নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

এয়ারক্রাফট ক্যারিয়ার- এক ভয়ংকর যুদ্ধবিমানবাহী জাহাজ

১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১১

যারা ১৯৭১ এ ঢাকায় ছিলেন শুনেছেন আমেরিকা সপ্তম নৌবহর পাঠাচ্ছে পাকিস্তানের পক্ষে! সেই নৌ বহরে একটা ক্যারিয়ার ছিল নাম ছিল ইউএসএস এন্টারপ্রাইজ, বিশাল এক যুদ্ধবিমানবহনকারী জাহাজ। সেটার আতংকেই ঢাকাবাসীদের জান যায় যায়! পরে ভাগলুম কোলকাতায়। সেটা আরেক ঘটনা।

ইউএসএস এন্টারপ্রাইজ, যুক্তরাস্ট্র

সেআমলে ওগুলোর নাম শুনলে বহু দেশের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যেত, এখনো যায়। অবশ্য আমাদের দেশের লোকদের কোন কিছুই হবেনা কারণ এগুলোর ব্যাপারে খুব কমই জানা আছে। আসুন দেখি কিছু জ্ঞান অর্জন করি! কোন বিষয়ে? আজ্ঞে আজাইরা একটা অকম্মার জিনিস ফালতু জিনিস এয়ারক্রাফট ক্যারিয়ার। আজকাল আদার ব্যাপারীরাই জাহাজের খবর রাখে!


ইউএসএস ফরমিডেবল, যুক্তরাস্ট্র।


আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার একেকটা বিশাল যুদ্ধের মেশিন। এটা দিয়ে একটা দেশ তার নিজের বিমানবাহিনীকে পৃথিবীর যে কোন প্রান্তে স্হাপন করে বিমান হামলা যুদ্ধ পরিচালনা করতে পারে।

এইচএমএস ইনভিনসিবল, বৃটেন।

এডমিরাল কুজনেতসভ। রাশিয়া

ইউএসএস ডুয়াইট ডি আইজেনহাওয়ার, যুক্তরাস্ট্র।

ইউএসএস জেরাল্ড ফোর্ড নিমিজ ক্লাশ ক্যারিয়ার, প্রায় এক লাখ টনের বেশী ওজন। এটা লম্বায় ৩৩৩ মিটার আর দাম? আজ্ঞে ১৪ বিলিয়ন ডলার, বাংলাদেশী টাকায় একলাখ দশ হাজার কোটি টাকা! মাননীয় অর্থমন্ত্রী হয়ত বলবেন এটা কোন টাকাই না!


এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর ছোট্ট ভিডিও।

জেরাল্ড ফোর্ড জাতীয় ক্যারিয়ারগুলো ৯০ টি প্লেন আর হেলিকপ্টার বহন করতে পারে, আর তার সাথে থাকবে ৫০০০ ক্রু!

মার্কিন বৃটিশ আর ফ্রেন্চ নৌবহরের মহড়া


১৯১১ তে প্রথম ক্যারিয়ারের হালকা পাতলা ব্যাবহার শুরু হয়। বৃটেন শুরু করে। ১৯১৮ সালে বৃটেনের এইচএমএস আরগাস নামক যুদ্ধজাহাজকে মডিফাই করে ক্যারিয়ারের মত ব্যাবহার শুরু হয়। তখন সাধারণ যুদ্ধজাহাজকেই রূপান্তর করে ক্যারিয়ার বানানো হত।


ইউএসএস ল্যাংলি

ইউএসএস পেনসিলভানিয়া।


১৯২০ থেকে দুনিয়াতে আরো ক্যারিয়ার বানানো শুরু হয় আর ওগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৃটেন আমেরিকা আর জাপানের জন্য দারুণ ভুমিকা পালন করে।

##দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জেট প্লেনের প্রচলন শুরু হওয়াতে ক্যারিয়ারগুলোর ডিজাইনে আরো পরিবর্তন আসল যাতে সুপারসনিক গতি সম্পন্ন প্লেনগুলো টেক অফ আর ল্যান্ড করতে পারে। #

