নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

ঘুরতে গেছিলুম ইউরোপ- ৯

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪





উপরের ছবিতে দুরে দেয়ালে টাঙানো একটা মহিলার ছবি দেখছেন, ওটার বর্তমান বাজার মূল্য ৮২ মিলিয়ন ডলার ! আজ্ঞে হ্যাঁ আমি ওখানে গেছিলুম আর গিয়ে স্তম্ভিত হয়ে বসেছিলুম খানিকক্ষন। ছোট্ট একটা পেইন্টিংএর দাম প্রায় সাড়ে ছশো কোটি টাকা ( ৬৫০০০০০০০০.০০)! হ্যাঁ দুনিয়ার অন্যতম মুল্যবান পেইন্টিং মোনালিসার কথা বলছি।

সকালেই হোটেল থেকে বেরুলুম দুনিয়ার সবচাইতে দামী মিউজিয়ম ল্যুভ মিউজিয়ম দেখতে যাবো। ট্রেনে করে রিভোলি ল্যুভ স্টেশন আর সেখান থেকে হেঁটে মিউজিয়ামের গেটে পৌছে টিকিটের জন্য লাইন ধরলুম, টিকিটের দাম আমাদের দেশের তূলনায় কমই।
ল্যুভ বা ল্যুভ মিউজিয়াম পৃথিবীর অন্যতম বৃহত্তম আর সবচাইতে ধনী মিউজিয়াম এবং ঐতিহাসিক প্রসাদ।। এটা সীন নদীর তীরে অবস্হিত প্রকান্ড প্রাসাদ, যার ডিসপ্লে করা আয়তনই হচ্ছে প্রায় সাড়ে ছলাখ বর্গ ফুট। সেখানে রাখা আছে বিভিন্ন সময়ের প্রায় ৩৫০০০ বিভিন্ন পেইন্টিংস সহ অন্যান্য দুস্প্রাপ‌্য বস্তু।
বছরে প্রায় এক কোটি মানুষ এটা দেখতে আসেন যেটা পৃথিবীতে সর্বোচ্চ।
প্রাসাদটি দ্বাদশ শতাব্দীতে একটা দুর্গ ছিল যা বিভিন্ন সময়ে বাড়িয়ে বা সংস্কার করে আজকের মিউজিয়ামে রুপান্তর ঘটে। ১৬৮২ সালে সম্রাট চতুর্দশ লুই এই প্রাসাদ ছেড়ে ভার্সাইতে তাকার জন্য চলে যান তখন থেকে এটা রাজকীয় সামগ্রী প্রদর্শনেরর জন্য চালু হয়। ১৬৯৯ সালে এটাকে মিউজিয়াম হিসেবে ঘোষনা করা হয়। ১০ ই আগস্ট ১৭৯৩ তারিখে এটাকে পেইন্টিংস প্রদর্শনীর মিউজিয়ামে ঘোষনা করা হয়। তখন এটাতে ৫৩৭ টি পেইন্টিংস ছিল।
এটাতে এখন ৮ টি বিভাগ রয়েছে মিসরীয় সামগ্রী, পুর্ব দিকের সামগ্রী, গ্রীক, এট্রুসকান, রোমান, ইসলামিক, ডেকোরেটিভ পেইন্টিংস প্রিন্টস এবং আঁকা।


নূহাশ পল্লি নামক একটা শ্রীহীন পার্কে ঢুকতে যদি দু'শ টাকা লাগে তো সেটার তূলনায় পৃথিবীর সবচাইতে দামী আকর্ষনীয় মিউজিয়ামের টিকিটের দাম তো প্রায় মাগনা । এবারও আমার গাইড দেওয়ান সেবক এর টিকিট লাগলোনা, সে যথাযথ কাজ করেনা,. তার সঠিক আয় নেই তাই। তা বলে সেটা প্রমান করার জন্য একশোটা প্রথম শ্রনীর গেজেটেড অফিসারের সার্টিফিকেট লাগেনি।

বাংলাদেশে রাতের বেলা বউকে নিয়ে রিকশায় ঘুরলে কাবিন নামা নিয়ে ঘুরতে হবে! নাহলে আমাদের ডিএমপি পুলিশ বলবে তিনি যে আপনার স্ত্রী তার প্রমান কি? মিন মিন করলেই ব্যাস মাল ছাড়ুন।

