নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

. সোশ্যাল সাইন্সে এম এস এস .ছোটকাল থেকে সাংস্কৃতিক কর্ম কান্ডের সাথে যুক্ত . লেখা লেখি শুরু স্কুল জীবনে . পেশাগত জীবনে সাংবাদিক হলেও ব্লগিং - লেখা লেখি আমার নেশা - ভালোলাগা. যুক্তি -তত্ব -বিশ্লেষণের মাধ্যমে মানবতার জাগরণই আমার উদ্দেশ্য .

মোহাম্মদ হাবিব উল্লাহ

মোহাম্মদ হাবিব উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

গদ্যময় জীবনে হঠাৎ পদ্য লেখার ইচ্ছে হলো

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১

শীতের এই হিম হিম আবহাওয়ায়,
বড় বেশী মনে পড়ে তোমায়।
দুচোখের পাতাজুড়ে তোমার স্মৃতি,
যে শীতে তুমি রোদ্দুর হয়ে এসেছিলে আমার আঙিনায়।
শীতের সেই পাতাঝরা দিনগুলোতে ছায়া হয়ে ছিলে তুমি পাশে,
তাই তো এই শীতে তোমার শূন্যতা বড় বেশী বাজে বুকে।
শীতের রাতগুলোয় আমার অশ্রুজল শিশির হয়ে ঝরে পড়বে,
তোমার প্রতিক্ষায় এই হৃদয় বেদনায় ভারাক্রান্ত হবে।
আসবে কি তুমি নয়া বসন্তের দিনে,
শীতের পরে যেমন সে আসে সবুজের বারতা নিয়ে?
এই কুয়াশা ঘেরা ঝাপসা দিনগুলো নির্দিধায় কাটিয়ে দিবো,
এই আশায়.. এক নতুন বসন্তে আমি তোমায় পাবো!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর হয়েছে
+++

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

মানবী বলেছেন: ভালো লেগেছে কবিতা পড়ে। ছবিটি অসাধারন, বেশ কয়েক বছর আগে ঠিক এমন একটি দৃশ্য দেখে হতভন্ব হয়েছিলাম!

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

রুহুল গনি জ্যোতি বলেছেন: সুন্দর কবিতা। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.