নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

মারফি\'স ল আর কিছু আজব কিন্তু বাস্তব নিয়ম

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫



#ল অফ মেকানিকাল রিপেয়ার: আপনি মেকানিকাল কাজ করার সময় যখন আপনার হাত কালি ঝুলি গ্রীজ দিয়ে মাখামাখি ঠিক তখনি আপনার নাক চুলকাবে বা আপনাকে বাথরুম যেতে হবে।

######

############ ল অফ গ্র্যাভিটি: হাত থেকে একটা স্ক্রু, নাট, বোল্ট বা স্ক্রু ড্রাইভার পড়ে গেলে সেটা রুমের সবচাইতে দুর্গম জায়গাতে হয়ত আলমারির নীচেই চলে যাবে।

###### ল অফ রেনডম নামবার: যদি আপনি ভুল নম্বরে ডায়াল করেন তাহলে কখনোই আপনা বিজি টোন পাবেন না,কেউ না কেউ উত্তর দিবেই!


###### ল অফ এলিবাই: আপনি যদি অফিসে বসকে বলেন যে আপনার গাড়ীর চাকা পাংচার হওয়াতে আপনি দেরীতে এসেছেন তাহলে পরদিন আপনার গাড়ীর চাকা নির্ঘাৎ পাংচার হবে। ### #########

######### ভেরিয়েশন ল: আপনি কোথাও কোন কাজে লাইনে দাঁড়িয়েছেন, ওখানে আরো লাইন আছে আরো লোকজন দাঁড়ানো, আপনি দেখলেন অন্য আরেকটা লাইন আগে যাচ্ছে মনে হয় আর আপনি যদি লাইন পরিবর্তন করেন, টাকা তুলতে ব্যাংকে বা টিকিট কাটতে কমলাপুরে বা রোডে গাড়ূী চালাবার সময়, তাহলে যে লাইনটা আপনি ছেড়ে এসেছেন সেটা নির্ঘাৎ আপনার এখনকারটার চাইতে আগে যাবে!

###############

###### ল অফ বাথ: গোসলখানায় ঢুকবার পর যখন আপনার সারা গা ভেজা ঠিক তখনই আপনার টেলিফোন বাজবে!###

######### ল অফ ক্লোজ এনকাউন্টার: আপনি আপনার ২০ বছর আগের বান্ধবীকে নিয়ে বেড়াতে গেছেন রেস্তোরাতে আর নিশ্চই আপনি চাইবেন না আপনার গিন্নী দেখুক। ব্যাস আপনাকে আপনার গিন্নী দেখতে পাওয়ার চান্স ৭০% বেড়ে যাবে!#

##### ল অফ রেজাল্ট: কাউকে দেখাতে চাইছেন যে মেশিনটা কাজ করেনা, স্টার্ট দিলেন তো দেখবেন ঠিক তখনই ওটা কাজ করছে!

######ল অফ বায়োমেকানিকস: আপনার শরীরের যে জায়গাটা হাত থেকে বেশি দুরে সে জায়গাতেই বেশী চুলকাবে!####


##ল অফ এরাইভাল: নাটক দেখতে বসেছেন, যার সিটটা সবচাইতে ভিতরে সবচাইতে দূরে সেই সবচাইতে শেষে আসবে।

######

######স্টার বাকস ল: আপনি যখনি একটা চায়ের কাপ নিয়ে আয়েশ করে চা খেতে বসলেন তখনি আপনার বস একটা কাজ দিবে, আর সেটা শেষ হতে হতে চা ঠান্ডা কুলফি!




ল অফ লকার: লকার রুমে মাত্র দুজন লোক থাকলে তাদের লকার দুটো পাশাপাশিই হবে!