এখানে বলে রাখি মিউজিয়ামে ঢোকার আগে কিছু খেয়ে দেয়ে ঢুকবেন আর পকেটে বেশ কিছু ইউরো রাখবেন। মিউজিয়ামটা ভাল করে পুরোটা দেখতে আপনাকে প্রায় ১৫ কিলোমিটার হাঁটতে হবে। সুতরাং মাঝে মাঝে বসার জায়গা আছে বসবেন আর কফি খাবেন। অন্য খাবার নেই। উপর নীচ করার সময় লিফট ব্যাবহার করতে পারেন তবে সেটা আমার কাছে ঝামেলার মনে হয়েছে।
ঢোকার মুখে কড়া নিরাপত্তা রয়েছে, আপনাকে চেক করেই ঢোকানো হবে তবে গায়ে হাত দেয়না কখনোই। আর ঢুকবার পর ভেতরে শুধুই দর্শক আর অদৃশ্য সিকিউরিটি রয়েছে। আপনাকে ডিসটার্ব করবেনা অবশ্যই। আর আছে কোটি কোটি টাকা দামের চিত্রকর্ম প্রাচীন শিলা ইত্যাদি অনেক কিছু যা বলে বোঝানো অসম্ভব।






মিউজিয়ামের ভিতরে।























-চলবে

মন্তব্য ৭৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: আর কত ঘুরবেন?

+++++

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

ঢাকাবাসী বলেছেন: যতদিন শরীরে আর ট্যাঁকে কুলোয় আর কি। প্রথম মন্তব্যকারীকে আমার আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।

২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

সুমন কর বলেছেন: চমৎকার !!

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮

ঢাকাবাসী বলেছেন: খুশী হলুম, ধন্যবাদ ভাই।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

রিনকু১৯৭৭ বলেছেন: চমৎকার। অসাধারণ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

আহলান বলেছেন: খুব সুন্দর ...

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা আর শুভেচ্ছা।

৫| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

ঢাকাবাসী বলেছেন: খুব খুশী হলুম। আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

মোস্তফা সোহেল বলেছেন: এসব হয়তো কখনও দেখা হবে না

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

ঢাকাবাসী বলেছেন: কেন ভাই? ইচ্ছে করুন তারপর চেস্টা করুন, ক্ষতি তো নেই! আপনার প্রতি শুভেচ্ছা রইলো।

৭| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: চমৎকার। অসাধারণ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৮| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



বাংলাদেশে রাতের বেলা বউকে নিয়ে রিকশায় ঘুরলে কাবিন নামা নিয়ে ঘুরতে হবে! নাহলে আমাদের ডিএমপি পুলিশ বলবে তিনি যে আপনার স্ত্রী তার প্রমান কি? মিন মিন করলেই ব্যাস মাল ছাড়ুন।

=p~ =p~ বাস্তবে এমন অভিজ্ঞতার শিকার হইছেন নাকি হাছা কইবেন কিন্তু ?

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, না ভাই আমি নিজে হইনি কারণ গিন্নীকে নিয়ে রিকশাতে ঘোরার বয়স আমার নেই। তবে আমার পরবর্তী প্রজন্ম ধৃত হয়েছিল রাতের বেলা এই বইমেলা থেকে রিকশাতে বাসায় আসার সময়। পরে আমার সাবেক তমঘাসহ পরিচয় দিয়ে বীর পুলিশ পুঙ্গবটিকে বোঝাতে হয়েছিল যে সাথের মহিলাটি আমার ভাতীজী। সাথে থাকার জন্য ধন্যবাদ।

৯| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

তার আর পর নেই… বলেছেন: নুহাশ পল্লীতে যাইনি, তারপরও শ্রীহীন শুনে ভালো লাগেনি। দুশ টাকা বেশি সেটা ঠিক।

আপনার ছবি আর বিভিন্ন রকম ছবি তার সাথে হালকা মাত্রার রসিকতা ভালো লেগেছে। +

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

ঢাকাবাসী বলেছেন: কোন তুচ্ছার্থে শ্রীহীন বলিনি ভাই, ভেতরের দেখার কিছুই নেই তারপরও ২০০ টাকা প্রবেশ মূল্য নেয়াটা অযেৌক্তিক সেটাই বলতে চেয়েছি। শ্রীহীন কেন বলেছি সেটার জন্য একবার গেলে ভাল হয়। আপনাকে দুঃখ দেয়ার জন্য আমি দুঃখীত, তবে একবার যান তারপর হয়তো বুঝবেন। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১০| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ভালো লাগলো। মিউজিয়াম ঘুরতে আমার খুব পছন্দ। মাত্র ঢাকা আর কোলকাতার টা ঘুরেছি :) । নতুন কোন মিউজিয়াম ঘুরে দেখার কোন চান্স দেখিনা |-)

