নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে বড় প্রেসিডেন্ট হাউস- ভারতের রাস্ট্রপতি ভবন- রাইসীনা।

২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:০৮



ভারতের নতুন রাস্ট্রপতি নির্বাচন চলছে। প্রধানমন্ত্রী মোদি ঠিক করেছেন রাজ্যপাল কোবিন্দকে আর কংগ্রেস সহ বিরোধী শিবির মনোনয়ন দিয়েছে সাবেক স্পীকার মীরা কুমারকে । কোবিন্দই হবেন সেটা বোধহয় বলা যায়। অন্তত আমি হচ্ছিনা সেটা শিউর।

আসুন দেখি নতুন রাস্ট্রপতি যে বাসায় থাকবেন তার কিছু তথ্য জানি।



১৯১১ সালে ভারতে বৃটিশ শাসনকালে ভারতের রাজধানী কোলকাতা থেকে দিল্লীতে নেয়ার সিদ্ধান্ত হল আর তখনই বৃটিশ ভাইসরয়ের একটা প্রাসাদ বানাবার প্রয়োজন অনুভুত হয়। তখন পুরোণো দিল্লির দক্ষিনে একটা নতুন দিল্লী বানানোর পরিকল্পনা নেয়া হল। নতুন দিল্লীর একটা চমৎকার লোকেশনে রাইসীনা আর মালচা নামক গ্রামের এলাকাতে ৪০০০ একর জমি নেয়া হল ঐ প্রাসাদ বানাবার জন্য। ওখানে ৩০০ পরিবার বাস করত তাদের উচ্ছেদ করে অন্য জায়গাতে পুনর্বাসন করা হল।





বৃটিশ স্হপতি এডউইন লেন্ডসিয়ার লুটয়েন ছিলেন ঐ ভবনের স্হপতি।ভাইসরয়ের ভবনটি হবে রাইসীনা নামে একটা পাহাড়ের উপর। এখনো এই ভবনকে রাইসীনা বলা হয়।

লর্ড হার্ডিন্জ



তখন ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিন্জ। প্রথমে নকশা করা হল ১৩০,০০,০০০ এক কোটি ত্রিশ লাখ বর্গ ফুটের ভবন কিন্তু ভাইসরয়ের বাজেট সংকোচনের কারণে কমিয়ে সাইজটা পঁচাশী লাখ বর্গ ফুটের মধ্যে ডিজাইন করা হয়।

১৯৫০ ডঃ রাজেন্দ্রপ্রসাড ভারতের রাস্ট্রপতি হওয়ার পর ঐ ভবনের নাম করা হয় রাস্ট্রপতি ভবন বা প্রেসিডেন্টস হাউস।
এই বিশাল ভবন নির্মানের চীফ ইন্জিনিয়ার ছিলেন স্যার তেজা সিং মালিক আর ঠিকাদার ছিলেন স্যার শোভা সিং।

এটা বানাতে ৭০ কোটি ইট লাগে আর ৩৫ লাখ বর্গফুট পাথর লাগে। স্টীল খুব বেশী ব্যাবহার হয় নি।

এটাতে ৩৫৫ টি সাজানো বড় সাইজের কামরা আছে

রাস্ট্রপতি ভবন মিউজিয়াম।


ভবনটি বানাতে ১৭ বছর লাগে আর তার ঠিক ১৮ বছর পর ভারতবর্ষ স্বাধীন হয়। ১৯৪৭ থেকে সেখানে গভর্ণর জেনারেলরা থাকতে শুরু করেন।
১৯৫০ সালে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় আর তখন থেকে রাস্ট্রপিত সেখানে থাকতে শুরু করেন।

রাস্ট্রপতি ভবনে অনেকগুলো হল আছে তার মধ্যে দরবার হল আর অশোকা হল সবচাইতে গুরুত্বপুর্ণ। দরবার হলে একটি উঁচু চেয়ার আছে রাস্ট্রপতির জণ্য। এটার মাথার উপরে ২ টন ওজনের একটা ঝাড়বাতি আছে। মেঝেতে ইটালিয়ান খয়েরী রংএর মার্বেল পাথর। কলামগুলো জয়সলমীরের হলুদ মার্বেলের তৈরী।

দরবার হলে ৫০০ লোকের বসার জায়গা আছে আর এই হলেই জওহর লাল নেহেরু ১৯৪৭ এর ১৫ই আগস্ট সকাল ৮-৩০ এ ভারতের প্রথম প্রধান মন্ত্রী হিসেবে শপথ নেন।