ইউএসএস রোনাল্ড রেগান।

পরে আনবিক যুগ আসার পর ক্যারিয়ারগুলো নিউিক্লিয়ার পাওয়ারড হল যাতে ডিজেলের বদলে আনবিক ফুয়েল ব্যাবহার শুরু হল আর তাতে ওগুলো ফুয়েল ছাড়া একনাগারে দীর্ঘদিন চলতে সক্ষম হল। কারণ ডিজেল ইন্জিনে বাতাস লাগে আর বাতাসের জন্য উপরে আসতে হয় বা বাতাস তৈরী করতে হয় কিন্তু নিউক্লিয়ার ফুয়েলে বাতাস লাগেনা ফলে বাতাস ছাড়াই দীর্ঘদিন চলতে সক্ষম হল ওরা।

খানিকটা আরো কারিগরী দিক বলি।

টেক অফ করার সময় গতি বাড়াবার জন্য ইলেকট্রো ম্যাগনেটিক শক্তি ব্যাবহার শুরু হল যাতে কম জায়গাতে প্লেনটি বেশী গতি পেয়ে সহজে টেকঅফ করতে পারে।

অতটুকু জায়গাতে একটা সুপারসনিক প্লেন কি করে ল্যান্ড করে? ঘন্টায় কয়েকশ মাইল গতিসম্পন্ন একটা প্লেনকে কয়েকশ ফুটের মধ্যে থামানো চারটি খানি কথা না!

গতি থামায় কিভাবে?

হ্যাঁ তার জবাব হল প্লেনটি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে একটা শক্তিশালী তারের বানানো হাইড্রলিক এরেস্টর দিয়ে প্লেনটাকে বেঁধে ফেলা হয় যাতে দ্রুত থামতে পারে, থামতে বাধ্য হয় । যদিা না থামাতে পারে তাহলে পাইলট আবার গতি বাড়িয়ে উড়ে ফেরৎ চলে যাবে পরে আবার আসবে ল্যান্ড করার জন্য। #


একটা ক্যারিয়ারের হর্স পাওয়ার কত?

###একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের ইন্জিনগুলোর মোট শক্তি প্রায় ৬৬০০০ হর্স পাওয়ার! এছাড়া ইমার্জেন্সি আরো ৪-৫ টা ইন্জিন থাকে, প্রত্যেকটা দশ হাজার হর্স পাওয়ার!

একটা ক্যারিয়ার লিটারে কত কিলো বা নট যায়? একটা নিমিজ ক্লাশ ক্যারিয়ার একবারে মোটামুটি এক কোটি বত্রিশ লাখ লিটার জেট ফুয়েল শ্রেনীর বিশেষ তেল নিয়ে যাত্রা শুরু করে। পথে তাকে আবার রিফিল করাতে হয়। সুতরাং ও হিসাব বাদ। #

নিমিজ ক্লাশ ক্যারিয়ারের প্রপেলার শ্যাফটগুলো একেকটা ২৫ ফুট ডায়ামিটার মানে ব্যাস আর ওগুলোর প্রত্যেকটার ওজন প্রায় ৩০ টন!


ইউএসএস সারাটোগা, যুক্তরাস্ট্র।


ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার 'আইএনএস বিক্রমাদিত্য'।

এটা রাশিয়া থেকে ভারত ৪৮৮০ কোটি রুপীতে কিনে নেয়। ১৯৮২ সনে তৈরী জাহাজটি কেনার পর অনেক মডিফাই করা হয় আর আধুনিক জাহাজে রূপান্তরিত করা হয়।

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

নয়ন বিন বাহার বলেছেন: ওরে , খাইছে রে.............

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৫

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩০

শেয়াল বলেছেন: ডরাইসি :-&

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২২

ঢাকাবাসী বলেছেন: ডরের দেখছেন কি? আরো ডর তো সামনে আসতাছে! অনেক ধন্যবাদ ডরানোর জন্য।

৩| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১

বাকরখানি বলেছেন: খুব লম্বা দৌড়ের প্লেন হৈলে তো সামলাইতে পারব না। এমনে বন্ধুক/কামাণ কিছু থাকে রণতরীতে?