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫

ঢাকাবাসী বলেছেন: প্রায় সব শহরেই মিউজিয়াম আছে। কাছের ইয়াঙ্গুন, থাইল্যান্ড, দিল্লী, সায়গন, লন্ডন বহু জায়গাতে যেতে পারেন। তবে ল্যুভ পৃথিবীর সেরা। আমার শুভেচ্ছা রইলো আপনার ভবিষ্যৎ মিউজিয়াম দেখার জন্য। ভাল থাকুন।

১১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আরেকটি পর্বের জন্য ধন্যবাদ অনেক অনেক..

আপনার টিকেটে আমরাও ফ্রি ঘুরে এলাম ;)

++++++++++++++++++++++

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাপস, অত্তোগুলো প্লাস! আমার সৌভাগ্য আপনি আনন্দ পেলেন। আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

১২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

চাঁদের অরণ্য বলেছেন: প্রথম শ্রনীর গেজেটেড অফিসারের সার্টিফিকে

এই বিড়ম্বনা যে আর কতদিন সহ্য করতে হবে কে জানে? খুব ভাল লাগল। আহা আমাদের যে কবে হবে এমন সুযোগ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা ভাই। অশিক্ষিতের দেশে এসব চলবেই। কিসের সুযোগ, প‌্যারিস যাবার? নিশ্চই হবে। আমার আন্তরিক শুভেচ্ছা আপনার জন্য থাকবে।

১৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ । ফ্রিতে ল্যুভ মিউজিয়াম দেখে নিলাম ! হা হা ।

অনেক ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ারে ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

ঢাকাবাসী বলেছেন: পড়া আর চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

১৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪

মহা সমন্বয় বলেছেন: :D B-) হা হা.. আপনাকে যা লাগছে না.. একেবারে মারাত্নক সুন্দর লাগতেছে। :)

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, কি যে বলেন ভাই, বুড়ো মানষের আবার সৌন্দর্য্য! পড়া আর হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

১৫| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন লাগলো

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

ঢাকাবাসী বলেছেন: খুব খুশী হলুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৬| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ লাগল, ঘুরতে থাকুন। :)

তা এই মুজেতে ঢুকতে কত ইউরো লাগে?

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ ঢোকার টিকিটের দাম ২৫ ইউরো। তবে ঢোকার পর মনে হবে ওটা কোন টাকাই না। প্রায় ৫- ৬ ঘন্টা ঘুরতে সময় লাগে! আবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

মহা সমন্বয় বলেছেন: না আপনি মোটেও বুড়ো নন। যারা আপনাকে বুড়ো ভাবে তারা তো কিছুই বুঝল না। তারা কি দেখে না এ্ই ব্যাক্তিটির মাঝেই লুকিয়ে আছে এক বিশাল অভিজ্ঞতার সমাহার আর চির তারুণের সৌন্দর্য !!! :)

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব শব্দ দিয়ে আপনার অপার ভাল লাগার কথাগুলো আমাকে মুগ্ধ করেছে, সেজন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা শুভেচ্ছা আর ধন্যবাদ। ভাল থাকুন চিরন্তর চিরকাল।

১৮| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:


লাটিমের কথা মনে পড়ল। ঘুরতে আছে তো আছেই।
একটু মজা করলাম। ;)


দারুণ। +
তবে নুহাশের সাথে বিশেষণটা ভালো পাই নি।



০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩

ঢাকাবাসী বলেছেন: দারুণ উপমা! ভাল লাগল। নুহাশ পল্লীকে আমিও ভালবাসি তার সৃস্টিকারক হুমায়ুন আহমেদকেও ভালবাসি। আমার ব্যাথাটা হচ্ছে ওখানকার বর্তমান কতৃপক্ষের চরম ব্যাবসায়ীক মনোবৃত্তি। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের কবরকে পুঁজি করে প্রতি দর্শকের কাছ থেকে শুধু প্রবেশ মূল্য দুশ টাকা করে নেয়াটা আমার অপছন্দ। ওখানকার দর্শক অধিকাংশই তরুন আর ছাত্র, তাদের কাছ থেকে ২০০ টাকা করে নেয়াটা কতখানি যৌক্তিক ভেবে দেখতে হবে। ফেসবুকেও আমি বলেছি, কেউ অপছন্দ করেনি। যাহোক এটা আমার ব্যাক্তিগত মত, আপনাকে দুঃখ দিয়ে থাকলে আমিও দুঃখীত। ভুলে যান ব্যাপারটা।

