নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারদিকে নদী বেষ্টিত বৃত্তাকৃতির দ্বীপের মত, চির সবুজের সমারোহ বিকেল বেলায় পশ্চিমা আকাশে রুদ্রের লুকোচুরি খেলা এক অজপাড়া গাঁয়ের নাম নিজ ছেংগার চর।জনম দুঃখিনী মায়ের অন্ধেরযষ্টি এলএলবি সমাপ্ত করে সম্মান জনক পদে অধিষ্টিত থাকায় নিরন্তর সংগ্রাম অব্যাহত।।

আমি সম্মানের পাত্র নই

যুগ্মসাধারন সম্পাদক (রায়াব)

আমি সম্মানের পাত্র নই › বিস্তারিত পোস্টঃ

লাল-সবুজের মহাকাশ জয় এবং নৈরাশ্যবাদীদের প্রশ্ন

১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৮

মহাকাশে লাল-সবুজের পতাকা উড়ানো এতদিন যা ছিল স্বপ্ন, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সত্যি হল সেই স্বপ্ন। শুক্রবার রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। জয় বাংলার শ্লোগান দিতে দিতে মহাকাশ পানে ছুটে জাতির জনকের নামাঙ্কিত কৃত্রিম উপগ্রহটি। স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের ফলে ৫৭তম সদস্য হিসেবে আমরা যুক্ত হলাম অভিজাত মহাকাশ ক্লাবে।

কৃত্রিম উপগ্রহের গর্বিত মালিক হলাম, গর্ব করলাম। কিন্তু জনমনে দেখলাম কিছু প্রশ্নও রয়েছে। জনগণের কষ্টার্জিত টাকায় নির্মিত এ উপগ্রহ আমাদের কী কাজে আসবে, এটা দিয়ে জনগণের কী লাভ হবে – এসব প্রশ্ন। এ বিষয়ে আমার মত হচ্ছে, কেবল বিরোধিতার জন্যই প্রশ্নকারীরা বিরোধিতা করছেন। আমাদের উচিত স্রোতে গা না ভাসিয়ে সত্য-মিথ্যার পার্থক্য বোঝা। এই পার্থক্য বুঝতে গিয়েই কিছুদিন যাবত জ্ঞান আহরণের চেষ্টা করছি, কিন্তু বিজ্ঞানের ছাত্র নই বিধায় তথ্য-প্রযুক্তির এসব বিষয়ে পাকা ধারণা নিতে পারিনি। কিন্তু সামান্য যা কিছু জেনেছি তার আলোকে নিজস্ব কিছু মতামত উপস্থাপনের চেষ্টা করেছি এখানে।

স্যাটেলাইট এবং ইন্টারনেট ব্যান্ডউইথ সম্পর্কে ধারণা না থাকলে সে বিষয়ে তর্কে লিপ্ত হওয়া বাতুলতা ছাড়া আর কিছুই না। ফাইবার অপটিক দিয়ে সরবরাহ করা ইন্টারনেটের তুলনায় স্যাটেলাইট ইন্টারনেট অনেক ব্যয়বহুল। ১৯৯২ সালে একটি ফাইবার অপটিক কোম্পানি আমাদের দেশের সীমানা ব্যবহারের অনুমতির বিনিময়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার একটা প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে খালেদা জিয়া সরকারের অদূরদর্শিতায় সেই সুযোগ হাতছাড়া হয়, যার মাশুল হিসেবে জনগণকে আজও চড়া দামে নেট কিনে ব্যবহার করতে হচ্ছে। তবে আশার বাণী হলো, কারো লক্ষ্য যদি ঠিক থাকে এবং উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে কেউ তাদের দাবিয়ে রাখতে পারে না। পারেনি মুক্তিযুদ্ধে, পদ্মাসেতু নির্মাণে, সমুদ্রসীমা বিজয়ে, ছিটমহল বিনিময়ে এবং সর্বশেষ মহাকাশ বিজয়ে।

দেশের ৩০টি স্যাটেলাইট টেলিভিশনকে ফ্রিকোয়েন্সির জন্য এখন আর বিদেশিদের উপর নির্ভর করতে হবে না। বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের পেছনে এর আগে পাঠানো ‘ব্র্যাক অন্বেষা’ নামক ন্যানো স্যাটেলাইটের উদ্দীপনাও কাজ করেছে। আশার কথা যে, সরকারের যথাযথ সহায়তা পেলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশি প্রযুক্তিবিদরা নিজেরাই স্যাটেলাইট নির্মাণ করতে পারবে।

বিশ্বের বিভিন্ন দেশ এর আগে যেসব উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে তাদের ধরণ ও কাজ ছিলো নির্দিষ্ট করা। তবে বঙ্গবন্ধু-১ এক্ষেত্রে ব্যতিক্রম। এটা যোগাযোগের কাজে ব্যবহার করা হবে। এ ধরণের স্যাটেলাইটকে জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট বলে।

মহাকাশ বিজয়ের ফলে স্পষ্টত তিনটি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথমত, এ স্যাটেলাইটের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় ও খরচ সাশ্রয় করা সম্ভব। দ্বিতীয়ত, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্যাটেলাইটের মাধ্যেমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ হবে। তৃতীয়ত, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে বঙ্গবন্ধু-১। এছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে। সবচাইতে গুরুত্বপূর্ণ সম্ভবনা হচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি। বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তির অভিজাত দেশগুলোর ক্লাবে বাংলাদেশ প্রবেশ করলো।

বঙ্গবন্ধু-১ উপগ্রহে থাকা মোট ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ২৬ কেইউ-ব্যান্ড, ১৪টি সি-ব্যান্ড। প্রতিটি থেকে ৪০ মেগাহার্টস হারে তরঙ্গ বরাদ্দ পাওয়া যাবে। এদের মাঝে ২০টি ট্রান্সপন্ডার ভাড়া দেওয়া যাবে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ভাড়ার নিয়ে কথাও চলছে। তাই নেতিবাচক কথা না বলে বিভিন্ন ক্ষেত্রে বঙ্গবন্ধু-১ উপগ্রহের সফল প্রয়োগ দেখার জন্য নিন্দুকদের অপেক্ষা করা উচিত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: আমাদের নিজস্ব স্যাটেলাইট হয়েছে অনেক গর্বের বিষয়। এটা অবশ্যই খুবই সাহসী উদ্যোগ....। আমার দেশের নিজেদের প্রথম স্যাটেলাইট নিয়া আমার উৎসাহের কোন সীমা পরিসীমা নাই। ঈদ ঈদ লাগতেছে।

সমুদ্র বিজয় থেকে শুরু করে এ পর্যন্ত যা করেছেন তার অনেক কিছুই যুগান্তকারী পদক্ষেপ। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সারা বিশ্ব দেখে যাও, মহাকাশে আমরাও...

সমালোচনা সকল কাজের গতি আনে, তবে তা যদি হয় গঠন মুলক।

২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:৩০

হাফিজ বিন শামসী বলেছেন:
"জয় বাংলা শ্লোগান দিতে দিতে আকাশ পানে ছোটে জাতির জনকের নামাংকিত কৃত্রিম উপগ্রহটি"।



জড়বস্তুও তাহলে জয় বাংলা শ্লোগান দেয়? মারহাবা মারহাবা....,। I couldn't but Lough.

মাটি তুমি দয়া করে একটু ফাঁক হও । আমি তোমাতে আশ্রয় নিতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.