নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান রাব্বি

সময়ে অসময়ে পরিবর্তনশীল।

হাসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

লাবণ্য সিরিজের ৪র্থ কবিতা।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৫৮

আমার স্বপ্ন জুড়ে তোর আনাগোনা
আমার চোখ ভাসে তোর প্রতিচ্ছায়া।
লাবণ্য,
অজান্তে তোর আসমান উড়ে গেছে মন পাখি।
ফেরাতে পারিনি আজও।
নিষেধের দেয়াল ভেঙ্গে গেছে নিশ্চুপে ভাবতেও পারিনি।
আজ ফেরানোর চেষ্টা বৃথা হয়ে যায় তোর দুনিয়ায়।
তোর মায়ার বাঁধনে আঁটকে ছটফটিয়ে দিনযাপন।
তোর দুনিয়ায় রঙ্গিন ছোট ছোট মুহূর্তে জড়িয়ে পড়েছে
তোর হাসি গানে,তোর চোখের মায়ায়।
প্রদীপ জ্বলে ওঠে মনের কুঠিরে রাতভর।
জানেনা কোথায় হারিয়ে যায় এ মন ঘর ছেড়ে।
তোর আকাশে সন্ধ্যে তারা কত কাছাকাছি
রাত কেটে যায় তাকিয়ে তোর জ্যোৎসায়।
কেন আমি ফেরাতে পারিনি মন পাখি?
তুই বল।না আমার ভুলে,না অপরাধে।
আজ মন চায় কি জানিস?তোর আসমানে
স্থায়ী বসতি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ২:২৯

পিয়ালী দও বলেছেন: ভাল লাগল

২| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

হাসান রাব্বি বলেছেন: ধন্যবাদ@পিয়ালী দত্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.