১৯| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকারতো বলতেই হবে ---

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪

ঢাকাবাসী বলেছেন: ভারি ভাল লাগল কথাগুলো। পড়া আর সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০

আবাব বলেছেন: ল্যুভ এর টয়লেটের ব্যাবস্হা অপর্যাপ্ত। বেশি কফি/পানীয় খেয়ে বিপদে পরার সম্ভাবনা আছে।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭

ঢাকাবাসী বলেছেন: তা ঠিক, তবে আমার কাছে একেবারে কম মনে হয়নি। হ্যাঁ তা একেবারে ঠিক বলেছেন, পানি পানীয় কম খাওয়াই ভাল। ১৫ কিলোমিটার হাঁটতে একটু এনার্জি হলেই চলে। পড়ে গুরুত্বপুর্ণ মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২১| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,



একটু দেরী করে লেখাটি দিলেন ।
তবে ল্যুভ এর সম্পর্কে যে ক'টা লাইন লিখেছেন তা পোষ্টটিকে ভিন্ন মাত্রা দিয়েছে । আবার তুলনা করতে গিয়ে যে কটাক্ষ্ করলেন তা একদম যথার্থ ।
আপনি ভাগ্যবান যে এমন দর্শনীয় একটি জায়গায় গিয়ে দূর্লভ শিল্পকর্ম দেখেছেন । কিন্তু ছবির সাথে শিল্পকর্মগুলো সম্পর্কে দু'চারটে লাইন থাকলে ভালো হোতনা !

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই একটু দেরী হলো তার জন্য আমার অসুস্হতা আর খানিকটা আলসেমী দায়ী। ল্যুভ এ প্রতিটি ছবি শিল্পকর্ম একেকটা ইতিহাস। পৃথিবীর সেরা শিল্পীদের আঁকা সব ছবি আর ঐতিহাসিক ভাস্কর্য শিল্পকর্মের সমাহার ওখানে। শুধু মোনালিসাকে নিয়ে কুড়ি পাতা লেখা যায়। সেখানে চিত্রকর্ম আছে প্রায় ৩৫০০০, আমার মত নগন্য দর্শক আর অপটু লেখক ল্যুভ নিয়ে লিখবে আর সেই লেখার প্রতি সুবিচার করতে পারবে সেটা বলার ধৃস্টতা আমার হবেনা। তাই আমার জন্য ওসব বাদ। হ্যাঁ ভাই অবশ্যই আমি নিজেকে অপার ভাগ্যবান মনে করছি এসব দুর্লভ বস্তু দেখতে পেরেছি বলে। আপনার সুন্দর ভালবাসাপূর্ণ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন চিরন্তর।

২২| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৭

কালনী নদী বলেছেন: লুভর মিউজিয়াম দেখার অনেক স্বাদ ছিল, বিশেষ করে দ্য ভিন্ঞি কোড পড়ার পর থেকে।
আপনার পোস্ট দেখে পিপাসার্থ মনের স্বাদ অনেকটাই পূর্ন হলো।
ঠিকই বলছেন দেশের পার্ক বা আমাদের মনমানসিকতা থেকে ইউরোপিয়ানরা অনেক বেশিই উন্নত।
তারা পয়সা কে নয় ঙ্গানবে যথাযত মূল্যায়ন করতে জানেন।
ভালো লাগা রইলো!

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

ঢাকাবাসী বলেছেন: আপনার সুন্দর কথাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: হিংসে হচ্ছে , মাইরি বলছি------- কবে যে সুযোগ হবে !! লাল টি শার্টে খুব দেখাচ্ছে !!

