নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

লাইলাতুল ক্বদর

১২ ই জুন, ২০১৮ রাত ৮:২৪

দুনিয়ার মাটিতে যেই পরিমানে ধুলিকণা আছে, ক্বদরের রাতে দুনিয়ায় ফেরেশতাদের সংখ্যা তার থেকেও বেশী থাকে।আমাদের আশেপাশেই ফেরেশতারা ঘুরাঘুরি করবেন। রীতিমতো ফেরেশতাদের একটা বন্যা তৈরি হয় এই রাতে। তিল পরিমাণ জায়গায়ও খালি থাকে না।

প্রত্যেক ফেরেশতাগনদের নিজস্ব কাজ থাকে। সবারই ডিপার্টমেন্ট আলাদা করা আছে। কেও ১ম আসমানে আছেন, কেও ২য় আসমানে। কেও অন্য কোনো কাজে আছেন। তারা প্রত্যেকেই আল্রাহর নির্দেশে আলাদা আলাদা আলাদা কাজ পালন করেন থাকেন ।
আজকে সবার কাজ একটাই। দুনিয়ায় এসে আল্লাহর বান্দার খোঁজ নেয়া। কার কি সমস্যা আছে সেটা জানা, কার কি দরকার সেটা জানা। পারিবারিক বিষয় হোক, ব্যক্তিগত বিষয় হোক , অর্থনৈতিক হোক, যে বিষয়ই হোক, তাদের কাজ আজকে একটাই। বান্দার খবর জানা্, বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা।

আল্লাহর নির্দেশে ফেরেশতাদের বহর নিয়েই ক্বদরের রাতে দুনিয়ায় হাজির হয়ে যান জিবরাঈল (আ)। সেই জিবরাঈল (আ) যিনি মুসা (আ) এর কাছে কিতাব এনেছিলেন, এনেছিলেন ঈসা (আ) এর কাছে, এনে ছিলেন হযরত মুহাম্মদ (স) এর কাছে। এই রাতেই নিয়ে এসেছিলেন কুরআন। আর এই রাতকেই উদযাপন করতে আজ আবার নেমে আসবেন দুনিয়ায়।

গভীর রাতে গিয়েই ইবাদত করতে হবে এমন কোনো কথা নাই। মাগরিবের পর থেকেই ক্বদর শুরু হয়ে যায়। বেশী বেশী করে পড়বেন “ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্বি”- ''হে আল্লাহ! তুমি তো ক্ষমার আধার, আর ক্ষমা করাকে তুমি ভালবাস। কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও”

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ রাত ৯:১৯

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: সুন্দর লিখেছেন। সামনে আরো ভাল লেখা পাব আশা করি।
সময় হলে আমার প্রোফাইলে একবার ঘুরে আসবেন। ধন্যবাদ।
লিংক:... Click This Link

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

অসমাপ্ত অধ্যায় বলেছেন: শুভ কামনা রইলো আপনার প্রতি

২| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সবে ক্বদরের রাতে আল্লাহর নির্দেশে সকল ফেরেশতাদের বহর নিয়েই যাবেন জিবরাঈল। দুনিয়ায় ফেরেশতাদের সংখ্যা তার থেকেও বেশী থাকে।আমাদের আশেপাশেই ফেরেশতারা ঘুরাঘুরি করবেন। রীতিমতো ফেরেশতাদের একটা বন্যা তৈরি হবে এই রাতে। তিল পরিমাণ জায়গায়ও খালি থাকবে না।
আজকে কাজ একটাই। দুনিয়ায় এসে আল্লাহর বান্দার খোঁজ নেয়া। কার কি সমস্যা আছে সেটা জানা, অর্থনৈতিক হোক, যে বিষয়ই হোক, তাদের কাজ আজকে একটাই। বান্দার খবর জানা্, বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা।

কিন্তু ফেরেস্তা তো দেখিনা, চারিদিকে তো সব শয়তান আর শয়তানি।
ইয়াবা শয়তান, ঘুষ শয়তান, সিন্ডিকেট শয়তান, ৫০টাকার হালিম ৩৫০টাকা শয়তান, খাদ্যভ্যাজাল শয়তান।

আমিতো জানতাম রমজান সরি রামাদান মাসে শব শয়তানরে শিকল দিয়া বাইন্ধা রাখা হইতো।

৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্বি।

৪| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহামন্বিত শবে কদরের ফয়েজ ও বরকত বর্ষিত হোক আপনার উপর!
আমাদের উপর
সকল অন্বেষনকারীল উপর!


++++++

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

অসমাপ্ত অধ্যায় বলেছেন: অসংখ্য ধন্যবাদ দোয়ার জন্য। আপনার এবং আপনার পরিবারের উপর রহমত বর্ষিত হোক

৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: আল্লাহ এই বিশেষ রাতে আমাদের সবার সব গুনাহ মাফ করে দিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.