নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আকাঙ্ক্ষায় ব্লগে আনাগোনা।

হাফিজ বিন শামসী

আলহামদুলিল্লাহ।

হাফিজ বিন শামসী › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শুভকামনা রইল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২



দু-তিন আগে পত্রিকায় ক্যাসিনো শব্দটা দেখার সাথে সাথে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের একটি দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছিল। কারণ, ক্যাসিনো শব্দটার সাথে আমি প্রথম ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮০৮ কোটি টাকা চুরি হওয়ার মাধ্যমে পরিচিত হই। এর আগে ক্যাসিনো শব্দটা আমার কাছে অপরিচিত ছিল। তখন বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া টাকা ফিলিপাইনের ক্যাসিনো নামক জুয়ার আসরে খোঁজ মেলে।

বাংলাদেশের মতিঝিলের ক্লাব পাড়ার মুক্তিযোদ্ধা ক্লাব, ওয়ান্ডার্স ক্লাব, ফকিরাপুল, ওয়ারীসহ অধিকাংশ ক্লাবগুলোতে অনেক আগ থেকেই হাউজি খেলা চলতো জানতাম। বিশ্বায়নের সুবাদে সেখানে যে ক্যাসিনো নামক জুয়া চলে সেটা জানা ছিল না।
বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যতটা না ভালোর দিকে এগিয়ে গেছি তার থেকে বেশি খারাপের দিকে এগিয়ে গেছি। আমাদের বরাবরই ভালোর থেকে খারাপের দিকে ঝোঁক বেশি।

মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কিছু পদক্ষেপ দেখে মনে হয় উনার যথেষ্ট সদিচ্ছা আছে। মানুষের মনের খবর একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামীনই ভালো জানেন। উনি যদি সত্যিই আবর্জনা মুক্ত করতে চান। দেশের জনগণকে উনি সাথে পাবেন। দেশের সাধারণ জনগণ উনার পাশে থাকবেন। তবে সে কাজ হবে অত্যন্ত কঠিন। বিগত দিনে বিরোধীদলীয় আন্দোলন প্রতিহত করার থেকে ও অধিকতর কঠিন। এমনকি শাপলা চত্বরের হেফাজতের আন্দোলন প্রতিহত করার থেকে ও কঠিন।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, উনি জুয়া খেলা পছন্দ করেন না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১১

হাফিজ বিন শামসী বলেছেন: উনি যে কাজে হাত দিয়েছেন সেটাও একটা জুয়া খেলা।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


হালাল জুয়া খেলা সম্ভব নাকি?

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৩

হাফিজ বিন শামসী বলেছেন:
নিজেকে প্রশ্ন করুন।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


সৌদীতে ক্যাসিনো খোলা হয়েছে, ওরা আজও বাহিরে প্রকাশ করছে না; তবে, মন্টিকার্লোর একটি কোম্পানী বিয়াদে শুধু সৌদীদের জন্য ক্যাসিনো করেছে। এতে মনে হয়, হালাল জুয়া সম্ভব।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৬

হাফিজ বিন শামসী বলেছেন: হারাম হালাল নির্ধারণ হয় কোরআন এবং হাদিসের আলোকে। সৌদি আরবের কর্মের ওপর ভিত্তি করে নয়।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি নিশ্চয় সৌদী আরবের লোকদের চেয়ে বেশী কোরান ও হাদিস জানেন না! নাকি আসলে আপনি ওদের চেয়ে বেশী জানেন?

