নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে ব্যায়বহুল ট্রেন ভ্রমন

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ট্রেন ভ্রমন কতটা ব্যায়বহুল হতে পারে! আসুন দেখি:


উপরের ছবিটা হলো ভারতের পৃথিবীখ্যাত 'মহারাজা এক্সপ্রেস' নামের বিলাসবহুল ট্রেন।
ভারতের উত্তর পশ্চিম থেকে মধ্য ভারতে চলে। সাত রাত আট দিনে এটা দিল্লী থেকে আগ্রা- রাথামবোর-জয়পুর-উদয়পুর- বালাসিনর হয়ে মুম্বাই পর্যন্ত যাতায়াত করে।
অবশ্য বিভিন্ন ভ্রমনসুচি আছে, ৬ দিন সাত রাতের ভ্রমন।
এবার ভাড়াটা শুনুন।
ভাড়া হলো মাথাপিছু সর্বোচ্চ ২৩৭০০ ডলার! প্রেসিডেনসিয়াল স্যুটের ভাড়া। সর্বোচ্চ ভাড়া।
আজ্ঞে ট্রেন ভাড়া সাড়ে আঠারো লাখ টাকা!

এটাতে ২৩ খানা বগী আছে এগুলোতে মোট ৮৮ জন যাত্রী ভ্রমন করতে পারে।
এতে একটা প্রেসিডেন্সিয়াল স্যুট (সাড়ে আঠারো লাখ টাকার) , ১৮ টা জুনিয়র স্যুট, ২০ খানা ডিলাক্স কেবিন আর ৪ টা স্যুট।
প্রেসিডেনশিয়াল স্যুটে একটা লিভিং কাম ডাইনিং রুম, এটাচড বাথ সহ দুটো বেডরুম, মিনি বার, টিভি, নিজস্ব রান্নাঘর লাইন্জ ইত্যাদি সহ আরো অত্যাধুনিক সব ব্যাবস্হা।
মহারাজা এক্সপ্রেসের আরো ক'টা ছবি দেখুন:



উপরেরটা 'গোল্ডেন ঈগল ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস ' রাশ্যান ট্রেন, মস্কো থেকে ভ্লাদিভোস্টক যাতায়াত করে।
প্রতি ট্রিপ ১৫ দিন ১৪ রাতের ভ্রমন। প্রতিজনের ভাড়া প্রতি রাতে ২১৪২ ডলার! মানে পুরো ভ্রমনের দাম ২৩ লাখ টাকা। এটাতে ইম্পিরিয়াল স্যুট, গোল্ড ক্লাশ আর সিলভার ক্লাশ এই তিনটা শ্রেনী আছে।
স্যুট গুলোতে বিশাল বেড, বসার জায়গা, অত্যাধুনিক বাথরুম, বার, নিজস্ব ক্রু সবই আছে।


উপরে দেখছেন 'রয়েল স্কটসম্যান ', ভাড়া প্রতি জনে প্রতি রাতে ২১২৬ ডলার।
এটা ৮ দিন ৭ রাতে বৃটেন দেখাবে। তাহলে পুরো ভ্রমনের খরচ দাঁড়ালো ২১২৫*৮= ২৩ লাখ টাকা!
এটা ৩৬ জন যাত্রি বহন করে।
এতে ৫ টা স্টেটরুম কার ২ টা ডাইনিং কার, একটা অবজার্ভেশন কার, এবং একটা ক্রু কার।
কেবিনগুলোতে আরামদায়ক বিছানা বাথরুম বসার ঘর মিনি বার সব আছে।


এটা 'রোভোস রয়েল প্রাইড অফ আফ্রিকা' ট্রেনটা দ.আফ্রিকার কেপটাউন থেকে প্রিটোরিয়া যায়।
মাথা পিছু ভাড়া প্রতি রাতে ২০৭৫ ডলার!
মোট ৭২ জন ভ্রমন করতে পারেন।
প্রতিটা কেবিন বিলাসবহুল সাজসজ্জা দিয়ে সজ্জিত।
এতে রয়েল স্যুট, ডিলাক্স স্যুট এবং পুলম্যান স্যুট রয়েছে। প্রতিটা কেবিনে এসি, বাথরুম বার সবই আছে।