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

ঢাকাবাসী বলেছেন: জেট ফাইটার প্লেন আর হেলিকপ্টার উঠা নাসার জন্য এই ক্যারিয়ার যথেস্ঠ। বোয়িং ৭৪৭ এর জন্য এটা নয়। হ্যাঁ নিজস্ব ডিফেন্স তো থাকেই তবে ওকে পাহাড়া দেয়ার দায়িত্ব ফাইটারের উপর আর এয়ার ডিফেন্স সিস্টেসের উপরই থাকে। আন্তরিক ধন্যবাদ আপনাকে্

৪| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৬

মো: খায়রুল ইসলাম বলেছেন: ব্লগ থেকে অনেক কিছু জানা হয় যা অন্য কোন মাধ্যমে জানতে পারি না। ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে আমিও খুশী আর আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য।

৫| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮

হাতুড়ে লেখক বলেছেন: কিছু কিছু জানতাম। শুভ কামনা।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৬

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা।

৬| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

অগ্নি সারথি বলেছেন: B:-) B:-) B:-)

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৬

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

অন্তরালের পথিক বলেছেন: সামান্য সংশোধনঃ ভিডিওটি ইউএসএস জেরাল্ড ফোর্ডের নয় বরং ইউএসএস নিমিটস্ এর। ইউএসএস জেরাল্ড ফোর্ড নিমিটস্ ক্লাসের ক্যারিয়ার নয় বরং ইউএসএস জেরাল্ড ফোর্ডের মাধ্যমে জেরাল্ড ফোর্ড ক্লাস চালু হবে যেটা ২০১৭ এ কমিশনিং হওয়ার কথা। ইউএসএস নিমিটস্ নিমিটস্ ক্লাসের প্রথম ক্যারিয়ার এবং এখন পর্যন্ত সর্ববৃহৎ সুপারক্যারিয়ার।
আপনার তথ্যমূলক পোস্টর জন্য ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৭

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


বেকুবরা যে সরকার চালাতে পারে, এটাই তার প্রমাণ

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৮

ঢাকাবাসী বলেছেন: বুঝলাম। বেকুম মাগার ক্রিমিনালরাই সরকার চালায়! ধন্যবাদ।

৯| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

আবু মুছা আল আজাদ বলেছেন: নতুন করে জানলাম। ভাল লাগল

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৮

ঢাকাবাসী বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১০| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ঠান্ডাযুদ্ধ শেষ হওয়ার পর এসবের গুরুত্ব অনেক কমেগেছে।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩০

ঢাকাবাসী বলেছেন: যুদ্ধাস্ত্রের গুরুত্ব মনে হয় কখনোই কমেনি। আমরা কয়েক বিলিয়ন ডলারের ফাইটার প্লেন কিনছি! ধন্যবাদ।

১১| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো পোস্ট টি পড়ে। অনেক কিছু জানা ছিল আবার অনেক নতুন তথ্য জানলাম। ১৯৭১ সালে রাশিয়ার প্রতিরোধের মুখে আমেরিকা যদি তার সপ্তনৌবহর ফিরিয়ে নিতে বাধ্য না হতো তবে আমাদের স্বাধীনতার ইতিহাস হয়তো অন্যরকম হতো।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩০

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৮

মানবী বলেছেন: "প্লেনটি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে একটা শক্তিশালী তারের বানানো হাইড্রলিক এরেস্টর দিয়ে প্লেনটাকে বেঁধে ফেলা হয় যাতে দ্রুত থামতে পারে, থামতে বাধ্য হয় । যদিা না থামাতে পারে তাহলে পাইলট আবার গতি বাড়িয়ে উড়ে ফেরৎ চলে যাবে পরে আবার আসবে ল্যান্ড করার জন্য।"

- নতুন তথ্য জানা হলো।
ধন্যবাদ ঢাকাবাসী।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়া আর মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক জ্ঞান! ক্যারিয়ার জাহাজে প্লেইন কীভাবে থামে... এর একটা সদুত্তর পেলাম।

ভাবতে কেমন লাগে এগুলো মানুষের প্রাণকে টার্গেট করে বানানো....!!!!

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৬

ঢাকাবাসী বলেছেন: মানুষ বাঁচানোর চাইতে মানুষ খুন করার অস্ত্রই বেশী আবিষ্কার হইসে! ধন্যবাদ আপনাকে।

১৪| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১২

আল ইফরান বলেছেন: সুন্দর ও তথ্যবহুল পোস্ট।
এই নেন আপনার সুপার ক্যারিয়ারের এয়ারক্রাফটের বড় শত্রু স্টিংগার মিসাইল (SAM)

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

ঢাকাবাসী বলেছেন: টার্গেট হিসেবে এরা অনেক বড় সুতরাং যেকোন মিসাইল নিয়েই এটেম্পট নেয়া যায়। তবে ছবির স্যাম সারফেস টু এয়ার মিসাইল নিয়ে হবেনা মনে হয়!
পড়ে ভাল মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৫| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিশাল বিপুল মহাযজ্ঞ। ৩য় মহাযুদ্ধ হলে এই পৃথিবীর একটা ঘাসও কী বাঁচবে?