মোঘল গার্ডেন

ভবনের ভিতরে চমৎকার আর বিশাল একটা বাগান আছের যার নাম, মোঘল গার্ডেন। এটা জনসাধারণের জন্য প্রতি বছর ফেব্রুয়ারী মাসে খুলে দেয়া হয়। অবশ্য এছাড়াও আরো বাগান আছে।

দরবার হল


ব্যাংকোয়েট হল।


ভবনটি চার তলা

মোট ইট পাথরের ভবনের আয়তন ২ লাখ বর্গ ফুট।

বানানো শুরু হয় ১৯১২ সালে আর শেষ হয় ১৯২৯ সালে।

মোঘল গার্ডেনটি আয়তনে ১৫ একর।

ভবনের মোট কর্মচারীর সংখ্যা ৭৫০ জন, তার মধ্যে ২৪৫ জন রাস্ট্রপতির সচিবালয়ের।

গার্ড পরিবর্তনের দৃশ্য।


রাস্ট্রপতি ভবনের গার্ড পরিবর্তন প্রতি শনিবার হয় আর সেটি একটি মনোরম দৃশ্য আর ঐ দৃস্টিনন্দন দৃশ্য দেখা সকলের জন্য উন্মুক্ত, যে কেউ ঢুকতে পারেন।

শুধু ঐ রাস্ট্রপতি ভবন রক্ষনাবেক্ষনের জন্য ভারত সরকার বছরে অন্যুন ১০০ কোটি রুপী খরচ করেন।

রাস্ট্রপতি ভবনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিরিয়ানী খাচ্ছেন?

না এটা বানাতে সময় বেশী লাগেনি বা বাজেট ৪ গুন বাড়াতে হয় নি!

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: এটি শাসক দলের পেটোয়া বৃদ্ধ রাজনীতিবিদদের ( দু একটি ব্যতিক্রম যেমন রাধাকৃষ্ণণ অথবা এপিজে আব্দুল কালাম ছাড়া ) বিলাস বহুল অবসরযাপনের জায়গা। এটিকে বিশ্বাবিদ্যালয় অথবা হাসপাতাল বানানো দরকার।

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৫১

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে সঠিক, হাজার হাজার বিঘা দামী জমি শত শত কর্মচারী আর শত কোটি রুপী খরচ একজনের আরাম আয়েশের জন! আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এলাহী কারবার। ভারতের রাষ্ট্রপতি ভবনের এত তথ্য আগে জানা ছিল না। আপনার সৌজন্যে জানা হলো।


ধন্যবাদ ভাই ঢাকাবাসী।

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৫১

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

৩| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৮

ধ্রুবক আলো বলেছেন: দারুন পোস্ট, শেয়ার করার জন্য ধন্যবাদ। +++++

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৫২

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য আর প্লাসের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৮

পবন সরকার বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে আম্মো খুশী হলুম। আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: বিরাট ব্যাপার।

পোস্টে প্লাস।

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: আসলেই বিরাট ব্যাপার স্যাপার! পাঠ ও প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৬| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবই বুঝলাম ভায়া

কিন্তু এই লাইনে আইসা হোচট খাইলাম (বোল্ড অংশ! )

" শুধু ঐ রাস্ট্রপতি ভবন রক্ষনাবেক্ষনের জন্য ভারত সরকার বছরে অন্যুন ১০০ রুপী খরচ করেন। " !!!!! কেমতে কি? :P

এখনতো বাকী দেশের প্রেসিডেন্ট ভবন নিয়া আপনার কাছে আব্দর করতেই পারি ;) আরো জানতে চাই :)

+++++

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৬

ঢাকাবাসী বলেছেন: ওটুকু রাখার জন্যই তো আপনি পড়লেন আর চমৎকার মন্তব্য করলেন। কোটি টাকা আজকাল ডাল ভাত হয়ে গেছে বাংলাদেশে তাই শরমে...। হ্যাঁ অবশ্যই জানাবো, জানাবার মত হলেই। সাথে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৭| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭

আমিই মিসির আলী বলেছেন: জানার আছে অনেক কিছুই....।

জানাতে থাকুন, আমরা জানতে থাকি....

বিলাশবহুল জীবন কাটাইতে না পারি, বিলাসবহুল জীবনের গল্প শুনতে ভালোই লাগে....

