নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান রাব্বি

সময়ে অসময়ে পরিবর্তনশীল।

হাসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

আমি ঈশ্বরের তুষ্টি চাই না।চাই অনাহারে,অর্ধাহারে রাস্তায় পড়ে থাকা মানুষের তুষ্টি।

ঈশ্বরের খোঁজে সংসার ত্যাগ করে সন্নাসী হতে চাইনে,চাই সংসারকে সুখী রাখতে।

ঈশ্বর তার মহিমায় মহিমান্বিত,পৃথিবীর অনাচাকে ক্লিষ্ট মানব শিশু।

ঈশ্বরের আর্শীবাদে আগ্নেয়াস্র ঘুরে কচি মানব সম্প্রদায়ের হাতে,শহীদি লেভাসের নেশায় আত্মহুতি দিতে এগিয়ে চলে।

ধর্মগুরু মগ্ন থাকা যৌনক্রিয়ায়,তাহাদের প্রয়োজনে পাল্টে যায় বাইবেল।

মহিমান্বিত ঈশ্বর সগৌরবে চেয়ে থাকে,শিশুরা লাশ হয়ে ডিপফ্রিজে পড়ে থাকে।

আপন ভাই চুষে বেড়ায় ধনতন্ত্রের লিঙ্গ।



যতটা করেছেন ঈশ্বর,তারও শতগুণ বেশী করে পৃথিবীর ধর্ম ব্যবসায়ীরা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২

সরদার হারুন বলেছেন: আপনিতো বাব্বি ।আগে বলুনতো আল্লাহ আর ঈশ্বরের মধ্যে পার্থক্য কি ?
আমাদের দেশে শুধুমাএ টাকার জন্য একজন বেস্টিার একজন নন মেট্রক
মহিলার পেছনে যদি ঘুরতে পারে তাহলে সেই টাকার জন্য ধর্ম ব্যবসা কেন করবেনা ?

২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৫

হাসান রাব্বি বলেছেন: ধন্যবাদ।ঈশ্বর আর আল্লাহর মধ্যে কোন পার্থক্য নেই।দুটোই এক।
দেখুন,ধর্মটাকে পবিত্র জিনিস মনে কবে ধার্মিকরা।কিন্তু সেই পবিত্র জিনিসটিকে যখন নিজের প্রয়োজনে,নিজের স্বার্থে ব্যবহার করে।তখন সেটার পবিত্রতা বলতে কি কি থাকে?থাকে না।
ধর্মকে যদি পুঁজি করেই চলতে হয়,তাহলে এটাকে ব্যবসায়িক খাত হিসেবে বিবেচনা করা দরকার।শুধু মাত্র টাকার জন্য পবিত্র জিনিস কিংবা মতবাদকে ব্যবহার করা কতটুকু ন্যায় সংগত?

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪১

সরদার হারুন বলেছেন: না ভাই, ঈশ্বর আর আল্লাহ শব্দ দুটির অর্থ সাধারণ ভাবে এক মনে হলেও মূলএদর্শন ভিন্ন ।

যেমন-

ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লার তা নাই।
আল্লাহ এমন একটি শব্দ যার কোন পরি ভাষা অন্য কোন ভষায় নেই।

যা হোক আপনার সাথে এক মত যে আমাদের দেশে পীর নাম ধারী লোক গুলি সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে। আপনাকে ধন্যবাদ।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০

হাসান রাব্বি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.