ল অফ ফিজিকাল সারফেসেস: জ্যাম মাখানো স্যান্ডউইচটা পড়ে গেলে তার জ্যামের দিকটাই নীচে আগে পড়বে, কার্পেটটা বা ফ্লোরটা ময়লা করে দিয়ে। ।

############

#########ল অফ ফিজিকাল এপিয়ারেন্স: আপনার যে কাপড়টা সবচাইতে সুন্দর ফিট করেছে সেটা সবচাইতে বাজে কুৎসিত কাপড়।

উইলসন'স ল অফ কমার্শিয়াল মার্কেটিং স্ট্যাটেজী: আপনি যখনি কোন প্রোডাক্ট পছন্দ করতে শুরু করলেন তখন থেকে এটা কোম্পানী বানানোই বন্ধ করে দিবে!

#########

ডকটর'স ল: আপনার শরীরটা ভাল লাগছেনা, আপনি ডাক্তারের সাথে একটা এপয়েন্টমেন্ট করলেন। যতক্ষনে আপনি যাবার জন্য তৈরী হলেন ততক্ষনে আপনার ভাল লাগতে শুরু করেছে, আপনি সুস্হ । এপয়েন্টমেন্ট না করেন দেখবেন আপনি আরো অসুস্হ হচ্ছেন!

##

##ল অফ প্রোবাবিলিটি: চারটে আলমারির চারটে চাবি সবগুলোই দেখতে প্রায় একরকম । প্রতিটাতে একটা করে লাগে। আপনি যখনই কোন আলমারী খুলতে যাবেন প্রথমবারে জীবনেও সঠিক চাবী লাগবেনা। তিন নম্বর বা চার নম্বরে গিয়ে রাইট হবে।



জরুরী কাজ আধা ঘন্টার মধ্যে ধানমন্ডি থেকে মতিঝিল যাওয়া দরকার আর ঐদিন ট্রাফিক জাম টা আরো বেশী হবে।



পুনশ্চ: উপরের ল'গুলো কোন স্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত স্বীকৃত তত্ব নয়!






মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:




ল'অব নেচারেল লুজার: আমি খেলায় যাকে/যেই দলকে সাপোর্ট করি, তারা পরাজিত হয়।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

ঢাকাবাসী বলেছেন: ভারি মজার তো! বেশ ভাল লাগল। প্রথম পাঠক আর মন্তব্যকারী হিসেবে আন্তরিক ধন্যবাদ।

২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১

গেম চেঞ্জার বলেছেন: আমার বেলায় মাঝে মধ্যেই কার্যকরী হয়ে পড়ে। :(

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৮

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর অধিকাংশ মানুষের বেলাতেই খাটে। অনেক অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মারফি'স ল নিয়ে লোক মুখে শোনা ছিল। আজকে অনেক গুলোই জানলাম। চমৎকার পোস্ট। প্লাস পাওনা আপনার!

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

ঢাকাবাসী বলেছেন: পড়েছেন আবার প্লাস দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০

এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন ত ।
পোষ্টে ভালা লাগা ইউরোপবাসী :) :)

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

ঢাকাবাসী বলেছেন: ইরি ভাই আমিতো ঢাকাবাসী, ইউরোপবাসী নই। পোস্ট ভাল লেগেছে জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী,




এই যেমন আপনার এই মজার বাস্তবের
পোস্টে কমেন্টের জন্য ঢুকতে চাইলুম আর সাথে সাথেই লগ আউট ... হে....হে.....হে....