ভেনিস সিম্পলন ওরিয়েন্ট এক্সপ্রেস।
ট্রেনটি প্যারিস-- ইস্টানবুল বা ইস্টানবুল-- ভেনিসে চলাচল করে।
মাথা পিছু ভাড়া সর্বোচ্চ প্রতি রাতে ১৯০০ ডলার।
এতে ১৭ টা প্রথম শ্রেনী বগী আছে যাতে ১৮৮ জন যাত্রী ভ্রমন করতে পারে।
প্রতিটা বিলাসবহুল কেবিনে সিঙ্গল বেড, লাউন্জ, ট্রেনের নিজস্ব আলাদা বার রেস্টুরেন্ট রয়েছে।


উপরেরটা হল ইস্টার্ণ ওরিয়েন্টাল এক্সপ্রেস।
ট্রেনটা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ও লাওসের মধ্যে চলে। ভ্রমনটি ৭ দিন ৬ রাতের, ভাড়া মাথা পিছু প্রতি রাতে ১৫৮৩ ডলার।
এতে দুটো রেস্তোরা আছে যা প্রত্যেক যাত্রীকে লান্চ ও ডিনার দিবে আর সকালের নাস্তা ফল চা কফি রুমেই দেয়া হবে।


রয়েল কানাডিয়ান প্যাসিফিক,
মাথা পিছু ভাড়া প্রতি রাতে ১৪৪২ ডলার। কানাডিয়ান প‌্যাসিফিক রেলওয়ে পরিচালিত পাচ রাত ছয়দিনের বিলাসবহুল ভ্রমন দুনিয়া অন্যতম ব্যায়বহুল ভ্রমন।

ব্লু ট্রেন।
এটা প্রিটোরিয়া- কেপটাউন বা প্রিটোরিয়া--ভিক্টোরিয়া জলপ্রপাত, পোর্ট এলিজাবেথ- কেপটাউন এবং প্রিটোরিয়া - নেলসপ্রুট পথে চলাচল করে।
দু রাতের ভ্রমন।
ভাড়া মাথা পিছু সর্বোচ্চ প্রতি রাতে ১২১৭ ডলার।


ইনডিয়ান প্যাসিফিক।
ভাড়া মাথা পিছু সর্বোচ্চ প্রতি রাতে ১১৯৮ ডলার।
চার দিন তিন রাতের পথ।
এটা গ্রেট সাউদার্ণ রেল অফ অস্ট্রেলিয়া পরিচালনা করে।
ট্রেনটি সিডনী- এডিলেইড- পার্থ পথে চলাচল করে।
মোটামুটি ৪৩৫২ কিলোমিটার পথ, সিডনী থেকে পার্থ।
এটাতে তিনটি শ্রেনি আছে প্লাটিনাম সার্ভিস, গোল্ড সার্ভিস এবং রেড সার্ভিস।
এটাতে ৮৮ জন প্রথম শ্রেনী আর ৬৪ জন ইকনমি শ্রেনীতে ভ্রমন করেন। কেবিসনে নিজস্ব বাথরুম ডবল বেড সহ প্রচুর জায়গা আছে।

তা কি ঠিক করলেন, কোনটা দিয়ে যাত্রা শুরু করবেন?
সুত্র: Click This Link

মন্তব্য ২৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৬

অশ্রুকারিগর বলেছেন: দেখেই গেলাম। এই রকম ব্যয়বহুল ট্রেন ভ্রমণের ইচ্ছা নাই।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০০