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

ঢাকাবাসী বলেছেন: আরি কি যে বলেন~! আপনার জন্য প‌্যারিস কোন ব্যাপারই না, জাস্ট ইচ্ছে করুন তারপর দেখবেন সব অটোমেটিকালি হচ্ছে, বিলিভ মি। ওমা তাই নাকি, লাজে মরে যাই! সুন্দর আন্তরিক কথাগুলোর জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

রাশেদ রাহাত বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য। পাশাপাশি নিজের জন্যে ও দোয়া করছি। যেন আল্লাহ্ আমাকে ধর্য্য ধরার তৈফিক দান করেন।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

ঢাকাবাসী বলেছেন: আমিও আপনার জন্য দোয়া করছি, তবে ধৈর্য ধরার ব্যাপারটা ঠিক ধরতে পারিনি! অনেক ধন্যবাদ আপনাকে।

২৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আহ্হা ব্রাদার করলেন কি! সেই সাড়ে ছ'শো কোটি টাকার সুহাসিনী মহিলার ছবিটা নিয়ে আসবেন না?

I. M. Pei এর গ্লাস পিরামিডের আরও দু'একটা ছবি ঢোকালে তো আমিও বাহ্ বা দিতে পারতাম।

একটু জোক করলাম। পরিশ্রম করে পোস্ট রেডী করে সবার সামনে পেশ করার জন্য অশেষ ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২

ঢাকাবাসী বলেছেন: ঘাবরে গেছিলুম, তারপর ভাল লাগল আপনার চমৎকার উৎসাহদানকারী মন্তব্য। ছবি তো আইফোনে ম্যালা ছিল, তবে সামুর পোস্টের সীমাবদ্ধতার কারণে সব ছবি দিতে পারিনি। আপনার ভাল লেগেছে জেনে আম্মো খুশি হলুম। কষ্ট করে পাঠ ও মন্তব্য করার জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২৬| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার ভ্রমন পোস্ট।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল কথাগুরো আর সেজন্য রইলো আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। অনেকদিন দেখিনি আপনাকে।

২৭| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০০

জুন বলেছেন: ফরাসী আর বৃটেন দুই লুটেরা দেশ বহু প্রাচীন সভ্যতার নিদর্শন লুট করে এনে তাদের মিউজিয়াম সাজিয়েছে। কায়রো মিউজিয়াম দেখতে গিয়ে শুনলাম এটা বৃটিশ মিউজিয়ামে তো রসেট্টা শিলালিপি ফ্রান্সে। নেপোলিয়ান নিয়ে গিয়েছিল। ক্যম্বোডিয়া যাদুঘর দেখতে গিয়ে আরো অবাক। মিউজিয়ামের ভেতরে সবাই ছবি তুলছে যা আর কোথাও শুনি নি। কারন কি! কারন এগুলো বেশিরভাগই রেপ্লিকা। আসলগুলো ফ্রান্সে ল্যুভে। তাদের দন্ড মুন্ডের মালিক থাকার সময় হাজার বছরের প্রাচীন সব ঐতিহ্য লুট করে নিয়েছে,বিশেষ করে এংকরের সব দুর্লভ সামগ্রী। তবে এর একটা দিক ভালো তা হলো ভালোভাবে সংরক্ষণ হচ্ছে ঢাকাবাসী। অযথা বকবকের জন্য ক্ষমাপ্রার্থনা।
আপনার লেখাটি অনেক ভালো হয়েছে সাথে ছবিগুলো । অরিজিনাল মোনালিসার ছবিটা ভালোলাগলো। আমি ইটালীতে রেপ্লিকা দেখে এসেছিলাম।
+

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২

ঢাকাবাসী বলেছেন: অনেক দামী কথা উঠে এসেছে আপনার লেখাতে। ইঙ্গ ফরাসীরা অনেক কিছু লুঠ করে নিয়ে গেছিল তা যেমন ঠিক আবার তেমনি এটাও ঠিক যা আপনি নিজেও বলেছেন যে, ওরা নিয়েছিল বলেই আজ প্রতি বছর ১০- ১২ মিলিয়ন লোক ওগুলো আস্ত দেখছে- মনের আনন্দটা বাড়াতে পারছে। ৮২ মিলিয়ন ডলারের চিত্রকর্মটা কাম্বোডিয়া বা লালবাগে কি অবস্হায় থাকত একবার ভাবুন তো। নির্ঘাৎ কোন নেতা নেত্রীর বাড়ীতে শোভা পেত! হয়ত তাই বা হয়তো বা আমি ভুল। ল্যুভ এ মোনালিসার চাইতে শতগুন সুন্দর চিত্রকর্ম ম্যালা আছে মানে আমার কাছে মোনালিসার ছবি অতোটা আকর্ষনীয় মনে হয় নি। তবে দেখে ধন্য হয়েছি তা বলতে পারি। আপনার চমৎকার কথাগুলোর জন্য আপনাকে আবার আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