তথ্যসমৃদ্ধ পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই আতংকের ব্যাপারই তো বটে! তবে আশার কথা ৩য় টা হওয়ার চান্স খুব কম! ধন্যবাদ আপনাকে।

১৬| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভয়ঙ্কর পোস্ট !!

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

ঢাকাবাসী বলেছেন: তা আর বলতে! আম্মো ডরাইসি! ধন্যবাদ আপনাকে।

১৭| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অজানা কিছু জানতে পেরে ভালো লাগলো।
শুভেচ্ছা রইল।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে ভাল লাগল। আপনাকে ধন্যবাদ।

১৮| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: বৃটিস এইচ এম এস ইনভিনসিবল বতমানে ডিসকমিশন আছে। তাদের নতুন দুইটি কেরিয়ার কুইন এলিজাবেথ এবং
prince of walse. কমিশন করা হবে 2019 ও 2024 সালে। একটি বানাতে খরচ 5,7 বিলিয়ন পাউনড।

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৬

ঢাকাবাসী বলেছেন: তথ্যগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৯| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫০

জুন বলেছেন: আমেরিকাকে তো আর প্রতিবেশী মেক্সিকো আর কানাডার সাথে যুদ্ধ করতে হয় না ঢাকাবাসী, তারা অন্যান্য মহাদেশে বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করতে যায় । যেহেতু স্থল যুদ্ধ নয়, পানিতে বসে যুদ্ধ তাই এই বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে এই সব এয়ারক্র্যাফট ক্যারিয়ারের পেছনে । ইরাক আক্রমনের সময় এবং বিশেষ করে বজনিয়ান সার্বদের বিরুদ্ধে যুদ্ধের সময় এটা খুব ভালো করে দেখেছি বিবিসি আর সি এন এনে ।
ভালোলাগলো আপনার তথ্যমুলক নতুন বিষয় নিয়ে লেখাটি ।
+

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

ঢাকাবাসী বলেছেন: একটা ক্যারিয়ারকে শুধু বসিয়ে রাখলেই দৈনিক খরচ এক লাখ ডলারের মত! ভাল কথা আমরাও সাবমেরিন কিনেছি! আপনার লেখা কি মিস করলুম নাকি? পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

২০| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

জুন বলেছেন: আপনার লেখা কি মিস করলুম নাকি?

মনে হয় :(
না হলেতো মন্তব্যের ঘরে আপনাকে অবশ্যই পেতুম :)
ধন্যবাদ আন্তরিক উত্তরের জন্য

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

ঢাকাবাসী বলেছেন: যা ভেবেছিলুম! যাক আপনার লেখা ঘুরে এলুম। ধন্যবাদ।

২১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৯

এম এ মুক্তাদির বলেছেন: এয়ারক্রাফট ক্যারিয়ার-এয়ারক্রাফট ক্যারিয়ার-

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: আপনার বক্তব্য পরিষ্কার বোধগম্য। তবে এসব কথা বলা বা এমনকি উচ্চারণ করাও বারণ, বিপজ্জনক! ধন্যবাদ।

২২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ ভিতিকর একটা নিরিহ পোষ্ট। খুবই ভাল লাগল।

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

ঢাকাবাসী বলেছেন: ভয় পেয়েছেন মনে হয় না। তাহলে ভাল লাগতনা, নাকি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২৩| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আদার ব্যাপারি ভাই!!!


তাই জাহাজের খোঁজ রাখিনা!


তবু পোস্ট পড়ার পর একটা পিলাচ দিতে মুন চাইলো তাই দিয়া দিলাম!:)


পিলাচ! ;)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

ঢাকাবাসী বলেছেন: আজকাল আদার ব্যাপারীরা জাহাজ বুক করে চলা ফেরা করে যে! এইসব জাহাজ অবশ্য আলাদা, এগুলো বিল গেটসও বুক করতে পারেনা! তবে জানার জন্য ভাল। পাঠ, পিলাচ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.