নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান রাব্বি

সময়ে অসময়ে পরিবর্তনশীল।

হাসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

লাবণ্য,একজন বড় একা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

লাবণ্য,চৌঠা ফাল্গুনের বিকেলে আসার কথা ছিল তোমার।

পার্কের উত্তরের দুনম্বর বেঞ্চিতে।

পনের টাকার বাদামের ঠোঙ্গা কিনে বসেছিলাম।

তোমার অপেক্ষায়।

দিঘীর জলে একঝাঁক বালি হাঁসের ছুটোছুটি।

মৃদু বাতাসে আলোরা খেলা করে জলে।

মনে পড়ে?বছর ছয়েক আগে এমনি

জলের বিচ্ছুরনে হাঁসের ছুটোছুটি ছিল।

কৃষ্ঞচূড়া ফুটতে শুরু করেছিল ঐপাড়ে।

তুমি জলভরা চোখে বলেছিলে,"আমি বড় একা।"

সেদিন তোমার আঙ্গুলের ফাঁকে আমার আঙ্গুলের

স্পর্শে তোমার একাকিত্ব ঘুচেছিল।

তারপর কেটেছে কত বিকেল।

সেই পুরনো বেঞ্চি,দীঘির জল,জলে বালিহাঁস।

কত অভিমান জমা আছে এখানে।

তোমার অবাধ্য চুলের খেলা,বাদামের খোসা।

কতনা টুকরো টুকরো প্রেম-অভিমান।

আরও কত কি।



লাবণ্য,বেঞ্চিতে আজ দুজন নেই।

আছে একজন।পাশে পড়ে আছে বাদামের ঠোঙ্গা।

সে আজ বড় একা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.