নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে ভীতিকর ব্রীজ

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

বাংলাদেশে কয়েক শ অসম্পুর্ণ ব্রীজ আছে কিন্তু সেগুলো ভীতিকর নয়। আসুন দেখি দুনিয়ার সবচাইতে ভীতিকর কিছু ব্রীজের ছবি দেখি।

এগুলোর মধ্যে অধিকাংশ ব্রীজই এমন ভাবে বানানো যে ওগুলোর উপর দিয়ে হাঁটতে হলে আপনার ইস্পাতের মত নার্ভ লাগবে। না হলে কিছুদুর গিয়ে আপনি ফেরৎ আসবেন না হয় চেচামেচি শুরু করবেন, নিশ্চিত। অনেকেই চেচামেচি করেছেন, তাই বললুম।


উপরের এটা চীনের, এর তক্তার ফাকগুলো দিয়ে নীচে তাকালে আর হাঁটতে হবেনা বসে পড়বেন বা ফেরৎ আসবেন অনেকে।


উপরের এটা প্রায় ২৪ মাইল লম্বা। আমেরিকার মেটাইরী থেকে মানডিভিলে, লসএন্জেলসএ একটা লেকের উপর। মাইল আটেক গেলে জমিন গায়েব হয়ে যায় কিন্তু যাত্রা শেষ হয় না!



সুইজারল্যান্ড


ফ্রান্স। এটা আইফেল টাওয়ারের চাইতে উঁচু, মেঘ আসা যাওয়া করে। দুনিয়ার সবচাইতে উচু ব্রীজও বটে!



হেনান প্রদেশ, চীন।



আয়ারল্যান্ড।


জাপান


কারাকোরাম, পাকিস্তান।

চীন।



চীন



চীন।


সুত্র: Click This Link

মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

গেম চেঞ্জার বলেছেন: মুগ্ধ হলাম!! কৃতজ্ঞতা রইল। ১ম প্লাস!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

ঢাকাবাসী বলেছেন: প্রথম মন্তব্যকারীকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

থিওরি বলেছেন: দেখেই ব্রিজে চড়তে ইচ্ছা করে।
ভালো লাগল।
আপনার ইউরোপ ভ্রমণের সিরিজ কি শেষ?

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

ঢাকাবাসী বলেছেন: না না এখনো ম্যালা বাকি, এটা একটা ফিলার দিলুম আর কি। মনে রেখেছেন সেজন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,



হুমমমমমম ... যথেষ্ট বুকের পাটা থাকা দরকার ।
তা প্রতিটা ছবির সাথে খানিকটা বর্ণনা থাকলে ভালো হতো না !

ভালো থাকুন ।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

ঢাকাবাসী বলেছেন: ঠিকই বলেছেন, বর্ণনা থাকলে সোনায় সোহাগা হত। তবে পোস্টটা তখন বড় হত, এমনিতেই ইউরোপ সিরিজ নিয়ে জান যায়, মানে শেষ করতে পারছিনা তাই শর্ট কাটে সারলুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও অনেক ভাল থাকবেন।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় আমার দেখেইতো আত্মারাম খাঁচা ছাড়া, এতে ওঠাতো দূরে থাক!!!!!
"প্রায় ২৪ মাইল লম্বা। আমেরিকার মেটাইরী থেকে মানডিভিলে, লসএন্জেলসএ একটা লেকের উপর "---- এই ব্রিজ -এ গাড়ি চড়ে হয়তো যেতে পারব!!!! :) :) :)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভীতিকর একেকটা ব্রীজ। অবশ্যই ওটাতে গাড়ী করেই যেতে হয়। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। অনেক ভাল থাকুন।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক জায়গায় দাওয়াতে গিয়ে দেখি , তাদের বাড়ী যেতে হলে একটা খাল পেরুতে হয় । খালের উপর শুধু একটা
টেলিফোনের খাম্বা । ধরার জন্য কিচ্ছু নাই ।হাত বিশেক লম্বা এই ব্রিজের উপর দিয়ে স্থানিয় ৫/৬ বছরের পোলাপানও তর তর করে চলে যাচ্ছে ।
আমার সাহসে কুলায়নি । না খেয়ে ফেরত এলাম !
আমার কাছে ওটাকেই বিশ্বের সব চেয়ে ভয়াবহ ব্রিজ মনে হয়েছে । :D

