নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কানাগলিতে স্বাগতম...

ডক্টর লেকটার

অসাধারণ নই, নই বিশেষ কেউ... তবুও আমি আর দশজনের একজন নই... কিংবা আর দশজনও কেউ কারো মতো নয়... পৃথিবীতে আমি কিংবা আমরা- সবাই ইউনিক...

ডক্টর লেকটার › বিস্তারিত পোস্টঃ

কিভাবে ঠিক করবেন এন্ড্রোয়েড ডিভাইসের উল্টোপাল্টা ব্যাটারি রিডিং

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

আমরা যারা এন্ড্রোয়েড ডিভাইস (ট্যাব বা ফোন) নিয়ে বেশি ঘাটাঘাটি করি - তারাই সাধারণত এ সমস্যাটায় পড়ি।



সমস্যার লক্ষণ: ব্যাটারির রিডিং একটা নির্দিষ্ট পার্সেন্টে থেমে যাওয়া (যেমন হয়তো আপনাকে সবসময়েই ব্যাটারি চার্জ 95% দেখাবে), চার্জ দিলেও ব্যাটারি ইন্ডিকেটরে কোন পরিবর্তণ না দেখানো, ইন্ডিকেটর ফুল চার্জ আছে দেখালেও অনেকক্ষণ ব্যাবহারের পর কোন ওয়ার্নিং না দিয়েই ডিভাইস অফ হয়ে যাওয়া ইত্যাদি।



সমাধান: নিচের ধাপগুলো অনুসরণ করুন



1। প্রথমেই আপনার এন্ড্রোয়েড ডিভাইসটা রুট করে নিন (যদি না করা থাকে তাহলে গুগলে সার্চ করে আপনার ফোন বা ট্যাবের মডেলের জন্য রুট করার নিয়ম দেখে রুট করে নিন)

2। প্লে স্টোর থেকে Terminal Emulator ইনস্টল করে নিন

3। ইনস্টল হয়ে গেলে Terminal Emulator চালু করুন।

4। এবার নিচের কোডগুলো প্রবেশ করান।



$ su লিখে এন্টার চাপুন



স্ক্রিনে দেখবেন $ এর বদলে # চিহ্ন দেখাচ্ছে। এবার নিচের কোড লিখুন এবং এন্টার দিন।



# echo B820 > /sys/devices/i2c-2/2-0034/axp20_reg



উপরের লাইনের বদলে আপনি নিচের লাইনটিও লিখতে পারেন:



# echo B8A0 > /sys/devices/i2c-2/2-0034/axp20_reg



দেখবেন ব্যাটারি ইন্ডিকেটর সাথেসাথেই চার্জ 5% দেখাবে। ভয় পাবেন না। টার্মিনালে নিচের কোড লিখে ডিভাইসটা রি-স্টার্ট করান।



# reboot



রিস্টার্ট নিলে ডিভাইসটা চার্জ দিন।

দেখবেন এবার ব্যাটারির আসল চার্জ এর রিডিং দেখাচ্ছে।



ধন্যবাদ







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.