নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

ফেক ভিডিও ছড়াবেন না

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০

ফেসবুকে US-Bangla BS211 এর দূর্ঘটনার যেই ভিডিওটি ভাইরাল হয়েছে তা মোটেও সত্য নয়।

সত্যিটা একটু জানার চেস্টা করি। সবাই মিলে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা US-Bangla BS211 ফ্লাইটের না। যেই বিমানটি ভিডিওতে ল্যান্ড করার টাইমে বিধ্বস্ত হতে দেখা যায় সেটা রাশিয়ার একটি বিমান যার নাম Antonov An-26। বিমানটি এই মাসেরই ৬ তারিখে সিরিয়ায় দূর্ঘটনায় পড়ে।

দুপুরে ভিডিওটা দেখার পরেই আমি শিউর থাকি এটা ইউএস বাংলা না। কারন খবর+পত্রিকা পড়ে জানতে পেরেছিলাম ইউএস বাংলার ফ্লাইটটি ল্যান্ড করার সাথে সাথেই বিধ্বস্ত হয় নাই বা মাটিতে আছড়ে পড়ে নাই। এটা ল্যান্ড করার কিছুক্ষন পর চাকার সাহায্যেই মাঠ ঘেষে কতোক্ষন চলতে থাকে এবং অল্প কিছু পরেই তার কোনো এক পাশের পাখা মাটির সাথে ঘর্ষনের ফলে আগুর ধরে যায় এবং ছড়িয়ে যায়। বিমানটি ধুপ করেই মাটিতে আছড়ে পড়ে নাই যেমনটা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত এইটা নিয়েই পড়েছিলাম।

Antonov An-26 বিধ্বস্ত হওয়ার নিউজের লিংক :
https://www.youtube.com/watch?v=kd7bX5jtLa4

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৮

নতুন বলেছেন: জনগন যদি এইটা বুছতো তবে সারাদিন ফেসবুকে বইসা এইসব সেয়ার করতো না।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

অসমাপ্ত অধ্যায় বলেছেন: সমস্যাটা এখানেই । যাই দেখি,যাই শুনি বিশ্বাস করে ফেলি । একটু সময়ও নেই না যে আসল ঘটনা টা কি

২| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে কঠিন প্রতিশোধ নেয়।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

হাঙ্গামা বলেছেন: একমাত্র বলদগুলাই এসব ভিডিও বিশ্বাস করে আর শেয়ার দেয়।
ইউটিউবে এরক প্লেন ক্রাশের ভিডিও আছে গাদায় গাদায়।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১

অসমাপ্ত অধ্যায় বলেছেন: সেটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.