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৬

ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না এর নাম বাংলাদেশ। এটার কিছু নিজস্ব সমস্যা রয়েছে। হে হে হে । আন্তরিক ধন্যবাদ।

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

তুষার সুমন বলেছেন: হুমায়ুন আহমেদ স্যারের বইয়ে সর্বপ্রথম মারফি'স ল বিষয়টা পড়েছিলাম। আজ বিস্তারিত জানলাম। সারাদিন পড়া-শোনা করে যেই মোবাইল্টা হাতে নিব তখনই বাবা অথবা মায়ের আগমন ঘটবে। অনেক ধন্যবাদ পোস্টের জন্য।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

ঢাকাবাসী বলেছেন: বাস্তব জীবনে এরকম অনেকের ঘটে। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।
সত্যিই এগুলান।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫

ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: হাহাহাহাহা........বেশ মজার তো !!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে সুমন কর।

৯| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩১

দূর দ্বীপবাসী বলেছেন: ল অফ প্রোপোজাল : যে মেয়েটি আপনার যোগ্য নয়,তবুও তাকে প্রস্তাব দিতে যাবেন,দেখবেন সে একটু বেশিই এভয়েডের ভান করছে।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫০

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। ভাল লাগল নতুন ল'টা। আপনাকে ধন্যবাদ।

১০| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

প্রামানিক বলেছেন: কথাগুলোর সাথে বাস্তবের অনেক মিল আছে। ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫১

ঢাকাবাসী বলেছেন: বাস্তব থেকে জোড়া দিয়েই এগুলো বানানো হয়েছে মনে হয়! আপনাকেও অনেক ধন্যবাদ ছড়াকার।

১১| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

হাসান মাহবুব বলেছেন: ল অফ বিগ কমেন্ট ইন ব্লগ- সারাদিন ব্লগে টিপিক্যাল কমেন্ট করে বেড়াতে পারবেন নির্বিঘ্নে, কিন্তু যখন একটি বিশ্লেষণী কমেন্ট করতে যাবেন, তখনই ব্লগ হ্যাং, কমেন্ট হাপিশ!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: হা হা হা দারুণ বলেছেন। আসলেই তা হয়। রাগ হলেও কিচু করার নেই । অনেক ধন্যবাদ।

১২| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

বাংলার জামিনদার বলেছেন: প্রত্যেকটা কেসই ঠিক। নো ডাউট। লেখার জন্য ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬

শেয়াল বলেছেন: দুনিয়াটা বড়ই বিচিত্র !

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

ঢাকাবাসী বলেছেন: তাতো বটেই! ধন্যবাদ আপনাকে।

১৪| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যামনে কী! আমার ক্ষেত্রে তো সবগুলোই খাটে!

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪

ঢাকাবাসী বলেছেন: তাহলে দেখুন এসব তো জ্ঞানী লোকদের গবেষনার ফলই, তাইনা? অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

রোদেলা বলেছেন: আমি যখন কোন কাজের অফার পাই একসাথে তিনটা পাই। আর না পাইলে একটাও পাই না।এইটারে কি বলবো?

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

ঢাকাবাসী বলেছেন: ঐটারেও 'মারফি'র মইধ্যে ফালায়া দেন কি আর করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রোদেলা।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: ল অফ ক্লোজ এনকাউন্টার: আপনি আপনার ২০ বছর আগের বান্ধবীকে নিয়ে বেড়াতে গেছেন রেস্তোরাতে আর নিশ্চই আপনি চাইবেন না আপনার গিন্নী দেখুক। ব্যাস আপনাকে আপনার গিন্নী দেখতে পাওয়ার চান্স ৭০% বেড়ে যাবে!#


=p~ =p~ =p~

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ঢাকাবাসী বলেছেন: ট্রাই করে দেখেন তারপর ফলাফলটা আমাকে জানান। মার ধোর খেলে আমার দোষ নেই! আপাতত ধন্যবাদ আপনাকে।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৮

ডঃ এম এ আলী বলেছেন: পড়লাম । কোনটা খাটে মিলায়ে দেখতে হবে ভাল করে ।
শুভেচ্ছা রইল ।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ঢাকাবাসী বলেছেন: দেখবেন সবগু্লোই মিলে যাবে, একটু এদিক আর সেদিক। অনেক আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

ডঃ এম এ আলী বলেছেন: :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১১

অাহসান শান্ত বলেছেন: দারুন।ভাই, শেয়ার করতে পারি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.