নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে ভারী আর বড় বই

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২১





দুনিয়ার সবচাইতে বড় বই বলুন, পড়তে কঠিন হলেও উপরে প্রথম ছবিটির মত ৭০০ এরও বেশী পাথরের স্ল্যাবএর লিখা বইটিই হল দুনিয়ার সবচাইতে বড় আর ভারী বই!



এই বই পাথরের স্ল্যাবে লিকে তা মায়ানমারের কুথোডয় প‌্যাগোডার চারদিকে বসানো আছে। কুথেডয় প‌্যাগোডাটি ১৮৫৭ সালে রাজা মিনডন মীন তৈরী করেন। এই অসাধারণ সুন্দর প‌্যাগোডাটির চারদিকে সোনালী আস্তর দিয়ে এটাকে দারুণ আকর্ষনীয় করা হয়েছে।

তবে এর আসল সৌন্দর্য হল এটার চারদিকে সাদা মার্বেল পাথরে ৭২৯ টি পাথরের স্ল্যাবের অবস্হান যেগুলিকে বই বলা হচ্ছে। ওগুলোতে বৌদ্ধ ধর্মের একটা পর্বের ইতিহাস আর কিছু ঘটনা লেখা আছে।

৭৩০ নম্বর পাথরটিতে এর লেখার আর এই প‌্যাগোডার ইতিহাস আর ঘটনাবলী লেখা আছে।

প্রতিটি পাথরের স্ল্যাব পাঁচ ফুট উচু আর পাঁচ ইন্চি পুরু।



১৮৬৮ সালে এগুলো প্রথমে জনসন্মুখে আনা হয়। তখন প্রতিটা লাইন সোনা মিশ্রিত কালি দ্বারা লেখা ছিল আর পাথরগুলোর চারদিকে দামী দামী হীরা পান্না চুনী পাথর বসানো ছিল। দুর্ভাগ্যবশত ১৮৬৮ এর পরে বৃটিশরা ১৮৮০ এর মাঝামাঝি মায়ানমার আক্রমন করে । তখন সৈন্যরা এইসব পাথরের দামী মনিমুক্তাগুলো লুঠ করে নেয়। এমনকি লেখার কালির সোনাগুলোও খুদে বের করে নেয়।

পরে এটাকে মায়ানমার সরকার প্রচুর টাকা খরচ করে মেরামত করেন।

প‌্যাগোডাটির অবস্হান


এখনো প‌্যাগোটি তার মুল্যবান বই সহ দন্ডায়মান। লেখার কাজটি সাধারণ কাল কালি দিয়েই করা হয়েছে।

লেখা সহজে পড়া না গেলেও এর বার্তা বুঝতে কস্ট হয় না।







মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮

জুন বলেছেন: ঢাকাবাসী ভাই খুব ভালো লাগলো এই বিষয়টি নিয়ে আপনিও একটি পোষ্ট দিয়েছেন দেখে ।
এটা দেখে এসে আমি অনেক আগে একটি পোস্ট দিয়েছিলাম, আশা করি দেখবেন আমার পোষ্টটি :)
বিশ্বের বৃহদাকার বইটি (ইতিহাস +ছবি) ভ্রমন ব্লগ

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৬

ঢাকাবাসী বলেছেন: আমি সেটা অনেকদিন আগেই পড়েছিলুম, আর সেটার সাথে তুলনা করাটা একেবারে আগরতলা আর চকির তলা হয়ে যায়। আসলে বেশ কিছুদিন ধরে কিছু লেখার পাচ্ছিলুমনা তাই একটা চটি ঝেড়ে দিলুম আর কি। তবে এখন আমার পোস্টটার তূলনামুলক গরিবানা হাল দেখে রাখতে লজ্জা পাচ্ছি। তবে দুবছরে নতুন কিছু পাঠকের জন্যই রেখে দিচ্ছি, কেমন। আপনার মন্তব্য পড়ে ভারি ভাল লাগল। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন চিরন্তর।

২| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুর্লভ বইয়ের সন্ধান জানানোয় ধন্যবাদ।

বড় এবং ভারী কোন সন্দেহ নেই :)

চোর বৃটিশরা আজ সভ্য বটে ;) হা হা হা

পোষ্টে ভাললাগা ++++++++


০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৭

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লাসের জন্যে আবার ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার পূর্বের পোস্টগুলো একটু দীর্ঘ আর পরিশ্রমি ছিল,অনেক । এই ধরনের পোস্ট একটু দীর্ঘ পড়তে ই ভাল লাগে। অজানা বিষয় নিয়ে সুন্দর পোস্ট।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই আজকের পোস্টটি একটু ছোট, উপরে বলছি, অনেকদিন লিখিনা তাই একখান ঝাড়লুম ছোট্ট দেখে। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১২

কল্লোল পথিক বলেছেন:


সুন্দর পোস্ট।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭

আখেনাটেন বলেছেন: ভালোলাগার পোষ্ট। +++

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২০

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০১

কানিজ রিনা বলেছেন: বৃটিশরা এশিয়ায় এশিয়ায় এসেছিল হীরা মানিক চুনি পান্নার লোভে। আর এশিয়া ছিল
এইসব রত্ন ভান্ডারে পরিপুর্ন। সেই কথা ডায়ানা
প্রতিবাদ করত। রানী এলিজাবেদ ডায়ানা বলে
ছিল তোমাদের ধন রত্ন সব লুটের।
এশিয়ার ভারতে তাজমহলের আরও যত বড়
বড় নিদর্শনের সব ওরা এদেশ থেকে ওদের
দেশে পাচার করেছে।
নিশ্সন্দেহে আপনার সংগ্রহের লেখা দূর্লভ
ভারী বই। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন, মন্তব্যটি ভাল লাগল। পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৭| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ক্লে ডল বলেছেন: ভাল লাগল।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২

