নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

নীলের ছোয়া

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

তার সাথে দেখা করার টাইমটা খুব অকওয়ার্ড .. দুপুর ছাড়া তার সাথে তেমন দেখা হয় না বললেই চলে .. উনি আবার কোনো জায়গায় আসতে সেইইই লেভেলের সময় নেন .. যারা তার পরিচিত তারা মোটামুটি সবাই এইটার সাথে অভ্যস্ত .. উনি লেট কামার .. আর উনার এই খাইচ্চতের কারনে ভার্সিটি লাইফের পুরা ৪ বছরের খুব কম সময়ই আমাদের সকালে দেখা হইসে …

৪ বছর পরেও ওই একই দশা .. উনার সাথে সাক্ষাতের সময় সেই দুপুর বেলা .. রাতেও হয় মাঝে মধ্যে .. উনার মর্জি হইলে .. আমি প্রতি রাতেই চাই তার সাথে দেখাটা হোক .. হাতিরঝিলের কোনাটায় অপেক্ষায় থাকি প্রতি রাতেই …

উনি ভাল করেই জানেন “নীল’ আমার পছন্দ .. তাই যতবারই উনার সাথে আমার সাথে সাক্ষাত হয়, ততবারই দেখি নীল রংয়ে হাজির ..

ভাবলাম আজকে বসন্তের শুরু .. এটলিস্ট আজকের দিনে তো অন্তত হলুদ-লাল কিছু পড়ে আসুক ..
উনার দেরী করে আসার ব্যাপারটায় আমি এতোটাই বিরক্ত যে আমিও এখন একটু দেরী করে বের হই ..
আজও বের হইসি .. একটু দেরীতেই .. অবশ্য আজ বেশীক্ষন অপেক্ষা করতে হয় নাই .. দাড়ানোর ৫ মিনিটের মধ্যে হাজির .. দুর থেকে “নীল’ দেখেই বুঝলাম, উনি আসছেন .. দুর থেকে দেখে কেমন জানি মোটা মোটা লাগছিলো .. ভাবলাম নতুন কিছু পড়েছে হয়তো...
উনাকে দেখার পরে আমি আবার আশেপাশে একটু তাকাই .. পাবলিকও তাকাইয়া আছে নাকি .. বাঙ্গালি পুরুষের অভ্যাস, অতো সহজে কি বদলায় !
আজকেও নীল দেখে একটু রাগ লাগার কথা .. কিন্তু রাগ লাগে নাই .. আজকের নীল কেমন জানি আরো বেশী আকর্ষনীয় .. দেখতে অন্য দিনের থেকে আজ বেশ ভাল্লাগছিলো… আজকের নীল বেশী প্রানবন্ত ..

ঠিক আমার সামনে এসে দাড়ালো .. প্রতিদিনকার মতো আজও এসেই চিল্লানো শুরু---
“কাওরান বাজার, নিউমার্কেট, আজিমপুর,.. এই নাইমা খাড়ান দরজা থেইকা .. নামতে দেন আগে.. এই মামা পড়ে উডেন”

“উইনার” এর নতুন বাস সার্ভিস নামসে রাস্তায় .. কবে থেকে নামসে জানি না .. আজকেই ফার্স্ট দেখলাম .. একদম ব্র্যান্ড নিউ .. বডি আরো বেশী নীল .. ভিতরে জায়গাও রাখসে বেশ ভাল .. দাড়াইয়া গেলেও প্যারা লাগে না

সবাইকে বসন্তের শুভেচ্ছা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

চৌধুরী মাহবুব বলেছেন: কি ছুই বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.