তর দেন।

১. এক লোক পুরান গাড়ী কিনে। সে একটা ঝকঝকে টয়োটা প্রিমিও এফ পেল ২৫,০০,০০০.০০ টাকায়, ব্যাস কিনে ফেলল... একটা পয়সাও না দিয়ে! কিভাবে?

২. একজন মাঝবয়সী ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রোডের গাড়ী চলার বিপরিত দিক দিয়ে যাচ্ছে, পুলিশ তাকে দেখেও কিছু বললনা! কেন?

৩। জনের বাবার ছয় ছেলের প্রথম ছেলের নাম Saturday দ্বিতীয় ছেলের নাম Sunday, তৃতীয় ছেলের নাম Monday, চতুর্থটার নাম Tuesday, পন্চমটির নাম Thursday তাহলে ষস্ঠ ছেলেটার নাম কি হবে?


৪। পলিগেমী মানে জানেন নিশ্চই তাহলে ওটার স্ত্রীলিংগে কি হবে?


৫। Q. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?

৬। Q. If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?

7. Q. What looks like half apple?

৮। Q. If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?

৯। Q. How can you lift an elephant with one hand?

১০। Q. How can a man go eight days without sleep?

১১। Q. Why it is impossible to send a telegram to Washington today?

১২। Q. If you throw a red stone into the Black Sea what it will become?

১৩। Q. কোন জিনিসটা প্রায়ই পড়ে কিন্তু ব্যাথা পায়না?

১৪। Q. কোন জিনিস কেউ কখনো দেখেনি, কখনো ছিলনা কিন্তু সবসময়ই থাকবে?

১৫। Q. What looks like half apple?

১৬। Q. What can you never eat for breakfast?

১৭। Q. What gets wet with drying?

১৮। Q. What 3 letters change a girl into a woman?

১৯। Q. What happened when wheel was invented?





ধাঁধার উত্তর:

১। সে টাকা দিয়েছে পয়সা দেয় নাই!

২। সে হেঁটে যাচ্ছিল।

৩। জন।

৪। Polyandry

5. A. Concrete floors are very hard to crack!

6. A. No time at all, it is already built.

7. The other half.

8. A. Very large hands.

9. It is not a problem, since you will never find an elephant with one hand.

10. He sleeps at night.

11. Because he is dead.

12. It becomes wet.

13. Rain

14. TOMORROW

15. A : The other half.

16. Dinner.

17. A towel

18. AGE.


19. It caused a revolution.

নীচে দেখছেন দুনিয়ার সবচাইতে বড় দস্তরখান।

:- ইংরেজী থেকে অনুদিত

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


" ঞ। দুনিয়ার সব দেশ যদি ঋণগ্রস্হ হয় তাহলে সব টাকা গেল কোথায়? "

-টাকাগুলো ড: আতিয়ারের রিসার্ভে, মনে হয়।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: আচ্ছা যার নাম লইলেন তিনি কিসের ওপরে ডক্টরেট করেছেন বলতে পারেন? ধন্যবাদ।

২| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:

" ঞ। দুনিয়ার সব দেশ যদি ঋণগ্রস্হ হয় তাহলে সব টাকা গেল কোথায়? "

-আমেরিকা বন্ড (ঋণ পত্র) বিক্রয় করে ডলারে ঋণ নেয় মানুষ থেকে।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:১১

ঢাকাবাসী বলেছেন: আজ আমেরিকার সাকুল্যে লোন হলো ৬০ ট্রিলিয়ন ডলার! ধন্যবাদ।

৩| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজা লইলাম ভ্রাতা !!!

