নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

আরেকটি বসন্ত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

আরেকটি বসন্ত শুরু বাসন্তী রংয়ের শাড়ি পড়া কোনো ললনার সংস্পর্শ ছাড়া।

আরেকটি বসন্ত শুরু যার পাগলা হাওয়ায় ললনার মুখের উপরে উড়ে আসা চুলগুলো হাত দিয়ে সড়িয়ে দেয়ার সুযোগ ছাড়া।

আরেকটি বসন্ত শুরু যেখানে সেই ললনা শাড়ি পড়বে শুধুই আমার জন্য আর বলবে “দেখতো কেমন লাগে”।

আরেকটি বসন্ত শুরু যেখানে ললনা বলবে “কি পাঞ্জাবি পড়সো এইটা”।

আরেকটি বসন্ত শুরু যেখানে ললনার রুপের সৌন্দর্যের প্রশংসা না করে উলটো বলে উঠবো “বাসায় আটা ময়দা তো কিছু বাকি রাখো নাই মনে হয়”।

আরেকটু বসন্ত শুরু যেখানে আরেকটু বাড়িয়ে বলবো “মানুষ মাসে যে পরিমানে আটা খায়, তুমি দিনে তা মুখে মাখো”।

আরেকটি বসন্ত শুরু যেখানে ললনার মুখ রেগেমেগে কৃষ্ঞচৃড়ার লালের সাথে পাল্লা দিবে।

আরেকটি বসন্ত শুরু যেখানে তার রাগ ভাঙ্গানোর জন্য ফুটপাথের ২০ টাকার কাঁচের চুড়ি কিনে দিয়ে বলবো “ধরো, আগামী ১ বছরের গিফট, এইটার মধ্যে ভ্যালেন্টাইন,বৈশাখ, জন্মদিন,ঈদ,পুজা সব একসাথে আছে”।

আরেকটি বসন্ত শুরু যেখানে দিনশেষে ললনা বলবে “এই পিকটা আপলোড দিবা,সুন্দর আসছে”

I have no idea where the girl is. How she is doing. What she is doing. Is she waiting for the same !

May be she is preparing herself for tolerating each and every যন্ত্রনা of mine. May b.

দিনশেষে এই “অজানা ভালবাসা” নিয়েই না হয় ঘুমালাম, ভালই তো লাগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.