নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান রাব্বি

সময়ে অসময়ে পরিবর্তনশীল।

হাসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

নতুন বই এবং নস্টালজিয়া

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪



আজ সারাদেশে পালিত হয়ে গেল বই উৎসব।
গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরন করছে সরকার। এ পদক্ষেপের জন্য সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
আশা করছি বিগত বছরের মত এবার পাঠ্যপুস্তক সংক্রান্ত কোন বিতর্ক থাকবে না।

শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দ,নতুন ক্লাস, নতুন বইয়ের গন্ধ আমাকে নস্টালজিক করে তোলে।
স্কুল জীবনে আমরা বিনামূল্যে বই না পেলেও আমাদের আনন্দ উচ্ছাস বর্তমান স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের চাইতে কম ছিল না।
সেই ছেলেবেলা,নতুন পোষাক,নতুন ক্লাস,নতুন বই,নতুন গন্ধ। ১/২ তারিখে ভর্তি হয়ে গেলে আমাদের হাতে আসতো নতুন বই।আমাদের চোখে মুখে আনন্দের ঝিলিক লেগে যেত। নতুন বই নিয়ে বাড়ি এসে প্রতিটি পৃষ্ঠা খুলে খুলে গন্ধ নিতাম।আর দেখতাম, কোন কবিতা, কোন গল্প, কি কি ছবি দেওয়া আছে। এখনো নতুন কোন বই কিনলে বই খুলে গন্ধ নিই। আমার মা হচ্ছেন একজন যত্নশীল মা। তিনি আমাদের যেমন যত্ন করে বড় করেছেন।তেমনি বইয়ের প্রতি যত্নশীল হতে শিখিয়েছেন। নতুন বই এবং গাইড বই কেনার কয়েকদিনের মধ্যে তিনি বই বাঁধার কাগজ দিয়ে খুব যত্ন করে আমার এবং আমার বোনের বই বেঁধে দিতেন। মনে পড়ে, আমাদের গ্রামের বাড়ির উঠানে বিকেল বেলা পাটি বিছিয়ে বসে বসে বই বেঁধে দিতেন। আমি আর আমার বোন বসে থাকতাম মায়ের দুপোশে।

সেই সব দিনগুলি, আমার ছেলেবেলা, স্কুল জীবন স্মৃতিতে ভেসে ওঠে।

শিক্ষার্থীরা আজ নতুন বই পেয়েছে।তারা শুরু করতে যাচ্ছে নতুন ক্লাস, নতুন সিলেবাস।
শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।

সরকার এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে - প্রশ্নপত্র ফাঁস
, গাইড বই বিপনন, কোচিং বাণিজ্য বন্ধ্যে কার্যকরী পদক্ষেপ নিবেন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: নতুন বই পাওয়ার আনন্দ আপরিসীম, যে আনন্দের কোন তুলনা নেই।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

হাসান রাব্বি বলেছেন: আহ...
সেই ছেলেবেলা।
নতুন বই.....

২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


গতবারের বইগুলোর কি হবে? এত কাগজ কেন নষ্ট হচ্ছে? এত টাকায় একই বই কেন নতুন করে ফ্রি দেয়া হচ্ছে?

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

হাসান রাব্বি বলেছেন: গতবারের বই গুলোর কি হবে।সেটা ঠিক বলতে পারি না। তবে গতবারের বইতে কিছু ভুল এবং ছবি সংক্রান্ত কিছু সমস্যা থাকার কারণে পরিবর্তন করা হয়েছে।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


কত লাখ আছে, যাদের জন্য বই ছাপানো হয়নি?

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

হাসান রাব্বি বলেছেন: চার কোটি ৪২ লাখ চার হাজার ১৯৭ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই। বাকি কত জনের জন্য বই ছাপানো হয়নি। সেটা বলা মুস্কিল।
তবে আদিবাসীদের জন্য তাদের নিজস্ব ভাষায় বই ছাপানো হয়েছে।
অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতির বইও দেওয়া হচ্ছে

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন বই-এর প্রতিটা পাতায় পাতায় উত্তেজনা থাকত কী আছে। কত অল্প বয়সের সেই স্মৃতি আজো ভুলতে পারি না...

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


সুপার ধনী, বড় ব্যসায়ী, সরকারী বড় কর্মকর্তাদের সন্তানদের ফ্রী বইয়ের দরকার আছে?

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

হাসান রাব্বি বলেছেন: সুপার ধনী, বড় ব্যবসায়ী কিংবা বড় ব্যবসায়ীদের জন্য নয়। সকল শিক্ষার্থীদের জন্য বইয়ের ব্যবস্থা করা হয়েছে।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

হোসাইন মাহমুদ বলেছেন: সেই স্মৃতি ভুলে যাওয়ার নয়। :)

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

হাসান রাব্বি বলেছেন: রোমাঞ্চকর অধ্যায়গুলো কি ভুলে যাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.