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

ঢাকাবাসী বলেছেন: যদি ঐ খাম্বাটা সাধারণ মাটির উপর বিছানো থাকত তাহলে আপনি সহজেই পার হতেন আর ভুড়িভোজ সেরেই আসতেন, তাইনা? হেভী লস! আমরা যারা সমতলের মানুষ তাদের উচ্চতাভীতি থাকে সাধারনত। পাঠ আর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়ংকর ব্রীজে দেখি চায়নারাই এগিয়ে ;)


বাপরে!

কি ব্রীজ এককটা। ভাই ব্রীজ পার না হলে হয় না!

পুলসেরাতের পুলের কথা মনে পইড়া গেল :-/ :((

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: পুলসেরাতের পুল তো আমি দেখি নাই , মৌলভী সাহেবরা যেরকম বলেন ততটুকুই জানি। ! এগুলোর কয়েকটা বানানোই হয়েছে ভীতিকর করে, একধরণের থ্রিলীং আনন্দ পাওয়ার জন্য। ব্লগে এসে পাঠ ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে বিদ্রোহী ভৃগু। সবসময় ভাল থাকুন।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ব্রীজ দেখেই তো কইলজা শুকিয়ে গেল চড়বো কি করে?

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, কলজে শুকানোর মতই জিনিস! চড়তে গেলে বলা যায়না জানটাই উড়ে যেতে পারে! পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৬

ইকরাম বাপ্পী বলেছেন: সমতলের মানুষ বইলা কি আমরা মানুষ না?? এত্তো উচায় উঠাইবেন তার পরে আবার মাঝ আকাশের মধ্যে হাঁটাইবেন... ... এমনেইতো জান যায় যায়... ...

ছোটকালে একটা ট্রেনের ব্রিজ হেঁটে পার হতে হবেই শুনে কান্নাকাটি করে পরে একজনের কোলে উঠে পার হয়েছি... ... আর এইসব মামুলি (!) ব্রিজতো ব্রিজই... এখনতো আর কোলে নেবার কেউ নাই থাক পরে সময় করে পাড়ি দেওয়া যাবে... ... :-P :-P

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮

ঢাকাবাসী বলেছেন: হা হা হা দারুণ বলেছেন! হ্যাঁ ছোটবেলায় ট্রেনের ব্রীজ আমাকেও পেরুতে হত, ভীষন ভয় পেতুম, নানান হাত ধরে পার হতুম, বলতে গেলে ঝুলেই পার হতুম। ভারি ভয় আর মজা দুটোই পেতুম। অবশ্যই পাড়ি দিবেন আপনি প্রয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯

রাবার বলেছেন: খাইসে, দাদা আর যাবোনা ব্রিজের ওই পারে ঘুরতে :((

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৫

ঢাকাবাসী বলেছেন: ঠিক কাজ করেছেন, ওখানে যাওয়া মানে জানটা হাতে নেয়া আর কি! হার্টের অসুখ থাকলে সব্বোনাশ! আপনাতত অনেক ধন্যবাদ আপনাকে, পাশে থাকার জন্য।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

মহান অতন্দ্র বলেছেন: আসলেই ভয় পেলাম।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

ঢাকাবাসী বলেছেন: হা হা হা বাস্তবে উগুলোতে উঠলে আরো মজা পেতেন মনে হয়। আন্তরিক ধন্যবাদ ব্লগে আসার জন্য।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২

জুন বলেছেন: যদি এখন কোন স্কুলে পড়তাম আর পপ্রথম আর শেষ দুই ব্রীজ পার হয়ে যেতে হতো তবে আমিও ব্লগার রবারের মত গাইতাম
দাদা আর যাবো না ঐ স্কুলে পড়তেএ এ এ X((
সবগুলোই ভয়ংকর । ব্লগার আহমেদ জী এস এর ভাষায় বলতে হয় .
যথেষ্ট বুকের পাটা থাকা দরকার ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

ঢাকাবাসী বলেছেন: কয়েকটা আসলেই বেশ ভীতিকর, পার হবার সময় বুক নাকি প্রচন্ড ধরফর করে! তবে ওটাতেই নাকি আনন্দ! আন্তরিক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।

১২| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০

সুমন কর বলেছেন: আমি ভয় পাইছি...........

