নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

. সোশ্যাল সাইন্সে এম এস এস .ছোটকাল থেকে সাংস্কৃতিক কর্ম কান্ডের সাথে যুক্ত . লেখা লেখি শুরু স্কুল জীবনে . পেশাগত জীবনে সাংবাদিক হলেও ব্লগিং - লেখা লেখি আমার নেশা - ভালোলাগা. যুক্তি -তত্ব -বিশ্লেষণের মাধ্যমে মানবতার জাগরণই আমার উদ্দেশ্য .

মোহাম্মদ হাবিব উল্লাহ

মোহাম্মদ হাবিব উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

জন্ম - মৃত্যুর নিশ্চয়তা চাই

২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬


সব কিছুর সীমাআছে ,সীমা নেই আমাদের বর্বরতার! কি অপরাধ ছিল শিশুটির, জন্মের আগে মানুষরূপি পশুদের বর্বরতার শিকার হলো ! জন্মের আগে নিরাপত্তা নেই, জন্মের পরে নিরাপত্তা নেই এ কেমন দেশ! আমারা মধ্যায়ের দেশ চাইনা, ডিজিটাল দেশ দিয়ে কি হবে ,মানুষ হিসেবে চাই জন্ম - মৃত্যুর স্বাভাবিক প্রক্রিয়ার নিশ্চয়তা!!!!
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিস্যংখ্যান আর ভোজবাজির উন্নয়নে ভাসছে দেশ চাটগার মতো বানের জলে আর পাহাড় ধ্বসে মৃত্যুর মতো গুম খুন আর অকাল মৃত্যুর জোয়ারে!



এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার। +++++++++

২| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

বালুচর্ বলেছেন: মৃত্যুর দিনক্ষণ নাই
তবু ছুটে আসে বুলেট
নিতে চায় প্রাণ
অলক্ষে নিয়তি হাসেঃ বেকুব ওরে-
আমি যে স্রষ্টা
আমি যে অনির্বাণ।---------দুঃখজনক ঘটনা। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৭

জুলহাস খান বলেছেন: স্বাভাবিক জন্ম - মৃত্যু চাইলে আগে দেশ থেকে লীগ ব্যান করতে হবে।

৪| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

সর্ট সার্কিট বলেছেন: আমার মনে হয়.......কবি সুকান্ত ভট্টাচার্য এই কারণেই এই কবিতা লিখেছিলেন............

অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
অবাক পৃথিবী! আমরা যে পরাধীন।
অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন;
অবাক পৃথিবী! অবাক করলে আরো-
দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত- 'রক্ত খরচ' তাতে।
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম!..........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.