ঢাকাবাসী বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

জুন বলেছেন: ওহ ঢাকাবাসী ভাই, আপনার এই সব আগরতলা, চকির তলা, গরিবানা হাল, পোষ্ট সরিয়ে ফেলা এসব বাক্যগুলো আমাকে ভীষনভাবে বিব্রত করছে :``>> । আপনিতো সব সময়ই ছোট্ট করে সুন্দর পোষ্ট দেন । আমি না অযথা বক বক করে আপনাদের কানের পোকা বের করে ফেলি :`> আর একই বিষয় নিয়ে অনেকেই তো আমরা লিখি তাই না ?
আমার কিন্ত অনেক ভালোলেগেছে পরিচিত বিষয়ে পোষ্টটি দেখে । শুভকামনা রইলো অনুক্ষন :)

৯| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৬

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

১০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৮

পোটলা ভরা জল বলেছেন: পোস্ট টা পড়ে ভালো লাগলো

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগাতে পেরে আমিও খুশী হলুম। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১১| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



আমরা ওদেরকে খালি "মগের মুল্লুক মগের মুল্লুক" করি, ওদের তো ইতিহাস আছে।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই অবশ্যই ওদেরও সুন্দর বলার মত ইতিহাস আছে। ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।

১২| ১০ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৪৫

জসীম অসীম বলেছেন: অতি অল্প কথায় চমৎকার বিবরণ দিয়েছেন। ছবিগুলো দুর্লভ। তবে মায়ানমারেই যে দুনিয়ার সবচেয়ে ভারী বইয়ের অবস্থান, তা জানা ছিলো না। জানানোর জন্য ধন্যবাদ।
=========================
আর এই মতামতটি পোস্ট নিয়ে নয়: আমার ব্যক্তিগত:
ভাই, এই ব্লগে (সামু) আমি নতুন ব্লগ লিখতে গেলে একটি লেখা আসে। লেখাটি হলো: [একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog]. কিন্তু কেন? এই সমস্যা শুরু হয়েছে ২০১৫ সালের ১০ নভেম্বর বিকাল ৩টায় একটি নর্মাল পোস্ট দেওয়ার পর থেকে। তারপর আর আমি এই ব্লগে নতুন কোনো ব্লগ লিখতে পারি না। এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারলে কৃতজ্ঞ থাকবো। এই ব্লগের মডারেশন স্টেটাসে কখনো আমাকে এক-দুইবার ব্লক করা হলেও বর্তমানে আমি কর্তৃপক্ষের কোনো প্রকার ওয়াচে নেই। আমার অবস্থান [সেফ]। তবে কারো লেখায় আমি আবার নিজ মতামত লিখতে পারছি। তাতে কোনো সমস্যাই হচ্ছে না। সুতরাং এ বিষয়ে আমার জন্য কিছু করনীয় থাকলে জানাবেন। আমার ই-মেইল: [email protected] ভালো থাকবেন।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫

ঢাকাবাসী বলেছেন: সামুর মডারেটরদের দৃম্টি আকর্ষন করছি। সেফ থাকা অবস্হায় এরকমটা হবার কথা না। আপনার নামের অন্য কেউ হয়ত একাউন্ ট খুলে কোন আকাম করেছে তাই। আপনি ঝামেলায় না গিয়ে কাছাকাছি যেমন 'জসীম অসীম দুজনা' নামে আরেকটা একাউন্ট খুলে ফেলুন। একবার খারপ আইডেন্টিফাই হয়ে গেলে পরে ঝামেলা হতে পারে। ব্লগে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৩| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১১

জুন বলেছেন: ঢাকাবাসী ভাই আবার আসলাম । আপনি কি আমার দ্বিতীয় মন্তব্যে আহত হয়েছেন ? আপনি উত্তর দেন নি তাই মনে হলো । যদি তাই হয়ে থাকেন তবে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি, নিজ গুনে ক্ষমা করে দেবেন। আমার মন্তব্যে আপনাকে আমি কোন অসন্মান করিনি ঢাকাবাসী ভাই ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

ঢাকাবাসী বলেছেন: ওমা কি যে বলেন না! আপনার চমৎকার সরল মন্তব্যে আহত হবার মত কিছুই ছিলনা বরং 'ভাল লাগা'র কথাটি আমি ক্লিক করেই ক্ষান্ত দিয়েছিলুম। আপনার মত মানুষ কাউকে অসন্মান করতে পারেননা, সেটা আমি খুব ভাল করেই জানি। আপনার দুঃখ প্রকাশ করার জন্য বা ক্ষমা টমা চাওয়াটা আমাকে বরং বিব্রতই করছে। আবার ব্লগে এসে কথা বলার জন্য আপনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, যদিও জানি আপনি ধন্যবাদের অনেক উর্ধের মানুষ। বিশ্বাস করুন অন্তর থেকে বলছি, পৃথিবীতে আপনার মত মানুষের সংখ্যা খুব কম। ভাল থাকবেন।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

সোহানী বলেছেন: কিছুই দেখি দেখি দুনিয়ায়। কবে যে দেখবো এ পৃথিবী.........

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮

ঢাকাবাসী বলেছেন: আপনাকে যতদুর জানি আপনি অবশ্যই দেখবেন, আপনার ইচ্ছাটাই যথেস্ঠ। অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

মানিজার বলেছেন: এই জিনিসটা এক্কেবারেই নতুন জানলাম আপনার কারণে । ধন্যবাদ ।

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮

ঢাকাবাসী বলেছেন: আপনাকে জানাতে পেরে আমারও ভাল লাগল। আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.