পোস্ট ভালো হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: দেখেই এই অবস্হা আর উঠলে কি হতো কে জানে! তবে আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সুমন কর।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

শাহাদাত হোসেন বলেছেন: চীনের ব্রিজ গুলোতো দেখি বড়ই খতরনাক ।পোষ্টের জন্য ধন্যবাদ ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা ব্যাটারা বানায়ই ওরকম ভীতিকর করে! আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০

আবু শাকিল বলেছেন: মুগ্ধ এবং মজার পোষ্ট

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪১

আব্দুল্যাহ বলেছেন: অনেক ভয়ংকর তবে মনে হয় জটিল পোস্ট

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

redx ruman বলেছেন: আমার আম্মু কই?

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১

ঢাকাবাসী বলেছেন: মানেটা বুঝিনি। যাহোক ধন্যবাদ।

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশির ভাগ দেখি চীনে । কাঠের চেলা দিয়ে তৈরি ব্রীজ । এসব দেখে ব্রীজে চলার ইচ্ছা মারা যাওয়ার ব্যাপক চান্স ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

ঢাকাবাসী বলেছেন: মনে হয় ইচ্ছে করেই এরকম বিপজ্জনক বানায় আর কি। ধন্যবাদ কবি।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

কাবিল বলেছেন: ছোটবেলায় ট্রেনের ব্রীজ পার হয়েছিলাম মনে পরলে এখনও গায়ের লোম খারাই।
আমার মামাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমাদের বাড়ি থেকে ব্রিজটি দেখা যায়, আমরা সিদ্ধান্ত নিলাম ব্রীজ পার হব। আমাদের বয়স তখন ৭/৮ বছর হবে। ব্রীজের মোটা মোটা কাঠ গুলো অনেক ফাঁকা ফাঁকা বড় মানুষ হাটতে পারে কিন্তু আমরা ছোট থাকায় পার হতে পারছি না। অবশেষে রেল লাইনের উপর বসে হামাগুরি দিয়ে যেতে লাগলাম। পার হতে অনেক সময় লেগেছিল
(প্রায় এক ঘনটা)। পার হবার সাথে সাথেই ট্রেন চলে এসেছিল। B:-)

পোস্টে ++++++

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

ঢাকাবাসী বলেছেন: আপনার ছোটবেলার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। সাথে পোস্টে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা।

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১০

কলমের কালি শেষ বলেছেন: ওরে !!! বেশিরভাগ তো চিনে । সুন্দর পোস্ট ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

ঢাকাবাসী বলেছেন: এসব কারবার চীনারাই ভালবাসে মনে হয়। ধন্যবাদ সুলেখক।

২০| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

মানস চোখ বলেছেন: ওরে বাবারে........ 'ঢাকাবাসী' ভাই ডরাইলাম....!!!!!!

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

ঢাকাবাসী বলেছেন: হা হা হা আমার লেখা সার্থক। পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ।

২১| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও শক্ত নার্ভের প্রয়োজন।। নিজেকে ওখানে কল্পনা করতেই রক্ত থেমে যাচ্ছে।।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬

ঢাকাবাসী বলেছেন: ছবি দেখে অনেকেই ভীত আর জায়গামমত গেলে কি হবে কে জানে! আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২২| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: OMK! ছবি দেখেই বুকে কাঁপনি শুরু হয়ে গেছে ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

