নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আকাঙ্ক্ষায় ব্লগে আনাগোনা।

হাফিজ বিন শামসী

আলহামদুলিল্লাহ।

হাফিজ বিন শামসী › বিস্তারিত পোস্টঃ

আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই জীবনে গতি আসা সম্ভব।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩



মালয়েশিয়ার কথা বলছি। এখানে মসজিদে, মারকেটে এমন অনেক লোকজনের সাথে সাক্ষাৎ হয় যারা বিভিন্ন ধরণের অসুস্থতায় ভুগছেন। যেমন- বার্ধক্য জনিত সমস্যা, শারীরিক দুর্বলতা, পায়ে সমস্যা, হাতে সমস্যা, বধির ইত্যাদি। কিন্তু এই সব লোকগুলোকে দেখি অনায়াসে সুন্দর ধীর স্থির গতিতে মোটরসাইকেল, গাড়ি এমনকি ইঞ্জিন ছাড়া সাইকেল ও চালায়। এদেশের মানুষ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল হওয়াতেই এটা সম্ভব । গভীর রাতে রাস্তা যখন ফাঁকা থাকে তখন ও তারা ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করে না।এরা আমাদের দেশের রাস্তায় নামার সাহস পেত না। নামলে ও খাঁচায় প্রাণ নিয়ে বাসায় ফেরা সম্ভব হতো না।

আমরাও যদি আল্লাহর দেয়া বিধান মেনে চলতাম তাহলে সমাজে এত অশান্তি সৃষ্টি হতো না। থাকতো না এত উঁচু নিচু। নয়ন বন্ডদের মত সন্ত্রাসীদের জন্ম হতো না। জন্ম হতো না নয়ন বন্ডদের মদদ দাতাদের । নুসরাতের মত অসহায় মেয়েদের চেহারা দেখতে হতো না। যারা কঠিন মৃত্যুর সময় ভাইয়ের কোলে মাথা রেখে তার সতীত্ব হরণের চেষ্টাকারীর বিচারের আকুতি মিনতি করে যায়। সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর রুগ্ন চেহারা দেখতে হতো না। সৃষ্টি হতো না হাজার হাজার কৃত্রিম ঋণ খেলাপি। শুনতে হতো না ব্যাংক এবং শেয়ার বাজার লুটের গল্প। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদত না। ডাস্টবিনে নবজাতকের দেহ পড়ে থাকার মত লজ্জাজনক, কষ্টদায়ক দৃশ্য দেখতে হতো না।একের প্রতি অন্যের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে বেঁচে থাকতাম। গড়ে উঠতো একটি সুন্দর সমৃদ্ধশালী সমাজ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ কোনো বিধানই মেনে চলে না। রোহিঙ্গাদের চেয়ে বাঙ্গালী বেশি খারাপ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৪২

হাফিজ বিন শামসী বলেছেন: আমরা যেনতেনভাবে তাৎক্ষণিক ফলাফলে বিশ্বাসী। কোন নীতিতেই আমরা অটল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.