নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান রাব্বি

সময়ে অসময়ে পরিবর্তনশীল।

হাসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

টেলোপ্যাথিক তন্দ্রা

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫



সটান শুয়ে পড়ে বিবস্র,পিনপিনে শ্বেত চাদরে দেহ ঢেকে - টেলোপ্যাথি রপ্ত হত।চোখ সম্মুখে ভেসে বেড়াতো - পানি পথের তৃতীয় যুদ্ধ কিংবা পিদরা নদীর তীরে বসে কাঁদছি। ভয় হত - যোজন যোজন দূরত্বে বসে আছে মৃত্যুরা। অনুভব হত - অচেনা মরুর বুকে, দুই অঙ্কের মাইনাস তাপে - মেরুরজ্জু ছিঁড়ে গেছে তীরের আঘাতে।

তবুও,বোহেমিয়ান পবিত্র যাপনের নেশায় - এক শিশি কর্ড মাছের তেল।আর বায়বীয় শূন্যতা পুঁজি করে বেরিয়ে পড়তাম নিরুদ্দেশ।

চামড়ার আস্তিনে গোঁজা থাকতো যুদ্ধাস্র।অথচ,আমরা ছিলাম নিরামিষভোজী। বয়ে বেড়াতাম যিশুর আদর্শ। পবিত্র গ্রন্থের বুকে - ছুরি চালিয়ে কেউ কেউ প্রফেট দাবি করত।বছরান্তে স্মরণ করা হোত আমাদের - গ্রহের বুকে আমরাই নাকি অভিশাপ বয়ে বেড়াই। গিলাফ পাল্টানোর উৎসবে আমরা হতাম - রাজকীয় অতিথি।

মহোৎসব থেমে গেলে, বিগত ইতিহাস রয়ে - আমাদের গন্তব্য সাইবেরিয়ান উপকূলে।

তখন পাখিরা উড়ে যেত নাতিশীতোষ্ণ অঞ্চলে; বরফে আচ্ছাদনে ডুবে যেত আমাদের অস্তিত্ব।

শ্বেত চাদর কিংবা বরফ - টেলোপ্যাথিক তন্দ্রা কেবল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

হাসান রাব্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.