ঢাকাবাসী বলেছেন: মন্তব্য ভাল লাগল্ ধন্যবাদ আর শুভেচ্ছা।

২৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

বিপরীত বাক বলেছেন: এ অার এমন কি ! এতে উঠতে ভয় লাগবে কেন ?
বরং অামাদের এই মগের মুল্লুক বঙ্গদেশের ব্রীজ গুলো অারো অারো ভয়ানক ।

কেননা,, অামাদের ব্রীজগুলো কখন ভেঙ্গে পড়বে এক অাল্লাহ ছাড়া কেউ জানে না । সওজ, এলজিডি, গণপূর্তেের প্রকেৌশলী পুতেদের অার স্থানীয় এ্যাম পি র চুরি কমিশনের ভাগ বাটোয়ারার পরে যেটুকু বাকি থাকে তাই দিয়ে না তৈরি হয় মগের মুল্লুক বঙ্গদেশের ব্রীজ গুলো । কখনো কখনো কোন ভিত্তি ছাড়াই। এগুলো তে উঠাটাই না দিগ্বীজয়ী বীরের সাহস লাগে। জান টা হাতে রাখতে হয়। কিভাবে যে এগুলো দাড়িয়ে থাকে সেটা অষ্টমাশ্চর্য ।

অার অাপনি যেগুলো দেখিয়েছেন এগুলো ভেঙে পড়বে না নিশ্চিত থাকুন। সুতরাং উঠতে ভয় লাগার কথা না।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: আপনার কথাগুলো গুরুত্বপুর্ণ। এদেশে হাজার হাজার কোটি টাকার বঙ্গবন্ধু ব্রিজেই ফাটল কয়েক বছর যেতে না যেতেই অথচ কাউকে কোন জবাবদিহি করতে হয়নি! নিউইয়র্কে অনেক ব্রীজ শত বছরের পুরোনো এখনো দোর্দন্ড প্রতাবে গাড়ী পার হচ্ছে! আমাদের দেশে ব্রীজ বানাতে প্রতি কিলোমিটারে পৃথিবীতে সবচাইতে বেশি খরচ হয়! যাকগে, ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা্ ।

২৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩

তারছেড়া লিমন বলেছেন: চরম ব্রীজময় একখান পোষ্ট। ভাই বাংলা সাঁকোর ছবি এর পাশে দিলে ভাল হইতো.............

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

ঢাকাবাসী বলেছেন:
ব্রীজের ছবি দিলুম, পড়া আর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

তারছেড়া লিমন বলেছেন: আপনার জন্য এই টা আমি এ্যাড দিলাম..........
আপনার জন্য এই টা আমি এ্যাড দিলাম..........

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: খাইসে, মহামান্য রাস্ট্রপতি! পৃথিবীতে নিকৃস্টতম যোগাযোগ ব্যাবস্হা বাংলাদেশে! আপনাকে ধন্যবাদ।

২৬| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কথাকথিকেথিকথন বলেছেন: !!! দেইখাই তো ভয় পাইছি !! ব্রীজগুলো কী ইচ্ছে করে বানানো নাকি বাধ্য হয়ে ?

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

ঢাকাবাসী বলেছেন: কিছুটা ইচ্ছে করেই বানানো, জীবনে এক ধরণের বৈচিত্র আনার জন্য আর কি! আপনি যে ভয় পেলেন সেটাই তো একটা বৈচিত্র, জীবনের আনন্দ! ধন্যবাদ । ভাল থাকবেন।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

মানবী বলেছেন: আবারও শ্রমসাধ্য সুন্দর পোস্ট!

খুব অস্বস্তির সাথে মন্তব্যটি করছি, আশা করি কিছু মনে করবেননা।
"এল এ" আমেরিকার একটু কনফিউজিং নাম! ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শহর লসএন্জেলেস সবচেয়ে বেশি পরিচিত। আর লুজিয়ানা স্টেট যেখানে হারিকেন ক্যাট্রিনা ভয়ংক ছোবল হেনেছিলো, সেই স্টেটের সংক্ষিপ্ত নামও এল এ।
২৪ মাইল লম্বা এই সুদীর্ঘ ব্রীজ/কজওয়েটি লুজিয়ানায় অবস্থিত :-)
এই ব্রীজে আমার বেশ কয়েকবার আসা যাওয়া হয়েছে, ভীতিকর মনে হয়নি কখনও!