ঢাকাবাসী বলেছেন: ভাই এটা শুধু জানার জন্য বা আড্ডাতে গল্প করার জন্য। এসব ট্রেনে আমার মত সাধারণ পাবলিক স্বপ্নেও চড়েনা! আপনাকে ধন্যবাদ।

২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত বিলাসবহুল ও ব্যয়সাধ্য ট্রেনে ভ্রমণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০১

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। এগুলো দুর্ণীতিবাজ আমলা নেতা মন্ত্রীদের জন্য আর ব্যাংকারদের জন্য যারা এক ডিলেই শত কোটি টাকা কামাই করে! পড়ার জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১০

সুমন কর বলেছেন: আমি যাবু না.... :(

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩

ঢাকাবাসী বলেছেন: না গেলে কি আর করা! ভারতীয় রেলের কিছুটা আর্থিক ক্ষতি তো হলই। পড়েছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ।

৪| ০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: যে স্বপ্ন দেখালে বন্ধু, মায়াজালে পড়ে গেছি বাধা
স্বপ্ন যতটা আছে আমার, সামর্থ তার আধা আধা।

ধন্যবাদ নিন।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৫

ঢাকাবাসী বলেছেন: বেশ ছন্দ দিয়ে মন্তব্য। ভাল লাগল। আরি আমরা তো দুরের কথা অনেক বাঘা বাঘা মালদাররাও ওসব ট্রেনে উঠতে সাহস পাবেনা, বাঙালি তো নয়ই। ধন্যবাদ আপনাকে।

৫| ০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: সবকিছু আছে ঠিকঠাক তবে যেই দেখেছি ভাড়া
পেছন থেকে ভাগ্য এসে দিয়েছে বিষম তাড়া।
লাফিয়ে উঠে বলেছি তাকে পারব না কেন বল
পরিশ্রমে দেহের রক্ত এখনই করিব জল।
ভাগ্য এসে মাথা নত করে বলিল শেষে, যাঃ
এই যে আমি রওনা হলাম এই বাড়ালাম পা।
টিকিট কাটার জই ঝামেলা সব লয়েছি কাঁধে
নিয়ত আমার সেখান থেকে উঠবো গিয়ে চাঁদে।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা মিলিয়ে ভাল বলেছেন। ধন্যবাদ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সাহসী সন্তান বলেছেন: বেশ ইন্টারেস্টিং একটা বিষয় উপস্থাপন করেছেন ভাই! তবে ভাড়ার কথা পড়ে তো দাঁত কপাটি লেগে যাবার যোগাড়! :P আপাতত যাওয়ার ইচ্ছা নাই! দেখি গেলে জানিয়ে যাবোখন! ;)

শুভ কামনা রইলো!

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৮

ঢাকাবাসী বলেছেন: উপরে কোথাও বলেছি ঘুষখোর আমলা বা ২০% কমিশনখোর নেতা মন্ত্রী ছাড়া এসব ট্রেনে কেউ উঠতে পারবে বলে মনে হয় না। আপনাকেও ধন্যবাদ আর শুভেচ্ছা।

৭| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

সিগনেচার নসিব বলেছেন: জেনে রাখলাম !
পোস্টের জন্য ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯

ঢাকাবাসী বলেছেন: যান একবার ঘুরে আসুন, খারাপ না! পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৮| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০২

মাদিহা মৌ বলেছেন: ট্রেন তো নয় যেন ফাইভ স্টার হোটেল!

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০১

ঢাকাবাসী বলেছেন: মনে হয় আরো বেশী। ঢাকার ৫ স্টার হোটেলগুলোর গড়ে দৈনিক ভাড়া ১০,০০০ থেকে উপরের দিকে যা মহারাজার ভাড়ার চাইতে অনেক কম। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

মহা সমন্বয় বলেছেন: আমি টসকি খেয়ে পড়ে গেলাম, জ্ঞান হারিয়ে ফেললাম |-) এও কি সম্ভব? :-< এত তথ্য আগে জানতাম না।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: যাক এখন তো জানলেন, আর এতে আমি পোস্ট করে ধন্য হলুম। তা কবে যাচ্ছেন 'মহারাজা'তে? পারলে ঘুরে আসুন। আমি কিন্তু পারিনি! পাঠ ও চমৎকার আন্তরিক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন ব্যয়বহুল ট্রেন ভ্রমণের কথা জানা ছিলো না; যেন রাজা-বাদশাহদের কাজ-কারবার!
অস্থির পোস্ট!