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৪৯

হাফিজ বিন শামসী বলেছেন: ওদের থেকে হয়তো বেশি জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামীন এটা বুঝার মত ক্ষমতা দিয়েছে যে, জুয়া হারাম।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৫০

হাফিজ বিন শামসী বলেছেন: ধন্যবাদ সম্মানিত ব্লগার।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: আমিও শেখ হাসিকে একটা ধন্যবাদ দিতে চাই। তবে এখন দিবো না। দূর্নীতিবাজদের ধরার পর দিবো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৫২

হাফিজ বিন শামসী বলেছেন: যতটুকু করেছেন তার জন্য দিলাম।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুর্নীতি ও লুটপাট বন্ধ না করতে পারলে এই ক্যাসিনো ফ্যাসিনো বন্ধ করে কোনোই লাভ হবে না | সমস্যাতো ক্যাসিনো নয় সমস্যা হচ্ছে টপ টু বটম লেভেলে সীমাহীন দুর্নীতি | দেশের সংখ্যা গরিষ্ট দরিদ্র জনগোষ্ঠীর প্রাপ্য সম্পদটুকু একশ্রেণীর আমলা/রাজনীতিবিদ ও ব্যবসায়ী চক্র লুটপাট করে সেই টাকায় মদ, পতিতা ও জুয়াতে নিমগ্ন থাকে | অবৈধ উপার্জনের উৎস বন্ধ না করতে পারলে এই ক্যাসিনো ফ্যাসিনো বন্ধ করে কোনোই লাভ হবে না | অবৈধ উপার্জনের অর্থ উড়ানোর জন্য পাবলিক ঠিকই অন্য কোনো ধরণের আমোদ ফুর্তি করার পথ বের করে ফেরবে | দেশের অধিকাংশ জনগণেরই কোনো প্রকৃত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধই নেই |

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৫৬

হাফিজ বিন শামসী বলেছেন: ঠিক বলেছেন, এসব ক্যাসিনো চলে লুটপাটের টাকা দিয়ে। সৎ পথে উপার্জন দিয়ে ক্যাসিনো চলে না। পরিশ্রমের পয়সা নিয়ে কেউ ক্যাসিনোতে ঢোকে না। সরকারকে লুটপাট বন্ধের দিকে মনোযোগী হওয়া উচিত।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


দাবা খেলা হালাল কিনা?

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

হাফিজ বিন শামসী বলেছেন: যে খেলায় শারীরিক কসরত নেই সেটায় বাজি থাকুক বা না থাকুক তা জায়েয নেই।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:




সেজন্য ইসলাম পেছনে পড়ে গেছে, দাবা খেলা হলো 'মগজের' খেলা

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

হাফিজ বিন শামসী বলেছেন: ইসলাম পিছিয়ে পড়ার পিছনে আমরাই দায়ী। কারণ, ইসলামের কিছু অংশ আমরা মানি। আবার কিছু অংশ মানি না। আমরা আমাদের সুবিধামতো ইসলামকে ব্যবহার করে।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



দাবা খেলা জায়েজ নাকি হারাম, এই প্রশ্ন যদি আপনার মতো ৩ জনকে করি, ওরা ৭ ধরণের উত্তর দেবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

হাফিজ বিন শামসী বলেছেন: আমি কোন আলেম না। আমি যে মতামত প্রকাশ করছি সেটা সুন্নি আলেমদের থেকে শুনা।এটা সুন্নি আলেমদের মতামত। তবে শিয়া সম্প্রদায়ের ইমাম, ইমাম খোমেনী দাবা খেলা জায়েজ বলেছেন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যতটুকু করেছেন তার জন্য দিলাম।

আমি আপনাকে ধন্যবাদ দিলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

হাফিজ বিন শামসী বলেছেন: ধন্যবাদ আপনাকে ও।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

ঢাবিয়ান বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন দেশের অধিকাংশ জনগণেরই কোনো প্রকৃত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধই নেই |

এই কথাটা আসলে একেবারেই ঠিক নয়। কতিপয় খারাপ মানূষ যাদের হাতে ক্ষমতা তাদের পাপের দায়ভার এইভাবে আপনি এই দেশের জনগনের ওপড় চাপাতে পারেন না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

হাফিজ বিন শামসী বলেছেন: উনার মন্তব্য অনেকাংশেই সঠিক। তবে সাধারন মানুষগুলো বাধ্য হয়েই নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.