নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

পার্থক্যটা এখানেই

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২

৮০০ মিটার গভীরে পড়ে যাওয়া বাচ্চাগুলারে ঠিকই উদ্ধার করলো থাইল্যান্ড।
আর আমরা ১০০ মিটারেরও কম গভীরে পড়া শিশু জিহাদরে জীবিত উদ্ধার করতে পারি নাই।

ভাগ্যিস এটা আমাদের দেশে হয় নাই। ভিতরে বাচ্চা রেখেই ফায়ার সার্ভিস ডিক্লেয়ার দিতো "ভিতরে কেও নাই"

মিডিয়া বাচ্চাগুলার বাপ-মারে গিয়ে জিজ্ঞেস করতো "আপনার বাচ্চা তো গর্তে, আপনার কেমন লাগছে"

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১০

পলাশবাবা বলেছেন: ট্রেড মার্ক লাইন টা আপনে কেমনে মিস করলেন ?

লাইনটা ছিলঃ
"আপনার অনুভুতি কি?"

২| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

ভুয়া মফিজ বলেছেন: খুবই সত্যি কথা বলেছেন।

৩| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

ক্স বলেছেন: ফায়ার সার্ভিস কি কাজটা ইচ্ছাকৃতভাবে করেছে? তারা যা করেছে সারা দেশের চ্যানেলে তা লাইভ টেলিকাস্ট হয়েছে। চেষ্টায় তো কোন কমতি ছিলনা। তাদের সীমাবদ্ধতা ছিল, তাই তারা ব্যর্থ হয়েছে - কিন্তু তাই বলে ফায়ার সার্ভিসের গুরুত্বকে ছোট করার কোন সুযোগ নেই।

৪| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: ভয়াবহ!
চিন্তা করা যায় না।

৫| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নতুন বলেছেন: আমাদের দেশেও মানুষের বিপদে মানুষ ঝাপিয়ে পড়ে....

এমন অবস্থায় আমাদের দেশেও সেনাবাহিনি তাদের সাধ্যমতন চেস্টা করতো।

রানা প্লাজার ঘটনায় সবাই চেস্টা করেছেন সাধ্য মতন...

সব কিছু্তেই দেশের দোষ খুজলে চলে না।

আমার নিজের বিপদেও আমি অচেনা এবং বন্ধুদের থেকে অনেক সাহাজ্য পেয়েছি.... তাই শুধুই দেশের বদনাম করা ঠিক না। ভালো মানুষের সংখ্যা আমাদের দেশেও কম না।

৬| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হায়াত মউত আল্লাহর হাতে। চীনের মত উন্নত দেশেও কয়লা খনিতে প্রায় সময় শ্রমিক মারা যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.