নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

. সোশ্যাল সাইন্সে এম এস এস .ছোটকাল থেকে সাংস্কৃতিক কর্ম কান্ডের সাথে যুক্ত . লেখা লেখি শুরু স্কুল জীবনে . পেশাগত জীবনে সাংবাদিক হলেও ব্লগিং - লেখা লেখি আমার নেশা - ভালোলাগা. যুক্তি -তত্ব -বিশ্লেষণের মাধ্যমে মানবতার জাগরণই আমার উদ্দেশ্য .

মোহাম্মদ হাবিব উল্লাহ

মোহাম্মদ হাবিব উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সেই মেয়েটির নিরাপত্তা দিতে পারবেতো?

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৯


আপনি কি বিশ্বাস করবেন?
পরনে মোটা কাপড়ের পোশাক।কোমরে শক্ত বেল্ট। হাতে লাটি বা অগ্নায়স্ত্র। পায়ে বুট।মাথায় হেলমেট। জনসাধারণের কাছে ভীতি সৃস্টি কারি , এমন স্বরক্ষিত কোন শরির যদি জোডা জোডা পুরুষের হাতে ধর্ষণের স্বীকার হয় রাতভর । আমাদের কল্পনা বিশ্বাস যেখানে অসার ,বাংলাদেশর সামাজিক অবক্ষয় সেটাকে বাস্তবে রূপ দিল।

ঢাকার খিলগাঁও রাতভর ধর্ষীতা মহিলা পুলিশের কথা বলছি। আর ভাবছি নিরস্ত একা হেটে যাওয়া মেয়েটির কথা! যে মেয়েটি জীবিকার প্রয়োজনে শিক্ষার তাগিদে বা নিত্যদিনের বাস্তবতার একা চলতে হয় । শংকিত হচ্ছি বারে বারে ,বাংলাদেশ সেই মেয়েটির নিরাপত্তা দিতে পারবেতো?

বাংলাদেশে নারী নির্যাতনের এই ধারা নতুন। অবশ্যই পাশের বাডিতে( ভারত) তা পূরাতন । মোদীর সাম্প্রতিক সফরে বাংলাদেশ দ্ঋশ্যত কিছু না পেলেও নারী নি্রযাতনের এই নব্য সংস্কৃতিটা পেয়েছে কি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ রাত ৮:০৩

নতুন বলেছেন: এটা প্রান্তন স্বামীর কাজ...তিনিই ডেকে নিয়ে ছিলো তাকে...

আশা করি অপরাধীদের দৃস্টান্তমুলক সাজা হয়..

২| ১৩ ই জুন, ২০১৫ রাত ৮:৫০

রিপন বড়ুয়া বলেছেন: যারা আমাদের নিরাপত্তা দিচ্ছে তাদেরকেই আজ ধর্ষীত হতে হচ্চে। উপযুক্ত শাস্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.