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। ধন্যবাদ।

৪| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


ড: আতিয়ার 'বকবকি'তে পিএইচডি

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:০১

ঢাকাবাসী বলেছেন: লোকটাকে অসহ্য মনে হয়! অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩১

জাকির হায়দার বলেছেন: আপনি গতকাল ১টা পোস্ট দিেয় ছিলেন - এ পোস্ট হারিয়ে গেছে! আপনি পোস্ট প্রকাশ করার সময় প্রথম পাতা সিলেকট করেননি।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

ঢাকাবাসী বলেছেন: কস্ট করে পড়ে সংশোধন করিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৬| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: মজার পোস্ট।

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

ঢাকাবাসী বলেছেন: মজাটুকু দিতে পেরে ভাল লাগছে, রইলো কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মোটামুটি লাগলো বড় ভাই।

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭

ঢাকাবাসী বলেছেন: ভাল হয়নি বেশি, চেস্টা করবো ভাল জিনিস বের করতে। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৮| ১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:

" খ। সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন? "

-মোল্লারা যা বলে, নিজেই বিশ্বাস করে না।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৮

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে ঠিক ধরেছেন! ধন্যবাদ আপনাকে।

৯| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ভালো লাগলো ভাই।

আসলেই বিষয়গুলো চিন্তার!!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: ব্লগে এসে পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।

১০| ১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২১

জুন বলেছেন: What can you never eat for breakfast?
Dinner. =p~

সবগুলোই মজা লাগলো ঢাকাবাসী
+

১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

ঢাকাবাসী বলেছেন: পড়লেন মন্তব্য করলেন, খুব খুশী হলুম। আর কোথাও মনে হয় যাওয়া হয় নি, বর্ষাকাল তো, তাই মুক্তোর মত ভ্রমন কাহিনীগুলো পাচ্ছিনা! অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট তো। অনেক কিছু জানা হলো আবার অনেক প্রশ্ন মনে রইল।

২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮

ঢাকাবাসী বলেছেন: মন্তব্য পেয়ে খুশী হলুম। মনের প্রশ্নগুলো জানালে উত্তর দেয়ার চেস্টা করতুম। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১২| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: খুব মজা পেলুম ঢাকাবাসী ভাইজান

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুব খুশী হলুম আপনাকে মজা পাওয়াতে পেরে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২১

মুরশীদ বলেছেন: বিচিএ প্রশ্ন আর ধাধা দুটোই মজার

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য খুশী হলুম। ধন্যবাদ অনেক আপনাকে।

১৪| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: এত প্রশ্ন করলে কি হয় !! /:)

মজা পেলাম।
আর হ্যাঁ, আমি কিন্তু মরতে চাই।। স্বর্গে যেতে চাই না, কারণ পারবো না :P

২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৬

ঢাকাবাসী বলেছেন: মজা পেলেন তাতেই আমি খুশী। আর হ্যাঁ স্বর্গে যেতে সবাই চায়, অবচেতন মন এর বাইরে যেতে পারেনা! মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩১

রূপা কর বলেছেন: ধাধার চাইতে প্রশ্নটি ভালোলাগলো ঢাকাবাসী ভাই B-)

২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগলো জেনে আমারও ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য। ভাল থাকুন।

১৬| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:

" ৫। Q. How can you drop a raw egg onto a concrete floor without cracking it? "

_এই ইংরেজী বাক্যটা দুর্বলভাবে গঠিত; এখানে " without cracking it? " এ্যাকশনটা দিম ও concrete উভয়ের জন্য প্রয়োজ্য, সেই ক্ষেত্রে, একটা মোটামুটি উত্তর হবে:

-" ডিমটাকে যেভাবেই ফেলা হোক না কেন, concrete ঠিক থাকবে।

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩

ঢাকাবাসী বলেছেন: আপনিও ঠিক। আবার মজাটা ঠিক রাখার জন্য এই গোঁজামিল, ডিম ও ফ্লোর দুটোকেই বোঝায়! ধন্যবাদ আপনাকে।

১৭| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮

মহান অতন্দ্র বলেছেন: হুম প্রশ্নগুলো আমারও প্রশ্ন।

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

ঢাকাবাসী বলেছেন: মাগার উত্তর পাবেননা! ফানটুকু উপভোগ করলেই হলো! আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৮| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

দীপান্বিতা বলেছেন: মজা পেলাম =p~

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

ঢাকাবাসী বলেছেন: জেনে ভাল লাগল্ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২

তুষার কাব্য বলেছেন: মজাই মজা B-)

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

ঢাকাবাসী বলেছেন: জেনে ভাল লাগল্ । অনেক ধন্যবাদ।

২০| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার! +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