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৭

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে খাঁটি কথা। ওসব গল্প শুনতে আর শোনাতেও ভাল লাগে। পাশ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভা্ই 'আমিই মিসির আলী'।

৮| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১

কিছুকিছু বলেছেন: আর এই হলেই জওহর লাল নেহেরু ১৯৪৫ এর ১৫ই আগস্ট সকাল ৮-৩০ এ ভারতের প্রথম প্রধান মন্ত্রী হিসেবে শপথ নেন।
ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করে, অনুগ্রহ করে তারিখটি সংশোধন করে দিন,..ধন্যবাদ

২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:০০

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস! আপনার চোখের প্রসংসা করতেই হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পড়ে আবার সংশোধন করে দেয়ার জন্য। ভাল থাকবেন।

৯| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:০১

ঢাকাবাসী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুমন কর।

১০| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২১

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:০২

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১১| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,




বেশ ভালো লেখা । অনেক অজানাকে জানা হলো ।

এটাও জানলুম , আপনি ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন না । :P আমরা বাঙালীরা একটা সুযোগ হারালুম বোধ হয় । :((

২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:০৪

ঢাকাবাসী বলেছেন: আর বলবেন না ভাই আমার নির্জনতা ভাল লাগে, তাই রাইসীনাতে যাবার ইচ্ছেটা হল না! দুর্ভাগা জাতি দুর্ভাগাই রইলো! আপনাকে আন্তরিক ধন্যবাদ আহমেদ জী এস। ভাল থাকুন চিরন্তর।

১২| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


কোবিন্দ সম্পর্কে আমার কোন ধারণা নেই; তবে, উনি যদি খোলা আকাশের নীচে পায়খানা করতে অভ্যস্ত হয়ে থাকেন, বেচারাকে ট্রেনিং নিতে হবে এবার।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৮

ঢাকাবাসী বলেছেন: উনি কানপুর বিশ্ববিদ্যালয়ের আইনে গ্যাজুয়েট, তিনবারে পাশ করা আইএএস, সাবেক প্রধানমন্ত্রী দেশাইর পিএ, দিল্লি সুপ্রীম কোর্টের সরকারী উকিল ছিলেন আর অনেকদিন বিহারের গভর্ণর। মনে হয় না কমোডে অসুবিধা! আজকাল কমোডে ওয়াশি পানি বেরোয় অটোমেটিক্যালি, ফলে আরো সুবিধা! ধন্যবাদ ভাই চাঁদগাজী।

১৩| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সোহানী বলেছেন: হায় আল্লাহ..... এতো কিছু। এবার বঙ্গভবন নিয়া কিছু লিখেন.............

২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন, আগরতলা আর চকির তলা হয়ে যাবে যে! বঙ্গভবন আর আগের মত নেই। তবু চেস্টা করব। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন শীতের দেশে।

১৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,








২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:২৫

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই, ভাল থাকুন সর্বদা।

১৫| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তে রেখে দিলাম ।তথ্য বহল পোস্ট । রাজ্যপাল কোবিন্দ প্রেসিডেন্ট হওয়ার চান্স বেশি ।

৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:০০

ঢাকাবাসী বলেছেন: অনেকদিন পরে এলেন! হ্যাঁ তৃতীয় বিশ্বে এটাই হয়, কে দাঁড়াল তার দরকার নেই কারা দাঁড় করাল সেটাই মুখ্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমাদের দেশে এমন কিছু বানানো দরকার। রাজনৈতিক নেতাদের ও এমন ভোগ ভিলাসের দরকার আছে।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

ঢাকাবাসী বলেছেন: যা আছে সেগুলানের যন্ত্রনাতেই বাঁচিনা আবার আরো? আমাদের দেশের রাজনৈতিক নেতারা ইউরোপিয়ান রাজনীতিবিদদের চাইতে অনেক বেশী আরাম আয়েশ ভোগ করে। পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

ঢাকাবাসী বলেছেন: যা আছে সেগুলানের যন্ত্রনাতেই বাঁচিনা আবার আরো? আমাদের দেশের রাজনৈতিক নেতারা ইউরোপিয়ান রাজনীতিবিদদের চাইতে অনেক বেশী আরাম আয়েশ ভোগ করে। পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৮| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৭

আমি তুমি আমরা বলেছেন: বিশাল কারবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.