২৮| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০২

আরজু নাসরিন পনি বলেছেন:

অনেকের শরীর আর ট্যাঁক থাকার পরও মানসিকতা থাকেনা...
আপনার এই মানসিকতা খুব ভালো লাগে ।

পোস্টে অনেক কিছু না গিয়েও দেখতে পেলাম, সেজন্যে অবশ্যই প্লাস।
শুভেচ্ছা রইল।

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

ঢাকাবাসী বলেছেন: ভারি ভাল লাগল আপনপার কথাগুলো। হ্যাঁ মানসিকতাটা একটা বড় ফ্যাকটর, একেকজনে একেকটা করে আনন্দ পাবেন এটাই স্বাভাবিক বলে আমার মনে হয়। আপনাকে কিছুটা আনন্দ দিতে পেরে আমি ধন্য। পড়া আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো। ভাল থাকুন চিরকাল।

২৯| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৬

কালীদাস বলেছেন: ল্যুভর এত বড়? প্যারিসে গেলে আর যাই করি এইটাতে যাব না তাহলে ;)

বাইদ্যাওয়ে, নুহাশ পল্লী কে শ্রীহীন না বললেও ওভাররেটেড বলব। এবং মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশে অনেক কোটিপতি সেইম জিনিষ ক্রিয়েট করেছে দেশের বিভিন্ন জায়গায়, বেশিরভাগই ঢাকার আশেপাশে :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

ঢাকাবাসী বলেছেন: নূহাশ পল্লীর দুচারটে গাছ আর মাটি দেখিয়ে দিয়ে বেশ টুপাইস কামাচ্ছে! ধন্যবাদ আপনাকে।

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

প্রামানিক বলেছেন: ছবি বর্ননা খুবই ভাল লাগল। ধন্যবাদ বড় ভাই। সামনে এরকম আরো পোষ্ট চাই।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ছড়াকার ভাই।

৩১| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩

সায়ান তানভি বলেছেন: দারুন ভ্রমন কাহিনী, ছবিগুলো অনবদ্য, চমৎকার।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতে আমার লেখার সার্থকতা। পাঠ আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন

জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২

আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।


মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব ভাল লাগল , এত দিন দেখেছি মোনালিসার ছবির ছবি আজ আপনার ব্লগে ঢুকে দেখলাম অরজিনাল ছবির ছবি
ঢাকাবাসী আপনাকে ধন্যবাদ,,,

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: ব্লগে এসে পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



দিনে কাজে গিয়ে মাছি মারি, রাতে ব্লগে পড়ি আর মশা মারি; আপনি ইউরোপ ঘুরেন, সিক্রেট কোথায়?

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, প্রথম দুটো কাজ আমি প্রায় পন্চাশ বছর করলুম তো! আর এখন যা আছে সেগুলো না জমিয়ে আন্ডা না পারিয়ে ঐ টাকা দিয়ে বাকী জীবনটা এভাবে যতটুকু পারা যায় সেভাবে কাটাবার ইচ্ছে ছিল। চেস্টা করুন, আপনি আমার চাইতোে ভাল পারবেন, আমি জানি। আন্তরিক ধন্যবাদ ব্লগে এসে মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।

৩৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

দেবজ্যোতিকাজল বলেছেন: অজানাকে জানলাম

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

ঢাকাবাসী বলেছেন: আপনাকে জানাতে পেরে আমি ধন্য হলুম। ব্লগে এসে পড়া আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

সাথিয়া বলেছেন: ছবির দাম এত!! লেখায় ভালোলাগা ভাইয়া।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা, একটা মহিলার পোর্ট্রেট ছবির দাম এতো হতে পারে? ব্যাটারা পেয়েছে কি? যাহোক, আপনার ভাল লাগায় আমার আনন্দ আর আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৩৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

হুকুম আলী বলেছেন: আপনার ভ্রমণ কাহিনী এবং ছবি আমার কাছে খুব ভাল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.