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ঢাকাবাসী।

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৫

ঢাকাবাসী বলেছেন: আসলে ঢালাও ভাবে ভুলেই পোস্টে এসে পড়েছে। এটা ভীতিকর তো নয়ই, তবে এত্তো লম্বা যে বোরিং, কিছুক্ষন যাবার পর স্হলভুমি নেই হয়ে যায়। অস্বস্তি কেন, সুন্দরভাবে আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার লেখায় একটা অদ্ভুত আন্তরিকতার ছোঁয়া পেলুম 'খুব অস্বস্তির সাথে.....' বড়ই দুর্লভ বস্তু। বয়স হচ্ছে মনে হয়, কি যেন বলে ..ডিমেনশিয়া! আবারো ধন্যবাদ। ভাল থাকবেন।

২৮| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বিপজ্জনক ব্রীজ থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কি ?

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

ঢাকাবাসী বলেছেন: কিছু লোক আছে যারা এরকম বিপজ্জনক জিনিস ব্যাবহারে আনন্দ পায়। এই আধুনিক যুগে ওসব বিপজ্জনক ব্রীজকে সাধারণ করে ফেলা কোন ব্যাপারই না, তবু রেখে দিয়েছে ঐ কিছু মানুষের জন্য । পাঠ আর চমৎকার কথাগুলোর জন্য ধন্যবাদ কবি।

২৯| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:

চীনেরা ব্রীজ বানাচ্ছে খুবই কম খরচে।
চীনারা তো আমাদেরটাও বানাবে, দেখা যাক।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

ঢাকাবাসী বলেছেন: আজ্ঞে হ্যাঁ। মুস্কিলটা হল পৃথিবীতে ব্রীজ বা ফ্লাই ওভার বানাতে প্রতি কিলোমিটারে সবচাইতে বেশী খরচ করে বাংলাদেশ। আমাদের রেকর্ড সবকিছুতেই আছে! বানানোর খরচটা ওরা ঠিক করেনা আমরাই করে দিই মনে হয়, এর বেশী বললুম না। ঘাড়ে একটাই মাথা। ধন্যবাদ চাঁদগাজী।

৩০| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

ভিটামিন সি বলেছেন: চীনারা এত পাজি কেরে? এতো এতো ব্রীজ বানাইসে। আংগো জনৈক সাবেক মিনিস্টারকে ধার নিলেই ধাক্কায়া পাহাড়-পুহাড় ফালাইয়া দিত। পরে সেইখান দিয়া পিচের রাস্তা বানাইতো। আসলে চীনাগো মাথায় বুদ্ধি-সুদ্ধি ইট্টু কমই আছে।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

ঢাকাবাসী বলেছেন: চীনারা এদেশে যা করে আমাদের মন্ত্রী নেতা আমলাদের নির্দেশ মোতাবেকই করে। ভারত বা পাকিস্তানে যা খরচ হয় ঐ ব্রীজ বানাতে, আমাগো খরচ ওদের তিনগুন। চীনাগো মাথায় বুদ্ধিই নাই! ধন্যবাদ আপনাকে।

৩১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ভাবতেছি এইসব ব্রিজ চোখ বন্ধ করে পার হয়ে ইতিহাসে নাম লেখাবো

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

ঢাকাবাসী বলেছেন: চোখ বন্ধ করে পার হলে ভয়টা কম লাগবে মনে হয়, আমিও তাই করব ভাবচি! পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩২| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

প্রথমকথা বলেছেন: এমনিতে ছবি দেখে দম বন্ধ হয়ে আসছে, স্বচক্ষে দেখলে কি জানি কি হবে! ধন্যবাদ অনেক গুলো ঝুঁকিপূর্ণ ব্রীজ দেখানোর জন্য।

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৫

ঢাকাবাসী বলেছেন: আদতেই স্বচক্ষে দেখে চড়তে গেলেই ভয় এসে গ্রাস করে। ব্লগে আসার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.