শায়মা বলেছেন: এত কষ্ট করে ধাঁধার উত্তর দিতে হবে!!:(

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

ঢাকাবাসী বলেছেন: কষ্ট করার দেখসেন কি, কত কস্ট করে যে লিখলুম সেটা বাদ দিলে চলবে কেন মোহতারেমা! ধন্যবাদ।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন লিখছডন না; ধাঁ ধাঁর উত্তর মিলাচ্ছেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, ছিলুম ইউরোপে, সেগুলো লিখছি ভাই। ধন্যবাদ আপনার সহৃদয় স্মরণ করার জন্য।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রশ্নগুলা মাল সাবরে পাঠায় দেন!

নিগ্গাত মাথার চুল ;) সব ঝড়ে যাবে =p~ =p~ =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

ঢাকাবাসী বলেছেন: মলের চৌদ্দ গুস্টি খালি মালের ধান্ধায় নেত্রীকে খুশি করার জন্য আর চাকরী ঠিক রাখার জন্য আবোল তাবোল বকতে থাকে!

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: বিনা কারনে..........
আপনাকে কেউ উস্কানি ও গালি দিল
প্রথমবার আপনি কিছু বললেন না, ভাল কথা।
আপনাকে আবার সে উস্কানি ও গালি দিল
দ্বিতীয় বারও আপনি কিছু বললেন না, ভাল কথা।
আপনাকে আবারও সে উস্কানি ও গালি দিল
তৃতীয় বার আপনি কি করবেন??

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

ঢাকাবাসী বলেছেন: ধরে নেব সে একটা উন্মাদ, ম্যাড। তাহলেই আর কস্ট পাবোনা! একান্তই না পারলে দৌড় দিব! মনে রাখবেন যে এরকমটা করবে তার উদ্দেশ্যই ছিল আপনাকে খেপিয়ে তোলা! অনেক ধন্যবাদ আপনাকে।

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

কাবিল বলেছেন: ধাঁধার উত্তরগুলো না দিলেই ভাল হতো ।
পোষ্টটি মজার লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

ঢাকাবাসী বলেছেন: হয়ত ঠিকই বলেছেন তবে তাতে কিছু পাঠক বিরক্ত হতে পারতেন, মনে হয়। আপনাকে অনেক আন্তরিক ধন্যবাদ, পড়া আর সুন্দর সাজেশনের জন্য।

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সেই জন্যই তো বর্তমান স্টিকি পোস্টে আমি বলেছি........... বাধ্য হয়েছি, অথচ ওখানে আপনি আমার কথাকে তুলে ধরে একটি খোঁচা দিয়েছেন।

যাই হোক কি আর করা।
ভাল থাকেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৬

ঢাকাবাসী বলেছেন: ওমা কোথায় কবে আপনাকে মানে আপনার কথাকে তুলে ধরে খোঁচা দিলুম। ঠিক বুঝিনি ভাই, তবে আমার কোন কথায় আপনি কস্ট পেয়ে থাকলে আমি দুঃখীত। আবারও আমার পোস্টে আসার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৯

মোঃ ইয়াসির রহমান বলেছেন: ত। ডগ ফুডের গায়ে লেখা থাকে নতুন আর উন্নত মানের স্বাদ সহ; তা ওটা টেষ্ট করলে কে?
কথা সত্য,
কিন্তু ভাই এইডা পইড়া যে হাসতে হাসতে চেয়ার থাইকা পইড়া গেলাম,আর হাতের ধাক্কায় পইরা আমার সাধের কফি কাপ'টা হইলো টুকরা টুকরা। এর দ্বায়-দায়িত্ব সম্পূর্ণ আপনের।কাপের দামডা কিন্তু দিতেই হইব।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

ঢাকাবাসী বলেছেন: দারুণ বলেছেন! আমার লেখাটি এতেই সার্থক হলো। অবশ্যই দেয়া হবে। টুকরাগুলো নিয়া জমা দেন, ওজনে কম হলে হবেনা, তাপর আপনার কাপের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। আর আপাতত আন্তরিক ধন্যবাদ নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.