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: আসলেই রাজা বাদশাহদের কারবার! মাগার মানুষ যাচ্ছে ঘুরছে। মাইকেল জ্যাকসন, টম ক্রুজ ... ম্যালা লোক ওসবে ঘুরেছে আর এখনও ঘোরে! ধন্যবাদ আপনাকে।

১১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৫

নীলপরি বলেছেন: যেতে তো পারবো না । :(

দেখানোর জন্য অনেক ধন্যবাদ । পোষ্টে ++

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

ঢাকাবাসী বলেছেন: হয়তো বা যাওয়াটা আমাদের মত লোকের জন্য সিম্পলি অসম্ভব! পাঠ ও প্লাসের জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৭

প্রামানিক বলেছেন: ভাড়া শুনেই খুশি হলাম, চড়ার ইচ্ছা নাই।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯

ঢাকাবাসী বলেছেন: আমারও চড়ার ইচ্ছে নেই। ধন্যবাদ।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৪

পথহারা মানব বলেছেন: এত কম ভাড়ার ট্রেনে মাইনষে উঠে !!!

তার উপর মানুষের কোলাহল নাই, ফেরিওয়ালাদের আওয়াজ নাই, ট্রেনে উঠার ঝাপাঝাপি নাই, ট্রেনের ছাদে উঠে গলা ছেড়ে গান গাওয়ার মাতলামি নাই, আর যখন নিজের প্রানের মাতৃভূমির আশটেঁ মাটির গন্ধ নাকে পৌছে তখন হুড়োহুড়ি করে নামার মত যে আনন্দ... তা নাই!!

তখন আমার দেশের তিস্তা, পারাবত, সূবর্ন, এগারসিণ্দুর, হাওর, বিজয়ের মত মমতামাখা ট্রেনের ছাদই আমার কাছে প্রেসিডেন্সিয়াল স্যুট, ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে খাওয়াই আমার কাছে বিলাসবহুল ডাইনিং টেবিলে খাওয়া আর বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা দেওয়া বারে বসে ড্রিংক করার চেয়েও বেশি কিছু।

তখন আমি আমার দেশের ট্রেনে চড়তেই ভালবাসব।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

গেম চেঞ্জার বলেছেন: ভাল পোস্ট! (+)

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: 'মহারাজা এক্সপ্রেস' এর সামনের অংশটা দেখতে পারলাম না

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪০

সোহানী বলেছেন: পথহারা মানব বলেছেন: এত কম ভাড়ার ট্রেনে মাইনষে উঠে !!!
তার উপর মানুষের কোলাহল নাই, ফেরিওয়ালাদের আওয়াজ নাই, ট্রেনে উঠার ঝাপাঝাপি নাই, ট্রেনের ছাদে উঠে গলা ছেড়ে গান গাওয়ার মাতলামি নাই, আর যখন নিজের প্রানের মাতৃভূমির আশটেঁ মাটির গন্ধ নাকে পৌছে তখন হুড়োহুড়ি করে নামার মত যে আনন্দ... তা নাই!!

হাহাহাহা ঠিক তাই । আমাগো কমলাপুরই ভালো। যাহোক বিলাশবহুল ট্রেন না সাধারন মানের ট্রেন এ করে সুইজারল্যান্ড থেকে ফ্রান্স হয়ে জার্মানীতে গেছিলাম..আহ্ অসাধারন দৃশ্য দু'পাশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.